নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
শেখ হাসিনা ও তাঁর দল বেশ বিপদেই আছেন। বিপদ দূরের উপায় ক্ষমতায় ফিরে আসা। তার জন্য তারা ট্রাম্পের অপেক্ষায় আছে। কিন্তু মোদী ক্ষমতায় থেকেও তো শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারলেন না, তাহলে ট্রাম্প ক্ষমতায় বসেইবা শেখ হাসিনার জন্য কি করবেন? ট্রাম্প দেখবেন তাঁর দেশের লাভ। তার জন্য ইউনুছের বিরোধীতা করে তাঁর কি লাভ? সুতরাং আওয়ামী লীগের জন্য অন্ধকার ছাড়া কিছু আছে বলে মনে হয় না।আওয়ামী লীগের চির বন্ধু ভারত অতি নিকটে থাকার পরেও একবার আওয়ামী লীগকে একুশ বছর ক্ষমতার জন্য অপেক্ষা করতে হয়েছে। ক্ষমতা হারাবার পর একশ বছরে ক্ষমতায় ফিরতে না পারার কথা ওবায়দুল কাদের বলেছেন।তবে কি আওয়ামী লীগের সে অপেক্ষা শুরু হলো।
শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর স্থান হবে জেলখানা। তারপর মৃত্যুর আগে তাঁর জেল মুক্তি ঘটবে কিনা কে জানে? কেউ কেউ বলছে তাঁকে যাবজ্জীবন করাদন্ড দিয়ে জল্লাদের দায়িত্ব দিলে ভালো হবে।সময় বলে দিবে তাঁর অবস্থা কি হবে? বঙ্গবন্ধুর খুনীদের মত তিনি বিদেশে পালিয়ে থেকে জেল জীবন থেকে আত্মরক্ষা করতে পারেন।
বিএনপির হিন্দু ইউনিট ভারতকে ম্যানেজ করতে পারলে ভারত এন্টি আওয়ামী লীগ সরকারের সাথে সহযোগিতা করতে পারে। আমাদের অতি ভারত বিরোধী মনভাব ঠিক না। কারণ প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকাই ভালো। আমাদের বিশ্ব মোড়ল হওয়ার কোন সম্ভাবনা নাই। তাহলে আমরা কোনদেশ বিরোধী কেন হব? আমরা বরং সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে যতটা লাভবান হতে পারি আমাদেরকে সেই চেষ্টা করতে হবে।
আমাদের বিপুল জনসংখ্যা। রেমিটেন্স আমাদের প্রাণস্পন্দন। সেইটা পেতে আমরা একটা ভদ্রজাতি, বিশ্বের নিকট সেই ম্যাচেজ যাওয়া জরুরী। উল্টা আমাদের দেশের কিছু অসভ্য বিদেশে রাজনীতি করে। এরজন্য তারা সেখানে কান মলাও খায়। আমাদের কিছু আপদ মার্কা নাগরিকদের কথা শুনলে মনে হয় বিশ্বের আর সব জাতি আমাদের নিকট অতিশয় তুচ্ছ। কামলাদের মালিকদের সাথে এমন আচরণ কি সঠিক? কামলা খাটা অসম্মানের কিছু নয়, তবে মালিকের সাথে অসভ্যতা কামলার বেকুবী হিসাবে বিবেচ্য। আমরা দেশ ছেড়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ব। সেখান থেকে রেমিটেন্স এনে দেশের উন্নয়নে ভূমিকা রাখব, এটা ভাল। কিন্তু যাদের থেকে রেমিটেন্স আনব তাদের সাথে অসভ্যতা ভাল না।
২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তেমনটাই মনে হচ্ছে। সুতরাং আওয়ামী ব্লগারগণ আওয়ামী লীগের ক্ষমতায় ফিরার চিন্তা আপাতত বাদ দিতে পারেন।
২| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত, আমেরিকা বা জাতিসংঘ, কেউ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারবে না, বাংলাদেশের অন্তর্বর্তী বা নির্বাচিত কোনো সরকারকেও উৎখাত করতে পারবে না। বাংলাদেশে তো অতীতে এমন হয় নি, আধুনিক বিশ্বে এর কোনো উদাহরণ আছে?
