|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
  
ডানা ঝাপটিয়ে উড়ে মন সাগরের দ্বীপে
সেথা তরুতলে সুন্দরী এক বসে আছে 
তার সাথে একান্তে কিছু কথা বলা লোভ
সামলাতে না পেরে মনের অবিরাম উড়া।
এরা মিহি করে কথা বলা সুচারু সুন্দর
দৃষ্টি সরে না যার থেকে বিধাতার কৃপা
দেখে অভিভূত সময়রা হারায় অজান্তে
সেখানে সুখেরা জমাট বেঁধে থাকে রত্নে।
এ সঙ্গ অন্তহীন হোক অনন্ত আলাপে
সেবাদিক সেবক সেবিকা দল নিরন্তর
কামনারা কথাবলে পরস্পর, তাই হোক
একগুচ্ছ ইচ্ছা তখন ফুলের মত ফুটে।
 ৯ টি
    	৯ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৮ ই জুলাই, ২০২৪  দুপুর ১২:৩০
০৮ ই জুলাই, ২০২৪  দুপুর ১২:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর মন্তব্যে উৎসাহ পেলাম।
২|  ০৮ ই জুলাই, ২০২৪  রাত ৩:৩৯
০৮ ই জুলাই, ২০২৪  রাত ৩:৩৯
আরেফিন৩৩৬ বলেছেন: হেরেমখানার মতো স্বপ্নচারী মন আপনার। কবি তার কামনার আর কল্পনার রসের এলোমেলো অনিয়ন্ত্রিত ছত্র খেলা খেলেছেন।
  ০৮ ই জুলাই, ২০২৪  দুপুর ১:১২
০৮ ই জুলাই, ২০২৪  দুপুর ১:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতাকে বাঁধন হারা হতে এর বন্ধন খুলে দিতে হয়।
৩|  ০৮ ই জুলাই, ২০২৪  দুপুর ২:২৭
০৮ ই জুলাই, ২০২৪  দুপুর ২:২৭
দি এমপেরর বলেছেন: বোঝা গেল বয়স রোমান্টিকতায় বাধা হতে পারে না।
  ০৮ ই জুলাই, ২০২৪  বিকাল ৪:১৪
০৮ ই জুলাই, ২০২৪  বিকাল ৪:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: রোমান্টিকতার ব্যপ্তি চিরকাল। যারা এটা ধরণ করতে জানে তারা প্রিয়ার হাসির মূল্য জগৎ বিকিয়ে দিতে পারে।
৪|  ০৮ ই জুলাই, ২০২৪  দুপুর ২:৪১
০৮ ই জুলাই, ২০২৪  দুপুর ২:৪১
লিখন২০১৬ বলেছেন: সেলাম বাহে। আমারে বুইলে গেচেন
  ০৮ ই জুলাই, ২০২৪  বিকাল ৪:১৬
০৮ ই জুলাই, ২০২৪  বিকাল ৪:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনাকে মনে রাখার চেষ্টা করছি।
৫|  ১৪ ই জুলাই, ২০২৪  সকাল ১০:২৪
১৪ ই জুলাই, ২০২৪  সকাল ১০:২৪
খায়রুল আহসান বলেছেন: "সেখানে সুখেরা জমাট বেঁধে থাকে রত্নে" - চমৎকার!
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২৪  রাত ২:৫৪
০৮ ই জুলাই, ২০২৪  রাত ২:৫৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ।
কামিনি ফুল হয়ে ফুটা
ইচ্ছাগুলি সুভাস ছড়ায়
চারিদিকে অবিরত ।