নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

জামাই এখন ভাবে আছে

১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২০


মেঝ মেয়ের আগেই তার মা ছোট মেয়েকে বিয়ে দিয়ে দেয়। মেঝ মেয়ে তাতে ভীষণ ক্ষেপে যায়। তখন মেঝ মেয়ের বিয়ের জন্য উঠেপড়ে নামতে হয়। কিন্তু কোন পাত্রই তার পছন্দ নয়। তারপর যাও একটা পাত্র তার পছন্দ হলো তাও সে রাজনীতি করে। তাও আবার অপজিশন রাজনীতি। সারা দিন থাকে দৌড়ের উপর। তারপর আল্লাহর উপর ভরসা করে মেয়ের বিয়েটা দিয়েই দিলাম। লক্ষ্মীপুর গিয়ে দেখি বিভিন্ন স্থানে জামাইর ছবি টাঙ্গানো। তার দলের লোকদেরকে দেখলাম তার প্রতি ভক্তিতে গদগদ। তবে টেনশন থাকে সবসময়। কখন আবার জামাই চৌদ্দ শিকে আটকা পড়ে। তারপর গণেশ উল্টে গিয়ে সেসময়ের সরকারের লোকেরা এখন দৌড়ের উপর আছে। আর জামাই বাবা আছে ভাবের মধ্যে। মেয়ের মামা-মামীদেরকে পাঠালাম মেয়ের শ্বশুরকুলে। শহরে তারা জামাইয়ের বহু ছবি দেখে বেশ খুশী। মেয়ে বলল, এরা যখন দেশ চালাতে পারে না তথন এরা বিএনপিকে ক্ষমতা দিয়ে দিলেই তো হয়। সব কিছু ঠিক-ঠাক থাকলে সামনে বিএনপির ক্ষমতায় আসার কথা।

জামাই বলেছিলো বাবা শেখ হাসিনার পায়ের নীচে মাটি নাই। জোরে ধাক্কা দিলেই পড়ে যাবে। তারপর জোরে ধাক্কা দিল এবং শেখ হাসিনা সরকার পড়ে গেলো।অন্তবর্তী সরকার খুব একটা শক্তিশালী হলো না। এসরকারকে ধাক্কা দিতে তারেককে সহায়তার প্রস্তাব দিলো জয়। তারজন্য বিএনপি বলল, রাষ্ট্রপতিকে সরানোর দরকার নাই। এদিকে বশির ও ফারুকী উপদেষ্টা হওয়ায় নাখোশ কেউ কেউ। তারা যদি সেনা প্রধানের পছন্দ হয় তবে তাদের বিরোধীতা করা ঠিক না। কারণ ধাক্কা খাওয়া হাসিনা সরকারকে সেনা প্রধান ঠেঁক না দেওয়ায় তা সহজে পড়ে গেছে। এখন রাষ্ট্রপতি ও সেনা প্রধানের মাঝে যে সরকার বসে আছে সে সরকারকে শক্তিশালী মনে করার সংগত কোন কারণ নাই। সিন্ডিকেট ভাঙ্গার অপারগতা থেকে তাদের অক্ষমতা স্পষ্ট। সুতরাং দ্রুত নির্বাচন দিয়ে তাদের মানে মানে কেটে পড়া ভালো।

আমার লীগ ছাত্রকে জিজ্ঞাস করলাম, ট্রাম্প তো জয়ী হলো। তোমরা কি তাহলে সহসা ক্ষমতায় আসছ? সে বলল, না স্যার। আপাতত বিএনপি ক্ষমতায় আসবে। তারপরের টার্মে আমরা আবার ক্ষমতায় ফিরে আসব। এর আগে শেখ হাসিনার ফাঁসির রায় হলেও তাঁর আর ফাঁসি হবে না। পরে আবার তিনি ক্ষমতায় আসলে তিনি ফাঁসির দন্ড থেকে বেকসুর খালাস পাবেন। ইসলামপন্থীরা ক্ষমতার যে স্বপ্ন দেখছে তা’ আসলে স্বপ্নই থেকে যাবে। দেশ চালানোর মত সাংগঠনিক দক্ষতা তাদের কারো নাই। হাসিনা বিতাড়নে তাদের অংশগ্রহণ থাকলেও তাতে তাদের শরিক ছিলো অনেকেই। সেই শরিকদারদের মাঝে বিএনপির সংগঠন মজবুত বিধায় হয়ত বেশী দিন ক্ষমতার স্বাদ তারাই পাবে। অন্তবর্তী সরকারের সময়টুকুই অন্যদের তৃপ্তির ঢেঁকুর তোলার সময়।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: এখন তো সময় উড়ার!

১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক অপেক্ষার পর উড়ার সময় এসেছে।

২| ১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৪

আজব লিংকন বলেছেন: জামাই এখন ভাবে আছে

১৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক দিন পর টেনশন ফ্রি পলেটিক্স।

৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

ডার্ক ম্যান বলেছেন: ছেলের বউ আর মেয়ের জামাই নিয়ে অহংকার করা উচিত না। এরা আজ আছে, কাল নাই।

১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরাও আজ আছি কাল নেই অবস্থায় আছি। আর অহংকার কোন ক্ষেত্রে প্রযোজ্য ‘নয়। আর কোন ঘটনার বিবরণকে অহংকার বলা ঠিক না।

৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

ডার্ক ম্যান বলেছেন: এটা আপনি ব্যক্তিগত ভাবে নিচ্ছেন কেন

১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রতি নিয়ত কেউ না কেউ চলে যাচ্ছে সেজন্য বললাম আর কি!

