নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী শাসন উৎখাতকারীদের সাহস ছিল বিস্ময়কর

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৪



আওয়ামী লীগ ধরেই নিয়ে ছিল কেউ তাদেরকে কিছুই করতে পারবে না। কিন্তু ছাত্ররা সেটাই ঘটিয়ে দিল যা আওয়ামী লীগ কল্পণা করতে পারে নাই।অবশেষে প্রতিবেশী দেশ মহাউত্তেজনা প্রকাশ করছে। তাদের কেউ কেউ ভাবছে তারা চট্টগ্রাম দখল করে নিবে। এতে উল্টা চিকেন নেক হারিয়ে সেভেন সিস্টার ভারত থেকে বিচ্ছিন্ন হয় কিনা সেটাও ভাবার বিষয়। তারা চট্টগ্রাম দখল করে শাসন করতে পারবে কি? বৃটিশের মত ঘটনা ঘটতে থাকলে তাদেরকে আবার এখান থেকে লেঙ্গুড় তুলে পালাতে হবে। সাতচল্লিশে যে হিসাবে আমরা মানচিত্র পেয়েছি ভারত যুদ্ধ করতে আসলে সে হিসাব আর বজায় থাকবে না। তখন ভারতের এলাকা দখল করে বাংলাদেশের এলাকা বড় করার সুযোগ থাকবে। ভারত ধরেই নিচ্ছে তারা চট্টগ্রাম দখল করতে পারে। কিন্তু এতে উল্টা তাদের ত্রিপুরা বেদখল হতে পারে। বাঙ্গালীর ইতিহাস ভুলেগেলে ভারতের চলবে কি?

আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারলে সাহসীদেরকে তেলেভেজে খাবে। নতুবা সাহসীরা তাদেরকে তেলেভেজে খাবে। সুতরাং উভয় পক্ষে এখন টানটান উত্তেজনা। এসময় বাংলাদেশের মসনদে একজন বুদ্ধিমান আছেন। সেনা প্রধানও দেখতে বেষ্টলুক। কেউ কেউ বলেছিলো রাশিয়া পরেন মিনিটে ইউক্রেন নিয়ে নিবে। তারপর যা হচ্ছে সেটা সবাই দেখছে। ভারত বাংলাদেশে যুদ্ধ করতে আসলে সেভেন সিস্টার নড়ে চড়ে উঠবে। অবশেষে ভারত হেরে বাংলাদেশের মানচিত্র বড় হতে পারে এবং সেভেন সিস্টার স্বাধীন হতে পারে। কারণ বাংলাদেশের ইতিহাস অনুজ্জ্বল নয়। সুতরাং ভারতের উত্তেজনা ঠান্ডা হওয়া জরুরী।

যারা আওয়ামী লীগকে তাড়িয়েছে তারা তাদেরকে ক্ষমতায় ফিরতে দিতে চাইবে না। তারা আবারও আওয়ামী লীগকে হারালে তারা আর সোজা হয়ে দা্ঁড়াতে পারবে না। আওয়ামী লীগ বিএনপিকে হয়ত ভয় দেখায়, সেজন্য তারা হয়ত আবল তাবল বকেও। কিন্তু ছাত্রদের ভয়ের স্থানে ভয় নাই। কারণ তারা ভালোভাবেই জানে আওয়ামী লীগ ফিরতে পারলে কি হবে? দেশের অবস্থা অনেকখানি জটিল মনে হচ্ছে।

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫২

নতুন বলেছেন: ভারতের সাথে সম্পর্ক খারাপ করার দরকার নাই।

ভারত রপ্তানী বন্ধ করলে জিনিসপত্রের যেই দাম বাড়বে তখণ আপনি ব্লগে কি লিখবেন? না কি সেই দাম বাড়াটা সহ্য করে নেবেন?

