নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

বিএনপি বেসরকারী ভাবে জনসেবা কার্যক্রম জোরদার করতে পারে

০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩



সরকারীভাবে বিএনপি জনসেবা করার সুযোগ পাচ্ছে না। যেহেতু বিএনপি জনসেবা করার আকাঙ্খী সেহেতু তারা বেসরকারীভাবে জনসেবা কার্যক্রম জোরদার করতে পারে। দশের লাঠি একের বোঝা প্রবাদটি আমরা বই পুস্তক থেকে জেনেছি। যেহেতু বিএনপি বড় একটি রাজনৈতিক দল সেহেতু তারা সবাই অনুদান প্রদান করে বড় আকারের একটি অনুদান ফান্ড গঠন করতে পারে। তাদের দলীয় সদস্যদের জাকাত সংগ্রহ করে তারা একটি জাকাত ফান্ড গঠন করতে পারে। দু’টি ফান্ড থেকে তারা যদি হত দরিদ্র জনগুষ্ঠিকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করতে থাকে তখন জনগণ বুঝবে দারিদ্র দূরিকরণে তাদের অবদান আছে।

বিএনপির জিয়ার জনপ্রিয়তা দিয়ে তাদের এখন আর দল চলছে না। এখন তাদের দলকে আবার জনপ্রিয় করতে হলে তাদের জনসেবার বিকল্প নাই। তারা যা কিছু করতে চায় তা’ করার জন্য তারা প্রয়োজনীয় জনবল পাচ্ছে না। তাদের সমর্থকরা ভোট প্রদান না করে প্রমাণ করেছে তাদের অন্তত ৩০% ভোটার আছে। কিন্তু এ সমর্থকরা তাদের কর্মসূচী বাস্তবায়নে মাঠে নামছে না। কিন্তু হত দরিদ্ররা বিএনপি দ্বারা উপকৃত হলে তারা তাদের জন্য মাঠে নামবে। উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সমর্থন করলেও কর্মসূচী বাস্তবায়নে মাঠে নামে না। কিন্তু নিম্নবিত্ত কর্মসূচী বাস্তবায়নে মাঠে নামে। তাদের সেবা করে বিএনপি তাদেরকে মাঠে নামানোর ব্যবস্থা করতে পারে।

বিএনপি আচানক একবার ও তত্তাবধায়কে দু’বার ক্ষমতা পেয়েছিলো। এর কোনটি এখন বিএনপি পাচ্ছে না।ফলে তাদের বড় নেতারাও দল ত্যাগ করতে শুরু করেছে। হত দরিদ্রদের সেবা করে বিএনপি দেখতে পারে তাদের সহায়তায় দলীয় সরকারে অধীনে লোকাল নির্বাচনে কেমন জয় পায়। তারা যদি হতদরিদ্র জনগোষ্ঠির পাশে থাকে তবে এটা অনেকের দৃষ্টি আকর্শন করবে। সবাই তখন ভাববে এটি একটি ভালো দল। তখন তাদের প্রতি সবার সহানুভূতি বাড়বে। ফলে হয়ত দলীয় সরকারের অধীনেও তাদের নির্বাচনে জয় লাভের সম্ভাবনা থাকবে।

বিএনপি জনসেবা শুরু করলে বহু জনসেবক তাদের পথযাত্রী হবে। এভাবে একদিন যদি তারা পুলিশ, প্রশাসন ও অন্যান্য বাহিনীর সহানুভূতি পেয়ে যায় তাহলে কোন শক্তি আর তাদেরকে হারাতে পারবে না। সুতরাং তাদের জন্য এখন সবচেয়ে ভালো কাজ হতে পারে বেকার বসে না থেকে ব্যাপক হারে বেসরকারী জনসেবায় নেমে পড়া। এত তাদের জনসমর্থন বাড়তেই থাকবে। এ জনসেবা ছাড়া আমি তাদের হারানো গৌরব ফিরে পাওয়ার আর কোন পথ দেখি না।দলীয় সমর্থকদের থেকে ফান্ড সংগ্রহ করে দলীয় কর্মীদের মাধ্যমে জনসেবা কার্যক্রম চালু রাখলে তাদের সংগঠনও দূর্বল হবে না।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

