নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

চাঁদের কণা

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৮



তুমি হয়ত ভাবছ তোমার আকাশখানা নীল
রোদ ঝলমল দুপুরটারে হয়ত ভালোবাস
খেজুর গাছের দোলনাটাতে বিকাল বেলায় দোলে
জোছনা রাতে চাঁদের সাথে হেসে খানিকক্ষণ
নিশিথ রাতে ঘুমিয়ে থেকে প্রভাত বেলায় জাগ।

তোমায় দেখে যায় না বুঝা দু:খ কিছু আছে
তাদের তুমি তাড়িয়ে দিয়ে সুখে থাকতে চাও
সেই কারণে স্নিগ্ধ তুমি ঝর্ণা ধারার মত
জলের ধারা চলছে ছুটে ক্লান্তি কোথাও নেই
প্রাণ চঞ্চল প্রাণ চঞ্চল মিষ্টি মেয়ে তুমি।

তোমায় নিয়ে কাব্যকথা ছড়িয়ে পড়ে খুব
ফুল কনেরা পাপড়ি ঝরায় ফুল কাননের তলে
তাদের মাঝে গড়িয়ে আমি ঘুমিয়ে পড়ি শেষে
স্বপ্নে দেখি চাঁদের কণা হাসছে অফুরান
শান্তিরা সব পাখনা মেলে তখন উড়ে তারা।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: এত কবিতা কিভাবে মাথা থেকে বেরোয়! B:-)

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাঝে মধ্যে একটু লিখি আর কি!

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:০৭

ডঃ এম এ আলী বলেছেন:



চাঁদের কণা নিয়ে সুন্দর কবিতা , পাঠে মুগ্ধ ।
চাঁদের কণা নিয়ে আমারো গুনগুনিয়ে বলতে ইচ্ছে করে-

চাঁদের কণা, রুপার থালা, নীরব রাতে দেয় আলো ঝলমল
তারার মেলায় মিষ্টি হাসি, নক্ষত্রগায়ে দেয় রঙিন উজ্জ্বল।
স্নিগ্ধ আলোয় চেয়ে থাকে, শিশির ভেজা ঘাসের কোলে
স্বপ্ন মাখা নীলিমায়, লুকিয়ে থাকে স্নেহের দোলে।
রূপকথার রূপের মায়া, চাঁদের কণা সব হারায়
নিশীথ রাতের সুরের প্রাণ নিঃশব্দে সে গান গায়।
চাঁদ কনার ছোঁয়ায় জাগে মন, প্রকৃতির সুরে ভরে ক্ষণ
চাঁদের কণা, স্বপ্নের দানা, মনের আকাশে রাখে গোপন।
এভাবে তুমি দাও সান্ত্বনা, জীবনের পথে হারানো সুর খুঁজি
চাঁদের কণা, তুমি আমার গীতি, তোমার আলোয় বাঁচে স্মৃতি।

কবির প্রতি শুভেচ্ছা রইল

২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার মন্তব্য কবিতায়, ভীষণ ভালোলাগা একটা বিষয়!

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৩৭

নজসু বলেছেন:




আপনার কবিতাগুলোর মধ্যে আলাদা একটা মাদকতা থাকে।
ভালো লাগে। ভালো থাকবেন শ্রদ্ধেয়।

২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্য কালেদ্রে পাওয়া যায়। অনেকটা ধুমকেতুর মত। যাক অনেক খুশী হইছি।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ অসাধারণ একটি কবিতা লিখেছেন তো।

২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি অসাধারণ একটা মন্তব্য করেছেন। বেশ ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.