নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আমার কবিতা ও ইসলামের বহু বিবাহে সম্মতি

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১০



একত্বে অনন্য প্রেম

অনেক নারীর দেহে আস্বাদ পাবে না
খাঁটি প্রেম অমৃতের। শুন অনন্তর
একা এক নারী মন চিত্রাভ প্রান্তর
সেথা পাবে প্রীতিময় বহু অনুভূতি।
নারীর একান্ত কাম্য সুপ্রিয়া হবে না
সে ছাড়া অপর কেউ, স্বামীর অন্তর
খানিক দখলকারি।সে তার সুন্দর
সম্পর্ক সাজায় দিয়ে সুমহান প্রীতি।

বহুত্বে বিরাজ করা বোলতার হুল
ভীতিকর হয়ে থাকে।প্রেমিক হৃদয়
দেখে সেথা শূলবিঁদ্ধ তার মহাভুল
ছড়ায় রক্ত ক্ষরণ স্নিগ্ধ প্রাণময়।
নিখাঁদ রোমাঞ্চ মিলে প্রীতির দু’প্রান্তে
অন্তরঙ্গ সময়ের নিভৃতে একান্তে।


সূরাঃ ৪ নিসার ৩ নং আয়াতের অনুবাদ-
৩। তোমরা যদি আশংকা কর যে, ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে, দুই তিন অথবা চার: আর যদি আশংকা কর যে সুবিচার করতে পারবে না তবে একজনকে অথবা তোমাদের অধিকারভূক্ত দাসীকে। এতে পক্ষপাতিত্ব না করার অধিকতর সম্ভাবনা।

সূরাঃ ৪ নিসার ১২৯ নং আয়াতের অনুবাদ-
১২৯। আর তোমরা যতই ইচ্ছা করনা কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার কখনোই করতে পারবে না, তবে তোমরা কোন এক জনের প্রতি সম্পূর্ণ ঝুঁকে পড়বে না ও অপরকে ঝুলিয়ে রাখবে না; যদি তোমরা নিজেদিগকে সংশোধন কর ও সাবধান হও তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।

* স্ত্রীদের প্রতি সমান ব্যবহারের শর্তে ইসলাম বহু বিবাহের অনুমতি প্রদান করেছে। তবে এতে যে ঝামেলা আছে সেটাও ইসলাম বলে দিয়েছে। ইসলাম এ অনুমতি প্রদান না করলে প্রথম স্ত্রী ছাড়া অন্য স্ত্রীদের সন্তানদের গায়ে অবৈধ সন্তানের তকমা লেগে যেত। অথচ যারা সন্তান হিসাবে জন্ম নিয়েছে তাদের কোন দোষ নেই।নির্দোষ সন্তানদেরকে দোষ মুক্ত রাখতেই বহু বিবাহের অনুমতি।

রাসূল (সা.) বহু বিবাহ করেছেন এবং কিছু ক্ষেত্রে তিনি ঝামেলাতেও পড়েছেন। তাঁর এক স্ত্রী তাঁর প্রথম স্ত্রীর স্বামীর বিরুদ্ধে যুদ্ধও করেছেন। সুতরাং বুঝাগেল বহু বিবাহ আসলে সুবিধা জনক নয়।

বিবাহ সংক্রান্ত কারণে ধর্মহীনরা রাসূলের (সা.) উপর দোষারোপ করে থাকে। কিন্তু আল্লাহ তাঁকে নবী বানিয়েছেন তাঁর বিশ্বস্ততার জন্য। সুতরাং নবুয়তের সাথে রাসূলের (সা.) বহু বিবাহের সম্পর্ক নেই।সেজন্য বহু বিবাহের কারণে মুমিনগণ তাঁকে পরিত্যাগ করেন না। তাদের কথা হলো রাসূলের (সা.) বহু বিবাহের কারণে তারা তাঁকে পরিত্যগ করে জাহান্নামে যাবে কেন? সেজন্য বহু বিবাহের পরেও তাঁর অনুসারী প্রায় দুইশত কোটি। তারমানে ধর্মহীনদের রাসূলের (সা.) ত্রুটির প্রচার তাঁর উম্মত কমানোতে কাজে আসছে না।

