নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
সন্ধ্যাটা সাধারণ ছিলো
সেটা অনিন্দ সুন্দর হলো তোমার আগমনে
কথাগুলো শুনা যাচ্ছিলো মিহি
তা’ হৃদয়ে প্রবেশ করে গেঁথে যাচ্ছিলো।
হৃদয়ে গাঁথা তোমার অতীত কথন
মাঝে মাঝে হৃদয় থেকে শুনি
যাতে থাকে কষ্টের বিনাশ
সেই তুমি পাশে থাকলে বুঝতেই পার কেমন লাগে?
মুগ্ধতায় তোমার দিকে চক্ষু তুলি
অপরূপা! তাকিয়ে দেখি স্নিগ্ধতা
সেথায় মায়ার আবির মাখা
এবং সেটা সবার জন্য।
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মুগ্ধতায় কৃতজ্ঞ।
২| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর।
আপনি সনেট লিখছেন না কেন আর
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি বললেন বলে একখানা সনেট লিখেই ফেল্লাম।
বিচ্ছিন্ন জীবন
বিবস্ত্র সময়গুলো চলেই একলা
অশান্ত ঝাড়ের বেগে বৃষ্টির ধারায়
থামে। অন্তহীন যায় দক্ষিণার বায়
গা চম চম আঁধার ঘেরা অবারিত।
সেদিন এসেছে মিষ্টি সকালে রোদেলা
বলেছি এখন নয়, থাক অপেক্ষায়!
তখনি ক্রন্দন শুরু- আমি নিরুপায়
তাকিয়ে স্মৃতিকে দেখি, আছে অবিরত।
সে আছে সাথীর সাথে, কষ্টের প্রহর
আমি চাই ধুয়ে যাক, যন্ত্রণা অথই
তথাপি চলতে থাকে। জ্বলে প্রভাকর
খরতাপে যেন হৃদে- আমি সুখী নই।
বিরস বদনে দেই বেদনায় ডুব
বিচ্ছিন্ন জীবন খানা অসন্তুষ্ট খুব।
৩| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময়
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ভালোলাগায় কৃতজ্ঞ।
৪| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫২
নূর আলম হিরণ বলেছেন: কেমন আছেন আপনি, শরীর কেমন? দোয়া করবেন আমাদের জন্য।
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: শরীর তেমন ভালো নেই। আল্লাহ সবার মঙ্গল করুন।
৫| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে সনেটটি। থ্যাংকিউ সো মাচ
১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
৬| ১১ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৬
নজসু বলেছেন:
খুব সুন্দর।
৭| ১১ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৬
আহসান হাবীব রুদ্র বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলা। সরল কথায় প্রেমের নিখুত প্রকাশ।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৯
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতাটি পাঠে মুগ্ধ ।