নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
সরকারের উপর জনগণ খুব খুশী হলে তারা নাচতে নাচতে সরকারকে ভোট প্রদান করতে ভোট কেন্দ্রে যেত। কারণ সরকারকে ভোট প্রদান করা ছিলো তাদের সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের অন্যতম প্রধান উপায়। তাহলে অধিকাংশ জনগণ কি নিমক হারাম? নাকি সরকারের প্রতি জনগণের অখুশী থাকার পিছনে যথেষ্ট কারণ আছে?
বাংলাদেশের ইতিহাসে অনেক বেশী ভোট পড়ার বহু দৃষ্টান্ত আছে। সেতুলনায় এবারের ভোট যথেষ্ট কম। অনেকে বলছে, বিএনপি ভোটেন আসলে তারা সত্তর-আশি আসন পেত। তো তৃণমূল বিএনপি ভোটে এসে কয়টি আসন পেয়েছে? উত্তর হলো একটিও না। তারা বলছে বিএনপির সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তি হলো তারেক জিয়া। সে তো নির্বাচনে আসেনি। বিএনপির দরবেশগণ এসে তো একটা আসনও পেল না।
বাংলাদেশের ইতিহাসে দলীয় সরকারের অধীনের নির্বাচনে কখনও বিরোধী দল জয়ী হয়নি। তাহলে জয়ী হতে চাইলে দলীয় সরকারের অধীনের নির্বাচনে বিএনপি কেন আসবে? যারা বিএনপি করে না, তারা বলছে বিএনপি বিলুপ্ত হবে। তো বিএনপি বিলুপ্ত হলে তাদের ক্ষতি কি? এটা তো তাদের জন্য আরো লাভ জনক।বিএনপি নির্বাচনে না আসলে তারা আরো নির্ভার থাকছে। তাদের শক্তিশালী বিরোধী দল চাই। করুক না তারা শক্তিশালী বিরোধী দল। স্বতন্ত্র ঐক্যজোট গঠন করে সহজেই শক্তিশালী বিরোধী দল বানানো যায়। ডামি নির্বাচনে ডামি বিরোধী দল হলে ক্ষতি কি? সরকার ও বিরোধী দল একই সুরে গান গাইবে, আর জনগণ তন্ময় হয়ে শুনবে।
বিএনপির নির্বাচনে আসা নিয়ে যখন এতই আক্ষেপ, তখন তাদের ইচ্ছা অনুযায়ী তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করলেই তো হয়ে যেত। দলীয় সরকারে অধীনে নির্বাচনে তাদেরকে হারিয়ে দেওয়া হবে বলে তারা অভিযোগ করেছে। তো যারা নির্বাচনে এসে হেরে গেছে তারা তো সে হারিয়ে দেওয়ার কথাই বলছে। আওয়ামী লীগের স্বতন্ত্ররা তো তাদেরই লোক। তাদের যরা হেরেছে তারাও তো’ বলছে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।
কে কি বলছে সেটা বিষয় নয়। বিষয় হলো অধিকাংশ জনগণ ভোট দিতে যায়নি। ভোট যা পড়েছে তাতেও অনেকের ভোট কিছু সংখ্যক লোক দেওয়ার অভিযোগ রয়েছে। সুতরাং সরকারকে এমন পরিস্থিতি তৈরী করতে হবে যেন সরকারকে ভোট দিতেই জনগণ দল বেঁধে ভোট কেন্দ্রে যায়। বিএনপি ভোটে দাঁড়ায় নাই তো কি হয়েছে, সরকারতো ভোটে দাঁড়িয়েছে। তো ৮০% ভোটার সরকারকে ভোট দিলে এমন কি ক্ষতি হতো? জনগণের ভোট প্রদানের আগ্রহ কেন নেই, সেটা সরকারকে ভাবতে হবে।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি ভাবেন না, আমি ভাবছি। কারণ আজও দেখলাম বিরোধী দলীয় নেতার নাম আমি জানতে পারলাম না। আর নির্বাচন থেকে জনগণ কি পেল সেটা নিয়ে ভাবার অধিকার জনগণের অবশ্যই আছে। কারণ দেশটার নাম এখনো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আগামী পাঁচ বছর ধরেও যদি জনগণ এ নির্বাচন নিয়ে ভাবে তবে এ নিয়ে তাদেরকে দোষ দেওয়া যাবে না।
২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৭
আলামিন১০৪ বলেছেন: এ আর নতুন কি?
