নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
তারাও বলে যুদ্ধ হলে দেশ বড় হবে, এরাও বলে যুদ্ধ হলে দেশ বড় হবে; কিন্তু কেউ বলে না যুদ্ধ হলে অনেক মানুষ মরবে। যুদ্ধ হলে অনেক মানুষের চোখের পানি ঝরবে।যুদ্ধ হলে মানুষের কষ্টের শেষ থাকবে না। আর তারা দেশ বড় করলে আওয়ামী লীগের ভোট আরও বাড়বে।তাহলে যুদ্ধ করে তাদের কি লাভ?
একরত্তি বাংলাদেশ দখল করে ভারত তাদের দেশ আর কত বড় করবে? এখানে তাদের দেশের লোক বসবাস করতে আসবে না, উল্টা বাংলাদেশের জনগণ ভারতে ছড়িয়ে পড়ে বাংলাদেশের জনসংখ্যা কমিয়ে ফেলবে। আর বাংলাদেশে যে সব তালেবান আছে তারা ভারতকে এক মূহুর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না। অবশেষে সিরিয়ার বাশারের মত ভারত বংলাদেশ ছেড়ে পালাবে। আর গাজওয়ায়ে হিন্দের কথা যা বলা হয়েছে তা’ বহুবার হয়েছে। মোহাম্মদ বিন কাসিম ও দাহিরের মধ্যে গাজওয়ায়ে হিন্দ হয়েছে। মোহাম্মদ ঘুরী ও পৃথিরাজের মধ্যে গাজওয়ায়ে হিন্দ হয়েছে। আহমদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে গাজওয়ায়ে হিন্দ হয়েছে। লক্ষণসেন ও বখতিয়ারের মধ্যে গাজওয়ায়ে হিন্দ হয়েছে। গৌরগবিন্দ ও ইলিয়াস শাহের মধ্যে গাজওয়ায়ে হিন্দ হয়েছে। সুলতান মাহমুদ সেটা বহুবার করেছেন। আর প্রতিবার হাদিস অনুযায়ী মুসলিম জয়ী হয়েছে। আইয়ুব ও শাস্ত্রীর যুদ্ধেও আইয়ুব জয়ী হয়েছেন। মোদী-ইউনুস যুদ্ধ হলে কে জয়ী হবে? হাদিস অনুযায়ী ইউনুস জয়ী হবে। তা’ না হলেও তালেবান যোদ্ধারা ভারতকে অতিষ্ট করে ছাড়বে। সিরিয়ায় তারা এগার বছর পর জয়ী হয়েছে গতকাল। আফগানে তারা জয়ী হয়েছে বিশ বছর পর। এরা জয়ী না হওয়া পর্যন্ত থামবে না।
এদিকে ওবায়দুল কাদের কি ফখরুল সাহেবের বাসায় বসে মোরগ পলাউ খাচ্ছেন। তার প্রভাবেই কি ফখরুল সাহেব ওবায়দুল কাদেরের মত কথা বলতে শুরু করেছেন। একাধারে অনেক দিন ক্ষমতায় থাকা ভালো তবে সেটা অনেক বেশী দিন হয়ে গেলে অসুবিধা। অনেক দেশের মত আমাদের দেশ এখন সে অসুবিধার মধ্য দিয়ে সময় পার করছে। আমাদের অসুবিধাকে অনেক ভারতীয় সুযোগ হিসাবে মনে করছে। তারা তাদের সরকারকে উসকাচ্ছে আমাদের সাথে যুদ্ধ করতে। তাতে আমাদের কিছু নেংটি ইঁদুর ভয়ে শেষ। অথচ সেকালে গিয়াসউদ্দিন বলবন বাংলাকে বলেছেন বলগামপুর বা বিদ্রহের নগরী। সে চরিত্র বাংলাদেশীদের এখনো আছে। ভারত বাংলাদেশ দখল করলেও বিদ্রোহীরা বিদ্রহ চালিয়ে যাবে। এভাবে তারা ভারতকে অতিষ্ট করে ছাড়বে। সেকালে বৃটিশ অতিষ্ট হয়ে ভারত ছেড়ে পালিয়েছে। তবে তারা আমাদের নিজেদের মাঝে মারামারির ব্যবস্থা রেখে গেছে। যুদ্ধ হলে দেখা যাবে চট্টগ্রাম স্বাধীন হয় নাকি সেভেন সিস্টারের কোন কোন সিস্টার স্বাধীন হয়। আর বিদ্রোহীরা সকল বাংলাভাষী অঞ্চল নিয়ে একটি দেশ কায়েম করতে চায়। তবে কারো ইচ্ছা এমনি এমনি পূরণ হয় না। এরজন্য কঠোর সাধনা করতে হয়। পরিশেষে কথা একটাই যুদ্ধ নয় শান্তি চাই। কারণ যুদ্ধে অনেক কষ্ট।
০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আবর্জনা থেকে জৈব সার হয়। এককালের ফারমার হয়ে আপনি সব ভুলে গেলেন? ৫ আগষ্ট যে কান্ড ঘটলো আপনি তা’ অনুমান করতে পেরেছিলেন কি? আমার এক ছাত্র লীগের ছাত্র বলেছে আগামী টার্মেই তারা ক্ষমতায় ফিরবে। আমার ছেলেটিকে বেশ বুদ্ধিমান মনে হয়। যুদ্ধ না হলেও ভারত হয়ত যুদ্ধের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে দাঁড় করাতে চাচ্ছে। কারণ শেখ হাসিনা বলেছেন তিনি ভারতকে এমন দিয়েছেন যে তারা কোন দিন সেটা ভুলতে পারবে না।
২| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২২
সৈয়দ কুতুব বলেছেন: মির্জা ফখরুল সঠিক পথেই আছেন। বরং ড. ইউনূস ক্রমশ পথ হারিয়ে ফেলছেন। বিপ্লবের স্পিরিট খোদ বিপ্লবীদের মধ্যেও নাই।
০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ওবায়দুল কাদেরকে পাওয়া যাচ্ছে না। তিনি কি ফখরুল সাহেবের বাসায় আছেন?
৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩১
সৈয়দ কুতুব বলেছেন: আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে!
০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি ফখরুল সাহেবের বাসায় আছেন কিনা এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫১
জেনারেশন৭১ বলেছেন:
ভারতে ইডিয়টের সংখ্যা কম, ওরা জানে যে, বাংলাদেশ মিলিটারী চালবে; ৫৩ বছর যেভাবে চলে আসছে, আরো দীর্ঘ সময় ইহা এভাবে চলবে; নিজ দেশ চালানোর মতো মানুষ বাংলাদেশে নেই, আমেরিকা বানর নাচাতে ভালোবাসে
০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমেরিকা সারা বিশ্বকেই বানর নাচাতে ভালোবাসে।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
কামাল১৮ বলেছেন: এটার সমাধান হলো ভারত বাংলাদেশ যদি একদেশ হয়ে যায় তা হলে দুই দেশই বড় হবে।আর কোন পথ নাই দুই দেশই বড় হবার।
০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সহজ সমাধান। তবে অনেকেই আপনার সাথে একমত হবে না।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৯
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: ভারত বাংলাদেশ 'দখল করে' ফেললে এই যে পশ্চিম বঙ্গের দাদারা এতো লম্পঝম্প করছে, সবার আগে এরাই গো... মারা খাবে। কয়েককোটি বাংলাদেশী মুসলমান কোলকাতা তথা পশ্চিমবঙ্গে গিয়ে কয়েকবছরের মধ্যেই হিন্দুদের সংখ্যালগিষ্ঠ বানিয়ে ফেলবে। বিজিপির যে কোমরাপটাশটা বেশী লাফালাফি করছে, সে আগে ধুতি ফেলে দিল্লী পালাবে।
আমার ধারণা দিল্লী এমন আত্মঘাতি সিদ্ধান্ত কখনোই নিবে না। ভারতের এখন মূল এজেন্ডা হলো ড. ইউনুসের সরকারকে হটিয়ে দিযে তাদের অনুগত গোলামের দল আওয়ামিলীগকে যে কোনভাবে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা এবং বিতাড়িত হাসিনাকে বাংলার মসনদে পুনরায় অধিষ্টিত করা। তবে বাংলার জনগণ আশা করি তাদের এই চক্রান্তও রুখে দিবে।
০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর মন্তব্য।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২০
ঊণকৌটী বলেছেন: মনে মনে বিরিয়ানি খান, ভারত শুধু বর্ডার লক করে দেবে তা, আর তারপর শুধু আপনারা আর আপনাদের কর্ম |
০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বুঝলাম না।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩২
বিষাদ সময় বলেছেন: একটা বেলুনে বাংলাদেশের ম্যাপ আর আরেকটা বেলুনে ভারতের ম্যাপ এঁকে এদের হাত ধরিয়ে দিয়ে ফুলাতে বলুন দেখেবেন দেশ বড় হতে থাকবে। তবে এরা যেহেতু অতি বলদ তাই লোভের চোটে হয়তো ফুলাতে ফুলাতে ফাটিয়ে ফেলবে।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার মন্তব্য!
৯| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৪
নিমো বলেছেন: জা-শি'র কুকুরগুলো অনেক চেষ্টা করেও নূতন, দ্বিতীয় স্বাধীনতা দেশবাসীকে হজম করাতে পারে নি। এখন আরেকটা যুদ্ধের ডামাডোল করে মুক্তিযুদ্ধকেও ভুলানো সম্ভব না। মানুষ যেমন একবারই মায়ের গর্ভ থেকে জন্মায়, তেমনি বাংলাদেশও একবারই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে। নূতন, দ্বিতীয় স্বাধীনতা, নূতন বাংলাদেশ এসব জা-শি বাল ছাল একমাত্র জা-শি শুয়োরগুলো ছাড়া কেউ গোনে না।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিষয়টি ভেবে দেখার মত।
১০| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা যুদ্ধও চাইনা দেশকেও বড় করতে চাইনা কিন্তু ওপারের গোমূত্রখোররা যদ্ধের কথা বলছে, তার হুমকিও দিচ্ছে কয়েক মিনিটে বাংলাদেশ দখল করছে।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের ভাবনা সঠিক না।
১১| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:১১
ইথার রহমান বলেছেন: জেনারেশন ৭১ নামের এলিয়েনরা সবসময় কাঠঠোকরা হয়,সবসময়।
০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: গবেষণার বিষয়।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৪
রানার ব্লগ বলেছেন: কার সাথে যুদ্ধ করবে?
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৪
জেনারেশন৭১ বলেছেন:
আপনিও এখন ভেঁড়াদের দলে? এসব নিয়ে আবর্জনা লেখা কি ইন্টারেষ্টিং মনে হয়?