নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

দেশের স্বাধীণতাকামীদের ঐক্যবদ্ধ করার মত কাউকে মাঠে দেখা যাচ্ছে না

২৫ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৯



একাত্তরের স্বাধীণতার পক্ষে ছিল বা আছে এবং এখন ভারতের সাথে যুক্ত হতে চায় না- দেশের রাজনীতির মাঠে এমন পক্ষের উপস্থিতি একান্ত প্রয়োজন, কিন্তু তারা গর হাজির। পাকিস্তান পক্ষের লোকেরা ভারত পক্ষের লোকদেরকে তাড়িয়ে ক্ষমতা হস্তগত করতে মরিয়া, কিন্তু বাংলাদেশ পক্ষের লোকেরা নিদ্রামগ্ন। ঘটনা কি হলো?

আমাদের এক পক্ষ পাকিস্তানের সাথে যুদ্ধে জয়ী হওয়ার পরেই পাকিস্তান প্রেমে আক্রান্ত হয়েছে এবং অন্যপক্ষ ভারতের কৃতজ্ঞতা স্বীকারে ভারত প্রেমে মগ্ন হয়েছে। নিখাঁদ বাংলাদেশ প্রেমের বিষয়টি এখনো উপস্থাপিত হয়নি। সোনাগাজী আল্লাহ-মোল্লা বাদ দিয়ে নিখাঁদ বাংলাদেশ প্রেমের বিষয়টি উপস্থাপন করতে চায়, কিন্তু ৯০% মুসলিমের দেশে সেটা সম্ভব হবে কি? আল্লাহ-মোল্লা পক্ষের নিখাঁদ বাংলাদেশ প্রেমির ঐক্য আবার সোনাগাজী পক্ষ মেনে নিবে না। সোনাগাজী পক্ষকে আল্লাহ-মোল্লা পক্ষ মেনে নিবে না। সুতরাং এবার ভারত পক্ষের পর পাকিস্তান পক্ষ ক্ষমতার দ্বার প্রান্তে; অবশ্য ভারত পক্ষ পালিয়ে গেলেও এখনো হাল ছাড়েনি।নোবেল লরিয়েট এসেছেন অতিথি হয়ে। তারপর তিনি ফিরে যাবেন নিজ গন্তব্যে। অথবা তিনি চলে যাবেন পরপারে। কারণ তাঁর বয়স হয়েছে।

মোল্লাপক্ষ প্রিয়দের থেকেই দেশের স্বাধীণতাকামীদের ঐক্যবদ্ধ করার মত পক্ষের উত্থান অবশেষে ঘটবে। কারণ এটা সম্ভব। সোনাগাজী বা রানু যা চায় সেটা এদেশে অন্তত সম্ভব নয়। কারণ মানুষের বিশ্বাস/অবিশ্বাস বদলানো দূরহ কাজ- ভারতীয় উপমহাদেশের সনাতনী বিশ্বাস থেকে সেটা স্পষ্ট। এখানে মুসলিম আসলো, ইংরেজ আসলো, তথাপি অধিকাংশ মানুষ সনাতনী থেকে গেল। এখন তথাকতিথ বিজ্ঞান পক্ষ সকল পক্ষকে তাদের দিকে টানছে। সেই পক্ষের একজন সোনাগাজী পরপারে যাওয়ার অপেক্ষায়, অন্যজন রানু এ বিষয়ে দূর্নিবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের পক্ষে জনতার সাড়া নিতান্ত হতাশা জনক। কারণ ধর্মের প্রেম ছাড়তে না পারা। অবশ্য ধর্ম প্রেমীরাও বিভিন্ন দলে বিভক্ত হয়ে পরস্পর কামড়াকামড়িতে লিপ্ত। তারমধ্যেও আমাদের দেশটা স্বাধীন আছে এটাই সবচেয়ে বড় পাওনা। স্বাধীনতার পতাকা একবার ভারত পক্ষ উড়ায়, আবার পাকিস্তান পক্ষ উড়ায় এবং নিখাঁদ বাংলাদেশ পক্ষ নিরবে ঘুমায়।

ভারত পক্ষ পালিয়ে যাওয়ার পর পাকিস্তান পক্ষের ক্ষমতা ভাগাভাগির হিসাব নিকাস চলছে। পাকিস্তান এখানে ব্যবসা করার জন্য মুখিয়ে আছে। ব্যবসা হারানোর আশংকায় ভারতের মনখারাপ। তারা ঠিক কি করবে সেটা তারা ভাবছে। এত্ত পার্টিশনের মধ্যে আসলে খুববেশী ভালো কিছু আশা করা যায় না।

# পোষ্টের শিরনাম সোনা গাজীর কথা থেকে কাটছাঁট করে নেওয়া হয়েছে।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০১

রাসেল বলেছেন: স্বাধীণতাকামী- শব্দটা খুব সন্দুর, এই শব্দের সন্মান কি বেশিরভাগ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রেখেছে?