আমাদের দেশের আমদানী বাজারের ভারতের বিকল্প সৃস্টিকরে তারপরে ভারতের সাথে ঝামেলায় যেতে হবে।

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: চট্টগ্রামের লোভে পড়েছে ভারতের কেউ কেউ। তারা গায়ে পড়ে যুদ্ধ করতে আসলে আত্মরক্ষায় বাংলাদেশকেও যুদ্ধ করতে হবে। তখন তাদের সাথে যুদ্ধের হিসাব ছাড়া অন্য কোন হিসাব থাকবে না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সম্ভাবনার পর এখন তা’ চলমান আছে। সুতরাং যে কোন অবস্থার জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে।

২| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৫

জুল ভার্ন বলেছেন: "জীবন মৃত্যু পায়ের ভৃত্য"- জ্ঞান করে আন্দোলন সংগ্রাম করেছি।

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন এর সাফল্য ধরে রাখতে হবে।

৩| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৬

আজব লিংকন বলেছেন: আওয়ামী লীগকে উৎখাত করেছে সমগ্র বাংলাদের মানুষ। ছাত্ররা ছিল যার প্রাণশক্তি।
একতরফা ক্রেডিট দেয়া বন্ধ করা উচিত।
আগামী এক যুগেও আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না। তারপর তারা জাতীয় পার্টির মত বিলপ্ত প্রায় হতে পারে।।

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু তারা বিলুপ্ত হতে চাচ্ছে না। তারা ঘুরে দাঁড়াতে মরিয়া। একাজে প্রতিবেশী দেশ তাদের সাথে আছে।

৪| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৩

জেনারেশন৭১ বলেছেন:





আপনারা ভারত নিয়ে নিজেরা গুজবের সৃষ্টি করেন, আবার ভারতেকে গুজবে ভয় দেখায়ে নিজেরা বীরে পরিণত হচ্ছেন। যাক, যারা এগুলো করছে, ওদের বানর নাচে আপনি যোগ দিয়েন না; দেশ চালাচ্ছে মিলিটারী, এটা মনে রাখেন।

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মিলিটারী নেপথ্যের বিষয়।

৫| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৫

জেনারেশন৭১ বলেছেন:



শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে আমেরিকান দুতাবস ও আমেরিকা এসিসট্যান্ট সেক্রেটারী; এই তারা পাকিস্তানকেও ব্যবহার করেছে। ১৯৭৪ সাল থেকে আমাদের মিলোটারী আমেরিকার কমান্ডে চলে।

৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমেরিকার ক্ষমা পাল্টানোর সাথে আমাদের ক্ষমতা পাল্টাবে কি?

৬| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪১

জেনারেশন৭১ বলেছেন:


বদলাবে।

ট্রাম্প বাংলাদেশ নিয়ে কথা বলতেও চাইবে না; ফলে, বলা মুশকিল দুতাবাস কিভাবে কি করবে। তখন এসিসটেন্ট ষ্টেইট সেক্রটারী কিভাবে সামলাবে অগ্রিম বুঝা মুশকিল।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুতরাং সেটা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নাই।

৭| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৫

আদিত্য ০১ বলেছেন: মহাজাগতিক সাহেব এই জগতে ফিরে আসেন
ইমরানকে যেভাবে আমেরিকা পাল্টাইছে, ঠিক সেইভাবে শেখ হাসিনাকেও পাল্টাইছে, এই সব হিজু আর শিবিরের ট্রেনিং প্রাপ্ত ছাত্র বেশধারীদের দ্বারা সম্ভব হইতো, এইটা আমেরিকার চাওয়াতে হইছে, আমেরিকার প্ল্যানের মধ্যে এরা এসেছে তাই কাছে লাগাইছে
যাইহোক আগামী ৫ বছর বিএনপি ক্ষমতায়, এই ছাত্রদের একটা দলহবে নুরুর মত।
আওয়ামীলীগ আবার ফিরবে সেইটা আপনি মনে না চাইলেও ফিরবে, আপনি ২০০১-২০০৬ দেখেছেন, তারপরও ভুলে গেছেন,

তারপর আপনি স্বপ্নে দেখলেন যে ভারতের সেভেন সিস্টার চলে গেছে, ১০০টা বাধ নির্মাণ হয়েছে দেখেন নাই... ফেসবুকিয় বুদ্ধিজীবীদের মত আপনিও দেখা শুরু করলেন, যাইহোক এগুলার কারনে আমাদের পররাষ্ট্রনীতি আরও খারাপ হচ্ছে,

চাল ডাল পেয়াজের আরও নিত্যপ্রয়োজনীয় জিনিসের যে দাম বাড়ছে, এগুলা কিনেন না, নাকি খান না, ভারতের পেয়াজ বা ডিম আনছে তারপও নাকি উপদেষ্টা ডিম পেড়ে দিবে

ফেসবুকিয় বুদ্ধিজীবীদের কল্পকাহিনী কত কিছুই হয়।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত গায়ে পড়ে আমাদের সাথে যুদ্ধ বাঁধিয়ে ফেললে আমাদের কি করার থাকবে?

