নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

একরাশ কবিতার ছন্দ

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩১



কপালে হাত তুলে কি দেখছ দাঁড়িয়ে দূরে
জলরাশির উপর দিয়ে দৃষ্টি সনাক্ত করে কোন জলযান?
সেথায় প্রিয় আছে প্রিয়ার কল্পনা সাগরে সাঁতরে বেড়ান অবস্থায়
সামান্য জলে দাঁড়িয়ে প্রিয়া দেখছে সেই জলযান ক্রমাগত কাছে আসছে।

তোমার আপাদমস্তক একরাশ কবিতার ছন্দ
প্রিয় পেলে গিলে খাবে হয়ত তোমায় দেখে প্রেম ফোয়ারায়
মুগ্ধতার নির্মল আনন্দে তার; যেথায় সুখের প্রজাপতি উড়ে ডানা মেলে
বহুকাল পরে পেলে এমন গোগ্রাসে গিলার প্রবণতা দেখা যায় উত্তাল প্রিয় কামনায়।

তুমি সমর্পণে প্রস্তুত? কিঞ্চিত ছুটাছুটির পর
প্রিয় বাহু ডোরে আটকা পড়ে অবশেষে জলে ভিজে
মাথায় দেখা যাবে পেঁচানো্ তোয়ালের মুকুট; তখন রানী হয়ে তুমি
হেলেদুলে ঘুরে বেড়াবে এদিক সেদিক পরিতৃপ্ত মনে তৃতীয় কারো আগমন কল্পণায়।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:০২

সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর কবিতা রচনা করেছেন।

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

২| ২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০০

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৮

নজসু বলেছেন:




আপনার লেখা পাঠ করে তৃপ্তি লাভ হয় শ্রদ্ধেয়।
দু'টো টাইপো নজরে পড়লো।
আমি নিশ্চিত না। আমার ভাবনা ভুল কিনা বুঝতে পারছিনা।
কল্পনা বানান কি "ণ" হবে? নাকি দুটোই চলে? যেমন চলে সনাক্ত আর শনাক্তে।
আর বহুকাল সম্ভবতঃ এক শব্দ হবে। স্পেস হবে না।
আমার উদ্ধত ক্ষমা করবেন।

২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভুল ধরার জন্য ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, নবীজিকে আপনি স্বপ্নে দেখেছেন। সেই বিষয় নিয়ে দয়া করে একটা পোষ্ট দেন। প্লীজ। আল্লাহর দোহাই লাগে। একদম বিস্তারিত লিখে পোষ্ট দেন। আজই দেন।

২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা পোষ্ট দেওয়ার জোরাল কোন বিষয় না।

৫| ২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৫

নজসু বলেছেন:


আপনার ভুল ধরার দুঃসাহস আমার নেই।
আসলে আমি কিছুটা দ্বিধায় ছিলাম।
নিশ্চিত হওয়ার জন্য কমেন্ট করেছিলাম শ্রদ্ধেয়।
ভালো থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ আমার ভুল ধরলে আমি খুশী হই।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩২

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো কবিতা

২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ কবি।

৭| ২৩ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ জনাব।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটা পোষ্ট দেওয়ার জোরাল কোন বিষয় না।

আপনি লিখুন।

২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বিষয়ে পোষ্ট দিতে আপাতত ইচ্ছে করছে না।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবির মেয়েটা কে? আর লোকেশনটা কোথায়?

২৪ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: মেয়েটা আমার পরিচিত। তার আছে বিবিধ গুণ। তাকে নিয়ে আমার একটা গল্প আছে। আমার জন্য কিছু করার ইচ্ছা আছে তার। ছবির লোকেশন বিষয়ে তাকে তেমন কিছু জিজ্ঞাস করিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.