২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: পাকিস্তান প্রেম ও ভারত প্রেম ছেড়ে প্রকৃত দেশপ্রেমী হওয়া বড় কষ্টের। পাকিস্তান-বাংলাদেশ খেলায় আমি অনেককে পাকিস্তানের সাপোর্ট করতে দেখেছি এবং বাংলাদেশ-ভারত খেলায় আমি অনেককে ভারতের সাপোর্ট করতে দেখেছি। পাকিস্তান-ভারত খেলায় আমি অনেককে নিরপেক্ষ থাকতে দেখিনি। কেউ বলছে ওরা আমাদের ভাই, কেউ বলছে ওরা আমাদের বন্ধু।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরক্ত বোঝা যাচ্ছে। বেশিরভাগের অবস্থা আপনার মতো।

২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রকৃত দেশপ্রেমিক খুজে পাচ্ছি না, সেজন্য বিরক্ত।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১০

এ পথের পথিক বলেছেন: আমাদের কাছে যত বিপদ তত ঐক্য । যদিও আমরা বিভিন্ন দলে, উপদলে কামড়াকামড়িতে লিপ্ত । তবুও আমি আশাবাদী ভবিষ্যতে এমন প্রজন্ম আসবে যারা এ বাংলার হাল ধরবে ও ন্যায়ভিত্তিক ও ইনসাফপুর্ন রাষ্ট্র কাঠামো তৈরি করবে । তবে আমি এ দল আর বি দল মুক্ত বাংলা চায় । ইসলামি খেলাফত একমাত্র মুক্তির পথ । এ লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ্‌ ।

২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যা চাচ্ছেন, অনেকেই তা’ চাচ্ছে না- বিভেদ সে কারণেই হয়।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে।
যা সাময়িক সমস্যা দেখা দিচ্ছে, এটা স্থায়ী হবে না। জাস্ট চিল চাচাজ্বী।

২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যে ধর্মহীন দেশ চান, তা’ কি সিগ্র হয়ে যাবে?

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২২

নতুন নকিব বলেছেন:



ইনশাআল্লাহ, অচিরেই ভালো সময় আসবে।

২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের আশার বয়স অনেক।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৮

কলাবাগান১ বলেছেন: আপনার নিজের ই তো পরপারে যাওয়ার সময় একবার পার করে এসেছেন, এখন হিসাব করছেন কে পরপারে যাওয়ার অপেক্ষায়?????

২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: পরপারে যাওয়ার হাত থেকে কারো রক্ষা নাই।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


খিলাফত পাকিস্তানে নেই,বাংলাও থাকবে না।

২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: খিলাফত এখনো বাংলায় আসেনি। খিলাফত আসার পর থাকার চিন্তা করা যাবে।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৪

কু-ক-রা বলেছেন: পাঁদগাজী এন্ড গং যাহার মধ্যে কলাবাগান সহ বিভিন্ন প্রকারের আগান বাগান অন্তর্ভুক্ত - উহারা প্রকৃতপক্ষে নাস্তিক্যবাদি। নিম্নস্তরের বুদ্ধিবৃত্তি সম্পন্ন এই সমস্ত গার্বেজ বাংলাদেশের দুর্ভোগের কারণ।

২৫ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার নিকের ছবির মত আমার একটা মোরগ আছে। ওটা বেশ গলামোটা করে বাক দেয়।

৯| ২৫ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: প্রকৃত দেশপ্রেমিক খুজে পাচ্ছি না, সেজন্য বিরক্ত।

আপনি অন্যকে খুঁজেন কেন?
আপনার নিজের মধ্যে দেশপ্রেম লালন করুন।
পরিবারের সবার মধ্যে লালন করুন।

২৫ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা দেশ প্রেমিক প্রদত্ত সুবিধাভোগী জনগণ। দেশ প্রেমিকের অভাবের কারণে আমাদের বেশ অসুবিধা হচ্ছে।

১০| ২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৯

তাবরিযি বলেছেন: আপনি দেখতে পাচ্ছেন না, তবে আছে। ঠিকই কাজ করছে তারা, কেউ তাদের দেখতে পাচ্ছে কিনা তাতে তাদের মাথাব্যাথা নেই। তবে আপনার প্রজন্মের না তারা।

২৬ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা এখনো সেইভাবে দৃশ্যমান নয় বলেই আমি দেখতে পাচ্ছি না।

১১| ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৫৬

কলাবাগান১ বলেছেন: রাজাকারদের বিরূদ্ধে কথা বললেই ট্যাগিং আর তাতে আপনার সন্মতি.... বাহ বেশ চালিয়ে যান

২৬ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি তাকে অবলা প্রাণী আখ্যা দিয়েছি। আর সেটা তার নিকের পিক অনুযায়ী। এখানে সম্মতি জাতীয় কিছু নাই।

১২| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জামাত পারবেনা দেশ চালাতে; ভারতপস্থী ভাদা এবং পাকিস্থান পন্থী পাদা কেউই দেশপ্রেমীক না অন্যকোন একটা শক্তিশালী দলের প্রয়োজন।

২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেকে এখন সেটাই ভাবছে।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১২

অপু তানভীর বলেছেন: চুরি চামারির জন্য দেশ ছেড়ে পালাইতে হইছে, এখন নিজেদের কইতেছে স্বাধীনতার পক্ষের শক্তি !!
মাই ফুট!!

২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বাধীনভাবে চুরিকরা স্বাধীনতার পক্ষের শক্তি !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.