নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আমাদের দেশে অনেক মুসলিম থাকে আর ভারতে থাকে অনেক হিন্দু। ভারতীয় উপমহাদেশে হিন্দু-মুসলিম যুদ্ধে মুসলিমদের সাফল্য হতাশা জনক নয়। সেজন্য মুসলিমরা ভারতীয় উপমহাদেশ সাড়ে সাতশত বছর শাসন করেছে।মুসলিমরা ইংরেজদের সাথে পারে নাই। আর ইংরেজরা হিন্দু নয়। আমার স্ত্রী ভারতীয় হিন্দুদের অনেক কথায় শংকিত। আমি বলি মহানবি (সা.) তো বলেছেন হিন্দু-মুসলিম যুদ্ধে মুসলিম জয়ী হবে। তাহলে আর এত ভাবছ কেন? মোহাম্মদ বিন কাসিম-দাহির যুদ্ধে মোহাম্মদ বিন কাসিম জয়ী। মোহাম্মদ ঘুরী-পৃথিরাজ যুদ্ধে মোহাম্মদ ঘুরী জয়ী। বখতিয়ার-লক্ষণসেন যুদ্ধে বখতিয়ার জয়ী। গৌরগবিন্দ-ইলিয়াস শাহ যুদ্ধে ইলিয়াস শাহ জয়ী।সুতরাং হিন্দুদের সাথে মুসলিমদের যুদ্ধ ফল তাদের বিপক্ষে নয়।ভারতের সাথে আমাদের যুদ্ধ করা ঠিক নয় সেটা অস্বীকার করছি না। কিন্তু তারা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলে না করে উপায় কি? তারপর যুদ্ধ করে আমরা জয়ী হলে তাতে আমাদের মানচিত্র বড় হয়ে গেলে আমাদের কি দোষ? ভারত তো পাকিস্তানের সাথে যুদ্ধ করে তাদেরকে কাস্মিরের একাংশ ছেড়ে দিয়েছে।তেমনি যদি তারা আমাদের সাথে যুদ্ধ করে অবশেষে আমাদেরকে তাদের কিছু এলাকা ছেড়ে দেয় তাহলে তাতে আমাদের কোন দোষ হবে কি?
আমাদের দেশের ভারত ভক্তগণ ভারতের সাথে আমাদের দেশের যুদ্ধে আমাদের জয়কে মহাঅপরাধের চোখে দেখেন।কিন্তু কথা হলো যুদ্ধ হলে কেউ কি আর ইচ্ছে করে হারে? আমরা অবশ্যই ভারতের বন্ধুত্ব চাই। আমরা তাদের প্রভুত্ব চাই না। আমরা তাদের প্রভুত্ব না মানলে তারা যদি আমাদের সাথে যুদ্ধ করে, তখন তাদের সাথে আমাদের যুদ্ধ না করে কি উপায় থাকবে? এদিকে তাদের একজন প্রভুকে আমাদের সরকার গ্রেফতার করেছে। প্রভুর সাথে এহেন আচরণে ভারত নাখোশ। তারা ত্রিপুরার আমাদের হাইকমিশনে হামলা করেছে, কলিকাতায় আমাদের হাইকমিশনে তারা আমাদের পতাকা পুড়িয়েছে। এসবকে কি বলে? আমাদের দেশের একজন শাসক জনতার তাড়া খেয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে এটা আমাদের এক বিরাট দোষ। কারণ সেই শাসক ভারতকে প্রভু মানতেন। যারা সেই শাসককে তাড়িয়েছে তারা আবার ভারতকে প্রভু মানে না। এরপর উঠছে আলু-পেয়াজের কথা। তো আলু পেয়াজের বিনিময়ে আমরা কি আমাদের দেশটা ভারতের নিকট বিক্রি করে দেব? ভারত ভক্তদের আলু-পেয়াজের বিনিময়ে দেশ বিক্রিতে আপত্তি নাই বলে মনে হচ্ছে। কিন্তু যারা মুসলিম তারা আবার স্বাধীন থাকতে চায়।
যুদ্ধ কারো কাম্য নয়। তথাপি যুদ্ধ এসে ঘাড়ে পড়লে যুদ্ধ করতেই হয়। তাতে যদি লাভ হয় তবে ক্ষতি কি? অবশ্য এ ছাড়া আমাদের মানচিত্র বড় করার আর কোন সুযোগ নাই। লাভের লোভ বাদ দিয়ে যুদ্ধ নয় শান্তি চাই। তথাপি হানাদার এসে ঘাড়ে হামলে পড়লে তাকে যোগ্য জবাব দিতে চাই। দেশ রক্ষার যুদ্ধ দেশ প্রেমীরা করে। এদেরকে কেউ থামাতে পারে না। এরা শহীদ হয়, পঙ্গু হয় তথাপি যুদ্ধ করে। তাদের জন্য শুভ কামনা।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: পাকিস্তান অকারণ ভারত বিরোধীরা করে আর ভারত কি সব সময় পাকিস্তানের পক্ষে কথা বলে? ভারত তো প্রথম পাকিস্তানে হামলা করে ছিল।
২| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভারত একদিন এসব করে ওদের ভারত নামটিও হারিয়ে ফেলবে সে দিন হয়তো বেশি দূরে নেই।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত নিজেদেরকে অনেক বড় তালগাছ মনে করে। আমরা তাল পড়ে অক্কা পাওয়ার ভয়ে সেই তালগাছ তলায় বসতে নারাজ। থাক আলু-পেয়াজ। জান বাঁচান এক ফরজ।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: ভারতে নরেন্দ্রমোদী পদত্যাগ করলে তাদের দেশের গভীর ক্ষত প্রকাশ পাইবে৷ মোদি ভারতের সমাজ কে নষ্ট করে দিয়েছেন।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে অসম্মান করছে। তাদের এ অসম্মানের দায় তাদেরকে প্রভুমানা আওয়ামী লীগকে নিতে হবে।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৭
জেনারেশন৭১ বলেছেন:
আপনি বেকুব পাকীদের সাপোর্টার; বিশ্ব নিয়ে আপনার ধারণা সঠিক নয়।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: বেকুব পাকিরা আমাদেরকে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হতে সহায়তা করলে মন্দ হবে না। আর অধিকাংশ ব্লগার আপনার মতকে সঠিক মনে করে না। আপনি নিজেকে সঠিক মনে করতে পারেন সেটা আপনার বিষয়। কিন্তু আপনাকে সঠিক নয় মনে করাদের সংখ্যা নেহায়েত কম নয়।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৯
লুধুয়া বলেছেন: ভারতে যারা বসে যারা strategy বানাই তারা মাথা মোটা নয়, তাদের external foreign ministry তে সবচেয়ে নীচু ক্লাশের অফিসার ও আমাদের ফরেন মিনিস্টার/ উপদেষ্টা থেকে অতি জ্ঞানী.তারা পঁচা শামুকে পা কাটাবেন না.
০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদেরকে পঁচা শামুক মনে করো সঠিক নয়। আমরা আমাদের যোগ্যতাতেই স্বাধীন। আমাদের অতীত ইতিহাস সমৃদ্ধ। বাংলা বিহার ও উড়িষ্যা মিলে আমাদের দেশটা অনেক বড় ছিলো।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কথাগুলো যৌক্তিক। সমর শক্তিতে আমরা ভারতের সমান নই, তাই বলে বাংলাদেশ তার সমরশক্তিকে গোডাউনে জমা করে রাখে নাই। ভারত কোন ফ্রন্ট খালি করে বাংলাদেশ অ্যাটাক করবে? সেই ফ্রন্ট দিয়ে চায়না আর পাকিস্তান, অন্য কোনো দেশও ঢুকে যেতে পারে। ভারতের এই ভয় সেই আদিকাল থেকেই।
আমরা যুদ্ধ চাই না। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে প্রতিটা বাংলাদেশী একেকটা আগুনের গোলা হবে। ভয় ভারতকে না, ভয় হলো আমাদের মীর জাফরদের, যারা এখনই পশ্চাৎদেশ পেতে দিয়ে বসে আছে। এই কুলাঙ্গারদের জন্য দেশ একটু অস্থিতিশীল অবস্থায় আছে, এই আর কী।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫২
মহাজাগতিক চিন্তা বলেছেন: মীর জাফরদের সম্পর্কে বাংলাদেশীরা এখন অবগত। সুতরাং এখন তারা মীর জাফর ও বিদেশীদের সাথে এক সাথে লড়াই করবে।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
কামাল১৮ বলেছেন: এই সুযোগে আমাদের উচিত সেভেন সিস্টার দখল করে নেয়া।ইউনুস অক্কা পেলে এটা সম্ভব হবে না।পাকি ও চীনের দিকে না তাকিয়ে নিজের বলে বলিয়ান হোন।নিজেদের মূল ভূখন্ড রক্ষার চেষ্টা করুন।চট্রগ্রাম ও রংপুর ঝুকিতে।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: চট্রগ্রাম ও রংপুর ঝুকিতে এ দু’টি অঞ্চল ভারত ভূক্ত করার চক্রান্ত চলছে সেটা আমি ব্যক্তিগতভাবেও জানি। বাংলাদেশীরা তাদের ভূখন্ড রক্ষা করতে অবশ্যই লড়াই করবে। এতে বহু লোক মারা যাবে। তবে সবশেষে বাংলাদেশীরা জয়ী হয়ে তাদের মানচিত্র বড় করার সুযোগ পাবে- ইনশাআল্লাহ।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৮
বিষাদ সময় বলেছেন: আপনি সেই যুদ্ধের আগুনে নিজেকে এবং প্রিয়জনদের কুরবানী দিতে প্রস্তুত তো? নাকি সে আগুনে শুধু আলুপোড়া দিবেন?
