নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বিষয়ে ট্রাম্পের মনভাব সুস্পষ্ট

১২ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৮



বাইডেনের সাথে সেলফি তোলা শেখ হাসিনা বা হিলারী ক্লিনটনের বন্ধু ইউনুসকে ট্রাম্প পছন্দ করে না।ট্রাম্পের পছন্দ এখন তারেক জিয়া। ট্রাম্পের আমেরিকার রাষ্ট্রিপতির দায়িত্ব গ্রহণের পর ইউনুস সরকার বিদায় গ্রহণ করে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে।তারপর নির্বাচনে জিতে তারেক সরকার ক্ষমতা গ্রহণ করতে পারে। তারেকের ক্ষমতা গ্রহণে সমস্যা হলে হয়ত কিছু দিন ফখরুল প্রধানমন্ত্রী থাকবেন।এসব আমার নিজস্ব অনুমান। সঠিক হতেও পারে, আবার সঠিক নাও হতে পারে। তবে শেখ হাসিনার ক্ষমতায় ফিরে না আসা মোটামুটি নিশ্চিত। আওয়ামী অপরাধীদের বিচার হয়ত ট্রাম্পের কাম্য। তারজন্য বিএনপির ক্ষমতায় ফিরে আসা জরুরী। কারণ বিএনপির উপর আওয়ামী লীগের অত্যাচারের বদলা নিতে আওয়ামী অপরাধীদের বিচারে বিএনপি যত্নশীল হবে।তাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আওয়ামী লীগ ফাঁসি দিয়ে ছিল।আর তাদের নেতা ইলিয়াস আলীকে আওয়ামী লীগ গুম করে হত্যা করেছে। ঘটনা চক্রে আওয়ামী লীগের অনেক নেতা এখন হত্যা মামলার আসামী। জামায়াতের পুরস্কার হলো বিরোধী দল হওয়া। ছাত্র ভায়েরা হয়ত ভালো চাকরী-বাকরী পেতে পারে। আর বিএনপি হয়ত ভারতের সাথে লিয়াজো মেনটেন করে চলবে। সুতরাং ধরে নেওয়া যায় আওয়ামী লীগের অপরাধের বিচার হবে।

ট্রাম্পের বিজয়ে আওয়ামী লীগের আনন্দ জলে যেতে পারে।আওয়ামী লীগ আপাতত তাবলীগ করে সময় কাটাতে পারে। সেইটাও যেহেতু লীগ সেহেতু তাবলীগ করে আওয়ামী লীগ দুধের সাধ ঘোলে মিটাতে পারে। আওয়ামী হিন্দু লীগ ভারতে তীর্থ যাত্রায় যেতে পারে। সুতরাং আওয়ামী লীগ ইহকাল ছেড়ে পরকাল চিন্তা্য় মগ্ন হতে পারে।বিজেপির এখন নিজেদের ক্ষমতা নিয়ে চিন্তা। তারা মনে হয় আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে খুব একটা চিন্তা করবে না। শেখ হাসিনা মেজর ডালিমের মত পালিয়ে থাকলে হয়ত আরো কিছু কাল বেঁচে থাকবেন।

