নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
এখন অনেক রাত
তুমি পূর্ণিমার চাঁদ দেখ হারিকেন জ্বালিয়ে
তাতে মাটি স্পষ্ট দেখা যায়
তোমার ভাবনা গুলো এলোমেলো না গোছানো বুঝার উপায় নাই।
একাকী নির্জন পরিবেশ
স্বামী প্রবাশে থাকলে এভাবেই জোছনা দেখতে হয়
হয়ত অনেক কষ্ট হয় তাতে
তথাপি কিছুই করার থাকে না।
একা একা জীবন কাটে নিদারুন
ঝামেলা বিহীন তবে সঙ্গ সুখ উধাও
একদিক সুবিধা তো অসুবিধা অন্য দিকে
এভাবেই জীবন চলে একদা থেমে যায়।
০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
২| ০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৩০
আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: সোজাসাপ্টা কিন্তু অর্থবহ। কিন্তু, প্রবাস, নিদারুণ আর উধাও- বানানগুলো কী এরকম হবে না?
০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুমন্তব্যের জন্য ধন্যবাদ। বানান ঠিক করে দিয়েছি।
৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা ভালো হৈচে।
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০৫
কামাল১৮ বলেছেন: রাজনীতি ও ধর্ম নিিয়ে লেখার থেকে আপনার কবিতার মান অনেক ভালো।
০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু কবিতা যখন-তখন লেখা যায় না।
৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৯
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
৬| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৭
আমি সাজিদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা। চ্যাট জিপিটি থেকে আমিও একই ধরনের ছবি পেয়েছি। কিছুটা মিল আছে।
এ আই এর কল্পনার সীমাবদ্ধতা অথবা নতুন বছরে শুরুতে কমে চালিয়ে দিচ্ছে।
৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৭
আজব লিংকন বলেছেন: আনন্দ সুখ সমৃদ্ধি বয়ে আসুক আপনার জীবনে।
নতুন বছর কাটুক আনন্দে..
হ্যাপি নিউ ইয়ার ২০২৫
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৫ ভোর ৫:২৩
আঁধারের যুবরাজ বলেছেন: এভাবেই জীবন চলে একদা থেমে যায়। নতুন বছরের শুভেচ্ছা !