০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশীরা কখনই যুদ্ধ চায় না। আর আত্মরক্ষায় যুদ্ধ করা অপরাধ না। এটা দেশ প্রেম। আপনি ঠিক কি বুঝাতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমি আমার জাতিকে যুদ্ধ করতে উসকে দিচ্ছি না। আমি তাদেরকে আত্মরক্ষায় উদ্বুদ্ধ করছি। আপনি এখানে দোষের কথা ঠিক কি দেখতে পাচ্ছেন? যুদ্ধ হলে আমি মারা পড়ব না তার তো নিশ্চয়তা নেই। এখন কেউ আমার গলা কাটতে আসলে উল্টা আমি তার গলাকেটে দিলে দোষ হবে কি?
৯| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৬
বিষাদ সময় বলেছেন: দোষটা হলো উত্তেজনা প্রশমিত করার চেষ্টা না করে উভয় দেশের কিছু লোক সেটাকে বাড়াতে চাইছে। পাকিস্তানের সাথে যুদ্ধে আমাদের ৩০ লক্ষ মানুষ মৃত্যু বরণ করেছে আর ২ লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে, ২ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কাজেই ভারতের সাথে যুদ্ধ লাগলে ক্ষয় ক্ষতির পরিমাণ আরো বেশি হওয়ার সম্ভাবনা। গায়ে জার জোর আছে সে আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করেত চাইবে .... আপনার দায়িত্ব কৌশলে সেটা এড়িয়ে যাওয়া। তা না করে যখন পাল্টা উস্কাবেন তখন প্রথমেই নিজেকে এবং নিজের প্রিয় ব্যক্তিদের যুদ্ধে পাঠানেরা জন্য এবং যে কোন ক্ষয় ক্ষতির জন্য প্রস্তুত থাকা উচিত। না হলে উন্কানীমূলক কথা বলা এক ধরণের হিপোক্র্যাসি।
মনে রাখবেন যে তিনটে দেশ আমাদের যুদ্ধের জন্য উস্কাচ্ছে যুদ্ধ লাগলে তাদের গায়ে কিন্তু তেমন আঁচ লাগবে না, ভারত সব ঝাল ঝাড়বে আমাদের মতো দুর্বল রাষ্ট্রের উপর। মায়ানমার আমাদেরকে যুদ্ধের জন্য বহুবার উসকেছে। যদি আমরা সে ফাঁদে পা দিতাম তাহলে ফেনিতে বসে আর এতদিন সুখে শান্তিতে ব্লগ লিখতে পারতেন না। কাজেই যুদ্ধের ফলাফল বিশ্লষণ করে তাকে উসকানোর দরকার নাই বরং কিভাবে সেটা এড়ানো যায় সেই চিন্তা করেন। ধন্যবাদ।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধ এড়িয়ে চলা প্রথম কাজ। সেই চেষ্টা বাংলাদেশ বরাবর করে আসছে। যুদ্ধ এড়ানোর জন্য প্রতিপক্ষকে নিরুৎসাহিত করাও বড় কাজ। সেজন্যই বলছি তারা আমাদের সাথে যুদ্ধ করে লাভবান হতে পারবে না। প্রফেসর ইউনুসও বলেছেন ভারত আমাদের সাথে যুদ্ধ করলে ভারতের সেভেন সিষ্টার স্বাধীন হয়ে যাবে। কারণ ভারত আমাদের সাথে যুদ্ধে জড়ালে আর সেভেন সিষ্টার নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং যুদ্ধ হলে আমাদের চেয়ে ভারতের ক্ষতি বেশী হবে।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৯
আদিত্য ০১ বলেছেন: আপনি কি ঠিক ঠাক যুদ্ধের ট্রেনিং নিচ্ছেন, ধামামা কিন্তু বেজে গেছে। আপনাকে কোন একটা সেক্টরের ক্যাপ্টেরন পদ দেওয়া হতে পারে, আর আপনি সাথে বেয়ার গ্রিলসের সার্ভাইভাল কমান্ডো ট্রেনিংও নিবেন। কারন ভারতের মুরগীরা ভয়ে ডিম পাড়া বন্ধ করে দিবে। আর দেশে ধানও হয় নি বন্যার কারনে। সবজির অবস্থার আরও করুন, যুদ্ধের সময় সবকিছুরই অভাব থাকবে
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ২:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধ নয় শান্তি চাই। কেউ যুদ্ধ চাপিয়ে দিলে না করে উপায় নাই। এ ক্ষেত্রে ক্ষতির কথা ভেবে মূলত কোন লাভ নাই।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৩