তারেক জিয়া অনেক কিছু শিখার মত অনেক সময় পেয়েছেন। সেই সব শিক্ষা কাজে লাগিয়ে জনতার মন জয় করতে পারলে বিএনপি দেশ শাসনে ভালো করবে। আওয়ামী লীগ খেতে গিয়ে বেশী খেয়ে ফেলেছে। সেজন্য জনগণ তাদের উপর মহাবিরক্ত।তাদের যারা ধরা খেয়েছে তাদের মহাবিপদের সম্ভাবনা। জনতার মন শান্তির জন্য তাদের কিছু লোকের কঠিন শাস্তি হতে পারে।কোমর ভাঙ্গা বিএনপি কোমর সোজা করে হয়ত ক’দিন পরে দৌড়াবে। জামাই বাবা এখন ব্যস্ত। এখনই তার অনেক কাজ।দল গোঁছাতে অনেকে ডোনেশন দিচ্ছে। সেসব ডোনেশন কাজে লাগাতে জামাই বাবাজীকে রাতদিন কাজ করতে হচ্ছে। বাসায় খাওয়ার তার সময় নাই। মেয়ে একা রান্না করে একা খায়। মেয়ের মা মেয়েকে বুঝিয়ে বলছে- রাজনীতি করা ছেলেরা এমনই হয়। রুমির ফারহানা নাকি রাজনীতির জন্য বিয়ে করতে পারেনি।এখন বুঝতে পারছি রাজনীতিতে অনেক কাজ। তবে জামাই বাবজির মান ইজ্জত দেখে শান্তি লাগে। বিএনপি ক্ষমতায় গেলে তার মান ইজ্জত আরো বাড়বে। মেয়, জামাই এবং দেশের ভালো হোক। আল্লাহর দরবারে সেই কামনা থাকলো।

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৫

নতুন বলেছেন: তারেক জিয়া অনেক কিছু শিখার মত অনেক সময় পেয়েছেন। সেই সব শিক্ষা কাজে লাগিয়ে জনতার মন জয় করতে পারলে বিএনপি দেশ শাসনে ভালো করবে। আওয়ামী লীগ খেতে গিয়ে বেশী খেয়ে ফেলেছে। সেজন্য জনগণ তাদের উপর মহাবিরক্ত।তাদের যারা ধরা খেয়েছে তাদের মহাবিপদের সম্ভাবনা। জনতার মন শান্তির জন্য তাদের কিছু লোকের কঠিন শাস্তি হতে পারে।কোমর ভাঙ্গা বিএনপি কোমর সোজা করে হয়ত ক’দিন পরে দৌড়াবে।

বিএনপি এখন আয়ামীলীগের চাদাবাজীর দখল নিচ্ছে, আয়ামীলীগের সন্ত্রাসীদের টাকা নিয়ে নিরাপত্তা দিচ্ছে।

কয়েকদিন পরে আয়ামীলীগের নেতারাও বিএনপি তে যোগ দেবে, দেশ ও জাতী উদ্ধারের জন্য। ;)

নৌকা আর ধানেরশীষ দুইটাতেই একই বিষ। জামাত বাংলাদেশের আজন্ম সত্রু।

বিকল্প নতুন দল্। সেটা সম্ভবত হতে দেবেনা সবাই মিলে....

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতির ব্যাপক মানসিক পরিবর্তন ঘটলে যদি ভালো কিছু হয়।

২| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূকে আমন্ত্রণ জানালো কেন? জানেন নাকি কিছু?

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ড. ইউনূকে আমন্ত্রণ জানানোর বিষয়টি কোথাও পাইনি।

৩| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

নতুন বলেছেন: কোমর ভাঙ্গা বিএনপি কোমর সোজা করে হয়ত ক’দিন পরে দৌড়াবে। জামাই বাবা এখন ব্যস্ত। এখনই তার অনেক কাজ।দল গোঁছাতে অনেকে ডোনেশন দিচ্ছে। সেসব ডোনেশন কাজে লাগাতে জামাই বাবাজীকে রাতদিন কাজ করতে হচ্ছে। বাসায় খাওয়ার তার সময় নাই। মেয়ে একা রান্না করে একা খায়। মেয়ের মা মেয়েকে বুঝিয়ে বলছে- রাজনীতি করা ছেলেরা এমনই হয়। রুমির ফারহানা নাকি রাজনীতির জন্য বিয়ে করতে পারেনি।এখন বুঝতে পারছি রাজনীতিতে অনেক কাজ। তবে জামাই বাবজির মান ইজ্জত দেখে শান্তি লাগে। বিএনপি ক্ষমতায় গেলে তার মান ইজ্জত আরো বাড়বে। মেয়, জামাই এবং দেশের ভালো হোক। আল্লাহর দরবারে সেই কামনা থাকলো।

