|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
  
ভারত-বাংলাদেশ যুদ্ধ হলে পাকিস্তান বাংলাদেশের সাথে থাকতে চায়। কারণ একাত্তরে পাকিস্তান-বাংলাদেশ যুদ্ধে ভারত বাংলাদেশের সাথে ছিল। তখন পাকিস্তান পরাজিত হয়ে ভারতের নিকট আত্মসমর্পন করে ছিল। এবার ভারত পরাজিত হয়ে পাকিস্তানের নিকট আত্মসমর্পন করা পাকিস্তানের একান্ত কাম্য।  সেবার বাংলাদেশের ত্রিশ লক্ষ শহীদ হয়ে ছিল। এবার বাংলাদেশের কত লক্ষ শহীদ হয় সেটা যুদ্ধ হওয়ার পর বুঝা যাবে।সেবার বাংলাদেশ স্বাধীন হয়ে ছিল। এবার হয়ত ভারতের দাদাগিরি থেকে রক্ষা পাবে। আর ইসরাইলের মত ভারতের খানিকটা যদি দখল করে নিতে পারে সেটা বাড়তি লাভ। তবে যুদ্ধ হলে বাংলাদেশের জঙ্গী গুষ্ঠির হাতে প্রচুর অস্ত্র উঠবে। যুদ্ধে লাভ ছাড়া এরা ঘরে ফিরবে না। বিষয়টা হয়ত ভারতীয়রা বুঝতে শুরু করেছে সেজন্য তাদের উত্তেজনা কমতে শুরু করেছে। এখন তারা যদি শেখ হাসিনাকে বাংলাদেশকে দিয়ে দেয় তাহলে অবাক হব না।
যুদ্ধ হলে হিন্দুরা সব ভারতে গিয়ে উঠবে। যুদ্ধে ভারত হারলে এসব হিন্দু বাংলাদেশ আর নিবে না। ভারতের পণ্যের সহজ ক্রেতা বাংলাদেশ। এটা ভারত বুঝতে শুরু করেছে। বাংলাদেশও জানে তাদের প্রয়োজনীয় পণ্যের সহজ বিক্রেতা ভারত। সুতরাং দেশ দু’টির মধ্যে সুসম্পর্ক থাকা উচিত। পাকিস্তান বাংলাদেশে তাদের পণ্যের বিক্রেতা হতে চায়। সেজন্য ভারতের সাথে যুদ্ধে তারা বাংলাদেশকে পারমাণবিক অস্ত্রও দিতে চায়। 
একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে যে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করলে বাড়তি হিসাবে তাদেরকে পাকিস্তানের সাথেও যুদ্ধ করতে হবে। আর বোনাস হিসাবে তাদেরকে যদি চীন ও আফগানিস্তানের সাথে যুদ্ধ করতে হয় তাতেও অবাক হব না। তাহলে ভারতকে সব দিক থেকে আক্রান্ত হতে হবে। তখন আবার তাদের স্বাধীনতা কামীরা জেগে উঠে তাদের গোদের উপর বিষ ফোঁড়া তৈরী করবে। তাতে করে সোভিয়েত রাশিয়ার মত তাদেরকে ভেঙ্গে পড়তে হতে পারে। এত ভেজালে না পড়ে ভারতের বরং বাংলাদেশের সাথে বন্ধুত্ব অব্যাহত রাখা উচিত।
যুদ্ধ এড়িয়ে যাওয়ার বিষয়। সুখে থাকতে ভুতে কিলালে মানুষ যুদ্ধে জড়ায়। শেখ হাসিনার জন্য ভারতের বাংলাদেশের সাথে যুদ্ধ করা ঠিক নয়। উগ্র হিন্দু, উগ্র মুসলিম যুদ্ধ চায়। শান্তিপ্রিয় নাগরিক যুদ্ধ চায় না। তারা শান্তি চায়। যুদ্ধ যেন না হয় সে বিষয়ে শান্তি প্রিয়দের সজাগ দৃষ্টি থাকতে হবে।  
 ৫৬ টি
    	৫৬ টি    	 +১/-০
    	+১/-০  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৪
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সব দেশই ধার্মিক দেশ। ভারতে আবার ধার্মিক দল ক্ষমতায়।
২|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৫৪
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: ভারত বাংলাদেশ যুদ্ধ হবে না। বাংলাদেশের এখন কারো সাথে যুদ্ধ জড়ানোর সম্ভাবনা নেই।
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৭