৮| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৭

আদিত্য ০১ বলেছেন: আপনি বেচে থাকেন, যাতে দেখতে পারেন কি হয়, আওয়ামীলীগ ফিরে আসবে, সেটা সময়ই বলে দেবে, যাইহোক আপতত সেভেন সিস্টার জয় করতে কালকেই যুদ্ধের ট্রেনিং নেওয়া শুরু করে, ভারতের পেয়াজ ডিম ডাল আরও অনেক কিছু বন্ধ হলে যাতে ট্রেনিং চালাইতে পারেন এইজন্য বেয়ার গ্রিলসের সার্ভাইভাল ট্রেইনংও নিয়ে রাইখেন

আপনারা পারেনও, নিজের দেশের জিনিস পত্রের দাম আকাশছোয়া, আইন শৃংক্ষলা নাই, এরা আছে সেভেন সিস্টার আর বাধ নিয়ে, বাঙ্গালীর এমনেই বেকুব না, নিজের চান্দি ফাটে পইড়া আছে অন্যেরটা দখল করতে, এইটা পীরের আস্তানা না যে দখল লুটপাট শুরু করলাম, সোশাল মিডিয়ার কিছু ইনফ্লুয়েঞ্জা আর আপনাদের মত বেমানান অযোক্তিক কথা আর লেখার জন্য দেশটা এলোমেলো, আরও যে কি হয়

আওয়ামীলীগ তো চলেই গেছে, আপনারাই কইতেছেন যে আওয়ামীলীগ আসতে পারবে না, তাইলে এর পেছনে এত লাগার কি আছে, দেশটা ঠিক করেন, ১০০ দিনে কি করছেন, হওয়ার মধ্যে বঙ্গবন্ধুর ছবি নামাইছেন, এইতো আপনাদের কাজ!

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ২:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশ সব সময় শান্তি প্রিয়। শান্তির জন্য আমরা এত্তগুলা রোহিঙ্গা প্রতি পালন করছি। ভারতেরও অনেক কিছু আমরা সহ্য করছি। তথাপি তারা আমাদের সাথে যুদ্ধ বাঁধিয়ে বসলে আমরা সেই যুদ্ধ না করে কি ভারতের আধিপত্য মেনে নেব?

৯| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪০

বিষাদ সময় বলেছেন: কিছু লোক নির্বোধদের নাচাচ্ছে আর তারা নাচছে।
যুদ্ধ যে কি জিনিস তা ইউক্রেন আর ফিলিস্তিনের সাধারণ নাগরিক বুঝতে পারছে। দুর থেকে মোড়লরা তাদের শুধু নাচিয়ে দিয়েছে, আর আগুনের উত্তাপে পুড়ছে সে দেশের সাধারণ মানুষ। সুখে থাকতে ভুতে কিলায় প্রবাদটা আমাদের জন্য প্রযোজ্য। নিজের দেশ প্রেমে উদ্বুদ্ধ হবো, চেষ্টা করবো যতটা সম্ভব মাথা উঁচু করে বাঁচার সেটা ঠিক আছে। কিন্তু আরেক দেশের অঞ্চল দখল করে রাজত্ব করবো এ রকম যারা ভাবছে তারা নির্বোধ না হঠকারী ঠিক জানিনা।
ধরুন একবারে উপহার হিসাবে আপনাকে সে অঞ্চল দেয়া হলো । তারপর কি করবেন? আমাদের চেয়ে বিশ গুন পরাক্রমশালী দেশ যেখানে তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে সেখানে আমরা তাদের কিভাবে নিয়ন্ত্রন করবো? উল্টো হয়তো চট্রগ্রাম আর তারা এক হয়ে আমাদের ঠেঙাবে। কাজেই আকাশ কুসুম না ভেবে নিজেরটা আগে সামলান সেটা হলো বুদ্ধিমানের কাজ।