আশা করি আপনার মেয়ের জামাই দেশের জন্য রাজনিতি করবে। সমাজের জন্য ক্ষতিকর কাজে ক্যাডারদের সাথে থাকবেনা।

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: তার সুনামের কথা শুনেই তো মেয়ে বিয়ে দিলাম।

৪| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



জামাই বাবাজি ইউনিয়ন পরিষদের না হোক উপজেলার কিছু একটা যে হবে এতো কোন সন্দেহ নেই।
রাজনীতি অনেক বড় ব্যবসা এই দেশে।
জামাই বাবাজির কপালে খুলে গেছে।

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: দেখা যাক শেষতক কি হয়। বাবাজী যথেষ্ট পরিশ্রম করছে।

৫| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমার ধারণা, এখন নির্বাচন হলে জামাত অনেক ভালো করবে। তাদের নেতার বক্তব্য অনেক সুন্দর।
বিএনপি ১৬০-১৭০ আসন পেতে পারে।

জামাত ৫০-৬০ টি সিট পাবে।

আলীগ পাবে ৭০-৮০ টা । এটা আমার একটা ধারণা মাত্র। বাস্তবের সাথে ইহার কোন সম্পর্ক নাই।

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাত ৫০-৬০ টি সিট ঠিক আছে। তবে আওয়ামী লীগকে ছাত্র-জনতা প্রতিরোধ করবে। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার তীব্র ক্ষোভ দেখতে পাচ্ছি।

৬| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: তার সুনামের কথা শুনেই তো মেয়ে বিয়ে দিলাম।


আপনি আবার বাজারে গিয়ে সব চেয়ে বড় মাছটা তুইলা নিয়ে আইসেন না। অমুক ভাইয়ে শশুর বইলা ;)

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবচেয়ে বড় মাছও কিনি। সেজন্যই তো জামাতা পক্ষবৃন্দ আমার মেয়ে নেওয়ার জন্য যথেষ্ট আগ্রহী ছিল।

৭| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

সৈয়দ কুতুব বলেছেন: ৫@ আওয়ামী লীগ ২০ টা সিট পাবে। বিএনপি ১৮০-২০০। বাকি গুলো ভাগ করে নিবে বিএনপির সহযোগী রা।

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগকে বিশ সিটও পেতে দিবে না ছাত্র-জনতা। তাদের বিরুদ্ধে জনতার তীব্র ক্ষোভ দেখতে পাচ্ছি।

৮| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


লেখক বলেছেন: আওয়ামী লীগকে বিশ সিটও পেতে দিবে না ছাত্র-জনতা। তাদের বিরুদ্ধে জনতার তীব্র ক্ষোভ দেখতে পাচ্ছি।

মনে হয় না।

১৯৭৫ সালের পরের নির্বাচনেও আলীগ অত খারাপ করেনি। আর এখন তো জনতা আলীগকে চায়।

১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: পঁচাত্তরে জনতার অনেকে আওয়ামী লীগের স্বাধীনতা এনে দেওয়ার কথা ভুলেনি। তাদের খুব কম সংখ্যক এখন জীবিত। চব্বিশ যারা ভুলবে না। তারা আওয়ামী লীগকে ঘৃণা করবে।

৯| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩০

কামাল১৮ বলেছেন: নিজের পরিচয় বাড়ান।জামাই আজ আছে কাল নাও থাকতে পারে।নেতা হলে তাদের চরিত্রতো আমরা দেখেছি।

১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: বয়স বাড়ায় আমিও আজ আছি কাল নাই অবস্থার মধ্যে পড়ে গেছি।

১০| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আর যাই হোক যদি আইন-শৃঙ্খলা স্থিতিশীলতা নিশ্চিত করতে পারতো তাহলে জনগন কিছুটা আরামে থাকতে পারতো। চারদিকে যাচ্ছে তাই হচ্ছে।