# সবচেয়ে বড় কথা কোরআন বহু বিবাহে নিরুৎসাহিত করেছে। এ ধর্মহীনরাই বলে কে কার সাথে শুইবে সেটা তার ব্যাপার। আবার তারাই বলে রাসূল (সা.) এত নারীর সাথে শুইলো কেন? তারমানে রাসূলের (সা.) ক্ষেত্রে আসলেই তাদের বক্তব্য পাল্টে যাচ্ছে। অবশ্য কোন ধর্মেই বহু বিবাহে নিষেধাজ্ঞা নেই। মুষ্ঠিমেয় ধর্মহীন এ বিষয়ে হৈ চৈ করে। আমি যেটা বাস্তব বিষয় সেটা কবিতায় তুলে ধরেছি। আর সংগত কারণে সমাজে বহু বিবাহের ছড়াছড়ি নেই।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৮

নতুন বলেছেন: বহু বিবাহ কেমন জিনিস সেটা নিজের মেয়েকে নিয়ে ভাবলেই বোঝা যায়।

কোন নারীই তার ভালোবাসার মানুষটি অন্য নারীর সাথে সঙ্গমে লিপ্ত সেটা ভাবতে পারেনা।

রাসুল সা: ও কিন্তু ফাতেমা রা: জীবিত থাকা কালীন আলী রা: এর ২য় বিবাহের অনুমুতি দেন নাই।

আলী রা: ফাতেমা রা: মারা যাবার পরে কিন্তু ৮টা বিয়ে করেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাসূল (সা) নিজেও তাঁর প্রথম স্ত্রী থাকাকালিন অন্য বিয়ে করেননি। দ্বিতীয় স্ত্রী আসেই বিবাহিত পুরুষের নিকট। সেজন্য তার একা থাকার আব্দার রক্ষা করা হয় না। আরবদের বহু বিবাহের প্রবল টান রয়েছে। এটা তাদের সংস্কৃতি। ইসলাম এর উপর কড়াকড়ি করেনি।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি কয়টা বিবাহ করেছেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি একটা বিবাহ করেছি।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বহুবিবাহ করাটা নবীজির সুন্নত।
এই সুন্নত পালন করতে এগিয়ে আসা উচিত আপনার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: পঞ্চাশ নম্বর পেলেও কেউ জাহান্নামে যাবে না। সেজন্য বহু বিবাহ করে দুনিয়ার জাহান্নাম ভোগ করতে চাই না।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: বহু বিবাহ অন্যায়।
একজন শিক্ষিত ও সচেতন নাগরিক কোনো রকম অন্যায় সমর্থন করতে পারেন না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার এ মন্তব্যের জবাবে আমি কিছু বলব না।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: রাসূল (সা) নিজেও তাঁর প্রথম স্ত্রী থাকাকালিন অন্য বিয়ে করেননি। দ্বিতীয় স্ত্রী আসেই বিবাহিত পুরুষের নিকট। সেজন্য তার একা থাকার আব্দার রক্ষা করা হয় না। আরবদের বহু বিবাহের প্রবল টান রয়েছে। এটা তাদের সংস্কৃতি। ইসলাম এর উপর কড়াকড়ি করেনি।

পুরুষ বহু নারী কামনা করে, বহুবিবাহ সেই কামনাকে সাহাজ্য করছে মাত্র।

আবর বিশ্বে ৪টা স্ত্রী রাখা তারপরে ধনীরা দাসী ক্রয় করে ব্যবহার করা, ধর্ম ধনী পুরুষদের তাদের যৌন ফেন্টাসী পুরুনে সাহাজ্য করেছে মাত্র। আর বেহেস্তের বিবরনে আছে পুরুষ কত ভাবে তাদের যৌন ফ্যান্টাসী পুরন করবে তার বর্ননা। B-)

এই কারনে এই ধর্ম আরবে বেশি জনপ্রিয়তা পেয়েছে। ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইসলাম এখন সারা বিশ্বে জনপ্রিয়।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৯

নতুন বলেছেন:

মুসলমানরা সংখ্যায় বাড়ছে কারন তাদের সন্তানের হার বেশি। সেই হিসেবে ২০৫০ এ সংখ্যায় তারা খৃস্টানধর্মালম্বীর সমান হবে। পরে আরো বেড়ে যাবে।

কিন্তু মানুষ সত্যিকারের কতটুকু ধর্ম অনুসরন করে সেটা চিন্তা কইরেন।

বাংলাদেশ, পাকিস্তান,আফগানস্তান.... অনেক দেশ আছে যাদের ধর্মালম্বীদের সংখ্যা অনেক বেশি কিন্তু তারা দূনিতিতেও সেরা করান তারা মানুষ খারাপ এবং বক ধার্মিক।

কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, সংখ্যা বাড়ছে মাত্র...বেশিরভাগ খৃস্টিয়ান, হিন্দু রা সামাজিকতার মতন ধর্ম পালন করে এখন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোয়ালিটি ভালো হচ্ছে কোন পক্ষের?