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশ এমনিতেই শান্তি প্রিয় দেশ। কেউ গায়ে পড়ে যুদ্ধ করলে তারা যুদ্ধ করে। একাত্তরে পাকিস্তান গায়ে পড়ে যুদ্ধ করেছে বলে বাংলাদেশ তাদের সাথে যুদ্ধ করেছে। এখনও কেউ গায়ে পড়ে যুদ্ধ করলে বাংলাদেশ যুদ্ধ করবে।
৩|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৫৮
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৫৮
সাইফুলসাইফসাই বলেছেন: হুম পড়লাম
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৭
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।
৪|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৫৯
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৫৯
ঊণকৌটী বলেছেন: পাকিস্তান একটা ভিক্ষারী দেশ, সে দেশের প্রধানমন্ত্রী থেকে আমজনতা সে কথা বুক ফুলিয়ে বলে, ভালোই হবে দুই ভাই একসাথে ভিক্ষা করবে |প্রমাণ স্বরূপ সেই দেশের জনগণের বক্তব্য চোখে দেখে নয়ন সার্থক করুন | Click This Link
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:২১
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধের সময় তারা আবার যুদ্ধও করে। ভারত একবার তাদের সাথে যুদ্ধে হেরেছে। একাত্তরে তারা বাংলাদেশকে সাথে নিয়ে যুদ্ধে জিতেছে। তারমানে সিঙ্গেলসে তারা এখনও জয়ী নয়। তারপর এত বড় বড় কথার কি আছে? ভিখারী বলে যোগী ভিক্ষা করে কথাটা এমন হয়ে গেল না? যারা এখনো টয়লেট ইউজ করতে শিখেনি তাদের ভদ্র মানুষের সমালোচনা সাজে না।
৫|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:০২
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:০২
কামাল১৮ বলেছেন: চীন ভারত রাশিয়া ইরান এখন মিত্র শক্তি।যুদ্ধ লাগলে চীন আমাদের পক্ষে থাকবে এটা কোন যুক্তিতে বললেন।আন্তর্জাতিক কোন খবরাখবর রাখেন।ভারতের সাথে না আরাকান আর্মিকে আগে ঠেকান
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:২৩
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: চীন চীনের পক্ষে থাকবে। ঘোলা পানিতে লাদাখ ও অরুনাচল শিকার করতে আসবে। সেজন্য তখন তাদের সাথেও ভারতকে যুদ্ধ করতে হবে।
৬|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৯
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:১৯
সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@ ইরান কে এত প্রিয় কেন মনে হয়? শেখ হাসিনার পক্ষে বলতো সে জন্য নাকি? আর মিয়ানমার সমস্যা যেন ড.  ইউনূসের সরকার আসার পর শুরু হয়েছে? ইরানের সাথে এখন জামাতের ভালো সম্পর্ক দেখছি এখন।   
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:২৪
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কামাল স্যারের মন্তব্য লজিক্যাল মনে হয়নি।
৭|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৩৬
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৩৬
রাসেল বলেছেন: যদি পাকিস্তান নিজের দেখভাল করতে না পারে, তাহলে তারা কীভাবে অন্যদের দেখভাল করবে?
