নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

যারা শাসক হিসাবে তারেককে চায় না তারা নির্বাচন চায় না

০৩ রা এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৩



শেখ হাসিনা বিএনপিকে ক্ষমতা বঞ্চিত রাখতেই অগ্রহণযোগ্য নির্বাচন করেছেন বলে অনেকে মনে করেন। এখন সঠিক নির্বাচন হলে ক্ষমতা বিএনপির হাতে যাবে বলে ধারণা করা হচ্ছে।সেজন্য বিএনপি নির্বাচনের তাসবিহ পাঠ করছে এবং এন্টি বিএনপি নির্বাচন বিলম্ব হওয়া কামনা করছে। আওয়ামী লীগ চাচ্ছে তাদের ক্ষমতা তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এদিকে আমেরিকা বাংলাদেশী পণ্যে ৩৭% শুল্ক আরোপ করার কথা বলেছে। তাতে লেংড়া গার্মেন্টস লোঞ্জা হওয়ার আশংকা।

ডক্টর মোহাম্মদ ইউনুস তাঁর ঘটে যত বিদ্যা-বুদ্ধি আছে তা’ ঢেলে দেশে উন্নতির আলো জ্বালাবার চেষ্টা করছেন। তারেকের ঘটে কি আছে তা’ আমার জানা নাই। তার ঘটে কি আছে সেইটাই হয়ত কেউ কেউ দেখতে চায়।তার কোলে একটা বিড়াল দেখছিলাম এবং শেখ হাসিনা কিছু চাষাবাদ করতেন গণভবনে। বিএনপির ছিল ১০% কিন্তু আওয়ামী লীগের পারসেন্ট আরো বেশী ছিল অনেকে মনে করেন। অনেকে তাদেরকে লুটেরা বলছে, তবে তারা এটা স্বীকার করে না। তবে জুলাই-আগস্টে তাদের হত্যাযজ্ঞ ব্যাপক ছিল। এটাই তারা বলে অপর পক্ষ করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কিন্তু নির্বাচনের বিষয়টা তারা কি করে ছিল? শাক দিয়ে কত আর মাছ ঢাকা যায়।

শেষ বয়সে ডক্টর ইউনুছ কোন ম্যাজিক দেখাতে পারলে তাঁকে তা দেখাতে সময় দেওয়া উচিত। বিএনপি তাঁকে দলে নিতে পারে। ডক্টর মনমোহন সিংকে কংগ্রেস প্রধানমন্ত্রী বানিয়ে ছিল। বিএনপির সাথে ডক্টর ইউনুছের তেমন কোন ড্রিল হলে নির্বাচন আগে হতে পারে। সে ক্ষেত্রে তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচনের জন্য ডক্টর ইউনুছ ক্ষমতা ছাড়তে পারেন। এ ক্ষেত্রেডক্টর ইউনুছ এনসিপিতে যোগ দিয়ে এনসিপি-বিএনপি জোটে প্রধানমন্ত্রী হতে পারেন। বিদেশীদের মধ্যেও তাঁর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে আগ্রহ আছে বলে মনে হয়।

বিএনপির দেশ শাসনের অভিজ্ঞতা ছিল। তারা আহামরি তেমন কিছু করতে পারেনি।জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোষগুলো তাদের মধ্যে ছিল। তাহলে ঠিক কি কারণে জনগণ তাদেরকে ভোট দিবে তা ঠিক বুঝা যাচ্ছে না। হতে পারে ভোট দেওয়ার মত প্রার্থী না থাকায় ভোটাররা তাদেরকে ভোট দিবে কাজ চালিয়ে নেওয়ার জন্য। এর চেয়ে বেশী আশার কথা তারাও শুনায় না এবং জনগণও তাদের থেকে বেশী কিছু আশা করতে পারছে না।

জনতার তাড়া খেয়ে বিএনপি ক্ষমতা ছেড়ে পালিয়ে ছিল এবং আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী লীগ তাদেরকে বহুকাল বাটাবাটি করেছে। রানু বলেছে আওয়ামী লীগ পিছু হটেছে তীব্র আক্রমণের জন্য। দূর থেকে তারা ভেংচি কাটছে সেটা দেখা যাচ্ছে। জামায়াত-জাতীয় পার্টি এদিক-সেদিক ঢুঁ মারছে।দেশ এবং রাজনীতি ক্লান্তিকর অবস্থায় আছে। দেখা যাক ডক্টর ইউনুছ শেষতক কি করতে পারেন।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৬

সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূস নির্বাচন করুক ! জনপ্রিয়তা থাকলে অবশ্যই প্রধানমন্ত্রী হবে। কিন্তু ভিন্ন উপায়ে ক্ষমতায় থাকা ভালো লক্ষণ নয়।

০৩ রা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপির সাথে দর কষাকষির জন্য তিনি নির্বাচন বিলম্বিত করতে পারেন।

২| ০৩ রা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

সৈয়দ কুতুব বলেছেন: উনি এনসিপির জন্য বিএনপির সাথে দরকষাকষি করবেন। নাহিদ ও আসিফ সংসদে যেতে চায়। এনসিপি ১০০ সিট চাইসে সেনাবাহিনী ও বিএনপির কাছে এমন কথা সবত্র শোনা যাচ্ছে। B-)

০৩ রা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিএনপি ওদের কথায় রাজি হলেই নির্বাচন দ্রুত হবে। নতুবা ওরা আরো কিছুটা সময় ক্ষমতায় থাকতে চাইবে।

৩| ০৩ রা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫১

নতুন বলেছেন: এনসিপি ১০০ চাইবে তবে ১৫-২০ এই রাজি হয়ে যাওয়া উচিত।

তারেক জিয়া আসলে তেমন কিছুই পরিবর্তন হবেনা।

বিএনপি কেমন দখল নিয়েছে সেটা আপনার জানার কথা।

চাদার বাজার কতটুকু বিএনপির দখলে এখন?

০৩ রা এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এনসিপিকে ৫০ আসন দিয়েও বিএনপির দ্রুত ক্ষমতার পথে হাাঁটা উচিত। কারণ যে কোন সময় আওয়ামী লীগ ক্ষমতা দখল করলে সেটা অসাংবিধানিক হবে না। তখন বিএনপির আম-ছালা দু’টোই যাবে। এনসিপি-বিএনপি জোটি সরকার হয়ে জামায়াত বিরোধী দল হলে তথাপি এক রকম সরকার হবে।

৪| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৪

অক্পটে বলেছেন: দুটো দলকেই আমাদের দেখা হয়ে গেছে। এই সময়ে ড. ইউনুসের চেয়ে ভাল কোন অপশন আপনার জানা আছে?। যদি থাকে তাহলে সে কে। অন্য কেউ এলেই আ.লেগের মতো হবে। ভারত গ্রাস করবে তাদের অতপর রিইনস্টল আ.লীগ।

০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: ডক্টর ইউনুস অবশ্যই ভালো অপশন। বিএনপি বলছে তাঁর পক্ষে ২% আছে। কেউ কেউ তাঁর পক্ষে ইয়েস-নো ভোট চায়।

৫| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৮:৫১

নিমো বলেছেন: নতুন বলেছেন: এনসিপি ১০০ চাইবে তবে ১৫-২০ এই রাজি হয়ে যাওয়া উচিত।

বাহ! নূতন বন্দোবস্তের নমুনাতো সেই ভাই। এটা অবশ্যই পুরানো বন্দোবস্তের আওতায় স্রেফ ক্ষমতা বদল নয়, কী বলেন। শহীদ ও আহতের রক্তের প্রতি দারুণ সন্মান, তাই না। আহারে ভাই, ধান্দাবাজি আর কত?

০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগের বিরুদ্ধে এন্টি আওয়ামী লীগের সবাই ছিল। বিএনপি বলছে এনসিপি ২%। তাতে তাদের সীট হয় ৬ টি। আমি তাদেরকে ৫০ সীট দেওয়ার পক্ষে। ২০০৯ সালে জামায়াত সেক্রেটারীকে জাতীয় পার্টিকে সাথে রাখতে তাদেরকে ৫০ সীট দিতে বলেছিলাম। তিনি বললেন জাতীয় পার্টি ছাড়াই তাঁরা ২৫০ সীট পাবেন, কিন্তু পেলেন ৩০ সীট। যাতে জামায়াতের ছিল ৩ সীট। তারপর জামায়াতের সেক্রেটারী ফাঁসিতে জূললেন। বোঝার উপর শাকের আঁটি একটা কথা আছে। ২% ভোটেও অনেক সময় অনেক সীট চলে আসে। বিএনপিকে সেটা বুঝতে হবে।