আদিত্য ০১ বলেছেন: আপনাকে দেখে আমার খুব মায়া হয়, এই বয়সে আপনি যুদ্ধের চিন্তা করে কি করুন অবস্থা করেছে শরীরের, আহারে এই বয়সে আপনি মহাজগত নিয়ে ভাববেন, আর আপনি ক্ষুদ্র জগত নিয়ে চিন্তা করছেন, আপনার কি ঠিকমত ঘুম হয়? একটা তরবারি আর ঢাল প্রস্তুত রাইখেন, সাথে ঘোড়াও তো লাগবে
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ রাত ৩:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি যুদ্ধের চিন্তা বাদ দিলেও অন্যেরা সেটা করবে না ঘটনা এমন নয়। কারণ বাংলাদেশের মানুষ আমার কমান্ডে চলে না। সেনা চলে সেনা প্রধানের কমান্ডে। তারা অলরেডি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। ভারত হামলা করলেই তারা এর দাঁত ভাঙ্গা জবাব দিবে। তখন তারা আপনার কথাও শুনবে না। এমনকি আপনার কথাও শুনবে না। তারা আলু আর পেয়াজের চিন্তা বাদ দিয়ে যুদ্ধ করবে।
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:০২
মেঠোপথ২৩ বলেছেন: https://www.youtube.com/watch?v=_4RMvb5WOWM
ভারত কোনদিনই বাংলাদেশ আক্রমন করবে না। হুমকি দেয়া জারী রাখবে কেবল বাংলাদেশকে চাপে রাখতে।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত কোনদিনই বাংলাদেশ আক্রমন করবে না। আপনার কথাই যেন সত্য হয়। আর আমাদের দেশে আমাদের পছন্দের সরকারের বদলে তাদের পছন্দের সরকার বসানোর চিন্তা তাদেরকে বাদ দিতে হবে।
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা কারো সংগে যুদ্ধ চাই কিন্তু কেউ পায়ে পারা দিয়ে যুদ্ধ করলে আমরাও ছেড়ে কথা বলবোনা।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কেউ আমাদের স্বাধীনতা হরন করতে চাইলে তখন তো যুদ্ধ না করে উপায় থাকবে না।
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেই বলে, ভারত এরকম করছে।
ভারত চাইলে আমাদের পিষে ফেলতে পারবে।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কি ভাবছেন আমাদের স্বাধীন থাকার যোগ্যতা নাই? অন্যদেশের পছন্দের লোক আমাদের প্রধানমন্ত্রী থাকতে হবে কেন?
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩১
নান্দাইলের ইউনুছ বলেছেন:
ডিম আর আলু খাওয়া কি একেবারেই বাদ দিলেন নাকি!
এই সব মাল আসে ভারত থেকে।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ডিম আর আলুর জন্য দেশটা কি ভারতের কাছে ইজাড়া দিতে হবে? আমার মনে হয় আমাদের স্বাধীন থাকার যোগ্যতা আছে।
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৪
রাসেল বলেছেন: যদি এখানে মীর জাফরের পরবর্তী প্রজন্ম থাকে,
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশীরা মীর জাফরের হ্যান্ডেল করা শিখে গেছে।
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫০
পবন সরকার বলেছেন: আমাদের সাথে যুদ্ধ করতে গিয়ে সেভেন সিস্টার চীনের কাছে হারাবে
০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে দেশগুলো স্বাধীন হলে ভালো হবে।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২২
জেনারেশন৭১ বলেছেন:
ব্লগে অনেক জেনারেল আছেন, আপনি কিন্তু ফিল্দ মার্শাল; দেশে জ্ঞানী মানুষ জন্ম নিচ্ছে না। পাকিস্তান অকারণ ভারত বিরোধীরা করে "ফেইল দেশে" পরিণত হয়েছে।