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:১২
২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা যখন করবে তখন বুঝা যাবে তারা কিভাবে সেটা করে। ভারতের সাথে তাদের দু’বার যুদ্ধ হয়েছে। প্রথমটায় তারা জিতেছে। পরেরটায় ভারত বাংলাদেশকে সাথে নিয়ে তাদেরকে হারিয়েছে। সেজন্য ভারতীয় সেনা বাহিনী ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে।
৮|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৩৭
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৩৭
ঊণকৌটী বলেছেন: দুনিয়ার খবর কিছুই রাখেন না, ভারত পাকিস্তানের মধ্যে যে চার টি যুদ্ধ হয়েছে তার সবকটি পাকিস্তান পরাজিত হয়েছে এইটা আমার কথা না পাকিস্তানের জেনারেল দের বইয়ের এর উল্লেখ আছে আর 1971 পাকিস্তানের ইতিহাসে লেখা তারা ভারতের সাথে হেরেছে বাংলাদেশের নাম কোথাও নেই |
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:১৬
২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: পাকিস্তান সবযুদ্ধে হেরেছে এ তথ্য সঠিক নয়। কারণ যুদ্ধ জয়ের কারণেই আজাদ কাশ্মির পাকিস্তানের দখলে।
৯|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৪০
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৪০
ঊণকৌটী বলেছেন: আর যুদ্ধ যুদ্ধ করে যে লাফালাফি করছেন, পাকিস্তানের রিজার্ভ 9 বিলিয়ন বাংলাদেশের 20 বিলিয়ন সর্বমোট 29 বিলিয়ন অপর দিকে ভারতের রিজার্ভ 680 বিলিয়ন ডলার, পানি খেয়ে যুদ্ধ করবেন ?
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:১৮
২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের জনসংখ্যা ১৪০ কোটি। যুদ্ধ রিজার্ভের হিসাবে হয় না। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা হেরেছে।
১০|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৪৭
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১১:৪৭
ঊণকৌটী বলেছেন: মাথায় রাখতে হবে যে দুইটা দেশেই IMF এর সুদে চলছে,কথা আছে না ঢাল নেই তোরয়াল নেই নীধীরাম সর্দার
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:২১
২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেশ যেভাবে চলে চলুক তাতে যুদ্ধের কোন সমস্যা হয় না। আফগানরা কুড়ি বছর যুদ্ধ করে জয়ী হয়েছে।
১১|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:৪৩
২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: কাগু আফগানিস্তানে পাহাড় পর্বত ছিলো তাই যুদ্ধে হিতেছে।  আর আমাদের পাহাড় কেটে আম্লীগ রিসোর্ট বানাইছে!   
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:৪৯
২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১২:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরাও একটা যুদ্ধে জিতেছি।
১২|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১:০২
২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১:০২
ঊণকৌটী বলেছেন: কি খেয়ে ঘুমাতে যান? আর যুদ্ধ যুদ্ধ স্বপ্ন দেখেন, ভারতের খেয়ে দেয়া আর কোন কাম কাজ নাই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে যাবে, এমনিতেই পাকিস্তান কে আর গোনাতে ধারে না আর আপনি আইছেন ভারতের সাথে যুদ্ধ যুদ্ধ খেলতে |
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:২৬