নয়ন বড়ুয়া বলেছেন: ভালো বলেছেন। তারা জনগণের পাশে না থাকলে, জনগণকে সেবা না দিলে, এই বিএনপির অস্তিত্বই থাকবে না।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুনাম বিজনেসের একটা অন্যতম পুঁজি। যেহেতু রাজনীতিও একটা বিজনেস সেহেতু এর জন্য সুনাম অতীব জরুরী। বিএনপি যদি বেসরকারী সেবা কার্যক্রমের মাধ্যমে সুনাম হাসিল করতে পারে তাহলে তাতে তাদের বদনাম ঢাকা পড়ে যাবে। এ প্রক্রিয়ায় যদি তারা সংখ্যালঘুদের মনজয় করতে পারে তবে তাদের মাঝেও বিএনপির একটা ভোট ব্যাংক তৈরী হবে। বিগত পনের বছর তারা যদি এমন কার্যক্রম চালু রাখতো তবে জনসমর্থনের কারণেও তাদের উপর নির্যাতন চালাতে অন্যরা অনেকবার চিন্তা করতো।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

বাকপ্রবাস বলেছেন: গদিমুখির দেন নেই, গণমুখি ভরসা

০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপি গণমুখি হলে তাদেরকে পদদলিত করা কঠিন হবে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিএনপি এখন জাদুঘরের পথ ধরেছে।
আফসোস!

০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের কথায় ৩০% লোক ভোট দিতে আসেনি। সুতরাং এখনি তাদের সম্পর্কে নেগেটিভ কথা বলার সময় আসেনি।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আপনি যদি অস্ট্রেলিয়ার নাগরিক হতেন তাহলে গতকালই আপনাকে ৫০ ডলার জরিমানা গুনতে হতো।
আফসোস!
আপনি অস্ট্রেলিয়ার নাগরিক নন।
বাংলালিয়ার নাগরিক।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: বড্ড বাঁচা বেঁচেগেছি।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

বিজন রয় বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিএনপি এখন জাদুঘরের পথ ধরেছে।
আফসোস!

আফসোস............ বড়ই আচানক!!

বিএনপি আর যাই হোক ওসব কখনো করবে না।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের মুখস্ত জনসংযোগে মূলত কোন লাভ হবে না। লাভবান হতে হলে তাদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০০

জিকোব্লগ বলেছেন:



পিছন থেকে গুটি চালে ভারত, আর আপনি আছেন জনসেবা নিয়ে। হা হা হা =p~ =p~ =p~
দেখুনঃ বাংলাদেশে বিগত তিনটি সংসদ নির্বাচনে ভারতের যে ধরনের ভূমিকা ছিল - বিবিসি
ভারত যতদিন হাসিনা সরকার কে চাইবে, তত দিন বিএনপি-র কোনো চান্স নাই।
এইসব জনসেবা টনসেবা দিয়ে কিছুই হবে না।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: গণ অভ্যুত্থান ঘটলে কোন কিছুই টিকে না।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৯

কলাবাগান১ বলেছেন: বাইরের বিশ্ব তালেবানী ভাব ধারাকে ভয় করে আর আওয়ামী লীগ এটাকে ই পুজি করেই পশ্চিমা বিশ্ব কে বুঝাবে জামাতি ইসলামী/বিনপি ক্ষমতায় এলে কিভাবে আবার ধর্ম ভিত্তিক ভাবধারা মাথা-চাড়া দিয়ে উঠবে

