নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
বাইডেনের সাথে সেলফি তোলা শেখ হাসিনা বা হিলারী ক্লিনটনের বন্ধু ইউনুসকে ট্রাম্প পছন্দ করে না।ট্রাম্পের পছন্দ এখন তারেক জিয়া। ট্রাম্পের আমেরিকার রাষ্ট্রিপতির দায়িত্ব গ্রহণের পর ইউনুস সরকার বিদায় গ্রহণ করে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে।তারপর নির্বাচনে জিতে তারেক সরকার ক্ষমতা গ্রহণ করতে পারে। তারেকের ক্ষমতা গ্রহণে সমস্যা হলে হয়ত কিছু দিন ফখরুল প্রধানমন্ত্রী থাকবেন।এসব আমার নিজস্ব অনুমান। সঠিক হতেও পারে, আবার সঠিক নাও হতে পারে। তবে শেখ হাসিনার ক্ষমতায় ফিরে না আসা মোটামুটি নিশ্চিত। আওয়ামী অপরাধীদের বিচার হয়ত ট্রাম্পের কাম্য। তারজন্য বিএনপির ক্ষমতায় ফিরে আসা জরুরী। কারণ বিএনপির উপর আওয়ামী লীগের অত্যাচারের বদলা নিতে আওয়ামী অপরাধীদের বিচারে বিএনপি যত্নশীল হবে।তাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আওয়ামী লীগ ফাঁসি দিয়ে ছিল।আর তাদের নেতা ইলিয়াস আলীকে আওয়ামী লীগ গুম করে হত্যা করেছে। ঘটনা চক্রে আওয়ামী লীগের অনেক নেতা এখন হত্যা মামলার আসামী। জামায়াতের পুরস্কার হলো বিরোধী দল হওয়া। ছাত্র ভায়েরা হয়ত ভালো চাকরী-বাকরী পেতে পারে। আর বিএনপি হয়ত ভারতের সাথে লিয়াজো মেনটেন করে চলবে। সুতরাং ধরে নেওয়া যায় আওয়ামী লীগের অপরাধের বিচার হবে।
ট্রাম্পের বিজয়ে আওয়ামী লীগের আনন্দ জলে যেতে পারে।আওয়ামী লীগ আপাতত তাবলীগ করে সময় কাটাতে পারে। সেইটাও যেহেতু লীগ সেহেতু তাবলীগ করে আওয়ামী লীগ দুধের সাধ ঘোলে মিটাতে পারে। আওয়ামী হিন্দু লীগ ভারতে তীর্থ যাত্রায় যেতে পারে। সুতরাং আওয়ামী লীগ ইহকাল ছেড়ে পরকাল চিন্তা্য় মগ্ন হতে পারে।বিজেপির এখন নিজেদের ক্ষমতা নিয়ে চিন্তা। তারা মনে হয় আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে খুব একটা চিন্তা করবে না। শেখ হাসিনা মেজর ডালিমের মত পালিয়ে থাকলে হয়ত আরো কিছু কাল বেঁচে থাকবেন।
তারেক জিয়া অনেক কিছু শিখার মত অনেক সময় পেয়েছেন। সেই সব শিক্ষা কাজে লাগিয়ে জনতার মন জয় করতে পারলে বিএনপি দেশ শাসনে ভালো করবে। আওয়ামী লীগ খেতে গিয়ে বেশী খেয়ে ফেলেছে। সেজন্য জনগণ তাদের উপর মহাবিরক্ত।তাদের যারা ধরা খেয়েছে তাদের মহাবিপদের সম্ভাবনা। জনতার মন শান্তির জন্য তাদের কিছু লোকের কঠিন শাস্তি হতে পারে।কোমর ভাঙ্গা বিএনপি কোমর সোজা করে হয়ত ক’দিন পরে দৌড়াবে। জামাই বাবা এখন ব্যস্ত। এখনই তার অনেক কাজ।দল গোঁছাতে অনেকে ডোনেশন দিচ্ছে। সেসব ডোনেশন কাজে লাগাতে জামাই বাবাজীকে রাতদিন কাজ করতে হচ্ছে। বাসায় খাওয়ার তার সময় নাই। মেয়ে একা রান্না করে একা খায়। মেয়ের মা মেয়েকে বুঝিয়ে বলছে- রাজনীতি করা ছেলেরা এমনই হয়। রুমির ফারহানা নাকি রাজনীতির জন্য বিয়ে করতে পারেনি।এখন বুঝতে পারছি রাজনীতিতে অনেক কাজ। তবে জামাই বাবজির মান ইজ্জত দেখে শান্তি লাগে। বিএনপি ক্ষমতায় গেলে তার মান ইজ্জত আরো বাড়বে। মেয়, জামাই এবং দেশের ভালো হোক। আল্লাহর দরবারে সেই কামনা থাকলো।
১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতির ব্যাপক মানসিক পরিবর্তন ঘটলে যদি ভালো কিছু হয়।
২| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূকে আমন্ত্রণ জানালো কেন? জানেন নাকি কিছু?