২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের সাথে যুদ্ধ করার কোন ইচ্ছা আমাদের নাই। পাকিস্তান আমাদের সাথে ভারতের যুদ্ধ চায়। আশা করি পাকিস্তানের এ চাওয়া ভারত ও বাংলাদেশ এড়িয়ে যেতে সক্ষম হবে।
১৩|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১:১৩
২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১:১৩
নতুন বলেছেন: লেখক বলেছেন: যুদ্ধের সময় তারা আবার যুদ্ধও করে। ভারত একবার তাদের সাথে যুদ্ধে হেরেছে। একাত্তরে তারা বাংলাদেশকে সাথে নিয়ে যুদ্ধে জিতেছে। তারমানে সিঙ্গেলসে তারা এখনও জয়ী নয়। তারপর এত বড় বড় কথার কি আছে? ভিখারী বলে যোগী ভিক্ষা করে কথাটা এমন হয়ে গেল না? যারা এখনো টয়লেট ইউজ করতে শিখেনি তাদের ভদ্র মানুষের সমালোচনা সাজে না। 
ভাই ভারত বিদ্বেষ ঠিক না। ভারত আমাদের নেতাদের হাত করে অনেক সুবিধা নিয়েছে। ভারতের সাথে ন্যাজ্য ভাবে সম্পর্ক রাখলেই চলে। 
বিশ্বে ভারতের অবস্থান অনেক উপরে। তাদের অবজ্ঞা করার কারন অজ্ঞতা মাত্র। 
কিন্তু পাকিস্তাণের সাথে বন্ধুত্ব সম্ভবত ধর্মীয় অজ্ঞতা থেকেই এসেছে। নতুবা যারা পাকিদের চেনে তারা কখনোই পাকি বন্ধু চাইবেন না।
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:২৮
২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা পাকিদের চেনে তারা কখনোই পাকি বন্ধু চাইবেন না। তবে ভারত কর্তৃক বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ পাকি বন্ধুত্ব চাইবে।
১৪|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১:৫১
২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ১:৫১
ঊণকৌটী বলেছেন: যুদ্ধ জয়ের কারণেই আজাদ কাশ্মির পাকিস্তানের দখলে কোন বিষয় নিয়ে লিখতে গেলে একটু পড়াশোনার দরকার লাগে নাহলে হাসির খোরাক হতে হয়, শুনুন জম্মু ও কাশ্মীর প্রথম থেকেই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল এর রাজা মহারাজ হরি সিং ভারত অথবা পাকিস্তানে যোগ না স্বাধীন ভাবেই থাকতে চেয়ে ছিলেন কিন্তু 1948 পাকিস্তান কাশ্মীর আক্রমণ করলে তিনি ভারতের সহায়তা চান তখন পন্ডিত জওহরলাল নেহেরু তাকে বলেন ভারতীয় ইউনিয়নে যোগদান করলে তবেই তিনি সাহায্য করতে পারবেন সেসময় মহারাজ হরি সিং ভারতের রাজ্য হিসাবে যোগদান করেন সেসময় ভারতীয় বাহিনী গিয়ে কাশ্মীর দখল মুক্ত করেন কিন্তু সেসময় জাতিসঙ্ঘের মারফত যুদ্ধ বিরতি ঘোষণা করায় যে যেখানেই ছিলো সেইখানেই তার বর্ডার নিয়ন্ত্রিত হয়ে থাকে | কাশ্মীরের 60% ভারতের 30% পাকিস্তানের আর বাকি 10% চিনের নিয়ন্ত্রণে আর একটা কথা কাশ্মীরের সবটা ভারতের দিকেই আছে পাকিস্তানের দিকে পড়েছে জম্মুর অংশ আর যুদ্ধের কারণ যে নদী নিয়ে সে ভারতের অংশেই পড়েছে,পাকিস্তানের দিকে পড়েছে মুজাফরনগর অত্যন্ত দুর্গম অঞ্চল |
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৩১
২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতিসঙ্ঘের মারফত যুদ্ধ বিরতি ঘোষণা করা হয় পাকিস্তানের অগ্র যাত্রা থামাতেই।
১৫|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ২:৪৪
২৪ শে ডিসেম্বর, ২০২৪  দুপুর ২:৪৪
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: @ঊণকৌটী যে দেশে আছেন, সে দেশ নিয়ে চিন্তা করেন। অযথা ব্লগে এসে নিজের দেশকে ডিফেন্ড করতে যাবেন না সব বিষয়ে। বাংলাদেশ এমনকি পুরো বিশ্বের সাথে ভারতের সম্পর্কের দফারফা অবস্থা। সেটা উন্নতির চেষ্টা করেন।