১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবকিছু হতাশা জনক।

১১| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৫

কলাবাগান১ বলেছেন: চার্চের প্রাথনা অনুস্ঠানে ট্রাম্প যেমন আমন্ত্রিত, তেমনি লবিং করে আমেরিকান কংগ্রেস এক মেম্বার দ্বারা বিনপিও আমন্ত্রিত। সাথে আরো ৪০০০ লোক আমন্ত্রিত সকালের নাস্তা খেয়ে বাইবেলের দোয়া দরুদ পড়ার জন্য (খৃিস্টান ওয়াজ মাহফিল)। ট্রাম্প হয়ত এখনও তারেক এর নাম ও জানে না আর আপনি তাকে একদম ক্ষমতায় বসিয়ে দিলেন। আসলে ১৯৭১ এর পরাজিত শক্তির মানসিকতার লোকজন এর কাছে.......।
বাংলাদেশের আমেরিকান এম্বেসী একদম আপনাদের উৎসাহে পানি ঢেলে দিয়েছে এই বলে যে বিনপি কে ট্রাম্প দাওয়াত দেয় নাই.. আগেও এক ভুয়া বাংগালীকে বাইডেন এর উপদেস্টা বানিয়ে ধরা খেয়েছিল বিনপি

১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশের আমেরিকান এম্বেসী বাইডেনের এম্বেসী। তারা ট্রাম্পের বিষয়কে ভুল আখ্যা দিবেই। তারা চায় ইউনুস বেশী দিন ক্ষমতায় থাকুক। ট্রাম্প ক্ষমতায় আসলে বাংলাদেশের আমেরিকান এম্বেসী চাইবে ইউনুসের ক্ষমতার দ্রুত অবসান ঘটুক।

১২| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৫

কলাবাগান১ বলেছেন: টিউলিপ নাকি ৫ বিলিয়ন ডলার $৫,০০০,০০০,০০০ (৬০ হাজার কোটি টাকা চুরি করেছে)...জামাত শিবির এর ইউনুস সরকার এর মতে...আজ দেখলাম ৫ বিলিয়ন এর কথা না তুলে ৩৫০ ডলার এর বিনা টিকেটে খেলা দেখেছেন সেই অভিযোগ.... কোথায় ৫ বিলিয়ন আর কোথায় ৩৫০ ডলার এর দূর্নিতী!!!!!!!! পাচ বিলিয়ন প্রমান করুক তখন ৩৫০ ডলার চুরি র কথা বলতে হবে না

১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা একটা পেনডিং বিষয়।

১৩| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৩

কলাবাগান১ বলেছেন: chatGPT কে জিজ্ঞেস করলাম "ট্রাম্প কি বাংলাদেশের রাজনীতিবিদ তারেক জিয়াকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফার্স্টে দাওয়াত দিয়েছেন " তার উত্তর
it appears that the claim of Trump directly inviting Tarique Rahman to the National Prayer Breakfast might be based on announcements from the BNP or related sources rather than from official U.S. channels or independent news outlets outside of Bangladesh. The U.S. Embassy's statement supports the notion that such invitations are not part of official government activities, thus potentially casting doubt on the accuracy of reports claiming a direct invitation from Trump, especially if these reports are primarily from sources affiliated with or supportive of the BNP.

১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে ট্রাম্পের শেখ হাসিনা এবং ইউনুসকে বাদ দিয়ে বিএনপিকে বেছে নেওয়ার ক্ষেত্রে লজিক আছে।

১৪| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৫৭

কলাবাগান১ বলেছেন: এখানে ট্রাম্প বিনপিকে বেছে নেয় নাই..।আপনার বুঝার ভুল। চার্চ দাওয়াত দিয়েছে ট্রাম্প নয়। আমেরিকান এম্বেসীএর প্রেস নোট দেখুন
US government not involved in 'National Prayer Breakfast': Dhaka Embassy