আপনাকে অবশ্য এসব বলে লাভ নাই আপনি মহাজাগতিক চিন্তার মানুষ, সব সময় দিবা স্বপ্নে বিভোর থাকেন। ধন্যবাদ।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ২:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: নিয়ন্ত্রণ করতে না পারলে তাদেরকে স্বাধীন করে দিয়ে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। তার আগে আমাদেরকে ভারত থেকে আত্মরক্ষা করতে হবে।

১০| ৩০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৯

আদিত্য ০১ বলেছেন: বিষাদ সময় বলেছেন: কিছু লোক নির্বোধদের নাচাচ্ছে আর তারা নাচছেবিষাদ সময় বলেছেন: কিছু লোক নির্বোধদের নাচাচ্ছে আর তারা নাচছ
উনি যুদ্ধে যাওয়ার ট্রেনিং নিতে যাচ্ছে সাথে বেয়ার গ্রিলসের সার্ভাইভাল কমান্ডো ট্রেনিংও নিবে, এখন কোনটা আগে নিবে, এইটা নিয়ে মহা জগতে ধ্যানে বসবে, কারন ডিম আলু ডাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস যখন ভারত থেকে আমদানী বন্ধ হবে, তখন কি করবে, এও হতে মহাজগতের গায়েবি জিনিস পত্রও আনতে পারে

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ২:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ওদের কিছু লোক আমাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছে আর আপনি আছেন ওদের ডিম-আলু নিয়ে।

১১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৩

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: দাদারা যতোই নর্তন-কুর্দন করুক, তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না। কারণ বাংলাদেশ অস্থিতিশীল হলে সেভেন সিস্টার্সে উত্তাপ ছড়াবেই। ভারত বড়ো দেশ এটা তাদের যতোটা শক্তি, ততোটা দুর্বলতাও। অন্য দেশের সঙ্গে গুঁতাগুতি করলে নিজের দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা তার জন্য কঠিন হবে। তাছাড়া তাদের ঘাড়ের ওপর সব সময় নিঃশ্বাস ফেলছে, দুই পারমানবিক শক্তি সম্পন্ন দেশ চীন এবং পাকিস্থান। তাই ভারত বুদ্ধিমান হলে বাংলাদেশ আক্রমন করে নিজেদের সমস্যা আর বিপদ বাড়াবে না।

তবে প্রকাশ্যে আগ্রাসন না চালালেও তারা পর্দার অন্তরালে ঠিকই খেলছে। বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলে এত ফাঁকে পতিত স্বৈরাচারকে আবার বাংলার মাটিতে পূনর্বাসনের চেষ্টা করছে। ভারতের এই ষড়যন্ত্র প্রতিহত করতে হলে আমাদের জাতীয় ঐক্যের বিকল্প নেই। কিন্তু মুশকিল হলো খুনী হাসিনার প্রেতাত্মারা দেশের ভিতর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। কিন্তু ভিতরের এই শত্রুকে দমন করার ব্যাপারে সরকার যথেষ্ট কঠোর হতো পারছে না।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ২:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধ কারো জন্য মঙ্গল জনক নয়। তথাপি কেউ যুদ্ধ করালে তখন যুদ্ধ না করে উপায় থাকে না।

১২| ০১ লা ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:০৪

নান্দাইলের ইউনুছ বলেছেন:



এই সব *াল ছাল আন্দোলনের কোন মূল্য নেই।


**কির পোলারা সাজানো গোছানো একটা দেশকে ধব্ংস করে দিচ্ছে।

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবটাই হয়েছে বিগত শাসক দলের বিবিধ অযোগ্যতার কারণে।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:১৭

নান্দাইলের ইউনুছ বলেছেন:



লেখক বলেছেন: এখন এর সাফল্য ধরে রাখতে হবে।


দেখা যাইবে আপনি কতটা ধৈরা রাখতে পারেন।

৪০ টাকার আলু্ এখন ১০০ টাকা দিয়ে খান।


২২ হাজার কোটি টাকা ছাপাইয়া ব্যাংক চালু রাখেন।

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: পূর্বের শাসক দল যোগ্য হলেতো তাদেরকে যেতে হত না।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:৩১

নান্দাইলের ইউনুছ বলেছেন:



সামান্য
আলু
আর
ডিমের
জন্য ও
যারা
ভারতের
উপর
নির্ভর
করে
তারা
করবে
যুদ্ধ!