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৩৩
২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের কোন প্রতিবেশীর সাথে তাদের সম্পর্ক ভালো না। তারা শুধু নিজেরাই নিজেদেরকে ভালো বলে। আর বাংলাদেশ বিশ্ব স্বীকৃত ভদ্র জাতি।
১৬|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৪৩
২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৪৩
ঊণকৌটী বলেছেন: শুকনা খেয়ে ভারতের সাথে যুদ্ধ যুদ্ধ খেলবেন আর আমরা আসবো না তা করে হয় ভাই | ভারতের সাথে যুদ্ধ?অবশ্য কুজোর ও চিত হয়ে শুতে ইচ্ছে করে |
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:০০
২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারতের সাথে যুদ্ধের কোন ইচ্ছা বাংলাদেশের নাই। তবে ভারত গায়ে পড়ে যুদ্ধ করতে আসলে বাংলাদেশ তাদেরকে ছেড়ে দেবে না।
১৭|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৫৮
২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৩:৫৮
নতুন বলেছেন: লেখক বলেছেন: যারা পাকিদের চেনে তারা কখনোই পাকি বন্ধু চাইবেন না। তবে ভারত কর্তৃক বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশ পাকি বন্ধুত্ব চাইবে। 
যুদ্ধের ক্ষেত্রে সত্রুর সত্রু আপনার বন্ধু, সেই হিসেবেই ভারত ১৯৭১ এ আমাদের পাশে ছিলো, আমরাও তখন যে আমাদের সাহাজ্য করবে তাদের সাহাজ্য নেবো।
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:০২
২৪ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৫:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: একদম ঠিক বলেছেন।
১৮|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ৯:৫৩
২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ৯:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইজান কিছুটা অপ্রিয় হলেও সত্য হাজার বছরেরও ভারতের সাথে বাংলাদেশের কোনো যুদ্ধ হবে না।
শেখ হাসিনাকে রেখে বিজেপি মেরুকরণের রাজনীতি খেলছে মাত্র। 
পোষ্টের সারমর্ম অনুযায়ী বলতে বাধ্য হচ্ছি, এই পোস্টে চিন্তার গভীরতার বড়ই অভাব ঘটেছে। একথা ঠিক আপনার মতো ভারতীয়দের মুখেও ফেনা উঠছে। যেখানে উগ্রতা হিংস্রতা উস্কানি, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য, হেয় জন করা প্রধান হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ফেসবুকে এসব মানায়, ব্লগারদের কাছ থেকে আরো একটু দায়িত্বশীলতা আশা করা কি যায় না? আসুন না মানুষকে মানুষ হিসেবে ভাবি। হিন্দু নয়, মুসলিম নয়, স্রেফ মানুষ। পারবেন না? একজন শিক্ষিত মানুষ মানুষকে মানবিক দিক থেকে দেখবেন এটা কি প্রত্যাশা করা যায় না?
কমেন্টে আঘাত পেলে ক্ষমাপ্রার্থী। প্লিজ স্পোর্টিংলি নেবেন স্পোর্টিংলি নেবেন।
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:২৬
২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশীরা যুদ্ধে আগ্রহী নয়। তবে যুদ্ধ ঘাড়ে এসে পড়লে তখন যুদ্ধ করে। কেউ বানরের মত ভেংচি কাটলে ভয়ে আত্মসমর্পনের প্রাত্র বাঙ্গালী নয়। তখন বানরের দাঁত ভাঙতেও জানে বাঙ্গালী। সেকথাই আমি বলতে চেয়েছি। ভারতীয়দের কথায় মনে হয় বাঙ্গালী মশামাছির মতও না। কিন্তু লড়তে আসলে বুঝবে উহা মশা-মাছি নাকি বাঘ। যুদ্ধ হলে উভয় দেশের সংখ্যা লঘুর বড় রকমের সমস্যা হবে। তাদের কথা চিন্তা করে হলেও উভয় দেশকে যুদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। শুভেন্দুর বক্তব্য যথেষ্ট উস্কানি মূলক ছিল। এ ধরনের মানসিকতা যাদের তাদেরকে কিছু কথা স্মরণ করিয়ে দিতে হয়। একদম চুপ থাকলে অপর পক্ষ লাই পেয়ে ঘাড় মটকাতে চায়।
