নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

বিজয় ১৬ ই ডিসেম্বর চব্বিশের রাত চাঁদ দিয়ে শুরু হলো

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৭



মেয়েরা এসে বলল, অফিস বিল্ডিং দারুণভাবে সাজানো হয়েছে। গিয়ে দেখলাম সাথে একটা চাঁদও দেখা যাচ্ছে। তবে এবারের রাত নিস্তব্ধ। এক ব্যক্তি ও দলের কীর্তি গাঁথা শুনা যাচ্ছে না। যারা মনে করতো তারাই এদেশের সব। তাদের অতি চেতনায় জাতি যখন অতিমাত্রায় জেগে উঠলো তখন তারা কোথায় যেন হারিয়ে গেল। ফেসবুকে তাদের যথেষ্ট হুংকার দেখা গেলেও বাস্তবে একটি শব্দও শুনা যাচ্ছে না। কিসে তাদের এত ভয়? কে তাদের কি করবে? তাদের একাত্তরের হাতিয়ার আরেকবার গর্জে উঠছে না কেন? জাতি নাকি কিছুই করেনি, তারা একাই নাকি সব করেছে? তবে তারা আরেক বার একা কিছু একটা করে দেখাক।

ছাত্রদের কথায় আমি অবাক হয়ে ছিলাম।চব্বিশের বিজয়ের পর তারা বলতে শুরু করে ছিল তারাই সব কিছু করেছে। তারপর যারা তাদের সাথে ছিল তারা তাদেরকে একা রেখে কেটে পড়লো। শ্লোগানটা হয়ে গেল নেতা তুমি এগিয়ে চল আমরা নাই তোমার পিছে। তারপর তাদের কথায় আর কিছু হচ্ছে না। সেজন্যই কথায় বলে অতি বাড় বাড়তে নেই।

দেশে যা হয়েছে সেটা হলো একটা দল বিস্ময়করভাবে পালিয়ে গেছে। তারপর যেসব হচ্ছে সেসব তেমন আশা বেঞ্জক কিছু নয়। অনেকে বলছে আশার বাস্তবায়নে অপেক্ষায় থাকতে হবে। আমাদের দেশে আবার কোন অপেক্ষার অবসান হয় না। শেখ হাসিনা টুক করে দেশে ঢুকে পড়ার অপেক্ষায় আছেন। তাঁর এ অপেক্ষার অবসান হবে কি? এ বিষয়ে জেনারেশন একাত্তরের একটা মন্তব্য কাম্য ছিল। কিন্তু তার মন্তব্য এখন ডুমুরের ফুল হয়ে গেছে। জানি না জটিল আংকেল একটা জটিল মন্তব্য করবেন কিনা।

অতি লোভ ভালো নয়। এটা আবার আমাদের অনেকের বিশ্বাস হয় না। গত নির্বাচনটা সঠিক হলে এরাত হয়ত এমন নিরব থাকতো না। কিছু শব্দ হয়ত হতই। আমি সঠিক নির্বাচনের কথা বলে ছিলাম। কিন্তু সেপক্ষ তখন আমার কথা যোক্তিক মনে করেনি।সব দলের সব মিলেই একটা বৈচিত্র তৈরী হয়। আমাদের দেশে এক দল অন্য দলের টুটি চেপে তাদেরকে নিরব করে রাখে। তারপর যা বলার এক দলই বলে। তাদের কীর্তি গাঁথা শুনতে শুনতে সবাই ত্যাক্ত বিরক্ত হয়ে পড়ে। সবার মাঝে শুভবোধের উদয় হোক। এগিয়ে যাক প্রিয় দেশ ও প্রিয় জাতি।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১১

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপিকে ধন্যবাদ! তাদের কারণে কিছুটা হলেও বিজয় দিবস ফিল পাচ্ছি। বাকি গুলো চিল্লার পার্টি!

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: কালকে নাকি আওয়ামী লীগ কিছু একটা করবে। তা’ এ রাত থেকেই এর কিছু আলামত প্রকাশ পাওয়ার দরকার ছিল। কিন্তু কিছুই দেখছি না কিছুই শুনছি না। আওয়ামী লীগের কি হতে কি হয়ে গেল আমি তো এর কিছুই বুঝি না।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৫

কামাল১৮ বলেছেন: জাতি হারিয়ে গেছে।এখন ক্ষমতায় আছে বিজাতীয়রা।এরা বাঙ্গালী জাতীসত্তায় বিশ্বাস করে না।এরা মানব জাতীও না এরা মুসলিম জাতী।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশীরা হারিয়ে গেল, নাকি ঘুমিয়ে পড়লো? আগামী কাল কি তারা জেগে উঠবে? কিন্তু কোন আলামত দেখছি না। ওপার থেকে কিছু শব্দ ভেসে আসছে। তাও খুব একটা তীব্র না।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:১৫