আফগানিস্তান, ইরাকের মতো যদি এদেশে কেউ আগ্রাসন করে, কিংবা লিবিয়া, সুদানের মতো পরিস্থিতি হলে ভিন্ন কথা।
তবে, ভারত, আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখা দেশের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশে কেউ আগ্রসন চালালে তাদের লাভের চেয়ে লসের সম্ভাবনা বেশী।
৩| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১২
রাকু হাসান বলেছেন:
কেমন আছেন? আপনাকে অনেক মিস করেছি,বিশেষত করোনার সময়টাই ,ভয়ে ছিলাম,সনেট কবি নিকটার কি হলো ?
আমার মনে হয় ট্রাম্প নিজ ঘর গোছানোতে বেশি গুরুত্ব দিবেন।
২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ট্রাম্পকে তাঁর দেশের স্বার্থ দেখতেই হবে।
৪| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩
রাকু হাসান বলেছেন:
@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই -- ভাইয়ের সাথে সহমত পোষণ করছি ।
২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর মন্তব্য সমর্থন করার মত।
৫| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১:২৪
সরকার পায়েল বলেছেন: ক্ষমতা আসবে যাবে সেটা নতুন কিছু না l আওয়ামীলীগের এই অবস্থাও নতুন না পরিবার সহ বঙ্গবন্ধু হত্যার পর এরকম একটা অবস্থাই ছিল সুতরাংহ এগুলো আওয়ামীলীগের জন্য নতুন কিছু না কি করতে হবে কিভাবে করতে হবে তা আওয়ামীলীগ খুব ভালো ভাবে জানে l
নতুন বিষয় হলো একটি দেশ সে দেশের সরকারি দল বিরোধী দল সহ পুরো দেশ একজন ব্যক্তিকে সমর্থন দিচ্ছে এটি বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর ক্ষেত্রেও হয়নি কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে পুরো ভারত এক সেখানে হাসিনা ব্যক্তি শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে আছে l এটা নতুন বিষয় l আওয়ামীলীগ না, প্রধানমন্ত্রী না ব্যক্তি শেখ হাসিনার পাশে ভারত এটা নতুন বিষয় ‼️
২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুনও এক সময় পুরাতন হয়ে যায়।
৬| ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৩৬
নান্দাইলের ইউনুছ বলেছেন:
নির্বাচনের
বিকল্প
নেই।
২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: নির্বাচনের নামে প্রহসন দেখতে দেখতে জাতি বিরক্ত। সুতরাং নির্বাচনের বিকল্প নাই।
৭| ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনিসহ বেশির ভাগ মানুষ ভুলটা এখানেই করে , আওয়ামীলীগ শেখ হাসিনার দল নয় । চাটুকার ও দালাল পরিবেষ্টিত হয়ে এই মহিলা আওয়ামীলীগ নামের দলটির দখল করে রেখে দলটির ১২টা বাজিয়ে দিয়েছে । শেখ মুজিব ছিলেন আওয়ামীলীগের ৩ নম্বর নেতা । তাই গোপন স্থান থেকেই শেখ হাসিনাকে বহিস্কার করা উচিত । আওয়ামীলীগে শেখ হাসিনার দলে এ কথাটা বলা উচিত নয় ।
২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু আওয়ামী লীগ শেখ পরিবার মুক্ত হতে পারছে না। এরা দলটি ছিনতাই করেছে।
৮| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৬
ইফতেখার ভূইয়া বলেছেন: এই বঙ্গভূমিতে জন্মানোর অনেক পরে যখন জ্ঞাণ-বুদ্ধি কিছুটা হলো তখন থেকেই হাসিনা-খালেদা দেখছি। এদের নিয়ে আমি বেশ বিরক্ত, এদের চৌদ্দ গুষ্ঠির আর কাউকে দেখতে না পেলে ভালো লাগবে।
২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মতই কামনা অনেকের।
৯| ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৯
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: বিদেশ থেকে রেমিটেন্স আয় করতে হলে অবশ্যই ভদ্র জাতিতে পরিনত হতে হবে। কিন্তু কতকাল আমরা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে অদক্ষ শ্রমিক প্রেরন করে এই আয়ের চেষ্টা করবো। আমাদের জনসংখ্যাকে প্রশিক্ষিত করে জনশক্তিতে পরিনত করতে হবে তাহলে শিক্ষিত ও প্রশিক্ষিত ব্যক্তিরা যখন বিদেশের মাটিতে পা রাখবে তখন সে নিজের ও দেশের সন্মান বজায় রাখতে পারবে। ধন্যবাদ আপনাকে।
২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: সহমত।
১০| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৩
আদিত্য ০১ বলেছেন: মহাজাগতিক লোক মহাজগত নিয়ে থাকেন, দেশে এখন কি হচ্ছে তা আর আপনি কিভাবে জানবেন?এই সরকার কি কল্পনায় সফল আর সংস্কারটা কি করছে?
