নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
জোছনায় অনেক কথা হচ্ছে তোমার উষ্ণতায়
জমানো আবেগগুলো ডানামেলে উড়ছে
সময় গুলো মৃদু পায়ে হেঁটে চলে যায় অগোচরে
ঘুমগুলো দূর লোকে থেকে বলছে, আজ আমাদের ছু’টি।
তুমি উত্তেজিত হয়ে বললে, চাঁদটা আজ খুব সুন্দর না?
আমি মাথা নেড়ে বললাম, তুমি পাশে বসে থাকলে চাঁদ সুন্দর না হয়ে পারে?
তুমি খিলখিলে হেসে কোলে লুটিয়ে পড়ে বললে, সত্যি বলছি চাঁদটা আজ খুব সুন্দর!
তবে আমার কোলে লুটিয়ে পড়া চাঁদটার মত সুন্দর না নিশ্চয়ই!
জান হাঠাৎ দারুণ ভালো লাগছে!
জানি মনোরমা প্রকৃতির কোলে ভালো লাগার সব আয়োজনের মধ্যে আমরা দু’জন
জোছনা রাতে এক সাথে পাশাপাশি কাছাকাছি বসে আছি আকাশের তলে
তারপর আমাদের ভালোলাগা গুলো ঝর্ণা ধারার মত বয়ে চলছে অবিরাম বহু দূর পথ ধরে।
২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার মধ্যে এসব কথা হবে না। আমি এখন ভাবের মধ্যে আছি।
২| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: কবিতার মধ্যে এসব কথা হবে না। আমি এখন ভাবের মধ্যে আছি।
আমি ভাব ভালো বাসা পছন্দ করি।
২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবি গোলাম মোস্তফা বলেছেন- মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক কবি দা
২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুমন্তব্যের জন্য ধন্যবাদ কবি।
৪| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ কবি।
৫| ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি বলায় আশ্বস্ত হলাম।
৬| ২৮ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: কবি গোলাম মোস্তফা বলেছেন- মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে।
উক্ত কাব্য আমার গুরুদেবের রচনা। গোলাম মোস্তফা কবির নয়।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমিতো গোলাম মোস্তফা জানতাম।
৭| ২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: আল্লাহর হিসাব অতি নিখুঁত।
চাঁদ সুন্দর না হয়ে উপায় আছে?
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর-অসুন্দর-বেসুন্দর সবই আল্লাহর সৃষ্টি।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই চাঁদকে নবীজী তাঁর হাতের ইশারা ভেঙ্গে ২ টুকরা করে মক্কার মাটিহেত ফেলে দিয়েছিলেন।
এখন সেখানে আছে নকল চাঁদ।
ইহা প্রমাণিত।