০১ লা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে কি দেশটা ভারতকে গিফট দিতে হবে?

১৫| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯

নান্দাইলের ইউনুছ বলেছেন:


জাতীয় সম্পদ পোড়ানো যদি আন্দোলন আর বিপ্লব হয় তাহলে আগামী ১০ বছর এই বিপ্লব আবার হবে।

থানা জ্বালিয়ে দিয়ে পুলিশ পোড়ানো যদি বিপ্লব হয় তাহলে আগামী ১০ বছর এই বিপ্লব আবার হবে।

তখন সামলাতে পারবেন তো !

০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: একসঙ্গে সব পুলিশ পালিয়ে যাওয়া ছিল দেখার মত। ভারতের লোক বলছে তারা এক মিনিটে বাংলাদেশ নাই করে দিতে পারে। ভাবছি তখন তাদের হিন্দুগুলা কোথায় যাবে? এমন অনেক কথা অনেকে বলে। শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালান না। কিন্তু সত্য কথা হলো তিনি পালিয়েছেন। দেশে কিছু একটা ঘটেছে সেটা অস্বীকার করার উপায় নাই। আমি বলেছি দেশে জটিল পরিস্থিতি বিদ্যমাণ। আমি বিষয়টিকে সরলিকরণ করি নাই। যে ঘটনা ঘটেছে এখন এর রিএ্যাকশন চলছে। রিএ্যাকশন সামাল দেওয়া গেলে বুঝা যাবে ঠিক আছে।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫২

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: ওদের কিছু লোক আমাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছে আর আপনি আছেন ওদের ডিম-আলু নিয়ে।[/sb
তাহলে আপনি যুদ্ধের ট্রেনিং নেন, আর সাথে ডিম চাল ডাল আরও যত নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া না গেলে বেয়ার গ্রিলসের সার্ভাইভাল ট্রেনিংও নিয়েন...শুভ কামনা, আপনি ২৪ এর কমান্ডো মুক্তিযুদ্ধা আন্দোলনকারীদের মত

০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধ হলে কেউ না কেউ তো যুদ্ধ করবে। তবে ইতিহাস বলে এজাতি পরাধীনতা মানে না।

১৭| ০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪

নান্দাইলের ইউনুছ বলেছেন:



আজ সকালে নাস্তা করেছেন ভারতের ডিম দিয়ে।
দুপুরে ভাত খাবেন ভারতের আলু-পেয়াজ দিয়ে ।
আপনাদের শরম লজ্জা কি আল্লাহ তায়ালা দেন নাই?

সাহস থাকেক ভারতের সাথে সশস্ত্র যুদ্ধ শুরু করুন না ভারতের সাথে।

দেখি কেমন বীর আপনারা!

০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশীরা শান্তি প্রিয়। তারা কোন দেশকে হামলা করবে না। তবে কেউ বাংলাদেশকে হামলা করলে বাংলাদেশ এর জবাব দিবে। একাত্তরেও আমরা হানাদার ছিলাম না। যারা হানাদার ছিল আমরা তাদেরকে পরাজিত করেছি। সেজন্যই আমরা স্বাধীন।

১৮| ০১ লা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৮

নান্দাইলের ইউনুছ বলেছেন:


আমি নান্দাইলের ইউনুছ। আমি যমুনা ভবনের ইউনূস না। আমি আমার ৬৬০ কোটি টাকার আয়কর ফাঁকি দিতে আসিনি। আমি সত্য কথা বলতে এসেছি।

০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সত্য কথা বলা খুব ভালো।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জয়পাড়ার কুদ্দুস আর সাজিদ ভাইদের আর ক্ষ্যাপাইয়েন না, যে-কোনো সময় প্রতি-বিপ্লব ঘটাইয়া ফেলবে কিন্তু। আমি পচার দোকান থেকে ৫সের টাটকা রসগোল্লা নিয়া আসতেছি, তাদের ঠান্ডা করার জন্য।

০১ লা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা পিছু হটেছে পরাজয় স্বীকার করে নাই। কারণ তারা বড় একটা তালগাছের ছায়ায় আছে। তবে ছায়ার বদলে তালগাছ থেকে তাদের পিঠে তাল পড়লে তাদের খবর আছে।