৬| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৫

ঢাবিয়ান বলেছেন: পরিবারতন্ত্র নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক।

০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১০:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার এ মতের পক্ষে অনেকেই আছেন। দেখা যাক তাঁরা কতটা অগ্রসর হতে পারেন।

৭| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৬

নিমো বলেছেন: মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি তাদেরকে ৫০ সীট দেওয়ার পক্ষে।

তাদের নূতন বন্দোবস্তেতো গণপরিষদ নির্বাচন, তারপর নূতন সংবিধান এবং দ্বিতীয় প্রজাতন্ত্রের সূচনা। সেখানে আসন দেয়াদেয়ি, ভাগাভাগিতো সেই পুরানো বন্দোবস্তই। এত স্ববিরোধীতা, দ্বিচারিতা করলে মানুষ আস্থার সংকটে পড়বে। আনুপাতিকতো বটেই, আগামী ডিসেম্বরের আগে কোন নির্বাচন হওয়ার সম্ভাবনাই নাই। কারণ মার্চে রমজান আর জুনে বর্ষা। এই ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ করা অসম্ভব। অবশ্য ইউনূসের সুস্থতা ও বিশ্ব পরিস্থিতিও ভূমিকা রাখবে।

০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১০:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিবনেপির সাথে সমঝোতা না হলে তারা তাদের মত করে অগ্রসর হবে।

৮| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১০:১৪

ঢাবিয়ান বলেছেন: এনসিপি বিএনপির কাছে সীট চাইছে , এই কথাটা ব্লগের জনাব কুতুবের ভাষ্য ছাড়া আর কোথাও দেখি নাই। নাহিদ , আসিফরা প্রতিটা ভাষনে বিএনপিকে তীব্র আক্রমন করে বক্তব্য দিচ্ছে। নাহিদ সম্প্রতি বলেছে যে , প্রথম বা দ্বীতিয় স্বাধীনতা নয় , তাদের কাছে গুরুত্বপুর্ন লুটপাঠের স্বাধীনতা। আর জনাব কুতুবরা গুজব ছড়িয়ে বেড়াচ্ছে যে তারা বিএনপির কাছে সীট ভিক্ষা চাইছে !!

০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১০:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। নাহিদরা অনেক কথা বলবেন। আবার তাঁদের নিকট থেকে ভিন্ন কথাও শুনা যাবে।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ রাত ২:২৯

এইচ এন নার্গিস বলেছেন: বাংলাদেশের রাজনীতি খুব কঠিন যায়গা । কে কাকে ডুবাবে তার বিশ্বাস নাই । অজগরের সাথে পেঁচিয়ে থাকা হলো রাজনীতি ।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসসালামু আলাইকুম।
শুভ সকাল।

ইদ শেষ করে- রানু চলে এসেছে।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী,
আওয়ামীলীগ, বিএনপি, এনসিপি, জামাত আসলে কোনো শালাই ভালো না।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৬

নকল কাক বলেছেন: আমার লেখা গল্প "আমজাদ শেখ" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৪

অপলক বলেছেন: তারেক জিয়ার ঘটে আছে নারী তুলে নিয়ে গিয়ে ফুর্তি করা, মদের আসর দেয়া, মানি লন্ডারিং, চাঁদবাজি আর গা বাঁচানো খেলা। ফটর ফটর ফকরুল সাহেব কে দিয়ে সংসদে কাম নাই। ঐ বিএনপি আসুক, যেখানে মেজর জিয়া থাকবে, সাইফুর রহমান থাকবে , মান্নান সাহেব এর মত লোক থাকবে।

একটা বেপরোয়া চাঁদাবাজ দলীয় নিয়ন্ত্রনহীন সদস্য দ্বারা পূর্ন নাম সর্বস্ব বিএনপি দল সরকারী দায়ীত্বে আসুক, তা আমি চাই না।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ দুপুর ১:২৫

রাসেল বলেছেন: জনাব তারেক জিয়ার মধ্যে পরিবর্তনের এমন কোনো কারণ ঘটেছে কি, যার জন্য উনাকে শাসক হিসাবে চাওয়া যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.