১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমেরিকান এম্বেসী এখন ট্রাম্প নিয়ন্ত্রিত নয়। আমেরিকান এম্বেসী ট্রাম্পের নিয়ন্ত্রণে আসার পর ট্রাম্প বিষয়ে তাদের বক্তব্য গ্রহণ করা যাবে।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:২৫

কলাবাগান১ বলেছেন: এখন হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছে বলা হলে তখন আবার আপনাদের মত লিকেরাই আমেরিকান এম্বেসীর কথা বিশ্বাস করবেন........আপনাদের আসল প্রতিপক্ষ হল ১৯৭১। এখন নতুন ন্যারেটিভ ২০২৪ দিয়ে ১৯৭১ এ ছোট করার প্রয়াস

১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ১৯৭১ কে ছোট করার প্রচেষ্টা সঠিক নয়। বাইডেনের সাথে সেলফি তোলা হাসিনাকে ট্রাম্প দাওয়াত দেওয়ার সম্ভাবনা নাই।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫১

কলাবাগান১ বলেছেন: জীবনে কোন আমেরিকানদের সাথে মিশেছেন কিনা জানি না......এমন সরলীকরন খালি অনলাইন এর প্রপাগান্ডা দেখেই করা যায়...সামান্য সেলফি দিয়ে আমেরিকা তার পলিসি বানায় না.....।

১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ট্রাম্প কিছুটা ভিন্ন টাইপের। শুধু বিদেশী নয়, দেশের লোকও মনে করে আওয়ামী লীগের জনপ্রিয়তা ব্যাপক হারে কমে গেছে। তো যাদের জনপ্রিয়তা কমেগেছে তাদের পক্ষে ট্রাম্প কেন থাকবে? দেশের স্বার্থে সামনে যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা ট্রাম্প তো তাদের পক্ষেই থাকবে। বিএনপির মত বিকল্পতো ট্রাম্পের সামনে আছেই। তাহলে শুধু শুধু আওয়ামী লীগের কথা ভেবে ট্রাম্প কেন মাথা নষ্ট করবে?

১৭| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯

কলাবাগান১ বলেছেন: গত ৫৫ বছর ধরে জামাতিরা শেখ পরিবার এর দূর্নীতি খুজে বেড়াচ্ছে...। শুধুই মুখে মুখে হাজার হাজার লক্ষ কোটি টাকার দুর্নীতি এর কথা কিন্তু কোন চাক্ষুষ প্রমান আজ পর্যন্ত্য দেখলাম না

১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা সঠিক নির্বাচন করেনি এটা তো সরল সত্য। তাতেই তাদের প্রতি জনগণ বিরক্ত।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৯

অপু তানভীর বলেছেন: ট্রাম্প তারেক জিয়ার নাম জানেন কিনা সন্দেহ। আর আপনি বলতেছেন ব্রেকফার্স্টে তাকে দাওয়াত দিয়েছে।

আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন বাংলাদেশ ইকোনোমিক ফোরামের একটা আনুষ্ঠানে গিয়েছিলাম ইকোনিমিক্সের ছাত্র হিসাবে। সেই অনুষ্ঠানে সেই সময়ের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এসেছিল। এখন আমি কি বলব যযযে শেখ হাসিনা আমাকে অনুষ্ঠানে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন?

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কেন হয় কারা এটার আয়োজন করে এটা নিয়ে তো পড়াশোনা করেন। কোন কিছু লেখার আগে সামান্য এইটুকুতো পড়তেই পারেন, নাকি?

