|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
  
রাস্তাটাকে অনেক দামী মনে হয় তোমার দৃষ্টির তলে
গাছটাও অনেক দামী তোমার পরশ পেয়ে
আকাশটা অতুল্য দামী তার তলে তোমার থাকায় 
আমার ভাবনাটাও অনেক দামী; কারণ তুমি তাকে গ্রাস করেছ।
যার জন্য সব কিছু এমন দামী
সে নিজে কতটা দামী?সাত দিন সাত রাত
হিসাব করে দেখি হিসাবের খাতা শেষ
কিন্তু তার দামের হিসাব তখনো বাঁকী।
তোমার স্নিগ্ধতায় আছে মুগ্ধতা; তাতে আমি হিতাহিত জ্ঞান শূন্য
নীল নীলাম্বরী তোমার পছন্দ সেজন্য সেদিকে তাকিয়ে 
তুমি বল ভালো আছি; আমার পছন্দ তুমি সেজন্য
তোমার দিকে তাকিয়ে আমি বলি ভালো আছি।
 ১০ টি
    	১০ টি    	 +৩/-০
    	+৩/-০  ১০ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১১:৩৪
১০ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১১:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: মুডকে রোমান্টিক করার চেষ্টা করছি।
২|  ১১ ই ডিসেম্বর, ২০২৪  ভোর ৬:৪৬
১১ ই ডিসেম্বর, ২০২৪  ভোর ৬:৪৬
জেনারেশন৭১ বলেছেন: 
ভাব আছে, ভাষা কম।
  ১১ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:০৭
১১ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্য ঠিক আছে।
৩|  ১১ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ৭:৪১
১১ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ৭:৪১
ডঃ এম এ আলী বলেছেন: 
কবিতা সুন্দর হয়েছে, ভাল লেগেছে । 
কবিতা সেই শিল্প, যেখানে কম শব্দে গভীর ভাব প্রকাশ করা যায়।  একখণ্ড পংক্তি   
বা কয়েকটি শব্দ হৃদয়ের গভীরতম অনুভূতিকে স্পর্শ করতে পারে। উদাহরণস্বরূপ:
ঝরা পাতার কান্না শুনে,
বসন্ত এসে থমকে দাঁড়ায়।
এই দুই লাইনেই প্রাকৃতিক পরিবর্তন, মায়া এবং থমকে থাকা অনুভূতির কথা বলা হয়েছে। 
কবিতা ভাষার সৌন্দর্য ও গভীরতার সমন্বয়, যেখানে শব্দরা হয়ে ওঠে মনের প্রতিচ্ছবি।
শুভেচ্ছা রইল
  ১১ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:০৯
১১ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
৪|  ১১ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০৯
১১ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:০৯
আলমগীর সরকার লিটন বলেছেন: অসাধারণ হয়েছে কবি দা
  ১১ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:০৯
১১ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৫|  ১১ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৪০
১১ ই ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
  ১১ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:১০
১১ ই ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১১:২৩
১০ ই ডিসেম্বর, ২০২৪  রাত ১১:২৩
সৈয়দ কুতুব বলেছেন: রোমান্টিক মুডে আছেন নাকি? এসব কবিতা রোমান্টিক মুড ছাড়া মাথায় আসার কথা না।