নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

পিনাকি আসলে কি?

১৪ ই মার্চ, ২০২৫ রাত ১০:২৬



গেছদাদা্ মনে করেন পিনাকি আসলে ‘র’ এর এজেন্ট। কারণ ‘র’ তাকে হত্যা করে নাই।শেখ হাসিনা ভারতে গেছিলেন সেখান থেকে শক্তি সঞ্চয় করে আবার ক্ষমতা দখল করার জন্য। কিন্তু তাঁর সে আশায় গুড়ে বালি। তিনি বলেছেন ভারতকে তিনি এমন দিয়েছেন যে তারা কোন দিন ভুলতে পারবে না। বড়দেরকে দান করে এভাবে খোঁটা দিতে হয় না এটা তিনি বুঝতে পারেননি।বড় তো দূর কি বাত ছোটরাও খোঁটা হজম করে না। দানের পর তাঁর ভাবসাবে ‘র’ বিরক্ত থাকায় হয়ত তারা তাঁর পতন চেয়েছে। আর বিএনপির সাথে ‘র’ এর হয়ত সমঝোতা হয়েছে বিএনপি ক্ষমতায় গেলেও ভারতের প্রতি বাংলাদেশের দান অব্যাহত থাকবে। অবশেষে শেখ হাসিনা ট্রাম্পের অপেক্ষায় ছিলেন। কিন্তু বাইডেনের সাথে শেখ হাসিনার সেলপি তোলার কথা হয়ত ট্রাম্প ভুলতে পারেননি।সেজন্য ট্রাম্প বাংলাদেশ মোদীর হাতে ছেড়ে দিলেন। আর মোদী যদি খোঁটার কারণে শেখ হাসিনার প্রতি বিরক্ত হয়ে থাকেন তবে শেখ হাসিনার টোকায় মোদী ডেপ ডেপ করবেন। ভালো করে বাজবেন না। সেই ডেপ ডেপ বাজার কারণে শেখ হাসিনা এখনো গেস্ট অব ইন্ডিয়া। এর চেয়ে বেশী তাঁর প্রাপ্য হয়নি। সুতরাং গেছদাদা গাছে বসে হিসাব করে যা বললেন তা’ একেবারে ফেলে দেওয়ার মত নয়।

পিনাকি ‘র’ এর এজেন্ট হয়ে থাকলে আওয়ামী লীগের কপালে শনি আছে। এদিকে ভারতের সেনাপ্রধান বলেছেন, পরের সরকার আসলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হবে। সেই সম্পর্ক যতকাল ভালো থাকবে সেই সরকার ততকাল ক্ষমতায় থাকবে ঘটনা এমন হলে সেই সরকার বহুকাল ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগের একটা তকমা দেওয়া হয়েছে ফ্যাসীবাদ। সেই দোষেই তাদেরকে সহজে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না।

বিএনপির ট্রাম্পকে ম্যানেজ করার বিষয়টাও দৃশ্যমাণ। এদিকে ক্ষমতার জন্য জামায়াতকে যথেষ্ট দৌড় ঝাঁপ করতে দেখা গেছে। কিন্তু ম্যানেজের বিষয়ে তারা যথেষ্ট পিছিয়ে আছে। সুতরাং এবারও তাদের ভাগ্যে ক্ষমতার সিঁকে হয়ত ছিড়বে না। নাহিদ গংদেরও একই দশা।ম্যানেজের বিষয়ে তারাও যথেষ্ট পিছিয়ে আছে।তারা হয়ত কয়টা সীট পেয়ে জাতীয় সংসদে খানিক চিল্লাপাল্লা করবে।ঘটনা এর চেয়ে বেশী দূর গড়াবে না। ছোট দেশগুলোর ক্ষমতায় যেতে ম্যানেজের বিষয়টা লাগে। পাকিস্তান যা চেয়েছে সেটা হয়ত হচ্ছে না। ভারত-আমেরিকা বলয় থেকে হয়ত বাংলাদেশ বের হতে পারছে না। তথাপি পাকিস্তান, রাশিয়া, চীন যদি কিছু ব্যবসা পায় তবে সেটা সম্ভব হতে পারে। বাংলাদেশ পণ্য বিক্রির একটা বড় বাজার হিসাবে সবাই বাংলাদেশকে সমিহ করে। আর ভারত বাংলাদেশের পণ্য ক্রয়ের বড় বাজার হিসাবে বাংলাদেশ সহজে ভারতকে ঠেলে ফেলে দিতে পারবে না। কারণ ভারত থেকে পন্য আমদানীতে পরিবহন খরচ কম সেটা ছোট পাগলেও বুঝে। সুতরাং মুখস্ত ভারত বিরোধীতা কোন কাজের কিছু না। পণ্য ক্রয়ের বিশ্বের সবচেয়ে বড় বাজার ভারত; শাসক গুষ্ঠি সেটা না বুঝলে তারা সফল শাসক হতে পারবে না।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:০১

