নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

কষ্ট থেকে আত্মরক্ষা করতে চাই

২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৯



দেহটা মনের সাথে দৌড়ে পারে না
মন উড়ে চলে যায় বহু দূর স্থানে
ক্লান্ত দেহ পড়ে থাকে বিশ্রামে
একরাশ হতাশায় মন দেহে ফিরে।

সময়ের চাকা ঘুরতে থাকে অবিরত
কি অর্জন হলো হিসাব করে দেখি
তিন জন কন্যা ছিলো চলে গেলো
স্ত্রী এখন সাথে আছে তাতেই শান্তনা।

স্ত্রীকে একা রেখে যাব নাকি স্ত্রী
একা রেখে যাবে সেটাই ভাবছি
কষ্ট কথাটি অনেক শুনেছি তাই
এর থেকে আত্মরক্ষা করতে চাই।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: এটা সনেট নাকি?
ভাল লেগেছে।

২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা সনেট নয়।

২| ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



একে অপরের বন্ধু হতে হবে।

২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তা’ আছি। কিন্তু ওপারে যাওয়া তো আর ঠেঁকিয়ে রাখা যায় না।

৩| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ প্রিয় কবি।

৪| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: একের নায়ের ধৈর্য
ভাসিয়ে দিবে সুখ কর্ম
স্ত্রী সখী একাকার
প্রশান্তি হবে চমৎকার-------

২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সন্তান সব এখন দূরে থাকে। সঙ্গের সাথী স্ত্রীই এখন শান্তির বড় কারণ।

৫| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৭

অগ্নিবেশ বলেছেন: কবিতা ভালো লেগেছে। তবে চাচা কেউ কোথাও যাবে না, মৃত্যুর পর একসময় আমাদের মস্তিস্কে পচন ধরবে, মস্তিস্কে ধারন করা আমাদের সব স্মৃতি, জ্ঞান মুছে যাবে। একসময় হাড্ডিগুলোও মাটির সাথে মিশে যাবে।

২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেহের কথা আপনি যা বলছেন সেটা ঠিক আছে। তবে আত্মার কি হবে? ভাতিজার জন্য একটা চমৎকার সারপ্রাইজ অপেক্ষা করছে।

৬| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৬

মায়াস্পর্শ বলেছেন: সহধর্মিনী কে নিয়ে মাঝে মাঝেই প্রকৃতি দর্শনে বের হয়ে পড়ুন

২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তা’ মাঝেমধ্যে হয়।

৭| ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫২

জ্যাক স্মিথ বলেছেন: সব মানুষের জীবনেই কষ্ট আছে, কষ্ট বিহীন মানুষ নেই।

২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি কেউ তা’ চায় না।

৮| ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



মানুষের সমস্ত প্রয়োজনকে দুরুহ করে দিয়ে আল্লাহ মানুষের গৌরব বাড়িয়েছেন । আত্মরক্ষার উপায় সঙ্গে নিয়ে
মানুষ ভুমিষ্ট হয় নাই । আপন শক্তি দ্ধারা তাকে আত্মরক্ষার কৌশল শিখতে হযেছে -কোমল ত্বক এবং দুর্বল
শরীর নিয়ে মানুষ যে আজ সমস্ত প্রাণী সমাজের মধ্যে আপনাকে জয়ী করেছে তা মানবশক্তির গৌরব ।
মানুষকে দু:খ কষ্ট ও সঙ্গিহীন করে আল্লাহ মানষকে সে সব দু:খ কষ্ট জয় করার প্রয়াসী করেছেন – তাকে
নীজের পুর্ণশক্তি অনুভব করার অধিকারী করেছেন । তাই আগে পরে যেই যাক, নীজেদের মধ্যে একের
অভাবে অপরের মাঝে নিজস্ব পুর্ণশক্তি জাগিয়ে তুলুন । মনের ভিতরে আল্লা নবির বাগান গড়োন । উঠানকোনে
আম্র বা কাঠাল গাছে বা ঘরের চালায় বা বারান্দায় মালতি গাছের চাড়া লাগিয়ে দুজনে মিলে পরিচর্যা করুন । বছর
খানেকের মাঝে এটা যখন ফুলে ফুলে ছেয়ে যাবে দেখবেন সঙ্গিহীন জীবনে তা কষ্ট নিবরনে কেমন ভুমিকা রাখে ।

সন্ধা সাজে ফুল তুলে বিনি সুতার মালা গাথতে বসে মনে মনে দোয়া দুরুদ পড়লে একাকিত্বের কষ্ট ভুলে
আত্মরক্ষার শক্তি পাবেন প্রচন্ডভাবে ।

কবিতা সুন্দর হয়েছে

শুভেচ্ছা রইল


২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে আগে চলেগেলে আমার কষ্ট, আমি আগে গেলে তার কষ্ট- কষ্টকন ভাবনা এটা। অনেকের এমন কষ্ট দেখেছি। জুটি ভাঙ্গা মহাকষ্টের হয়ে থাকে। আপনার পরামর্শ কষ্ট লাঘবে কিছুটা কাজ করতে পারে।

৯| ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার!

"কষ্ট থেকে আত্মরক্ষা করতে চাই"
উপায় নাই ভাই, উপায় নাই!!!

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আসলেই বড় নিরুপায় এটি। আল্লাহর সাথে সুসম্পর্ক এ কষ্ট লাঘবে কাজে লাগতে পারে বলে আমি মনেকরি।

১০| ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৮:৫৩

নতুন নকিব বলেছেন:



বাস্তবতাকে আপনি চমৎকারভাবে উপলব্ধির আঁচড়ে তুলে এনেছেন কবিতায়। ধন্যবাদ।

২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ প্রিয় কবি।

১১| ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবন ভাবনাময় কবিতা। ভাল থাকুন সকলে।

২৪ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.