|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
  
দেশের অবস্থা দেখি সাকুল্যে ভাল না
কুটিল পক্ষ যুদ্ধের পায়তারা করে
অথচ এতে অনেক জনগণ মরে 
শান্তিপ্রিয় মানুষেরা সর্বস্ব হারায়। 
যুদ্ধের ইচ্ছা একটি ঘৃণ্য উম্মাদনা
যে যারে যখন ইচ্ছা নিয়ে যায় ধরে
কষ্টের সময় কাটে বিপদের ডরে
যত্তসব অসভ্যের লোভ লালসায়।
যুদ্ধ নয় শান্তি চাই আমরা সবাই
আলোচনা করে কর সমাধান সব
সকলের মনে চল প্রশান্তি ছড়াই
মিলেমিশে সকলেই যতটা সম্ভব।
উত্তেজনা বাড়লেই ছড়ায় দূর্গতি
সুখপেতে প্রয়োজন সবার সুমতি।
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০২
২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার লেখা পড়েছি।
২|  ২৭ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৩:৪১
২৭ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৩:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক অনুভব
  ২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৩
২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনুভব না করে উপায় নাই। পরিস্থিতি অনুভব করতে বাধ্য করছে।
৩|  ২৭ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৪:৩৮
২৭ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: সবাই মুখে শান্তির কথা বললেও আসলে অশান্তি করে বেড়ায়।
  ২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৪
২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: শান্তিকামীদের ঐক্য গড়ে উঠলে হয়ত শান্তি প্রতিষ্ঠিত হবে।
৪|  ২৭ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৪:৪৭
২৭ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৪:৪৭
সাইফুলসাইফসাই বলেছেন: যুন্ধ চাইনা চাই শান্তি
  ২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৫
২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: শান্তির পক্ষে সবাইকে সোচ্চার হতে হবে।
৫|  ২৭ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৫:১৬
২৭ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই
  ২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৬
২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বিষয়ে জনসচেতনতা তৈরীতে সবইকে এগিয়ে আসতে হবে।
৬|  ২৭ শে নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৪২
২৭ শে নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৪২
আজব লিংকন বলেছেন: সুন্দর লিখেছেন ভাইজান।।
যুদ্ধ নয় শান্তি চাই, শান্তির জন্য যুদ্ধ চাই।।
  ২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৮
২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ শান্তির বিঘ্ন ঘটালে শান্তির জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
৭|  ২৭ শে নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৪৫
২৭ শে নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৪৫
জটিল ভাই বলেছেন: 
সুটিল চাচা আর কুটিল ভাইস্তার মাঝে যুদ্ধ হলে কে জয়ী হবে? 
  ২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৯
২৭ শে নভেম্বর, ২০২৪  রাত ৮:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কুটিলদেরকে এড়িয়ে চলতে পারাই সুশিলদের জয়।
৮|  ২৮ শে নভেম্বর, ২০২৪  রাত ২:৫৫
২৮ শে নভেম্বর, ২০২৪  রাত ২:৫৫
জেনারেশন৭১ বলেছেন: 
শান্তির জন্য সবার সুমতির প্রয়োজন; সবার "সুমতি"র জন্য  সাম্যবাদী সমাজ গঠন করার দরকার; ইহার জন্য সবার মৌলিক অধিকার পুরণের দরকার। আপনি কিভাবে সবার মৌলিক অধিকার পুরণ করবেন?
  ২৮ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১:৪০
২৮ শে নভেম্বর, ২০২৪  দুপুর ১:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি সুমতিকে লং প্রসেস এর মধ্যে ফেলে দিচ্ছেন।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৩:০৯
২৭ শে নভেম্বর, ২০২৪  বিকাল ৩:০৯
এসো চিন্তা করি বলেছেন: সুন্দর লিখেছেন আমার লেখাগুলো পড়ার আমন্ত্রণ রইলো ভাই
ধন্যবাদ ☺️