সৈয়দ কুতুব বলেছেন: পিনাকি, ইলিয়াস/ব্রিলিয়ান্ট জিনিয়াস..... :D একটা গান বের হয়েছে! ভাবি বাংলাদেশের মাটিতে উহাদের দরগা শরীফ বানানো হবে।

১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের মুরিদের অভাব নাই।

২| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:০৬

কলিমুদ্দি দফাদার বলেছেন: সব ঠিক আছে! কিন্তু পেনাকি যে আসলে কে এইডা বুঝলাম না সনেট কবি? B:-)

১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: তার বক্তব্যে তাকে এন্টি হাসিনা মনে হয়।

৩| ১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:১৩

কু-ক-রা বলেছেন: উহা (মহাজাগতিক চিন্তা) সঠিক ভাবে চিন্তা করিতে অক্ষম। উহার মগজে সমস্যা আছে।

১৪ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: চরম উস্কানিমূলক মন্তব্য। মুছে দিতে পারতাম। তবে মুছলাম না।

৪| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১২:১২

আদিত্য ০১ বলেছেন: কাককু আপনা না সেভেন সিস্টার দখল করতে ভারতের সাথে যুদ্ধ করতে ১ মাস আগেও খুব গরম পানির মত টগবগ করছিলেন, সেই পানি কি ঠান্ডা হইয়ে গেলো। এখন সেভেন সিস্টারের কি হবে। আপনিও ভারতপ্রেমী হইয়ে গেলেন!

১৫ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি ভারত যুদ্ধ করলে তার জাবাব দেওয়ার কথা বলে ছিলাম। ভারত বন্ধু হয়ে থাকলে এর দিকে চোখ তুলে তাকাতে আমি বলিনি।

৫| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: বিএনপি ট্রাম্পকে কিভাবে ম্যানেজ করলো? বা আপনার কেন মনে হল এমনটা?

১৫ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের টিম ট্রাম্পের প্রার্থনায় যোগ দিয়ে ছিল। তার থেকে বুঝলাম তারা ট্রাম্পকে ম্যানেজ করতে চায়।

৬| ১৫ ই মার্চ, ২০২৫ রাত ১:৩১

ভুয়া মফিজ বলেছেন: মোদির হণুমানটার নিজের কিছু লেখার যোগ্যতা নাই। অন্যের লেখা কপি/পেষ্ট করে।

যাই হোক, পিনাকি আসলে কি সেইটা তো মোদির হণুমানটা তার কপি করা পোষ্টে উল্লেখ করছে। আপনের সেই কথা বিশ্বাস হইলো কিনা তার সোজাসাপ্টা উত্তর দ্যান। এই বিষয়ে আপনের মতামত কি?

১৫ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিজেপির শত্রুদল কংগ্রেসের বন্ধু দল আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশে তারা আওয়ামী লীগ বাদ দিয়ে এর বিকল্প খুঁজতেই পারে। যার সব কথা ভূল হয় তারও কোন কোন কথা ঠিক হতে পারে। পিনাকির মনের খবর আমি জানি না। তবে তার বিষয়ে গেছ দাদার অনুমান সঠিক হলেও হতে পারে বলে আমি মনে করি।

৭| ১৫ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: পিনাকি কারও এজেন্ট না। সে ছোটকাল থেকেই বিপ্লবী মন মানসিকতা সম্পন্ন একজন মেধাবী মানুষ। সে যা চিন্তা করে সোজাসুজি বলে। আমাদের দেশের অন্য নেতাদের মত ঘুড়িয়ে পেঁচিয়ে কথা বলে না। জীবনের ঝুকি নিয়ে সে কাজ করছে।

১৫ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা সঠিক হলে ঠিক আছে। সে ‘র’ বিরোধী হয়ে থাকলে তার মৃত্যুর ঝুঁকি আছে।

৮| ১৫ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রথমটা চুরি করে পালিয়েছে।
দ্বিতীয়টা নিয়ে আমার কোন আগ্রহ নাই।
২টাই খারাপ লোক।

৯| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৮:৪৬

রাসেল বলেছেন: তাহলে কি, যে ভারতের দালালি করবে সেই ক্ষমতায় যাবে? অন্যভাবে বললে ভারতের দালালি করার জন্যে সকলে ক্ষমতায় যেতে চায় এবং বিনিময়ে কিছু আয় রোজগার হয়।

১০| ১৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: পিনাকি আসলে শেখ হাসিনার উপর ভীষন রেগে আছে।
তার আবোল তাবোল বকছে। মূলত সে তার ইউটিউব চ্যানেলে আবোল তাবোল বলে। আসলে চ্যানেলের ভিউ বাড়ানোর এজন্য ছ্যাবলামি করতে হয়। সে তাই করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.