১৯|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৩৪
২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৩৪
ঊণকৌটী বলেছেন: ভাইজান কিছুটা অপ্রিয় হলেও সত্য হাজার বছরেরও ভারতের সাথে বাংলাদেশের কোনো যুদ্ধ হবে না। আপনার কথা সমর্থন করি ভারত একটি এমন দেশ, ইতিহাস সাক্ষী আগ বাড়িয়ে কোন দেশ আক্রমণ করেনি তো উনি যে ভাবে ভারতের সাথে যুদ্ধ হলে এইটা হবে ওইটা হবে লেখা পোস্ট করছে তাতো বাল্যখিল আচরণ সেইটা আমি জানি তারপরেও সামু ব্লগের মতো একটা গুরুত্বপূর্ণ ব্লগে এসে এই ধরণের ফালতু আচরণ মানা যায় না, উনি একজন জেনারেল এর ভূমিকা নিচ্ছেন পারলে এখনই যুদ্ধ বাধিয়ে দিতে চান, আধুনিক বিশ্বে যুদ্ধের রকম সকম যে পাল্টে গেছে সেইটা উনি জানেন ? আর এই ধরণের অশিক্ষিত লোক বাংলাদেশে কোটি কোটি যারা হুতাইশে চলে,যাদের বাস্তব জ্ঞান নাই বললেই চলে |
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৫৩
২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধ যে হয় না ঘটনা এমন নয়। মায়ানমারে যুদ্ধ চলছে। আফগানিস্তানে বহুকাল যুদ্ধ ছিল। আপনি এমনভাবে বলছেন যেন পৃথিবী নামক গ্রহ কোন দিন যুদ্ধ দেখেনি। উগ্র হিন্দুরা অখন্ড ভারত চায়। খেলাফতিরা খেলাফত চায়। যে কোন ছুতায় যুদ্ধ হতেই পারে। আর ভারত কি করে আমরা সেটা জানি। তবে ঘটনা যাই হোক। বাংলাদেশীরা আগে কোন দেশকে হামলা করে না। তবে আক্রান্ত হলে আক্রমণ কারীর দাঁত ভেঙ্গে দেয়।
২০|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৩৮
২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৩৮
কামাল১৮ বলেছেন: @কুতুব,বিশ্ব রাজনীতিতে ইরান, রাশিয়া চীন ও ভারতের পক্ষে বলে।আমি যার পক্ষে বলি ৫১% ভুল না হলে তার বিপক্ষে বলি না।
  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৫৪
২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১০:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিবিধ কারণে পক্ষ পরিবর্তন হয়।
২১|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১১:০৩
২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১১:০৩
ঊণকৌটী বলেছেন: আজকের দিনে ভারত বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে আমার ব্যাক্তিগত মতামত | সম্পর্ক ভালো যাবেনা কারণ শু পরিকল্পিত ভাবে দুই দেশের সম্পর্ক নষ্ট করা হচ্ছে দুই অভ্যন্তরীণ সমস্যা থেকে সমস্যা ভারত বিদ্বেষ ছড়িয়ে দেয়া হচ্ছে যেমন কলকাতা, ত্রিপুরা, আসাম এর ম্যাপ বাংলাদেশের অন্তর্ভুক্ত করে দিয়েছে কে ? সে একজন উপদেষ্টা মন্ত্রী সভার একজন তো এইগুলা কিসের ইঙ্গিত দেয় ? ফলাফল ভারত সবসময় যে ভয় মানে সন্ত্রাসী আক্রমণ এর ভয় তা এইবার পূর্ণতা দিয়েছে ওই মাহফুজ আলম সেক্ষেত্রে ভারতের কি করার আছে ! হ্যাঁ ভারত তার বর্ডার গুলি পুরোপুরিই লক করে দেবে, মাছিও যাতে না ঘোলতে পারে, আর এইখানেই শুরু হবে মজা কারণ অবৈধ পথে ভারত বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় 9 বিলিয়ন ডলার, সোনা আসে যায় চিনি থেকে মাশাল্লা আর মাদক, গরু তো দেখতে পারি দুই পাড়ের কয়েক লক্ষ লোক বেকার হতে চলেছে অথবা বর্ডার এর মৃত্যুর সংখ্যা বাড়বে, আমার মনে হয় সরকারি ক্ষেত্রে লেনদেন চলবে তবে ততো বেশি মাত্রায় না তবে এইটা শিউর বাংলাদেশে ইলেকশন না হওয়া অব্দি সম্পর্ক স্বাভাবিক হবার নয় |