যাইহোক আপনার বয়স কমপক্ষে ৫০, তো আপনি ২০০১-২০০৬ দেখেছে, আওয়ামীলীগকে নিশ্চিন্ন করতে বা শেখ হাসিনা মারার জন্য ২০০৪ এর গ্রেনেড হামলা হয়েছে, এক শেখ হাসিনাকে মারার জন্য ১০ বারের বেশি গ্রেনেড বোমা হামলা হইছে, আপনি গুগল কইরেন বা উকিপিডীয়াতে আছে কারন আপনার বয়স ৫০ হইলেও আপনি মহাজগতের চিন্তা নিয়েই থাকেন,
এক শেখ হাসিনাকে মারা জন্য কোটালিপাড়ায় ১০/২০ কেজি ওজনের বোমা মঞ্চের নিচে পুতে রাখা হইছিলো, আবার ট্রেনে নির্বচানী প্রচারনায় যাওয়ার সময় শেখ হাসিনার ওপর গুলি করা হইছিলো, ২০০৪ এ গ্রেনেড হামলায় হাজার হাজার নেতা কর্মী মারা গেছে ও আহত হইছে, তাদের চিকিৎসা পর্যন্ত করতে দেরি করানো হইছে, শেখ হাসিনা অল্পের জন্য বেচে যান, শেখ হাসিনার ভুল হইছে ২০০৪ এর বোমা হামলার বিচার করলেই জামাত আর বিএনপি শেষ, ২০০৪ এর গ্রেনেড হামলাটা মুল লক্ষ্য ছিলো আওয়ামীলীগ নিশ্চিন্ন করা, পারছে কি? পারে নাই
এক শেখ হাসিনার ওপর এত হামলা, তাও সশস্ত্র, তা বলেন মুরুব্বি আর বিএনপি বা জামাতের কোন নেতার ওপর হামলা হইছে? এই আন্দোলনটা যে মেটিকুলাস ডিজাইন, এইটা আন্দোলন কারীরা নিজেরাই স্বিকার করেছে
আওয়ামীলীগ আছে, থাকবে, সব ষড়যন্ত্র ধুলিস্যাত করে স্বমহিমায় আবার জয়ী হবে ইনশা-আল্লাহ। দেখবেন ইনশা-আল্লাহ
২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা সত্যে পরিণত হতে কেমন সময় লাগবে মনে করেন? কেউ কেউ মনে করেছে তারা সিগ্র ক্ষমতায় ফিরবে। আমি সেই সম্ভাবনা দেখছি না।
১১| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৫৭
আদিত্য ০১ বলেছেন: ২০০৪ এও আপনার মহাজগতে অনেকে ভেবছিলো এই বুঝি আওয়ামীলীগ শেষ আর এভাবে বার বার স্টিপ রুলার না তার চেয়েও বেশি চালিয়েছে সুকৌশলে, এবার তার ব্যাতিক্রম না, ২০০৪ এ তো পুরা আওয়ামীলীগকে একদিনে বোমার নিচে ফেলতে চাইছিলো, পারছে কি? এইবারও আপনিও ভাবছে, এই তো শেষ আওয়ামীলীগ, কিন্তু সবকিছু হিসাব নিকাশ এত তাড়াতাড়ি শেষ হলে তো ২০০৪ বা ১৯৭৫ বা ১৯৭৯ বা ১৯৯১ এর আগেও শেষ হইতো, অনেক লেনা দেনা বাকি?
২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেখা যাক কি হয়। তবে ঘুরে দাঁড়াতে সময় লাগবে মনে হয়।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: বুবুজানের ক্যারিয়ার শেষ!