নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
কপালে হাত তুলে কি দেখছ দাঁড়িয়ে দূরে
জলরাশির উপর দিয়ে দৃষ্টি সনাক্ত করে কোন জলযান?
সেথায় প্রিয় আছে প্রিয়ার কল্পণার সাগরে সাঁতরে বেড়ান অবস্থায়
সামান্য জলে দাঁড়িয়ে প্রিয়া দেখছে সেই জলযান ক্রমাগত কাছে আসছে।
তোমার আপাদমস্তক একরাশ কবিতার ছন্দ
প্রিয় পেলে গিলে খাবে হয়ত তোমায় দেখে প্রেম ফোয়ারায়
মুগ্ধতার নির্মল আনন্দে তার; যেথায় সুখের প্রজাপতি উড়ে ডানা মেলে
বহু কাল পরে পেলে এমন গোগ্রাসে গিলার প্রবণতা দেখা যায় উত্তল প্রিয় কামনায়।
তুমি সমর্পণে প্রস্তুত? কিঞ্চিত ছুটাছুটির পর
প্রিয় বাহু ডোরে আটকা পড়ে অবশেষে জলে ভিজে
মাথায় দেখা যাবে পেঁচানো্ তোয়ালের মুকুট; তখন রানী হয়ে তুমি
হেলেদুলে ঘুরে বেড়াবে এদিক সেদিক পরিতৃপ্ত মনে তৃতীয় কারো আগমন কল্পণায়।
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
২| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০০
এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।
২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:১১
আদিত্য ০১ বলেছেন: চালিয়ে যান কাক্কু
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:০২
সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর কবিতা রচনা করেছেন।