  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:৪৩
২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত কাজ করবে তাদের স্বার্থে। আমাদেরকে কাজ করতে হবে আমাদের স্বার্থে। আমাদেরকে ভারত নির্ভরতা কমাতে হবে। আর অনৈতিক যে কোন কাজ বন্ধ করতে হবে। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। ভারতের লোকদেরকে আমাদেরকে অসম্মান করা বন্ধ করতে হবে। হাজার বছরের ইতিহাসে তাদের সাথে টেক্কা দিয়েই আমরা স্বাধীন থেকেছি। আমাদের স্বাধীন থাকার চেষ্টা অব্যাহত থাকবে চিরকাল- ইনশাআল্লাহ। আমরা কারো চোখ রাঙ্গানীকে কোনদিন পরোয়া করি না।
২২|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১১:২০
২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১১:২০
ঊণকৌটী বলেছেন: যুদ্ধ যে হয় না ঘটনা এমন নয়। মায়ানমারে যুদ্ধ চলছে। আফগানিস্তানে বহুকাল যুদ্ধ ছিল। আপনি এমনভাবে বলছেন যেন পৃথিবী নামক গ্রহ কোন দিন যুদ্ধ দেখেনিআজকের দিনে আধুনিক কোন দেশেই যুদ্ধ চায়না ,আর জানেন কি অস্ত্র যুদ্ধ না করেও আপনার দেশ কে পঙ্গু বানানো যায়! বুঝেন আধুনিক অর্থনীতি ? কারোর সাথে মোকাবিলা করতে গেলে তার কাছাকাছি থাকতে হয়, আসলে আপনি অনেক পুরোনো পৃথিবীতে পরে আছেন, আপ্নার সাথে এতো কথার দরকার ছিলোনা কিন্তু যেহেতু আপনি ভারতের নাম এনেছেন তাই বলতে বাধ্য হলাম | আর আজকের ভারত যে উচ্চ পর্যায়ে চলে গেছে সেই পর্যায়ে আসতে গেলে, আপনার লেভেলে লোকদের আরো একশো বছর লাগবে
  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:৩৫
২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু ভারতের লোকদের কথা অতিসয় নিম্ন মানের। তারা নিজেরাই নিজেদের সুনাম করে। অন্য আর কারো মুখে তাদের সুনাম শুনা যাচ্ছে না। আমি তৃতীয় পক্ষের মুখে তাদের সুনাম শুনতে চাচ্ছি। আর আপনারা আমাদেরকে যতটা হেয় করছেন আমারা আসলে তেমন না। আমাদের ইতিহাস সমৃদ্ধ। বাঙ্গালী ঐতিহ্য আমরাই করি। ভরতে থাকা বাঙ্গালী এর মধ্যে ভারতীয় হয়েগেছে। আমারা তাদের মত অন্যের পরিচয়ে বড় হতে চাই না। আমরা আত্মপরিচয়ে বড় হতে চাই।
২৩|  ২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১১:৩৪
২৪ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১১:৩৪
ঊণকৌটী বলেছেন: @ঊণকৌটী যে দেশে আছেন, সে দেশ নিয়ে চিন্তা করেন। অযথা ব্লগে এসে নিজের দেশকে ডিফেন্ড করতে যাবেন না সব বিষয়ে। বাংলাদেশ এমনকি পুরো বিশ্বের সাথে ভারতের সম্পর্কের দফারফা অবস্থা। সেটা উন্নতির চেষ্টা করেন আপনি কে হে আমাদের দুইজনের মধ্যে নাক ঘোলাতে এসেছেন, আরে যদি প্রামাণ্য যদি কিছু থাকে আর অশিক্ষিত না হোন তবে তবে আসেন কিছু কথা বলি, ব্লগে যখন আসবেন তখন বাস্তব জ্ঞান নিয়েই আসবেন, কারণ ব্লগ জিনিস টা ফালতু মানুষ দের জন্য না |
  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:২৪
২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: যে যা বলার প্রাণ খুলে বলুক। কথা বলায় ভুল-ত্রুটি সংশোধন হয়।
২৪|  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১২:৫৭
২৫ শে ডিসেম্বর, ২০২৪  রাত ১২:৫৭
