নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
তোমার প্রেমের ঝাঁটা আমায় পিটায়-
বিবাহের দামে মুন্ডু কিনে মালকিন
হয়ে কি মহাপ্রতাপ দেখাও প্রেয়সি
অন্য নারীর প্রতি সামান্য দৃষ্টিপাতে?
আমি মোহিত তার প্রতি- হয়ত সে
ফুলের মত বলে, তারারা তাকায়
তার দিকে। চাঁদ মিটি মিটি হাসে
তার সাথে, তা’দেখায় আমার দোষ?
স্বামীরা আঁচলে বাঁধা নিরিহ প্রাণী
তারা স্ত্রীর অনুগতই থাকে তবে
কেউ দৃষ্টি কেড়ে নিলেই অনাসৃষ্টি
শুরু হয়ে জীবন ভাজা ভাজা হয়।
# ছবি: অন্তজাল।
২৩ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: দুইটাই বলতে পারেন।
২| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৪
অপু তানভীর বলেছেন: আপনি কতটা নিরীহ?
২৩ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বামী হিসাবে বহুকাল টিকে থাকায় যথেষ্ট নিরিহই বলা যায়।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: স্বামী হিসাবে বহুকাল টিকে থাকায় যথেষ্ট নিরীহই বলা যায়। একদম ঠিক।
২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: শান্তির জন্য স্বামীদেরকে সন্ধি করে চলতে হয়। সমঝোতাই স্বামীত্বের বড় গুন।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কারো কারো স্বামী নীরিহ হয় না ক্যারে কনছাইন দেহি
২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের বুদ্ধি কম।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩
নতুন বলেছেন: তোমার প্রেমের ঝাঁটার ঘায়ে, আমি যে ক্রমে ফাটি,
তোমার মালকিনি প্রতাপে, পুড়ে যায় বুকের মাটি।
বিবাহের দামে মুন্ডু কিনে, চালাও যে এমন শাসন,
অন্য নারীর প্রতি চাহনিতে, কেন এমন ক্রোধের ভাষণ?
আমি তো মোহিত তার রূপে, ফুলের মতো স্নিগ্ধতায়,
তারারাও তাকায় তার দিকে, মুগ্ধ হয় তারা যথাযথায়।
চাঁদ যখন হাসে মিটি মিটি, তার আলোয় সে জ্বলে,
তাতে কি তবে দোষ শুধু আমার, বলো কে বিচার করে?
স্বামী বলে, আঁচলে বাঁধা, নিরীহ প্রাণীর দল,
স্ত্রীর প্রতি অনুগত থাকে, এটাই নাকি প্রেমের ফল।
তবে কেন দৃষ্টি পড়লেই, শুরু হয় এমন কাণ্ড,
জীবন যে ভাজা ভাজা হয়, সুখের লেশ নেই সন্ধান।
প্রেয়সী, প্রেমের শাসন দাও, তবে রাখো একটু সহানুভূতি,
তোমার প্রেমের ঝাঁটার ভারে, হৃদয় যেন না হয় দগ্ধ খুঁটি।
শাসন নয়, দাও ভালোবাসা, মিষ্টি হাসির উজ্জ্বল আলো,
তাহলেই প্রেমে মিলবে পূর্ণতা, জীবন হবে অনন্য ভালো।
২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনিও তাহলে কবিদের দলে নাম লেখাতে চাচ্ছেন?
৬| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৯
নতুন বলেছেন: বর্তমানে চ্যাট জিপিটির কল্যানে সবাই কবি হতে পারে
৭| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
বিষাদ সময় বলেছেন: হে মুমিনগন তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো- আল কোরআন
৮| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২২
নজসু বলেছেন:
স্বামী কেন আসামী?
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি স্বামী না আসামী?