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ তাদের প্রাপ্ত পুঁজিতে লাভবান। আওয়ামী লগের মথা ঠিক থাকার জন্য বিএনপির টিকে থাকা দরকার।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিএনপির একটা বড় ভুল হল তারা মনে করে যে ইসলাম ধর্মের জ্যাকেট পরিধান করে আর হিন্দু বিদ্বেষী/ ভারত বিদ্বেষী মনোভাব দিয়ে তারা জনগণের ভালোবাসা আদায় করবে। কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে বাংলাদেশের জনগণের ইসলামী চেতনার মধ্যে অনেক ভেজাল আছে। তাই পাবলিক বিএনপিকে বোকা বানাচ্ছে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাইকে বলেছিলাম পলিটিক্সের টিক্সটাই শুধু তোমাদের মাঝে নাই।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: বিএনপি হচ্ছে বোকার দল আর বোকারাই কেবল এই দল সাপোর্ট করে। আপনি যদি ঘোর কোন বিএনপি সাপোর্টারের সাথে রাজনৈতিক আলাপ না করেন তাহলে বুঝবেন না যে এরা কতটা গর্দভ এরা আপনার কান ঝালাপাল করে দিবে এসব বলে-
তেলের দাম বাইড়া গেলো
নূনের দাম বৃদ্ধি পাইলো
পেয়াজের দাম বেশি হইলো
এই সরকারের পতন হইবো।

ভারত দ্যাশটা খায়া ফালাইলো
চারিদিকে র এর এজেন্ট
শেখ হাসিনার পতন হাইবে।

অমুক নেতা দূর্ণীতি করলো
তমুক নেতার কুকির্তি করলো
হাজার কোটি পাচার করলো
এই সরকারের পতন হবে।

ওমুক নেতা বাড়ি করলো
তমুক নেতা গাড়ি কিনলো
আরেকজন জমি কিনলো
এই সরকারের পতন হইবো

দ্যাশটা ধ্বংস হয়ে গলো
গণতন্ত্র মইরা গেলো
সামানে অনেক কঠিন বিপদ হইবো
শেখ হাসিনার পতন হইবো।

ক্ষমতা বেশিদিন থাকে না
শেখ হাসিনা বেশদিন বাচবে না
এই সরকারের পতন হইবো

মানুষ সব মইরা গেলো না খায়া
সমনে কঠিন বিপদ আছে
দ্যাশটা শ্রীলংকা হবে

পদ্মা সেতু দিয়ে কি লাভ হইবো
রিজার্ভ ধূয়ে পানি খামু
রিজর্ভ সব শ্যাষ হয়ে গলো
এই সরকারে পতন হবে। ....ইত্যাদি এসব বুলশিট বলতে বলতে আপনার কানটা ঝালাপাল করে দিবে, যুক্তি তর্ক তো দূরের কথা আপনাকে কথা বলার কোন টাইমই দিবে না। =p~

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোন মোক্ষম ইস্যুতে মাঠে থাকতে হয় বিএনপি এটা বুঝে না।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:




বি এন পির জন্য ভাল পরামর্শ দিয়েছেন ।
তবে ফান্ড গঠন করে জনসেবা করার একটা সহজ মহা সুযোগ হারিযেছে বি এন পি ।
নির্বাচনে অংশ গ্রহন করে নিন্মোক্ত সুবিধাগুলি নিতে পারতো!!!
১) গত ২০১৮ সালের মত মনোনয়ন বানিজ্য করে হাজার কোটি টাকার একটি ফান্ড গঠন করতে পারতো।
সে ফান্ড দিয়েই জনসেবার মত অনেক কর্মসুচী বাস্তবায়ন করতে পারতো , যেমন শহরাঞ্চলে নিজস্ব ভলাটিয়ার
দিয়ে নালা নর্দমা পরিস্কার করে মশা নিদন করে শহরবাসীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পারতো, দেশব্যপী
খাল কাটা কর্মসুচী হাতে নিয়ে দেশের নদ নদীর নাব্যতা ও কৃষি উতপাদন বৃদ্ধি করে দেশবাসীর সেবা করতে ।
ক্ষমতার বাইরে থেকেও যে দেশ সেবা করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করে ক্ষমতায় গিয়ে দেশকে আরো বেশী করে
সেবা দিতে পারবে মর্মে মানুষের আস্থা অর্জন করতে পারতো ।