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুন করে পুরান ঘটনা। দলীয় সরকারের অধীনে সরকারী দল জয়ী হয়, এটা আমরা বরাবর দেখে আসছি।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
এত চিন্তা করে মাথাটা নষ্ট কইরেন না।
বিশ্বে কোথাও ৫০% উপর ভোট পরে না। ২০-৩০% মানুষ ভোট দেয় সাধারনত।
বাংলাদেশ ভারত ও পাকিস্তান বৃটেনের ওয়েষ্টমিনিষ্টার সিস্টেমের ডেমক্রেসি চলে।
এই নিয়মে ১% ভোটও গ্রহনযগ্য।
ইভেন কেউ ভোট না দিলেও ১ জন ১ টি ভোট অর্থাৎ নিজের ভোট টি দিলেও ১ ভোটে ১০০% বৈধ ভাবে নির্বাচিত হয়েছে বলে গন্য হবে।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: অন্যদেশের মানুষ ভোট না দিলেও বাংলাদেশের মানুষ ভোট দেয়। বাংলাদেশের ভোটের ইতিহাস অন্তত সে কথাই বলে। সেই তারা যদি ভোট কেন্দ্রে না যায়, তখন এর কারণ ক্ষতিয়ে দেখার দরকার আছে।
৪| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেকে গণ্ডগোলের ভয়ে ভোটকেন্দ্রমুখী হয়নি।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সকল পক্ষের মতে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আর অধিক গন্ডোগলেও এর চেয়ে অনেক বেশী ভোট পড়ার যথেষ্ট ইতিহাস এদেশে রয়েছে। আর এদেশের মানুষ ভোট দানে আগ্রহী বলেও ইতিহাস থেকে জানা যায়। সুতরাং ভোট বিমুখতার পিছনে অন্য কি কারণ আছে তা’ আসলেই গবেষণার বিষয়।
৫| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২
আঁধারের যুবরাজ বলেছেন: @ডামি নির্বাচনে ডামি বিরোধী দল হলে ক্ষতি কি? সরকার ও বিরোধী দল একই সুরে গান গাইবে, আর জনগণ তন্ময় হয়ে শুনবে।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: এদেশে যারাই ক্ষমতায় আসে তারা নিজের ভাষায় কথা বলে।
৬| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসসালামু য়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অধিকাংশের কথা বাদ দিন ।
আপনার নিজের কথা বলুন ।
এই নির্বাচনে আপনি নিজে কি আপনার ভোটাধিকার টি প্রয়োগ করেছিলেন?
কেন করেননি কিংবা কেন করেছিলেন?
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা নির্বাচনের রিজার্ভ জনবল হিসাবে চাকুরী স্থলে ছিলাম। নির্বাচন কমিশন বলেছে, প্রয়োজন হলেই ডাকবে। সেজন্য নিজ এলাকায় ভোট দিতে যাওয়া হয়নি।
৭| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৪
নয়ন বড়ুয়া বলেছেন: আমি দুইবার গেছি, দুইবারই ককটেলের কারণে কেন্দ্রে যেতে পারিনি...
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ককটেলের কথা প্রথম শুনলাম। নতুবা শান্তিপূর্ণ নির্বাচনের কথাই এযাবৎ শুনে আসছি।
৮| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রধানমন্ত্রীর বিরোধীরা সাধারণ মানুষকে ভোটের আগেই হুমকি-ধমকি দিয়ে রেখেছিল ।
কাউকে ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না এবং তারা বিভিন্ন কার্যক্রম শুরু করে দিয়েছিল ।
ট্রেনে অগ্নি সংযোগ করে মানুষ মেরেছে, বাসে অগ্নি সংযোগ করে মানুষ মেরেছে .।
এতসব হুমকি ধামকির পরেও সহজ সরল ভোটারগন প্রাণের মায়া তুচ্ছ করে ভোট কেন্দ্রে যাবে কেন ?
আপনি নিজেই বলেন আপনি নিজেই তো যান নাই মনে হয়!
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা বীরের জাতি। সকল হুমকি-ধামকি তুচ্ছ জ্ঞান করেই আমাদের জাতি অতীতে অনেক বেশী ভোট দিয়েছে। সুতরাং এখন তাদের ভোট বিমুখতার কারণ নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে।
৯| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষ আসলে জানে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। যদি বিম্পি নির্বাচনে যেত তবে ভোট দিতে যেত। এবং শেখ হাসিনাকেই ভোট দিত।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিম্পি নামক অখাদ্যের কারণে তারা ভোট দিবে না এটা হয় না, নাকি ভোট না দেওয়া লোকগুলো বিম্পি ছিলো সেটাইবা কে জানে? সেজন্যই বলছি এটা গবেষণার বিষয় হয়ে পড়েছে।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টা একটু বুঝিয়ে বলুন।
১১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪০
কলাবাগান১ বলেছেন: লিং এ ক্লিক করলেই সিএনএন এর রিপোর্ট টা দেখতে পারবেন
১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: রিপোর্টটা দেখেছি।
১২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:৩৩
কালাচাঁদ আজিজ বলেছেন:
কতটুকু ভাল নির্বাচন হয়েছে জানি না তবে একটা উদাহরণ দিই তাহলে কিছুটা আন্দাজ করতে পারবেন। আমার এক কলিগ এগারোটা ভোট দিয়েছে, বললাম আরো দিলে না কেন? সহজ উত্তর- ভাঁজ করতে কষ্ট হচ্ছিল।
১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা ভোট দেয় তারা ঠিকমত পারিশ্রমিক পায় না বলে ভোটে তাদেরও আগ্রহ কম।
১৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৪১
জিকোব্লগ বলেছেন:
যেখানে শিশুরাও ভোট দিয়েছে ও স্বয়ং পুলিশ তা দেখভাল
করছে (নিচে ভিডু দেখুনঃ) আর আপনি কিনা বলছেন,
এবারের জাতীয় নির্বাচনে অধিকাংশ ভোটার ভোট প্রদান
করেনি। আপনি বড়ই হাস্যকর কথা বলছেন।
১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি তো বেঠিক কথা বলিনি।
১৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯
কথামৃত বলেছেন: আমিও ভোট দিতে যাই নি
১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটা আপনার ইচ্ছা।
১৫| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার জামাইয়ের খবর কী? ভোট দিয়েছিল?
