নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

মহাজাগতিক ভাবনা

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৭




মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে। অসীম একাধীক হবে না। কারণ অসীমকে একাধীক করতে অসীম সমূহে সীমা দিতে হবে। আর সীমা দিলে অসীম আর অসীম থাকে না।সুতরাং মহাজগতের প্রথম সুনিশ্চিতভাবে এক। সেই এক অসীম হওয়ায় সেই এক চিরস্থায়ী। কারণ অসীম অফুরন্ত বিধায় সেই এক ফুরিয়ে গিয়ে শেষ হওয়ার কথা নয়।

প্রথমের পূর্ব অবস্থান শূন্য হওয়ায় তাতে কোন সৃষ্টিকর্তা ছিল না। সৃষ্টিকর্তা না থাকায় প্রথমের পূর্ব অবস্থান সবকিছু অসীম মাত্রায় হওয়ার জন্য উম্মুক্ত ছিলো।সংগত কারণে তাতে অসীম প্রাণশক্তি স্থান লাভ করায় মহাজগতের সেই প্রথম চিরঞ্জীব।সংগত কারণে মহাজগতের প্রথম অসীম জীবন্ত সত্ত্বা। সেই সত্ত্বায় সকল শক্তি অসীম মাত্রায় বিদ্যমাণ থাকায় তিনি অসীম সর্বশক্তিমাণ।

অসীমের আকার থাকে না। কারণ আকার দিলে কোন কিছু অসীম থাকে না।সংগত কারণে মহাজগতের প্রথম অসীম সত্ত্বা নিরাকার। অসীমের স্ত্রী তাঁর সমগোত্রিয় হবে। কিন্তু অসীম এক। সংগত কারণে মহাজগতের প্রথম সেই সত্ত্বার কোন স্ত্রী নেই বিধায় তাঁর কোন সন্তান নাই।পিতা-মাতা সন্তানের পূর্বে থাকায় এবং মহাজগতের প্রথম সেই সত্ত্বার পূর্বে কিছু না থাকায় মহাজগতের প্রথম সেই সত্ত্বার পিতা-মাতা নাই।

মহাজগতের প্রথমের পরে যাদের অবস্থান তাদের সীমা ও আকার দাতা মহাজগতের প্রথম সেই সত্ত্বা। কারণ যাদের সীমা ও আকার আছে তাদের পূর্বে তাদের সীমা ও আকার দাতা থাকতে হয়।সেজন্য মহাজগতের প্রথম সেই সত্ত্বা সীমা ও আকার দিয়ে তিনি ছাড়া মহাজগতের সব বিছু সৃষ্টি করেছেন।

মহাজগতের সেই সত্ত্বার মাঝে সব কিছু অসীম মাত্রায় স্থান লাভ করায় তাঁর মধ্যে অসীম মাত্রায় স্থান লাভ করেছে অসীম অহংকার। সেই অহংকার থেকে তাঁর কাম্য হলো ইবাদত। সেই ইবাদতের জন্যই তিনি এক শ্রেনীকে সৃষ্টি করে অন্য শ্রেনীকে সৃষ্টি করেছেন তাদের প্রয়োজনে। যাদেরকে মহাজগতের সেই সত্ত্বা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাদের নিকট তিনি বর্তাবাহক পাঠিয়েছেন। তাঁর বার্তা বাহকের কথা যারা মানবে তাদের জন্য হলো জান্নাত এবং যারা তাঁর বার্তাবাহকের কথা না মানবে তাদের জন্য জাহান্নাম। ইবাদতের বিনিময়ে জাহান্নামীদের শাস্তি লাঘবের ব্যবস্থা থাকবে। শাস্তি লাঘবের জন্য জাহান্নামীরা ইবাদত করবে।আর এভাবে মহাজগতের সেই সত্ত্বার ইবাদত চলবে অন্তত কাল। কিন্তু মহাজগতের সেই সত্ত্বার বার্তাবহকের কথা যারা মানবে তাদের হবে মহাসৌভাগ্য। তারা অল্পকাল ইবাদত করে চিরকাল সুখভোগ করবে।

আমার উপরোক্ত সকল ভাবনায় লজিক আছে বিধায় আমি এসবের কোন প্রমাণ দেব না।আমি বুঝেগেছি আমাকে মহাজগতের সেই সত্ত্বার বর্তাবাহকের বার্তা অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আমি চিরকাল সুখে থাকতে পারব-ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ বললাম, কারণ মহাজগতের সেই সত্ত্বার নাম তাঁর বার্তাবাহক আল্লাহ বলেছেন।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:



আপনি বলছেন যে, মহাজগতের শুরুতে ছিলো শুন্য; এই শুন্য বদলে কিসে পরিণত হলো?

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তরই তো পোষ্টে বলা হয়েছে। আর প্রথমের পূর্বে শূন্য থাকাতো লজিকের বাইরের কিছু নয়।

২| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৬

জ্যাক স্মিথ বলেছেন: রোজা থেকে আর এসব পোস্ট করবেন না, শরীর খারাপ করবে যে।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব পোষ্টে আপনার অবিশ্বাসের কি কোন ক্ষতি হচ্ছে?

