নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য দোলনায়

২৯ শে মার্চ, ২০২৫ সকাল ৮:৩৮



ভোরের রোদ্র এসে ঘাসের শিশিরে মেঘের দেশে চলে যেতে বলে
শিশির মেঘের দেশে গিয়ে বৃষ্টি হয়ে ঘাসের মাঝে ফিরে আসে-
বৃষ্টি হাসে শিশিরের কথায়। তাহলে আমরা দু’জন কেন প্রিয়?
এক জুটিতে আমরা দু’জন এক সাথে থাকার প্রত্যয়ে একত্রিত।

শীতের প্রভাতে ফুলের গা ঘেঁসে রোদ্র এসে আমার গায়ে জড়ায়-
এ খবরে ক্ষেপে যাবে কি শিশির? বৃষ্টির কথায় শিশির হাসে
ভোরের রোদ্র তো নিতান্ত শিশু সেজন্য ক্ষমা করে দিলাম
শিশিরের কথায় বৃষ্টি বলে, তাহলে রোদ্রকে কোলে করে নাচব?

ওরা কথা বলে সময়ের স্রোতে ভেসে ভেসে সুখের জলে সিক্ত হয়ে
তাদের আনন্দ দোল খায় পার্কের অদৃশ্য দোলনায় দুলে দুলে আরামে
নিন্দুকেরা বাঁকা দোখে তাকিয়ে বলে গেল গেল গেল উচ্ছন্নে সব
ওরা বলে বিবাহের দড়ি আন বাঁধা পড়ি, সব তবে হয়ে যাবে ঠিকঠাক।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামু আলাইকুম।
সুন্দর কবিতা লিখেছেন। ভাষা সুন্দর ও প্রানবন্ত।
আপনার কবিতা পড়ে আজকের দিনটা শুরু করলাম।

২৯ শে মার্চ, ২০২৫ দুপুর ১:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার মাঝখানে বার বার স্ত্রীকে কাজে হেল্প করতে হয়েছে। তথাপি আপনার সুনামে ভালো লাগছে।

২| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:১১

রানার ব্লগ বলেছেন: আপনি কবিতার মানুষ । অহেতুক কি সব নিয়ে লেখেন । যারা আগা মাথা খুজে পাই না । কবিতা লিখুন । হু যদি মনে করেন আপনি ধর্ম চর্চা করবেন গজল লিখুন ।

২৯ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতার চেয়ে সেসবের পাঠকই বেশী।

৩| ২৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৭

সৈয়দ কুতুব বলেছেন: দারুণ লিখেছেন।

২৯ শে মার্চ, ২০২৫ দুপুর ১:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।

৪| ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: তা চাচাজ্বী ইদ কোথায় করবেন? ঢাকা না গ্রামের বাড়িতে?

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১১:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: চাকুরী সুবাদে ঝালকাঠিতে থাকি। ঈদে সেখানেই আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.