২) ড.রাজ্জাকের কথানুযায়ী নির্বাচনে গিয়ে কারাগারে আটক তাদের সকল নেতা কর্মীদেরকে মুক্ত করতে পারতো।

৩) তাদের কথানুযায়ী দেশের বড় একটি অংশের সাপোর্ট ছিল তাদের প্রতি , সে হিসাবে কম করে
হলেও শ খানেক আসন পেয়ে বিরোধি দলে বসতে পারতো । সকলেই বলে , এই সামুতেও দেখতে পাই
অনেকেই বলছেন দেশে গনতন্ত্র ও সুষাসনের জন্য একটি শক্তিশালী বিরোধি দলের প্রয়োজন , একথা সকল
বিএনপি নেতা এবংকর্মী সমর্থকেরাও বলেন । তাহলে দেশ সেবার জন্য প্রয়োজনে বিরোধি দলের আসনে বসতে
এত অনিহা কেন ।

রাজনীতি করতে হলে মনে প্রাণে একবার ক্ষমতায় আর একবার বিরোধি দলে থাকাইতো সমিচীন , এটাইতো
আদর্শ গনতস্ত্র , এভাবেই একটি দেশে গনতন্ত্র ও গনতন্ত্রের প্রতিষ্টান সমুহ শক্তিশালী ও মজবুত হয় । নির্বাচন
বর্জন করে এমনভাবে গনতন্ত্র কায়েমের কথা গনতন্ত্রের কোন পুথি পুস্তকেই নাই । নির্বাচনে আসলে সরকার
বৈধতা পাবে , আর নির্বাচনে না আসলে সরকার অবৈধ হবে । এখন বিএনপির কথা মত অবৈধ সরকার
খোদা না করুন যদি আরো আবৈধ কাজ করে দেশ ও বি এন পিকে রসাতলে নেয়, তার দায় কি এককভাবে
বিএনপির উপরই বর্তাবেনা!!! দেখা যাক আগত দিনদিগুলী কার কথা বলে্ ।

৪) যাহোক , নির্বাচনে এসে তার পরে নির্বাচিত হয়ে সকলেই একসাথে সংসদ হতে পদত্যাগ করে দেশে প্রবল
আন্দোলন গড়ে তুলে গত ৯৬ এর ১৫ই ফেব্রোয়ারীর নির্বাচন পরবর্তীতে আওয়ামী লীগের মত মাত্র ৪৫ দিন
কিংবা তারো কম সময়ের ভিতর সরকারের পতন ঘটাতে পারতো ।

৫) আর এটা না পারলেও নির্বাচনের মনোনয়ন বানিজ্য হতে যে বিপুল পরিমার ফান্ড গঠিত হতে পারতো
তা দিয়ে জেল জুলুমে নির্যাতিত তাদের মাঠ পর্যয়ের হাজার হাজার কর্মী ও তাদের পরিবারকে এই দুর্দিনে
আর্থিক সহায়তা দিতে পারত । এই বিশাল কর্মী বাহিনীতো জনতারই অংশ, তাহলে এটাই হতো
এই সময়ে তাদের একটি বিশাল দৃশ্যমান জনসেবা । বিএনপি এর ফল পেতো বিশাল আকারের ।

৬) এখন তাদের এই বিশাল ভুলের মাসুল কে দিবে । এবারের নির্বাচনকে যতই বিবিধ প্রকারের ডামি
বলা হোক না কেন, এখন পর্যন্ত দেশী বিদেশী ক্রিয়া প্রতিক্রয়া যা দেখা যাচ্ছে তাতে করে এই ডামিকেই
বহন করে নিতে হবে সল্প মেযাদে কমকরে হলেও আরো ৫ বছর, মধ্যমেয়াদে আরো ২০৪১ পর্যন্ত ,
আর দীর্ধ মেয়াদে ২১০০ সাল পর্যন্ত, যেমনটি আওয়ামী লীগের মিশন ও ভিসনে দেখা যায় ।

৭) যাহোক, এখন দেখার পালা বি এন পি কিভাবে ঘুরে দাঁড়ায়, কিংবা কি কি উপায়ে নীজেদের নেতৃত্বের
ভুলে আরো পতনের দিকে যায়!!!