২০| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৩

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: নান্দাইলের ইউনুছ স্বৈরাচারী আওয়ামিলীগের প্রেতত্মারা, তোদের পলাতক নেত্রী শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য ভারতকে যা দিয়েছে, ভারত তা মনেতো রাখেইনি, বরং গনেশ উল্টে যাওয়ায় এখন আর নতুন করেএ কিছু না পাওয়ার সম্ভাবনা দেখে ওদের মাথা খ্রাপ হয়ে গেছে। তাই বাংলাদেশের সঙ্গে পায়ে পা লাগিয়ে গ্যান্জাম বাঁধানোর চেষ্টা করছে।

বাংলাদেশের মানুষ এমনিতেই শান্তিকামী, কিন্তু লাগতে এলে ভারতকে বিনা যুদ্ধে সুচাগ্রও ছেড়ে দিবে না। তোরা তোদের নেত্রীর ফিরে আসার খোয়াব দেক্তে থাক। আর চুরি-চামারি আর লুটপাটের 'সাজানো গোছানো' রাজত্ব ধ্বংস হওয়ার জন্য হাহাকার করতে থাক। সে সঙ্গে তোদের প্রভু ভারতের পা বেশী বেশী চাটতে থাক।

কিন্তু চাটাচাটি যতোই করিস, তোদের নেত্রী তোদেরকে পরিত্যক্ত ফেলে রেখে তার চৌদ্দগুষ্ঠি নিয়ে ভেগে গেছে। বাংলার মাটিতে তার আর ফিরে আসার সম্ভাবনা নেই।

০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্যটি বেশ হয়েছে।

২১| ০১ লা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছাত্ররা যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছে।

সাপ নাকি ভয়ে মানুষকে কামড় দেয়। আওয়ামীলীগের অবস্থা অনেকটা সেই রকম। তারা এখন প্রচণ্ড ভয়ে উল্টাপাল্টা কামড় দেয়ার চেষ্টা করছে। এই বার যদি আওয়ামীলীগ হিন্দু কার্ড খেলে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে এদের উদ্যমে ভাটা পড়বে। কিন্তু বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক না। আওয়ামীলীগের এই চালও মাঠে মারা যাবে। ভারতের বিজেপি সরকার শুধু লিপ সার্ভিস দেবে। হাসিনা নিজে নিরাপদে আছে। সে ফোন কল করে এই দেশের মোটা বুদ্ধির ছাত্রলীগগুলিকে বিপদে ফেলছে। বিভিন্ন আকাম করছে আর গ্রেফতার হচ্ছে। আওয়ামীলীগ নেত্রীর এখন উচিত একটু কান্নাকাটি করা আল্লাহর দরবারে আর মানুষের দরবারে। কিন্তু সে এখনও একে ধরবে একে খাবে এই সব চিন্তায় আছে। বিএনপিকে তারা দলে টানার চেষ্টা করছে। বিএনপিও টাকা পয়সা মনে হয় ভালোই পাচ্ছে। পরের বারের আন্দোলন হবে বিএনপিকে সাইজ করার আন্দোলন। এই দুইটা দল রাজনীতিকে ব্যবসার পর্যায়ে নিয়ে গেছে।

০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: এই দুইটা দল রাজনীতিকে ব্যবসার পর্যায়ে নিয়ে গেছে। আপনার মত অনেকেই এমন মন্তব্য করে।

২২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১১

শিশির খান ১৪ বলেছেন: দেশের মানুষের মাথা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আওয়ামীলীগ কে ফেরত আনবে না ,এখন আপাতত বি এন পি কে দিয়া কাজ চালাবে। কে ভারত কে বেশি খুশি করতে পারে তা নিয়ে ইতিমধ্যে সালাউদ্দিন ও মির্জা ফখরুলের মাঝে কম্পিটিশন শুরু হওয়া গেছে । ভারত উইঠা পইড়া লাগছে এই বার বাংলাদেশকে দুই ভাগ কইরা ছাড়বে। যাহা আওয়ামীলীগ তাহা বি এন পি এই দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য অমিত শাহর পা চাটতে রাজি আমাদের কপালে খারাপ।

০২ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: যাহা আওয়ামীলীগ তাহা বি এন পি এই দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য অমিত শাহর পা চাটতে রাজি আমাদের কপালে খারাপ। আমরা হতভাগা জাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.