১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ড. ইউনূকে আমন্ত্রণ জানানোর বিষয়টি কোথাও পাইনি।
৩| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
নতুন বলেছেন: কোমর ভাঙ্গা বিএনপি কোমর সোজা করে হয়ত ক’দিন পরে দৌড়াবে। জামাই বাবা এখন ব্যস্ত। এখনই তার অনেক কাজ।দল গোঁছাতে অনেকে ডোনেশন দিচ্ছে। সেসব ডোনেশন কাজে লাগাতে জামাই বাবাজীকে রাতদিন কাজ করতে হচ্ছে। বাসায় খাওয়ার তার সময় নাই। মেয়ে একা রান্না করে একা খায়। মেয়ের মা মেয়েকে বুঝিয়ে বলছে- রাজনীতি করা ছেলেরা এমনই হয়। রুমির ফারহানা নাকি রাজনীতির জন্য বিয়ে করতে পারেনি।এখন বুঝতে পারছি রাজনীতিতে অনেক কাজ। তবে জামাই বাবজির মান ইজ্জত দেখে শান্তি লাগে। বিএনপি ক্ষমতায় গেলে তার মান ইজ্জত আরো বাড়বে। মেয়, জামাই এবং দেশের ভালো হোক। আল্লাহর দরবারে সেই কামনা থাকলো।
আশা করি আপনার মেয়ের জামাই দেশের জন্য রাজনিতি করবে। সমাজের জন্য ক্ষতিকর কাজে ক্যাডারদের সাথে থাকবেনা।
১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: তার সুনামের কথা শুনেই তো মেয়ে বিয়ে দিলাম।
৪| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জামাই বাবাজি ইউনিয়ন পরিষদের না হোক উপজেলার কিছু একটা যে হবে এতো কোন সন্দেহ নেই।
রাজনীতি অনেক বড় ব্যবসা এই দেশে।
জামাই বাবাজির কপালে খুলে গেছে।
১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: দেখা যাক শেষতক কি হয়। বাবাজী যথেষ্ট পরিশ্রম করছে।
৫| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার ধারণা, এখন নির্বাচন হলে জামাত অনেক ভালো করবে। তাদের নেতার বক্তব্য অনেক সুন্দর।
বিএনপি ১৬০-১৭০ আসন পেতে পারে।
জামাত ৫০-৬০ টি সিট পাবে।
আলীগ পাবে ৭০-৮০ টা । এটা আমার একটা ধারণা মাত্র। বাস্তবের সাথে ইহার কোন সম্পর্ক নাই।
১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: জামাত ৫০-৬০ টি সিট ঠিক আছে। তবে আওয়ামী লীগকে ছাত্র-জনতা প্রতিরোধ করবে। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার তীব্র ক্ষোভ দেখতে পাচ্ছি।
৬| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
নতুন বলেছেন: লেখক বলেছেন: তার সুনামের কথা শুনেই তো মেয়ে বিয়ে দিলাম।
আপনি আবার বাজারে গিয়ে সব চেয়ে বড় মাছটা তুইলা নিয়ে আইসেন না। অমুক ভাইয়ে শশুর বইলা
১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সবচেয়ে বড় মাছও কিনি। সেজন্যই তো জামাতা পক্ষবৃন্দ আমার মেয়ে নেওয়ার জন্য যথেষ্ট আগ্রহী ছিল।
৭| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
সৈয়দ কুতুব বলেছেন: ৫@ আওয়ামী লীগ ২০ টা সিট পাবে। বিএনপি ১৮০-২০০। বাকি গুলো ভাগ করে নিবে বিএনপির সহযোগী রা।
১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগকে বিশ সিটও পেতে দিবে না ছাত্র-জনতা। তাদের বিরুদ্ধে জনতার তীব্র ক্ষোভ দেখতে পাচ্ছি।
৮| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আওয়ামী লীগকে বিশ সিটও পেতে দিবে না ছাত্র-জনতা। তাদের বিরুদ্ধে জনতার তীব্র ক্ষোভ দেখতে পাচ্ছি।
মনে হয় না।
১৯৭৫ সালের পরের নির্বাচনেও আলীগ অত খারাপ করেনি। আর এখন তো জনতা আলীগকে চায়।
১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: পঁচাত্তরে জনতার অনেকে আওয়ামী লীগের স্বাধীনতা এনে দেওয়ার কথা ভুলেনি। তাদের খুব কম সংখ্যক এখন জীবিত। চব্বিশ যারা ভুলবে না। তারা আওয়ামী লীগকে ঘৃণা করবে।
৯| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩০
কামাল১৮ বলেছেন: নিজের পরিচয় বাড়ান।জামাই আজ আছে কাল নাও থাকতে পারে।নেতা হলে তাদের চরিত্রতো আমরা দেখেছি।
১০| ১২ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আর যাই হোক যদি আইন-শৃঙ্খলা স্থিতিশীলতা নিশ্চিত করতে পারতো তাহলে জনগন কিছুটা আরামে থাকতে পারতো। চারদিকে যাচ্ছে তাই হচ্ছে।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
নতুন বলেছেন: তারেক জিয়া অনেক কিছু শিখার মত অনেক সময় পেয়েছেন। সেই সব শিক্ষা কাজে লাগিয়ে জনতার মন জয় করতে পারলে বিএনপি দেশ শাসনে ভালো করবে। আওয়ামী লীগ খেতে গিয়ে বেশী খেয়ে ফেলেছে। সেজন্য জনগণ তাদের উপর মহাবিরক্ত।তাদের যারা ধরা খেয়েছে তাদের মহাবিপদের সম্ভাবনা। জনতার মন শান্তির জন্য তাদের কিছু লোকের কঠিন শাস্তি হতে পারে।কোমর ভাঙ্গা বিএনপি কোমর সোজা করে হয়ত ক’দিন পরে দৌড়াবে।
বিএনপি এখন আয়ামীলীগের চাদাবাজীর দখল নিচ্ছে, আয়ামীলীগের সন্ত্রাসীদের টাকা নিয়ে নিরাপত্তা দিচ্ছে।
কয়েকদিন পরে আয়ামীলীগের নেতারাও বিএনপি তে যোগ দেবে, দেশ ও জাতী উদ্ধারের জন্য।
নৌকা আর ধানেরশীষ দুইটাতেই একই বিষ। জামাত বাংলাদেশের আজন্ম সত্রু।
বিকল্প নতুন দল্। সেটা সম্ভবত হতে দেবেনা সবাই মিলে....