৫| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

ডার্ক ম্যান বলেছেন: Click This Link
এই পোস্ট দেখুন। বাণী-অবাণী

১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার পোষ্ট পড়ে লাইক করেছি।

৬| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



আপনার মেয়ের জামাই'এর নিয়মিত আয়ের সঠিক কোন পথ আছে?

দেশ ও বিশ্ব নিয়ে আপনার যতটুকু ধারণা আছে, জামাইর ততটুকু আছে কিনা?

১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে ওকালতি করে। বিচার-শালিশও করে। কিছু বিজনেসও আছে।

৭| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২১

আজব লিংকন বলেছেন: অনেক দিন পর টেনশন ফ্রি পলেটিক্স।
আনেকের সেটা হজম হচ্ছেনা ভাইজান কারণ তারাই এখন মুদ্রার অপর পিঠে।

আবার মিথ্যা মামলা খেয়ে অনেকেই আগের মতই হয়রানির শিকার হচ্ছে। যা কাম্য নয়।

আমার ভালো লেগেছে কথাটা, জামাই এখন ভাবে আছে

আমিও দুই এক জায়গায় ব্যবহার করবো। হা হা হা।

১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: পলেটিক্সে রিক্স ও গেইন আছে।

৮| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

ডার্ক ম্যান বলেছেন: রাজনীতি করতে হলে সব ধরনের অভিজ্ঞতার প্রয়োজন আছে।
আমাদের চট্টগ্রামে পরিচিত এক পরিবার আছে। তিন জামাই। একজন সেনা অফিসার, একজন বিএনপি আরেকজন আওয়ামী লীগ।

১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার মেঝ ভাইয়ের বড় জামাই শক্ত-পোক্ত আওয়ামী লীগ।

৯| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

শায়মা বলেছেন: ভাইয়া জামাই তো এক্কেবারে নায়ক রাজ রাজ্জাক!

এবার আরও দুই জামাই এর ছবি দেখাও আমাদেরকে। :)

১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: বড় জামাই


ছোট জামাই

১০| ১৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

মেঠোপথ২৩ বলেছেন: বাকি দুই জামাতা কোন দলের ?

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা যারা ভালো কাজ করে তাদের পক্ষে। আগস্ট বিপ্লবের সময় তারা আওয়ামী লীগের পক্ষে ছিলো না।

১১| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১০

সোনাগাজী বলেছেন:



দেশ, সমাজ ও বিশ্ব নিয়ে আপনার যতটুকু ধারণা আছে, জামাইর ততটুকু আছে কিনা?

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাই তার দলের বাইরে কিছু বুঝে না বা বুঝতে চায় না। সে তারেক রহমানের মহাভক্ত।

১২| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৯

শায়মা বলেছেন: বাহ বাহ গুড গুড!!!

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোন জামাই দেখতে বেশী গুড?

১৩| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: সবগুলাই ভাইয়া।

আর মানুষের সৌন্দর্য্য আসলে শুধু চেহারায় না । তাদেরকে জেন্টেল এন্ড হ্যাপী লাগছে।

তাই তারা সুন্দর!

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি আমার স্টুডেন্টদের বলেছি, ছোট জামাই কিউট, মেঝা জামাই স্মার্ট, বড় জামাই বেস্ট লুক। সব মেয়ের শ্বাশুড়ী বলছে তাদের ছেলেরা রাজপুত্র। সবমেয়ে তাদের হাজবেন্ড নিয়ে খুশী। তাদের জীবন খুশীতে কাটুক আল্লাহর নিকট এ কামনা করছি।

১৪| ১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৭

সোনাগাজী বলেছেন:



জামাই যদি তারেক রহমানের ভক্ত হয়ে থাকে, খারাপ কিছু না; শুধু মেয়েকে বলবেন, স্বামীর অনুমতিক্রমে, পরিবারের অর্থ ইত্যাদি কিছুটা যেন নিজেও বুঝে ও কিছু সেভিংস যেন রাখে।

১৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: খায়ের ভূইয়া বলেছেন, মেয়েকে ভালো চাকুরীর ব্যবস্থা করে দিবেন। সে এবার ম্যানেজম্যান্ট অনার্স ফাস্টক্লাস পেতে পারে। তো সেটা হলে সে নিজের টাকা থেকে সঞ্চয় করলেই হবে।

১৫| ১৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:২৮

নান্দাইলের ইউনুছ বলেছেন:

জামাই বাবাজি কি মাস্তানীও করে নাকি!

১৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: না।

১৬| ১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

প্রামানিক বলেছেন: জামাইরে পিঠার দাওয়াত দিছেন নাকি?

১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাইয়ের মাথায় এখন ক্ষমতার চিন্তা।

১৭| ১৮ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:৩১

আহরণ বলেছেন: বাহ! হাস্যোজ্বল সুখী পরিবার পরিজন। বেঁচে থাক দুধে-ভাতে............. @ ভাইয়া।

১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ পর্যন্ত জীবনে ছন্দপতন ঘটেনি- আল্লাহর শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.