নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আনন্দ জোনাকি

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৪



হাসিটা শেষতক ধরে রাখ নাকের নীচের ঠোঁটে
বাঁকা চোখে তাকিয়ে দেখে চমৎকার কিছু
তোমার মধ্যে জেগে উঠুক সৃষ্টির নেশা
সবাইকে বার্তা দাও তুমি আসছো নতুন সম্ভাবনা নিয়ে।


আমার মাঝে আছে তোমার প্রতি এক আকাশ ভালোবাসা
তাতে তুমি উড়ে বেড়াও নীল প্রজাপতি
তোমার রঙ্গিন ডানায় আটকে থেকে দৃষ্টি
তোমাতেই দেখতে চায় সাফল্যের স্বপ্নিল এক নয়া দীগন্ত।

তোমাকে পাওয়ার চেয়ে তোমার সুখ দেখায় আমার সুখ
সেজন্য তোমার হাসিতে আমার আনন্দ জোনাকি হয়ে আলো জ্বালে
সেথায় কল্পণা মালা গাঁথে হররোজ তোমায় না ভুলে মূহুর্তকাল
তাতেও শান্তিরা জড়ো হয়ে বলে চিরকাল ভালোবাসব তোমায় ।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর কবিতা।

১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাথে একটা লাইক হয়ত দেওয়া যেত।

২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ তো রোমান্টিক লেখেন কবি দা
এই বয়সে চমৎকার ভাল থাকবেন-------

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: পাঠকের পাঠযোগ্য কবিতা লেখার চেষ্টা করছি। কিন্তু পাঠক তেমন আর পড়ে কই?

৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫১

নজসু বলেছেন:



রোমান্টিক কবিতাটি সুন্দর এবং সুখপাঠ্য হয়েছে শ্রদ্ধেয়।

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি বলেছেন বলে কিছুটা আশ্বস্ত হলাম।

৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার শেষপ্রান্তে এমন মন্তব্য উৎসাহ ব্যঞ্জক।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যখন বলেছেন তখন আনন্দীত হতেই পারি।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২১

মোহামমদ কামরুজজামান বলেছেন: পাওয়ার চেয়ে অনুভবে, ভোগের চেয়ে ত্যাগেই সুখ।

১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভোগে না জুটলে ত্যাগের আনন্দটাও হারানো ঠিক না।

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩১

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ কবিতায় অন্তমিল নেই। আপনিও এমন কবিতা লেখার ট্রাই করতে পারেন। কবিতার নতুন ধারায় অন্তমিল বাদ যাচ্ছে। আর আমার মনে হয় অন্তমিল ছাড়াও ভালো কবিতা হতে পারে।

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:০২

কামাল১৮ বলেছেন: আমার সোনা প্রিয় গান ।



জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
ও জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ
ও জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ
ও জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ

১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার প্রিয় গান প্রিয় হওয়ার মতই।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০১

সামিয়া বলেছেন: ভারী মিষ্টি আর সুন্দর একটা কবিতা ভীষণ ভালো লাগলো

১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মন্তব্যের পর পরখ করে দেখলাম, ঘটনা আসলে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.