নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আমার কবিতা তুমি জনারণ্যে দেখি
আলাদা তোমার মুখ স্নিগ্ধতায় ভরা
মায়াময় চিত্তাকর্ষ স্বর্গের অপ্সরা
তোমাকেই মনে হয় ধরনীর তলে।
হৃদয়ের ভোজপত্রে জাফরানে লেখি
তোমার কীর্তির কথা। তাতে আত্মহারা
হয়ে পড়ি মাঝে মাঝে। যাতে পরম্পরা
সুখগুলো চুপি চুপি কত কথা বলে।
আমি কি দেখেছি কোন সে তার মতন
নিজেরে হারিয়ে ফেলা মুগ্ধতার মতি
তেপান্তর রাজ্যে কোন দূর্লভ রতন?
কে হবে এ সুকন্যার জীবনের পতি?
তারমাল্য কার ভাগ্যে লিখেছেন বিধি
আনমনে সেকথাই ভাবি নিরবধি।
# একজন বলেছে- আপনি বরাবরই ভয়ংকর সুন্দর লেখেন
স্নিগ্ধ নীলাম্বরীর মতো চমৎকার লেখনী আপনার।
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সহজ সরল সুন্দর মন্তব্য।
২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৪
সৈয়দ কুতুব বলেছেন: আজকে আপনার মন কবিতার মতো প্রাণবন্ত!
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রাণবন্ত মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সহজ সরল সুন্দর মন্তব্য।
শুকরিয়া।
০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো।
অট: মাথা মোটা গর্দভ এখানে ভালো বলেছে বাহ।
আমার পোস্টে কখনো পজেটিভ মন্তব্য করে না ।
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক ভালো কবিতাকেও অনেকে বলে কিসব লিখেছে।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো না বললে নাই
কিন্তু উল্টাপাল্টা কথা লিখে আসে
যা দেখলে মন খারাপ হয়
০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো না বললে নাই
কিন্তু উল্টাপাল্টা কথা লিখে আসে
যা দেখলে মন খারাপ হয় এটা উল্টা-পাল্টা চিন্তার ফল।
৬| ০২ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৭
পবন সরকার বলেছেন: সুন্দর কবিতা
০৩ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৩:০২
নান্দাইলের ইউনুছ বলেছেন:
সনেট কবি ভালো কবিতা লিখেন।
কিন্তু মহাজাগতিক চিন্তা গোড়া ধার্মিক।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।