১৩ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঘটনা যাই হোক। জনমত পক্ষে টানতে বিএনপি একটা পোস্টার তৈরী করেছে। আর তাতে আমাদের দেশে কাজ হবে।সাধারণ জনতা ভাববে আমেরিকা বিএনপির পক্ষে আছে। সেইহেতু সেনা বাহিনী বিএনপির পক্ষে আছে। তাতে বিএনপি ছাত্রদের বিপক্ষে আন্দোলনে নামলে তাদের সরকারের পতনঘটে তত্ত্বাবধায়ক সরকার তিনমাসের জন্য ক্ষমতায় আসবে। তারপর ভোটে জিতে বিএনপি সরকার গঠন করবে। আমাদের জনগণ অত পড়াশুনা জানে না। এসব প্রচারণা তাদের ক্ষেত্রে কাজে লাগে। আর ইউনুস ক্ষমতায় থাকলেও এর মাধ্যমে বিএনপি তাদেরকে চাপে রাখতে পারবে।

১৯| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩

কিরকুট বলেছেন: ট্রাম্প পয়সা ওয়ালা মানুষ । জিং জিং খেলার পর ছেঁড়া ত্যানা দিয়ে মোছার জন্য লোক তো লাগবে ।

১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্য বোধগম্য নয়।

২০| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৯

যবড়জং বলেছেন: বিএনপি কে বিকল্প নেতৃত্ব আনতে হবে , তারেক-ফকরুল গংদের দিয়ে জনগনের চাহিদা পূরনে দৈর্ঘ্যমেয়াদে ব্যার্থতার দিকে যাবে । দলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি না করতে পারলে আওয়ামী জামাত জোট হতে পারে অদূরে । বিদেশীরা সবসময় বড় গাছে নাও বাঁধে ।

১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপাতত বিএনপি বড় গাছ।

২১| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
ওটা ট্রাম্পের দাওয়াত নয়। একটি বেসরকারি খ্রীষ্টান প্রতিষ্ঠানের।
বেসরকারি সংস্থা বা ট্রাম্প সয়ং দাওয়াত দিলেও তারেক কখনোই আমেরিকা যেতে পারবে না।
কারন সিমেন্স কেলেঙ্কারির পর তারেকের বিরুদ্ধে আদালতের হুলিয়া ছিল। সিমেন্স জরিমানা দিয়ে মউকুফ নিছে, কিন্তু তারেক আদালতের সমনের জবাব দেয় নি।
মার্কিন আদালতের হুলিয়া অনেক কঠিন। খোদ ট্রাম্পও হুকুম দিয়ে বাতল করতে পারবে না। তারেক নিজে এসে বা ভিডিও কনফারেন্সে মামলা মোকাবেলা করতে হবে।
এছাড়া তার আগেও বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসি সাথে যুক্ত সন্দেহ কারনে তারেকের বিরুদ্ধে আমেরিকার হোমল্যান্ড সিকুরিটির ফ্লাইট ব্যান আছে। সে কখনোই আমেরিকাগামি বিমানে উঠতে পারবে না।

১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারেক যেতে না পারলে বিএনপির অন্য দুইজন যাবে।আপাতত বিএনপি যে পোস্টার বানিয়েছে তাতেই তাদের কাজ চলবে।

২২| ১৩ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জামাত কোনভাবে দেশ চালাতে পারবেনা; যারা জামাতকে ক্ষমতায় চায় তারা বোকার স্বর্গে বসে আছে। এখানে অনেক চেতনা ব্যবসায়ী আছে; এই চেতনা ব্যবসায়ীরা চেতনায় হাবুডবু খাচ্ছে, চেতনার ব্যবসায় এখনো তারা সবকিছু রঙিন দেখতে কিন্তু বাংলার জনগন চেতনার কথা শুনলেই আম্লিগের খুন, লুট, গুম, হত্যা, বিদেশে টাকা পাচার, বিরোধীমত দমন, নির্যাতন, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, আয়নাঘর, চাঁদাবাজি, হিন্দু সম্পত্তিদখল ইত্যাদির কথা মনে করে সুতরাং সুবিধাভোগী চেতনা ব্যবসায়ীদের মেকী কান্নায় কোন কাজ হবেনা।

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সহমত।

২৩| ১৪ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, আসসালামু আলাইকুম। কেমন আছেন?
আমি ঠিক করেছি ওমরা করবো।

১৭ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই টাকা গরীবদের কল্যাণে ব্যয় করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.