৮) তবে তাদের পতন ঠেকিয়ে টিকে থাকতে হলে আপনার এই পোষ্টের মাথায় থাকা ঐ দুটি ছবি নামিয়ে
একপাশে কোদাল আর একপাশে মাথার টুকরী রেখে খাল কাটার মত ছবি টানিয়ে শহরে নয়, গ্রামে গঞ্জে
মহাসমাবেশ ঘটিয়ে খাল কাটার মত দেশ গড়ার তরে জনসেবায় যাপিয়ে পড়ে তাহলে বি এন পির ঘুরে
দাঁড়াতে বেশী সময় নাও নিতে পারে ।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগ যে পদ্ধতি গ্রহণ করেছে এটা চিরস্থায়ী ক্ষমতায় থাকার পদ্ধতি। এবার বিরোধী রাজনৈতিক দল ১৫ টি আসন পেয়েছে। আগামী নির্বাচনে তারা যদি একটিও আসন না পায় তাহলে অবাক হব না। কারণ আওয়ামী লীগ ও তাদের ডামিতেই সংসদ গঠিত হতে পারে।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী রাজনীতি আমি কমক বুঝি। তাই কোনো মন্তব্য করলাম না।

ভালো থাকুন।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছোটদের এমন কঠিন বিষয়ে মন্তব্য না করাই ভালো।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩২

মায়াস্পর্শ বলেছেন: আপনার চিন্তা ভাবনা অনেক সূক্ষ্ণ। সাধুবাদ জানাই এমন ভাবনাকে। তবে বাস্তবে যা হয় তা হচ্ছে , বিএনপি যদি জনসেবা করতেও যায়, স্থানীয় দুর্বৃত্তরা তা জীবন দিয়ে হলেও পন্ড করে দিবে । এটা তাদের একটা নেশায় পরিণত হয়েছে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইচ্ছা থাকলে উপায় হয়।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রস্তাব মন্দ নয় কবি ভাই। তবে একটা কমেন্টের উত্তর আরো ভালো লেগেছে। কথায় কথায় ভারতকে গালমন্দ না করে গণঅভ্যুত্থান করে নিজেদের ক্ষমতার প্রমান করা ভালো।কথাই তো সেটাই, আমি ঝামেলায় যাবো না কোনো ঝুঁকি আন্দোলন করবো না ,অথচ ক্ষমতার পরিবর্তনের জন্য মূখে ফেনা তুলবো তাহলে কী করে আর পরিবর্তন হবে? নিউজ চ্যানেলে দেখলাম এখনো সব আপডেট না হলেও চল্লিশ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।ধরে নিলাম এই ভোট সব প্রক্সি করে শাসক পেয়েছে। তাহলে বাকি ষাট শতাংশ জনগণ ভোট দিলে বা যারা ময়দান ছেড়ে বয়কট করলেন তারা সদর্থক ভাবলে লড়াই কী হাড্ডাহাড্ডি হতো না? ময়দানে ছেড়ে চলে যাওয়া কোনো অবস্থাতেই সমাধানের রাস্তা নয়। বরং নিজেদের কোমায় নিয়ে যাওয়ার নামান্তর।
গত কয়েকদিনে আমাদের এখানে পেপারে এবারের নির্বাচনে হাসিনা সরকারের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হয়েছিল।
আমেরিকার যে খবরদারি ছিল নির্বাচনে আগে সেটাকে কাজে লাগাতে সম্পূর্ণ ব্যর্থ বিরোধীরা। যাইহোক আগামীকাল পাঁচ বছর চতুর্থ বারের মতো নব নির্বাচিত সরকারকে অভিনন্দন। সঙ্গে অভিনন্দন ও শুভেচ্ছা গোটা দেশবাসীর...

০৯ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা পরিস্থিতি অনুযায়ী লড়াই করতে জানে না তাদের গলায় জয়ের মালা উঠে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.