নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আজ তাহলে ভারত জিতুক

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৩



বাংলাদেশ বিরোধী অনেক লোক ভারতে আছে। ভারত বিরোধী অনেক লোক বাংলাদেশে আছে। তবে রাষ্ট্রীয়ভাবে ভারত বাংলাদেশের বন্ধু। সেই কারণে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি চাই আজ আমাদের বন্ধু রাষ্ট্র ভারত জিতুক।

বাংলাদেশে মুসলিম আছে। বাংলাদেশে হিন্দু আছে। ভারতীয় দলেও হিন্দু-মুসলিম আছে। সুতরাং বাংলাদেশীদের ভারতের জয় চাওয়া সংগত।

দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্র একত্রিত হয়ে অভিন্ন মুদ্রা চালু করলে তা’ এ অঞ্চলে ব্যবসা বান্ধব হবে। আর এ অঞ্চলে ভিষা মুক্ত অবস্থা চালু করলেও এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। এভাবে এ অঞ্চলের দেশ সমূহে বন্ধুত্ব বাড়লে এ অঞ্চলের মানুষ বেশী উপকৃত হবে বলে আমি মনে করি।

অতীতে যারা ভুল করেছে তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা যদি শুদ্ধটা করি তাহলে ক্ষতি কি? এ যুগে এসে সব মতের মানুষ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাস করছে। বিশ্বের সব স্থানে এ বাস করাটা শান্তির হওয়া দরকার।

এখনো যারা ভুল করছে তাদেরকে সবাই মিলে তাদের ভুলটা বুঝাতে হবে। কারণ মানুষের ভুল সমূহের মাশুল অনেক কষ্টকর হয়ে থাকে।

যারা বিরোধ উসকে দেয় তাদেরকে থামাতে হবে। নতুবা বিরোধের জ্বালে আটকে মানুষকে শান্তি হারা হতে হবে।

শান্তির কথাগুলো ধর্মকথা হওয়া দরকার। অথচ ধর্মানুসারীরাই বেশী অশান্তি ছড়ালে বিষয়টা কেমন হয়? বিষয়টা এমন যে দুষ্ট লোকেরা তাদেরকে ধর্মানুসারী মনে করে। কিন্তু তারা আসলে ধর্মানুসারী নয়। তারা আসলে দুষ্ট লোক। এ দুষ্ট লোকদেরকে প্রতিহত করতে পারলে ধর্মের বদনাম কম হয়।

দুষ্ট লোকেরা তাদের কর্মকে ধর্মকর্ম বুঝাতে ধর্মপ্রচারকদের নামে অনেক মিথ্যা ছড়িয়েছে। সেই সুযোগে ধর্মহীনরা আবার ধর্মের বদনাম করছে। আমাদের এবং ভারতের অধিকাংশ নাগরিকের ধর্মের ভিন্নতাকে পুঁজি করে অনেকে আমাদের মাঝে ঝামেলা পাকায়। বেলা শেষে তারা আমাদের প্রতিবেশী। সেই হিসাবে আমাদের অনেকে তাদের আনন্দের ভাগিদার হতে চায়। দুষ্ট লোকদের কারণে সেটা নষ্ট না হোক এটাই আমার একান্ত কাম্য।

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: ভারতের জেতা উচিৎ ভারতের খেলা হিসাবে । এই বিশ্বকাপে সব থেকে সেরা টিম ওরা । সেরা টিম হিসাবেই ওদের জেতা উচিৎ !

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি তাদের খেলা বেশ উপভোগ করেছি। সাকুল্যে তারা একটি ভালো দল।

২| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সম্ভাবনা আছে জেতার। ২০০৩ সালের পুনরাবৃত্তি না হলেই ভালো।

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বিশ্বকাপে এখনো ভারত হারেনি। জেতাটা অব্যাহত থাকলেই হয়ে গেলো।

৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২১

নাহল তরকারি বলেছেন: এই অঞ্চল কে আরো শক্তিশালী করতে হলে সার্ক কে শক্তিশলী করতে হবে।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বাস্তবতা এ অঞ্চলের সবাইকে বুঝতে হবে।

৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত জেতার সম্ভাবনা বেশি।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখনো সেটা বজায় আছে।

৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: ভারত আগে ব্যাট পেয়েছে, জিততে হলে ৪০০+ রান করতে হবে। ভারত আজ হারলে বেশ অবাকই হবো, ভারতের এই দলটি ভারতীয় ইতিহাসের সেরা দল। বলতে বলে রোহিত শর্মা পরপর দুই বলে দুটি চার হাকালেন। B-)
আজ ২০০৩ সালের প্রতিশোধ নেবার পালা।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত এখনো খেলায় ভালোভাবে আছে, তবে অষ্ট্রেলিয়াও ছিঁটকে যায়নি।

৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪০

জ্যাক স্মিথ বলেছেন: অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠানোয় বেশ অবাকই হয়েছি, মনে হয় ওরা ভুল করেছে।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখনো বিষয়টা তাদের ভুল প্রমাণিত হয়নি।

৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: যে চাপ সামলিয়ে ভাল খেলবে সে জিতুক। তবে ঘরের ছেলে খারাপ হলেও বাইরের সাথে ঘরকে অগ্রাধিকার দেতে হবে।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: একদম ঠিক বলেছেন।

৮| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: দ্যা ডেঞ্জারম্যান রোহিত জ্বলে উঠেছে আজ অস্ট্রেলিয়াকে ধ্বংস করে দেবে।
গিল আউট হয়ে গেলেন, ক্রিজে এসেছেন দ্যা মনস্টার বিরাট কোহলি, আজ বিরাট কোহলির বিরাট মাইর হবে।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: কহলি এখনো আছেন, তবে অষ্ট্রেলিয়াও এখনো খেলায় আছে।