৩| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: ইফতারের আগে বেশী বেশী দোয়া কালাম পড়তে হয়, এসব মহাকাশ নিয়ে ভাবলে রোজা হালকা হয়ে যাবে।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভাবনার শেষ পরিণতি যেহেতু আল্লাহ, সেহেতু এতে রোজা ভারী হয়।

৪| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



আমার প্রশ্নের ( ১নংমন্তব্য ) উত্তর পোষ্টে নেই; আপনি পারলে ইহার উত্তর দিন।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: শূন্যতে বিবর্তন সম্ভব নয়। আর শূন্যতে বিবর্তনের কথা এযাবৎ কেউ বলেনি। শূন্যতে বিবিধ ক্রিয়ায় শক্তির উদ্ভব ঘটে সর্বশক্তিমানের উদ্ভব ঘটেছে।

৫| ২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

এম ডি মুসা বলেছেন: ভালো গবেষণা।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: যে মুমিনকে যেভাবে বুঝানো যায় সেভাবে আল্লাহ তার ঈমানের বিষয়টি বুঝিয়ে দেন।

৬| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৩

জ্যাক স্মিথ বলেছেন: আপনি এ ধরণের পোস্ট বহুবার করেছেন, বুঝা গেলো যে কোন মূল্যে আপনি আল্লাহকে প্রমাণ করে ছাড়বেনই, সুতরাং আপনি যা লিখেছেন সব আমরা মেনে নিলাম। আপনি যা লিখবেন তাহাই সঠিক।

২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: অবিশ্বাসের পক্ষে অনেক পোষ্ট দেওয়া হয়, সে বিষয়ে আপনার অভিমত কি?

৭| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৯:০০

জ্যাক স্মিথ বলেছেন: নাহ এই ব্লগে অবিশ্বাসের পক্ষে তেমন একটা পোস্ট হয় না।

২০ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এই ব্লগে অবিশ্বাসের পক্ষে পোষ্ট হয় কি হয় না সেটা আপনে না দেখেলেও আমি দেখি।

৮| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩৮

অপু তানভীর বলেছেন: এই গবেষণা নোবেল কমিটির কাছে পাঠানো দরকার ! আরেকটা নোবেল আমাদের দেশে চলে আসবে নিশ্চিত !

২০ শে মার্চ, ২০২৪ রাত ১১:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপানাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে!

৯| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৩

কামাল১৮ বলেছেন: আগে ছিলো মারফতি গান।এখন শুরু হয়েছে মারফতি কথাবার্তা।

২১ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মারফতি কথায় কি কোন সমস্যা আছে?

১০| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১:১২

আরইউ বলেছেন:



লেখা নোলানের ইনসেপসন ম্যুভির চেয়েও বেশি জটিল হয়েছে।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশ্বাসের ক্ষেত্রে লজিকের প্রয়োজন হয় না। তবে সব বিশ্বাসে লজিক না থাকলেও কোন কোন বিশ্বাসে লজিক থাকে।

১১| ২১ শে মার্চ, ২০২৪ রাত ১:৪২

অপু তানভীর বলেছেন: আপনার তাই মনে হল? ;)
আমি আপনার লেখা পড়ে কখনই উত্তেজিত হই না । এই ভুল ধারণা নিয়ে মন্তব্যের উত্তর জবাব দিবেন না । :D

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

১২| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: আপনার ভাবনা উন্নত নয়।
স্যরি ফর দ্যাট চাচাজ্বী।

২১ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা আপনার ভুল ধারণা।

১৩| ২১ শে মার্চ, ২০২৪ রাত ৮:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আসমান একটি বিশাল জিনিস।
এটা জমিনের উপরে দাঁড়িয়ে আছে ।
অথচ দেখুন এখানে কোন পিলার নাই ।
কিন্তু পৃথিবীতে সামান্য একটা ঘর তুলতে গেলেও কতগুলো পিলার লাগে!
নিশ্চয়ই এর মধ্যে লুকিয়ে আছে বিশাল কোন রহস্য।

২১ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: অবিশ্বাসের চেয়ে বিশ্বাস শক্তিশালী।

১৪| ২২ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



অবিশ্বাসকে তো কেউ শক্তিশালী বলে নাই ।
বিশ্বাস অবিশ্বাস কোনটাই শক্তিশালী না।

২২ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশ্বাস অবিশ্বাস থেকে শক্তিশালী।

১৫| ২২ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


তাহলে শক্তিশালী কী?
শক্তিশালী হচ্ছে প্রমাণিত সত্য।
একটা জিনিস যখন প্রমাণিত হয়ে সত্যে পরিণত হয় সেটাই সবচেয়ে শক্তিশালী।

২২ শে মার্চ, ২০২৪ রাত ৯:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে সেটা বিশ্বাস বা অবিশ্বাস জাতয়ি কিছু নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.