নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
আমাদের গ্রামের শান্তি বর্ধন ইন্ডিয়া চলে গিয়ে ছিলেন। খবরটা শুনে আমার চাচা বলে ছিলেন, শান্তি ইন্ডিয়া গিয়ে আমাদের জন্য চিন্তা রেখে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া গিয়ে যেভাবে হুমকি-ধামকি দিচ্ছেন তা’ আসলেই চিন্তার বিষয়।তিনি একাত্তর ও পঁচাত্তরের প্রতিশোধ গ্রহণ করেছেন, চব্বিশের প্রতিশোধ গ্রহণ করতে পারবেন কি?
আমাদের দেশের কোন নাগরিক নিজে দেশকে পরদেশ ভাবেন এটা ভাবতে আমার ভালো লাগে না।বাংলাদেশের কোন নাগরিক ইন্ডিয়া চলে যাওয়া আমাদের জন্য গৌরবের নয়। আমার ছাত্রী প্রিয়াংকা পোদ্দার তাঁর শ্বশুরের পিন্ডি দিতে ইন্ডিয়া গিয়ে দেশে ফিরে যা বলেছেন, তাতে আমার মনে হয়েছে তিনি নিজের দেশটাকে ভালো বাসেন। জীবনানন্দ দাস বলেছেন- আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। অনেক বাংলাদেশী হিন্দুর কথা থেকে আমার মনে হয়েছে তারা নিজদেশকে ভালোবাসেন। তাহলে তাঁদের দেশের নাগরিকদের উচিত তাঁদের দেশের নাগরিকদেরকে ভালোবাসা। যেন তাদের ভালোবাসায় পড়ে তাদের দেশের নাগরিকরা অন্য দেশে চলে না যায়।
শান্তিরা এদেশের রাজনীতির দাবার গুটি হয়ে গেলে রাজনীতির লোকেরা তাদেরকে নিয়ে খেলতে থাকবে। তারচেয়ে বরং তাঁরা দেশের নাগরিক হয়ে যান, তাহলে তাঁদেরকে নিয়ে খেলা বন্ধ হবে। তারা অমুক দলের সাপোর্টার এ লেবেলটা কেউ যেন তাদের গায়ে সেঁটে দিতে না পারে সে বিষয়ে তাদেরকে সজাগ থাকতে হবে।
দেশের রাজনীতির পট পরিবর্তন হয়েছে। আবারো রাজনীতির পট পরিবর্তন হবে না, হলফ করে এমন কথা বলা যায় না। আগের পটটা আগে যাদের হাতে ছিল সেই পট তাদের হাতে আবার ফিরে গেলে যারা পট পরিবর্তন করেছে তাদের খবর আছে।ইত্যাকার বিভিন্ন বিষয়ে দেশে এখন চিন্তার বাম্পার ফলন হচ্ছে। আপাতত হতাশা ছাড়া আশার কিছু দেখা যাচ্ছে না। তবে আমি এখনো বেঁচে থাকলে ভোট দেওয়ার আশা পোষন করছি। জামাইয়ের কারণে হয়ত বিএনপিকেই ভোট দিতে হবে। আমার যাঁকে ভোট দেওয়ার কথা সেই খায়ের ভুঁঞার অবশ্য কোন বদনাম আমার কানে আসেনি। আর জামাই বাবার বদনাম কানে আসেনি বলেই মেয়ে বিয়ে দিলাম। ক্ষমতার পটটা সামনে বিএনপির হাতে যাক সেই কামনা থাকলো।
# শান্তি খানিকটা থাকলে আমার বড় মেয়ের বিড়াল মিলকির আছে। তবে তারও চিন্তা টমি নামক কুত্তা। টমি মিলকিকে তাড়া দিয়ে গাছের মগডালে তুলে দিয়ে ছিল। তারপর সে নামতে পারছিল না। আওয়ামী লীগও বিএনপিকে তাড়িয়ে গাছের মগডালে তুলে দিয়ে ছিল। সেখান থেকে তারা নামতে পারছিল না। চব্বিশের ঘটনার পর বিএনপি মিলকির মত রিলাক্স অবস্থায় আছে। তবে পূর্বের তাড়নার কথা মনে করে তাদের কেউ কেউ এমনভাবে কথা বলছে যে তারাই যেন আওয়ামী লীগের কিছু একটা হয়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপি গণের তন্ত্র গণতন্ত্র হলে গণতন্ত্রের কপালে ভোগ আছে।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪০
ভাবনার জগত বলেছেন: আওয়ামী লীগ ও বিএনপির এপিট-ওপিট। ২৪ এর আন্দোলন সফলতার মুখ দেখবে না শতভাগ নিশ্চিত।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে হলে বিএনপির বিকল্প নেই।