১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো ব্যক্তিগত বিষয়ে খোাঁজ-খবর নেওয়া আমি পছন্দ করি না।
১৬| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪
রানার ব্লগ বলেছেন: এই নির্বাচন মানুষ গ্রহন ও করে নাই বর্জন ও করে নাই । তারা এটা কে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ধড়ে নিয়েছে । বিএনপির উচিৎ ছিলো যা আছে তাই নিয়ে রাস্তায় মানুষের দুর্ভোগ নিয়ে ঝাপিয়ে পরা । সংসদে বিরোধী দলের অভাব যেন রাস্তায় প্রকাশ না পায় এমন ব্যবস্থা করা । মানুষ এমনিতেই তাদের পক্ষে আওয়াজ তুলবে কিন্তু তা না করে এরা হালুয়া রুটির ভাগ কেন পাবে না এই দুঃখে কাতর ।
১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের সবার হালুয়া-রুটির লোভ রয়েছে। এ দোষ বিএনপির একার নয়।
১৭| ১৪ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: আমিও ভোট দেইনি।
১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়।
১৮| ১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষ আসলে জানে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। যদি বিম্পি নির্বাচনে যেত তবে ভোট দিতে যেত। এবং শেখ হাসিনাকেই ভোট দিত।
আপনি যখন ছাত্র ছিলেন তখন কি পরীক্ষায় ৩৩% নম্বর পেয়ে পাশ করলে বেশী খুশী হতেন?
নাকি ৯৫% নম্বর পেয়ে পাশ করলে বেশী খুশী হতেন?
ভালো নম্বর নিয়ে পাশ করাতে যে গৌরব আছে ৩৩% নম্বর নিয়ে পাস করাতে সেই গৌরব নেই।
এই কারণেই সবার উচিত ছিল দলে দলে কেন্ত্রে গিয়ে ভোট দেয়া।
সেটা আপনি যাকেই দেন সেটা কোন বিষয় না।
আপনি গোলাফুল মার্কায় দিতে পারেন, পাখা মার্কায় দিতে পারেন, গামছা মার্কায় দিতে পারেন।
আপনার যারে মন চায়।
১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ কেউ হয়ত পাতাকপি মার্কা ছিলো না বলে ভোট কেন্দ্রে যায়নি।
১৯| ১৪ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২
নিচু তলাৱ উকিল বলেছেন: কারও ঝাল ভাল লাগে কারও মিষ্টি আবার কারও কোনটাই ভাল লাগেনা। অতএব কে কাকে ভোট দিবে, কিংবা দিবেনা এটা একান্ত তার বিষয়। রান্না হচ্ছে , দাওয়াত দেয়া হয়েছে আসলে খাবেন না আসলে অন্যরা খাবে, অন্যরা না খেলেও কাক পক্ষী খাবে। এতাই নিয়ম কেউ কারও জন্য অপেক্ষা করেনা। বাইও দ্যা ও্যে, নাই মামার চেয়ে কানা মামা ভাল, ভোটটা দিয়েছি।
১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যা ভালো মনে করেছেন সেটাই আপনি করেছেন।
২০| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আমি ভোট দিতে যাইনি।
তাতে কার কি? জানি কারো কিছু না।
২১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭
বিজন রয় বলেছেন: যদি আগেই জেনে গেলাম কে জিতবে, তাহলে আর ভোট দিতে যাওয়ার দরকার কি।
২২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৪
Rahat islam juwel বলেছেন: এবারের নির্বাচনে জয়লাভ করা উদ্দেশ্য ছিলনা। উদ্দেশ্য ছিল ভোটার উপস্থিতি বাড়ানো। এজন্যই সাত বছরের শিশুদের দিয়ে ভোট দেওয়া, মাইকিং করে ভোটারদের ডেকে আনা, একই লোক বারবার লাইনে দাঁড়ানো ইত্যাির মাধ্যমে ২% এর ভোট ২৮% এরপর ৪০% দেখানো হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪৬
জ্যাক স্মিথ বলেছেন: হুমম, ভালো কথা। কিন্তু আমার মনে হয় নির্বাচনী খিচুরী এতদিনে ঠান্ডা হয়ে গেছে, এখন আর মানুষ এসব নিয়ে ভাবে না।