নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
তোমায় ভুলতে দিবে না তুমি
তারাভরা রাতে একরাশ মুগ্ধতায়
তোমার হাসি মুক্তা দানার মত ঝরে
কল্পণার সবুজ জমিনে অবারিত দেখি।
নির্জন দুপুরে স্মৃতির মিনারে তোমায় দেখি
রাজকন্যা এক পা দুলিয়ে আমায় আকুল করে
সময় কাটায় কোন এক বান্ধবীর সাথে আনন্দে
বিজয়িনী আমি হেরে গেছি তোমায় না পেয়ে একান্তে।
তোমায় পাওয়ার আশা নেই জীবন চলার বাঁকে তথাপি
তুমি ঝর শিউলি হয়ে ভোরের শিশিরে আমার হৃদয় আঙ্গিনায়
অথবা কৃষ্ণ চূড়ার তলে ঝরা ফুলের রঙ্গিন চাদরে তোমার বেনী দোলা
এক চমৎকার চিত্রে রূপসী তুমি যেন বিধাতার নিজ হাতে গড়া অপার মহিমা।
২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
২| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা
২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার ভালো লাগলো বলে শান্তি পাচ্ছি।
৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২৮
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা ভালো লাগলো
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।