![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
শাড়ীতে দারুণ ছিলে নির্ভার আনন্দে
একলা আকাশ তলে কাব্যিক দেখায়
অপ্সরা হয়েছে মনে মানবীর রূপে
তোমার কারণে দেখি সকল সুন্দর!
দুঃখেরা তোমায় নাকি একলাই পায়
তারা আকাশ থেকে পৃথিবীতে নেমে;
কিন্তু তোমার হাসি চাপা দিয়ে রাখে
অব্যক্ত দুঃখের দলে এটাই চমৎকার!
আমি শুধু সুখ গুলো মনে রাখি খুব
দুঃখ দ্রুতই ভুলি সদা সুখ রোমন্থনে
তারপর সুখের সাথে জীবন যাত্রায়
একসাথে হাত ধরে একসাথে চলি।
০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: একদা পড়েছি।
২| ০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৩| ০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৪৯
শূন্য সারমর্ম বলেছেন:
হঠাৎ রোমান্টিক কবিতা।?
০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: মাঝে মধ্যেই লিখি।
০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কাজী আনোয়ারের লেখার ছাপ আছে আপনার লেখায়। মাসুদ রানা সিরিজ কি পড়তেন?
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী, কবি আল মাহমুদ এর কবিতা পড়েন?