৯| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২

বিজন রয় বলেছেন: আজাকে ইন্ডিয়া হেরে যাচ্ছে। আর কামব্যাক করতে পারবে না। ৩৫০ না করলে জিততে পারবে না।
রোহিত ম্যাচটা শেষ করে দিল। যেখানে ৭.৫০ এর উপর রান রেট সেখানে অত মারার কি দরকার ছিল। মনে রাখার দরকার ছিল এটা ফাইনাল ম্যাচ।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত এখনো ম্যাচ থেকে ছিঁটকে পড়েনি।

১০| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

সেলিম আনোয়ার বলেছেন: প্রতিদণ্ডিটা পূর্ণ খেলা হোক। উপমহাদেশের দল হিসেবে ভারতের সমর্থনের পাল্লাটই ভারি হবে। তবে ক্রিকেটের জয় হবে এটা নিশ্চিৎ ।

১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: খেলা এখন অষ্ট্রেলিয়ার দিকে।

১১| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

জ্যাক স্মিথ বলেছেন: ফাইন্যাল ম্যাচে রোহিতকে আরেকটু সংযত হয়ে খেলা উচিৎ ছিলো। ফ্লাইং স্টার্ট করার পড়েও ৮০ রানে ৩ ইউকেট পড়ে যাবার কারণে ভারত এখনও রিকভারি মুডে আছে, সবে মাত্র বিরাট কোহলির হাফ সেঞ্চুরী পুরণ হলো, আরও অনেক দূর যেতে হবে। এই জুটিকে কমপক্ষে ৪৫ ওভার পর্যন্ত খেলতে হবে। ৩০০+ রান না করতে পারলে এ ম্যাচ জেতা কঠিনই হয়ে যাবে।

১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: খেলা এখন অষ্ট্রেলিয়ার দিকে।

১২| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: ভারত শ্যাষ, কোটি ভক্তের হ্রদয় ভেঙ্গে মাত্র ৫৪ রান করে কোহলি আউট হয়ে গেলেন, অনুষ্কা কাঁদতেছে। :(( আপদাত ভারতের পরিস্থিতি খুব খরাপ।

১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের অবস্থা এমন খারাপ হবে ভাবতে পারিনি।

১৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০

বাউন্ডেলে বলেছেন:
ভারতই জিতবে ..............

১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: খেলা এখন অষ্ট্রেলিয়ার দিকে।

১৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

বাউন্ডেলে বলেছেন: হাতে ব্যাট নিলেই অসেট্রলিয়া বুঝতে পারবে -

১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের বোলিং ইউনিট ভালো। দেখা যাক কি হয়?

১৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

জ্যাক স্মিথ বলেছেন: চাচা জ্বী আপনার ঝুল্লা থেকে বাইবেলটা বের করে একটু দেখেন তো ভারত আজ ২৪০ রান রক্ষা করতে পারবে কি না? কবে কখন কোথায় কি হবে তার সবই তো বইবেলে বলা থাকে, খুব টেনশনে আছি তাই ম্যাচের ফলাফলটা যদি আগেই আপনার কাছ থেকে জানতে পারি তাহলে কিছুটা টেনশন মুক্ত হতে পারতাম। :D

১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: নো চিন্তা।

১৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

জ্যাক স্মিথ বলেছেন: ভুম, ভুম!! অস্ট্রেলিয়ার দুইটা গেসে ৪০ রানে। আজকে অস্ট্রেলিয়াকে এত সহজেই ছেড়ে দেয়া হবে না।

১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইন্ডিয়া খেলায় ফিরেছে।

১৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২২

বাউন্ডেলে বলেছেন:

১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: খেলা এখন ভারতের দিকে।

১৮| ১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

জ্যাক স্মিথ বলেছেন: উহুহুহুহুহুহু!!! আরেকটা গেসে ৪৭ রানে তিনডা। B-)

১৯ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি আনন্দ করতেই পারেন।

১৯| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

বাউন্ডেলে বলেছেন:
অবস্থা ভালো না।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইন্ডিয়া বাংলাদেশ হয়ে গেলো বলেই সমস্যা হয়েছে।

২০| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: খুবই মর্মাহত হলাম, সত্যিই অনেক কষ্ট পেয়েছি!! :( :(( আমি সারা মাস জুড়ে অপেক্ষায় ছিলাম ভারত কাপ জিতবে বলে, পুরো টুর্নামেন্টে ভালো খেলে ফাইনাল এসে খুব বাজে খেলেছে।



আসলে জীবনটা অনেক কষ্টের যা ভাবি সমসময় হয় তার উল্টোটা। আজকের পর থেকে আমি আর এসব ক্রিকেট ফিকেট নিয়ে নেই।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: অষ্ট্রেলিয়ার মত অন্যরা ক্রিকেট ততটা ভালো বুঝে না।

২১| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৩

জ্যাক স্মিথ বলেছেন: আজকের পর থেকে আমি আর ব্লগেও নেই, এসব আজাইরা জিনিস নিয়ে থাকা মানে একদমই সময় নষ্ট, গুড বাই ব্লগ।
ভালো থাকবেন আর শরীরের যত্ন নিবেন।

১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারাতো ষড়যন্ত্র করে জিতেনি। সুতরাং তাদেরকে স্বাগতম।

২২| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: জিতলোনা তো।

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোন কারণ ছাড়াই ভারত হেরেগেলো।

২৩| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: ভারত জয়ী হলে আমি খুশি হতাম।

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটা আর হতে পারলেন কই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.