জটিল ভাই বলেছেন:
সবার মাঝে শুভবোধের উদয় হোক। এগিয়ে যাক প্রিয় দেশ ও প্রিয় জাতি।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্যটা চটিল না হয়ে সরল হয়ে গেছে।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৫৭

জিকোব্লগ বলেছেন:



খুনি হাসিনার পতনে সবাই একমত হয়েছিল। এই জন্যে বাস্তবেও সেটা হয়েছিল।
কিন্তু এখন ক্ষমতার লোভে বিএনপির মধ্যে দ্বন্দ্ব, জামায়াতের মধ্যে দ্বন্দ্ব, অন্তর্বর্তী
সরকারের মধ্যে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব দেখা
যাচ্ছে।

কাজেই জুলাই বিপ্লবের বিজয় পরবর্তী সরকারে সাধারণ ছাত্র - জনতার ইচ্ছা
প্রতিফলিত হচ্ছে না। এইজন্যেই বিজয় দিবসের এই অবস্থা।

দেশ এগিয়ে নেওয়ার ব্যাপারেরও একেক জনের একেক ক্ষমতালোভী মত। একেক
জনের একেক ক্ষমতালোভী নিয়ত। তাই এইসব কোনোটাই সফল না হয়ে দেশ গোল
আলু হয়েই চলবে। আবারও আরেক সার্কাস চলবে দেশে।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: হতাশা জনক অবস্থা।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: হাসিনা পালিয়ে যায়নি।
একটা চক্র জটিল এক ঘটনা ঘটিয়ে দিয়েছে। সেই ঘটনার ফাদে হাসিনাকে ফেলা হয়েছে। সেদিন যদি সেনাবাহিনী হাসিনাকে হেলিকাপ্টারে না উঠিয়ে দিতো, তাহলে নির্মম ভাবে হাসিনাকে হত্যা করা হতো।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই জন্য তিনি পালায়ে যেতে বাধ্য হয়েছেন।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৫

ক্লোন রাফা বলেছেন: নেতৃত্ব একক’ হয় ! দল অজস্র থাকলেও সামনে থাকে একটা দলই। যে দলটা সবাইকে পথ দেখিয়ে গন্তব্যে নিয়ে যায়। যুদ্ধে ময়দানে প্রধান সেনাপতিও একজন হয়।
যদি এর ব্যত্বয় ঘটে তাহলে বিশৃংখলার না হয় পরাজয় নিশ্চিত। নিজেরা এগিয়ে যাইনা কিন্তু কারো কৃতিত্ব দিতেও পারিনা।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সব দিক থেকেই সমস্যা।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা
.........................................................................
আমি শংকিত ছিলাম এই দিবসটা না জানি হারায়ে যায় ।
যদি ও তা ঘটনাক্রমে যথাযথ আনন্দ উ্ৎসবের সহিত পালন হচ্ছে না
আমি আশাবাদী , আমাদের চেতনা ফিরে আসবে ।
........................................................................................
৫৩ বৎসর পরও বাঙ্গালি জাতি ঘুমায়ে থাকবে
এটা হতে পারেনা !!!

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে। আশাবাদী থাকলাম।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৭

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: রাজীব নুর বলেছেন: হাসিনা পালিয়ে যায়নি।
একটা চক্র জটিল এক ঘটনা ঘটিয়ে দিয়েছে। সেই ঘটনার ফাদে হাসিনাকে ফেলা হয়েছে। সেদিন যদি সেনাবাহিনী হাসিনাকে হেলিকাপ্টারে না উঠিয়ে দিতো, তাহলে নির্মম ভাবে হাসিনাকে হত্যা করা হতো।


নেতা-কর্মীদের অরক্ষিত অবস্থায় তোপের মুখে ফেলে আগাম কোন নির্দেশনা না দিয়ে শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেছেন, এই কথা মেনে নিতে আওয়ামি জাতির কষ্ট হওয়ারই কথা। পালিয়ে না গেলে যুগে যুগে স্বৈর শাসকদের যে দশা হয়েছে, শেখ হাসিনারও একই দশা হতো। দীর্ঘ ষোল বছর ধরে ভোটচুরি, অর্থপাচার, রাস্ট্র্রযন্ত্রের সব ইনস্টিটিউট ধ্বংস করার মাধ্যমে শেখ হাসিনা নিজের জন্য নিজেই ফাঁদ তৈরী করেছেন। হাজার হাজার মানুষ হত্যাকারী গুম-খুনের নায়িকাকে জনগণ নিশ্চয়ই ক্ষমা করতো না।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রাণে বাঁচতে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.