আদিত্য ০১ বলেছেন: ৫ আগস্টে পাকিরা যা চাওয়ার তা পেয়ে গেছে ষোল আনাই। ৭১ এর প্রতিশোধ তারা স্লো পয়জনিং করে নিচ্ছে। জামাত শিবির তাদের বিশ্বস্ত এজেন্ট
  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:২১
২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের শাসক গুষ্ঠি অন্য দেরকে আমাদের ক্সতি করার সৃযোগ করে দিচ্ছে।
২৫|  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  রাত ৩:০৪
২৫ শে ডিসেম্বর, ২০২৪  রাত ৩:০৪
ভোরের সূর্য বলেছেন: এসব যুদ্ধ কিছুই হবে না এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনভাবেই যায় না। ওদের নিজেদের অবস্থাই টাইট। ওদের কাছ থেকে পাওয়ার কিছু না শুধু ১৯৭১ সালের জন্য আমাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া।
আবেগ দিয়ে হবে না। বাস্তবতা চিন্তা করতে হবে। আমরা ভারত বিদ্বেষী সেটা ঠিক আছে এখনকার দুনিয়ায় সবার সাথে প্রয়োজন আছে।
বাংলাদেশ ইন্ডিয়া দুইজন দুজনকেই দরকার। শেখ হাসিনার জন্য তারা বিলিয়ন ডলারের ব্যাবসা নষ্ট করবে না। ভালো হয় শেখ হাসিনাকে ভারত যদি তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেয় তাহলে শাপও মরবে লাঠিও ভাংবেনা।
  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:১৯
২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা ভারত বিদ্বেষী এটা না হয়ে উভয়ে ভালো প্রতিবেশী হয়ে থাকতে পারলে সবার জন্য মঙ্গল।
২৬|  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  রাত ৩:৩৯
২৫ শে ডিসেম্বর, ২০২৪  রাত ৩:৩৯
ইফতেখার ভূইয়া বলেছেন: পৃথিবী এগিয়ে যাচ্ছে, ন্যায্যতার ভিত্তিতে ভারত-পাকিস্তান সবার সাথেই ব্যবসা চলুক কিন্তু বেশী দহরম-মহরম কারো সাথেই দরকার নেই। দেশের স্বার্থ সবার আগে রেখে সবার সততার সাথে কাজ করলে দেশ এগিয়ে যাবেই। সফলতার মূলমন্ত্র এটাই।
  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:১৬
২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ৯:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: ১০০% সঠিক কথা।
২৭|  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৩৯
২৫ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৩৯
আলামিন১০৪ বলেছেন: পাক এটম বোম কি বাংলাদেশ পাবে? কোথা থেকে আনেন এসব গাঁজাখুরী খবর?
  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৩২
২৫ শে ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটম বোম বাংলাদেশকে দিতে হবে কেন? ভারত তো পাক সিমান্তেই আছে। সেখান থেকে মেরে দিলেই হয়ে গেল।
২৮|  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:৩৪
২৫ শে ডিসেম্বর, ২০২৪  বিকাল ৪:৩৪
কর্মমুখী ডাইনো বলেছেন: মহাকাকু, আপনি কী কখনো ভেবে দেখেছেন আপনি কী?
  ২৫ শে ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৩২
২৫ শে ডিসেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: এমন এক মহাপ্রশ্ন আপনার মাথা্য় কোথা থেকে এলো?
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৪৬
২৪ শে ডিসেম্বর, ২০২৪  সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: ধার্মিকদের মুখে সব সময় একটা তেলতেলে হাসি থাকে। কিন্তু তাদের অন্তরে থাকে বিষ। পাকিস্তান ৭১ এ আমাদের সাথে পারে নাই। তারা এখন ভালোর ভাব ধরে একটা শেষ ছোবল মারতে চায়।