নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ফুল ঝরে পড়ে

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৩



যে টুকু সময় থাকি তোমার মায়ায়
সুরম্য পৃথিবী লাগে অনেক সুন্দর।
নির্বাক থাকিয়ে থাকি প্রশান্ত অন্তর
কল্পণার রাজ্য জুড়ে ফুল ঝরে পড়ে।
তৃষার এমন তৃষ্ণা আত্মায় ছড়ায়
হাজার বছর ধরে তার কন্ঠস্বর
শুনতে দারুন ইচ্ছা।রোদেলা দুপুর
সেই মুখ খানি যেন খুব মনে পড়ে।

রিদ্ধি সিদ্ধি লাভের অস্ত্র এক খুব
কবিতারা তার থেকে অমলিন আসে
নিরিবিলি থেকে আমি করি অনুভব
মহিনী সুঘ্রাণ তার চিত্তের বাতাসে।
কত তার বলি কথা অফুরান লাগে
সেসকল ফুটে থাকে শত অনুরাগে।


# একজন বলেছে কবিতাটি ভয়ংকর সুন্দর!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:২১

সাইফুলসাইফসাই বলেছেন: বাহ্ অসাধারণ সুন্দর

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ কবি।

২| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৮

এসো চিন্তা করি বলেছেন: সুন্দর লিখেছেন ভাই

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনিও সুন্দর লেখার চেষ্টা করে চলছেন।

৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৬

জেনারেশন৭১ বলেছেন:



আপনার নাম বাংগালী কবিদের নামের সাথে যুক্ত হবে।

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তা’ হোক। তবে আমরা আপনার পোষ্টের অপেক্ষায় আছি।

৪| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৯

জেনারেশন৭১ বলেছেন:



আজকাল অনেকেই কবিতা লিখছেন, কিন্তু ভাষা ও জ্ঞানের স্বল্পতার কারণে সেগুলো বিরক্তিকর হচ্ছে। আপনার অন্য আরেকটি ভালো একটি দিক হচ্ছে সততা।

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি বলেছেন। ভালো লাগলো।

৫| ২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫২

মেহবুবা বলেছেন: "হাজার বছর ধরে তার কণ্ঠস্বর
শুনতে দারুন ইচ্ছা। " ভালো বলেছেন।

২৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কণ্ঠস্বর সেরকম হলে শুনতে তো ইচ্ছা করবেই।

৬| ৩০ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: সুন্দর ।

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৮:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.