নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

বিএনপি আওয়ামী লীগকে ভোটের মাঠে রাখতে চায় কেন?

২৩ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৫



নৌকা ঠেঁকাতে এন্টি আওয়ামী লীগের ভোটে বিএনপি ক্ষমতার সাধ পেয়েছে বহুকাল। সামনেও নৌকা ঠেঁকাতে এন্টি আওয়ামী লীগের ভোটে বিএনপি ক্ষমতার সাধ পেতে চায়। ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকলে এন্টি আওয়ামী লীগের ভোটের হিসাব উঠে যাবে। তাতে বিএনপি ক্ষমতা না পাওয়ার আশংকা করছে। সেই জন্য বিএনপি আওয়ামী লীগকে ভোটের মাঠে রাখতে মরিয়া।

সম্বয়করা, জামায়াত-শিবির ক্ষমতার ছক কষছে। কোনভাবে ক্ষমতা পাওয়া যায় কিনা তারা সে হিসাব করছে। তারা দেরীতে করে বিএনপিকে অজনপ্রিয় করতে চায় এবং আওয়ামী লীগকে ভোটের মাঠ থেকে দূরে ঠেলে দিতে চায়। কারণ ঐ একটা-এন্টি আওয়ামী লীগের ভোটের হিসাব থেকে আত্ম রক্ষা। এমন প্রেক্ষাপটে তারাও আওয়ামী লীগের ভোটে ভাগ বসাতে চায়।

কতিপয় আওয়ামী লীগ চায় সামনের নির্বাচনে জামায়াত জিতে ক্ষমতা গ্রহণ করুক। তারপর জামায়াত তাদের চোর নেতাদেরকে খেয়ে দিয়ে তাদের দলটাকে কিছুটা শুদ্ধ করুক। তারপর তারা বিএনপির সাথে নেমে জামায়াতকে ক্ষমা ছাড়া করে নিজেরা ক্ষমতা দখল করবে।

ক্ষমতা অথবা এর ভাগের জন্য লোকে রাজনীতি করে। এখন চলছে এর নানা রকম হিসাব নিকাস।ক্ষমতা লোভীরা দেশ ও জনগণের হিসাব খুব কম করে।এদিকে বামদের ঘুম কাতুরে অবস্থা। তারা তাদের করণীয় ঠিক বুঝতে পারছে না। বিএনপি দ্রুত নির্বাচন চায় দেরীতে ক্ষমতা হাতছাড়া হবার ভয়ে। নোবেল জয়ী জনতার মন জয় করে নিজের ক্ষমতার মেয়াদ কিঞ্চিত বাড়াতে চায়। জার্মান তাঁর সাথে থাকার কথা বলেছে। ট্রাম্পকে হাত করতে পারলে তাঁর ক্ষমতার মেয়াদ বাড়তে পারে। সেই সাথে বাড়তে পারে সেনা প্রধানের চাকুরীর মেয়াদ।

কারো কপাল পুড়লে কারো কপাল খোলে। এমনটাই হয়ে আসছে। ভারত চায় বাংলাদেশের কিছু অংশ। বাংলাদেশ চায় আত্মরক্ষা। পাকিস্তান চায় বাংলাদেশের সাথে সখ্যতা। জনগণ আর একটু ভালো থাকতে চায়। পাতে একটু ভালো খাবার কার না আশায় থাকে।বিবিধ সমীকরণ এখন একত্রিত। কোন সময় কোন জগাখিঁচুড়ী পাকিয়ে যায় সেই আশংকা উড়িয়ে দেওয়া যায় না। তবে যাই হোক জাতির জন্য ভালো কিছু হোক।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪১

নজসু বলেছেন:



স্বার্থ ছাড়া রাজনীতি এখন নেই।
জনগণের কল্যাণ, দেশের উন্নতি, জাতির ভাগ্যোন্নয়নের চেয়ে নেতারা নিজেদের উন্নয়নের দিকে মনোনিবেশ করেন বেশি। বর্তমানে এমন একজন নেতার নাম কেউ কি বলতে পারবেন, যিনি নিজের চেয়ে পরের কথা ভাবেন বেশি।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫২

রাসেল বলেছেন: সমাজ সেবা যদি অর্থ উপার্জনের মাধ্যম হয়, তবে সেখানে সততা থাকার কোনো সম্ভাবনা নাই। শুনেছি, ব্রিটিশ পিরিয়ডে ভারতে চাকরি দেবার ক্ষেত্রে পারিবারিক ইতিহাস দেখা হত, সত্য-মিথ্যা জানি না।
আমার দৃষ্টিতে দুই দলের মধ্যে নৈতিক কোনো পার্থক্য নাই, সুদূর অতীতে পার্থক্য থাকতে পারে। যেই দেশের শিক্ষা ও বিচার ব্যবস্থা সঠিক পথে না চলে, সেই দেশের জনপ্রতিনিধি নির্বাচনে আগ্রহ থাকার কোনো কারণ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.