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বহুগামিতা বা বহু নারীর সাথে অবৈধ সম্পর্ক রোধ করার জন্যই ইসলামে একাধিক বিয়ে, কিন্তু সর্বোচ্চ ৪টি বিয়ের অনুমতি দেয়া হয়েছে। এই ৪টি বিয়ে আবার সবার জন্য না, যার ৪টি স্ত্রীকে ভরণপোষণের আর্থিক এবং যৌনক্ষমতা আছে, কেবল তার জন্যই ৪টা পর্যন্ত স্ত্রীর অনুমতি আছে। যার এই ক্ষমতা নাই, তার ৪টা বিয়ে তো দূরের কথা, একটি বিয়ে করতেও নিরুৎসাহিত করা হয়েছে।

আমাদের এক-বিয়ের প্রবক্তারা মূলত বহুগামিতার পক্ষে। তারা বিয়ে করা স্ত্রীকে দাসী বানিয়ে ঘরে বন্দি করে রেখে নিত্য নতুন 'অবৈধ নারী'দের নিয়ে বিভিন্ন ফ্ল্যাটে সময় কাটাতে ভালোবাসেন :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা লুকিয়ে বহু স্বাদ উপভোগ করে।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: কোয়ালিটি ভালো হচ্ছে কোন পক্ষের?


B-)) যদি না বুঝে থাকেন তবে তো কিছুই বলার নাই।

ধর্ম ভিক্তিক জাতী ( বাংলাদেশ, পাকিস্তান, আফগানস্তান, ভারত, সৌদি, ) গুলির দিকে তাকান আর কম ধামিক জাতী ইউরোপিয়ান দেশ গুলির দিকে দেখুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইউরোপিয়ানরা লুটেরা। লুটেরা কোন ভালো কোয়ালিটি নয়।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১২

নিমো বলেছেন: মেয়েদের বহু বিবাহের ব্যাপারে কোন নির্দেশনা আছে নাকি সেটা একচেটিয়া ছেলেদের জন্যই ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ছেলেদের বহু বিবাহ হলে সন্তানের মা-বাবা সনাক্ত করা যায়। কিন্তু মেয়েদের বহু বিবাহ হলে সন্তানের মা-বাবা সনাক্ত করা যায় না। সেজন্য মেয়েদের বহু বিবাহের রীতি নেই। তবে মেয়েরা একজন ছেড়ে অন্য জন বিবাহ করাতে সমস্যা নাই।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



আপনি বলেছেন, "...আরবদের বহু বিবাহের প্রবল টান রয়েছে। এটা তাদের সংস্কৃতি। ইসলাম এর উপর কড়াকড়ি করেনি। "

-ইসলাম মানে ততকালীন আরদের জীবনের চিন্তাভাবনা, ইহা মানুষের ভাবনাচিন্তা; সুরাহগুলো মানুষের রচিত সামাজিক জীবনের কথা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মুমিনগণ আপনার মতে একমত নন।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৫

নিমো বলেছেন: লেখক বলেছেন: ছেলেদের বহু বিবাহ হলে সন্তানের মা-বাবা সনাক্ত করা যায়। কিন্তু মেয়েদের বহু বিবাহ হলে সন্তানের মা-বাবা সনাক্ত করা যায় না।
এসব আজব-গজব তথ্য কোথায় পান ? বিয়ের মূল উদ্দেশ্য আসলে কী ? আগের মন্তব্যটি মুছে দিন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিয়ের উদ্দেশ্য যাই থাকুক, বিয়ে করলে সন্তান হয় এবং সেই সন্তানের পিতা-মাতার পরিচয়ের দরকার হয়। মেয়েরা একসাথে বহু বিবাহ করলে তাদের সন্তানের পিতৃ পরিচয়ে সমস্যা হয়।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: তারা লুকিয়ে বহু স্বাদ উপভোগ করে।


যদি বহুগামী হবার ইচ্ছা থাকে তবে তো তারা বহুবিবাহের পক্ষে থাকবে।

যারা আপনার এই পোস্টে বহুবিবাহের পক্ষে বলছেন। তারা তার মেয়ের জামাইয়ের ২য় বিয়ে মেনে নেবেন কি? জামাতা কে ধন্যবাদ দেবেন ২য় বিয়ের জন্য? না কি বেজার হবেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার কবিতা বহু বিবাহের পক্ষে নয়।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭

নাহল তরকারি বলেছেন: রাজীব নূর ভাই সহ অন্যান লোকদের বলতে চাই, পরকীয়া করার চেয়ে ২টা বিয়ে ভালো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: বহু বিবাহ নিষিদ্ধ থাকলে অনেক নিরপরাধ সন্তান পিতৃপরিচয় থেকে বঞ্চিত থাকতো এবং তালাকের ঘটনা আরো বেশী হতো। আর তাতে করে অনেক সন্তানকে হত্যা করা হতো।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আফসোস

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার আফসোসের কারণ কি? আরেকটা বিয়ে করতে গিয়ে কি সমস্যায় পড়েছেন?

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নবীজি বিনে আমাদের কোন গতি নাই।
কেননা পরকালে তিনিই হবেন আমাদের জন্য সুপারিশকারী ।
তার জন্য দোয়া করা তার পরিবারের জন্য দোয়া করা আমাদের সকলেরই কর্তব্য।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৫১

অহরহ বলেছেন: বহু বিয়ে নবীর সুন্নত, কোরাণের আইন, ইসলামের বিধান।

নবী মোহাম্মদ যতদিন প্রথম স্ত্রী বিবি খাদিজার ঘর জামাই ছিলেন ততদিন ভয়ে ২য় বিয়ের নাম উচ্চারণ করার সাহস পান নি। কিন্তু বিবি খাদিজা মারা যাওয়ার এক মাস না যেতেই নবী মাথায় বিয়ের সুপ্ত বাসনা জেকে বসে। শুরু হয় ম্যারাথন বিয়ে, ৬ বছরের শিশু বালিকা থেকে শুরু করে ছুড়ি, বুড়ি, দাসী, যুদ্ধবন্ধি নারী, মুতাবিয়ে (অস্থায়ি বিয়ে)....... কোন কিছুই রেহাই পাইনি বিয়ে পাগলা নবীর থাবা থেকে।

কোরাণ, হাদিস এবং সিরাতের পরতে/পরতে পুরুষের বহু বিয়ে কে উৎসাহিত করা হয়েছে।

তো, @ জাগতিক ভাইয়া, নবীর পথ অনুসরণ করছেন তো? হাজার হলেও আপনার দিলের নবী।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিয়ে ব্যক্তিগত বিষয়।

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০০

অহরহ বলেছেন: লেখক বলেছেন : "আরবদের বহু বিবাহের প্রবল টান রয়েছে। এটা তাদের সংস্কৃতি। ইসলাম এর উপর কড়াকড়ি করেনি।"

তার মানেই, ইসলাম আইয়ামে জাহেলিয়া যুগের সুযোগ-সুবিধা ভোগকারী (beneficiary) ধর্ম। নিজের কথায় নিজেই caught খাইলেন @ জাগতিক ভাইয়া!!, নাকি??

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাহিলিয়া যুগের ১০০% বদলানো জরুরী নয়।

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সকলেরই নবীর সুন্নত পালন করতে এগিয়ে আসা উচিত।
খালি দাড়ি রাখার সুন্নত পালন করলেই হবে না।
বহু বিবাহ করার সুন্নতও পালন করা দরকার।
নইলে পরকালে নবীজীর সামনে মুখ দেখানো যাবে না।
আশা করি আপনার বুঝতে পারবেন এবং নবীজীর সুন্নত পালনে এগিয়ে আসবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: বহু বিবাহের সুন্নত পালন না করলে পাপ হয় না। কারণ যারা বহু বিবাহ করেনি নবিজী (সা) তাদেরকে এর জন্য তিরস্কার করেননি।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

ধুলো মেঘ বলেছেন: অহরহের পেটে কৃমি মাথা চাড়া দিয়ে উঠেছে। একে একজন মাদ্রসা হুজুর দিয়ে বলৎকার করানো হোক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: বলৎকার মন্দ কাজ। এ জন্য আপনার প্রস্তাব বাতিল করা হলো।

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

ধুলো মেঘ বলেছেন: তাহলে অন্তত এক আইক্কাওয়ালা বাঁশ দিয়ে? এটাই কি মন্দ? অথবা সেদ্ধ ডিম?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইটটি মারলে পাটকেলটি খেতে হয়।

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.