নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

তাঁর বোতলে আটকে আছে বিরোধী দল

১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:০৭



সেই ২০০৯ সালে তিনি যে ক্ষমতার মসনদে বসলেন তারপর থেকে কেউ তাঁকে মসনদ থেকে ঠেলে ফেলতে পারেনি। যারা তাঁকে ঠেলে ফেলবে তাদের বড়টাকে তিনি বোতল বন্দ্বি করেছেন। তারপরের টা বিদেশে পালিয়ে গেছে। আর কতগওলো তো ঝুলেগেল ফাঁসির দড়িতে। তারপর যারা আছে তাদের ধাক্কায় তাঁর অটল মসনদ টলছে না। সুতরাং শতায়ূ হোন হে মাননীয়া।

পুত্র-পুত্রাধিক্রমে তাঁর রাজত্বের আভাস পাওয়া যাচ্ছে। দূর্বল প্রতিপক্ষ যতই কিচির মিচির করুক না কেন তাঁর দল সেটার থোড়াই কেয়ার করে। গণতন্ত্র এখন তাঁদের নিজেদের মাঝে সংঘটিত হচ্ছে। ভোটারদের মনে চাইলে তারা কেন্দ্রে যায়, নতুবা যায় না। বিরোধীদের এখন একমাত্র কাজ তাদের দলের লোকদেরকে বহিষ্কার করা। তাদের পৃথিবী ছোট হয়ে আসছে।

জনগণের অবস্থার বিবরণ না দিলেও চলে। কারণ এখন যারা সরকারে আছে তারাই আসল জনগণ। তারা ভালো আছে। লোকেরা যাদেরকে জনগণ ভাবছে তারা সরকারে থাকা জনগণের গড় আয় কমানো ছাড়া মূলত কোন কাজে লাগে না।

দেশ এখন উন্নয়নের মড়াসড়কে আছে। এ সড়ক ধরে দেশ যে কোথায় যায় কে জানে? কেউ বলে সব ঠিক আছে, কেউ বলে সব ঠিক নাই। আমরা ওসব বিতর্কে যেতে চাই না। এসময়ে চুপ থাকা সবচেয়ে নিরাপদ।

অনেকেই সরকারের অনেক দোষ বলে। বিরোধীরা এমন চিরকাল বলে। ওসব শুনতে নেই। শুনতে হবে সরকারের গুণগান। তাতেই মন ভরতে হবে।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২০

এম ডি মুসা বলেছেন: আপনি এ বিষয়ে আলোচনা শুরু করলেন

১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর আনন্দ ভালো লাগায় ভাবলাম দু’চার কথা লেখি।

২| ১৬ ই মে, ২০২৪ রাত ৮:৩১

নূর আলম হিরণ বলেছেন: উনি যে দীর্ঘ সময় পেয়েছেন সেই সময়টাকে সঠিকভাবে অনেক কাজে লাগাননি। মানবতাবিরোধী যুদ্ধ অপরাধিদেরকে ফাঁসি এবং বিএনপি ও জামাত শিবিরদের মত ক্রিমিনালদেরকে কোণঠাসা করা ব্যতীত উনি জাতির জন্য প্রয়োজনীয় অনেক কিছুই করেননি।
উনার দল ও সরকার দেশ পরিচালনায় ব্যর্থ।

১৬ ই মে, ২০২৪ রাত ৮:৫৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব কথা কানে কানে বলতে হয়।

৩| ১৭ ই মে, ২০২৪ সকাল ৯:৫১

এস.এম.সাগর বলেছেন: ভোট চোর মাননীয় অবৈধ প্রধান মন্ত্রী হাসিনা ওয়াজেদ!

১৭ ই মে, ২০২৪ সকাল ১১:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব কথা বলতে হয় না।

৪| ১৭ ই মে, ২০২৪ সকাল ১০:০৯

রানার ব্লগ বলেছেন: তিনি ওনার সময় জামাত শিবির কে বাংলার জমিন থেকে মুছে ফেলতে অসমর্থ হয়েছেন। এই সকল ক্রিমানাল এখন আগানে বাগানে বসে হাউ কাউ করে।

তিনি বিদ্যুতের চাহিদা পুরন করার ব্যাপারে যথেষ্ঠ আগ্রগামী।

যোগাযোগ এর ক্ষেত্রে দক্ষীন অঞ্চল কে সোনালী যুগে প্রবেশ করিয়েছেন।

রাস্ট্রে শাষন ব্যবস্থার তেমন কোন উন্নতি করতে পারেন নাই। তবে একটা কাজ তিনি সবার অলক্ষ্যে করে যাচ্ছেন তা হলো রাস্ট্রের প্রতিনিধী হিসেবে তরুন ও উদ্দিগীদের প্রাধান্য দিচ্ছনে যা আগামীর জন্য সুফল বয়ে আনবে।

বাজার নিয়ন্ত্রনে মাফিয়াদের সাথে পেরে উঠছেন না। বসুন্ধরা, যমুনার মতো মাফিয়ারা দিনে দিনে মাথা চাড়া দিয়ে উঠছে, বাজারের শতভাগ নিয়ন্ত্রন তারা নিয়ে নিয়েছেন।

নিম্ন আয়ি লোকেদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবস্তু প্রদানের ব্যবস্থা করেছেন। কিন্তু দালাল চক্র এর ফায়দা তুলছে।


সর্বপরি দেশ পরিচালনায় তিনি ১০০ এর মধ্যে ৩৩ পাবেন।


১৭ ই মে, ২০২৪ সকাল ১১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: টেনেটুনে পাস?

৫| ১৭ ই মে, ২০২৪ বিকাল ৫:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার মেয়ের জামাই মনে হয় আর সুবিধা করতে পারল না।

৬| ১৭ ই মে, ২০২৪ সন্ধ্যা ৭:১৪

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: টেনেটুনে পাস?

তার আগের দেশ প্রধানরা তো ১০০ তে ১৫ পাবেন কি না সন্দেহ আছে। খোদ বংগবন্ধু ও পাশ করেন নাই। যদিও তিনি সুজুগ পান নাই তার আগেই ক্রিমিনাল গ্রুপের হিডেন সদস্য্রা তাকে নির্মম ভাবে হত্যা করেছে।

তো আপনার জামাইয়ের কি অবস্থা? উপজেলায় দাঁড়াবে? নাকি বরখাস্তের ভয়ে লুকিয়ে আছে।

৭| ১৮ ই মে, ২০২৪ রাত ১১:০২

জ্যাক স্মিথ বলেছেন: আল্লাহ পাক যতদিন চান ততদিন উনি ক্ষমতায় থাকবেন, ক্ষমতা দেয়া এবং কেড়ে নেয়ার মালিক একমাত্র আল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.