নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

শিয়া ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিপক্ষ

১৮ ই জুন, ২০২৫ বিকাল ৫:৪৪



শিয়ারা হলো হযরত আলীর (রা.) দল। বনু কোরায়জার হত্যাকান্ডের জন্য রাসূলের (সা.) পর তাঁর জামাতা হযরত আলীর (রা.) প্রতি ইসরায়েলের সব চেয়ে বেশী ক্ষোভ।খায়বরের পতন হযরত আলীর (রা.) হাতে হওয়ায় শিয়ায়ে আলী বা আলীর দল শিয়ার প্রতি ইসরায়েলের ক্ষোভ আরো বেড়েছে। বনু নাজিরের কারণে খ্রিস্টানরাও মুসলিমদের শত্রু। মুর্তি পুজা উৎখাতের কারণে হিন্দুরাও মুসলিমদের ভালোমানের শত্রু। ইসরায়েলের শত্রু হামাসের প্রধান মিত্র শিয়াগুষ্ঠি। সেজন্য শিয়ারা ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিপক্ষ। ইরানের পর তারা হুতিদেরকে ধরবে। তারপর সৌদি আরবের দখল নিয়ে তারা কাবা ঘরকে আয়ত্বে নিবে। কারণ কাবা তাদের পূর্ব পুরুষ ইব্রাহীমের (আ.) তৈরী। তারপর হজ্জোর ইমাম হবে ইহুদী। তখন মুসলিম হজ্জ করতে চাইলে করবে না করতে চাইলে না করবে তাতে ইহুদীর কি? তবে তারা আলাদাভাবে মুসলিমদেরকে হজ্জ করতে দিলেও দিতে পারে। আর ভারত চাইবে কাবাকে শিব মন্দীর বানাতে। সেটা হলে হয়ত মুসলিম হজ্জ্ব করা থেকে বিরত থাকবে। মুসলিম হজ্জ্ব করুক আল্লাহ এটা চাইলে তিনি মক্কা-মদীনা ইহুদী দখল মুক্ত রাখবেন।

রাসূলের (সা.) চার প্রিয় সাহাবা ও উম্মল মুমিনিন আয়েশার (রা.) প্রতি শিয়াদের মহাবেয়াদবীর কারণে শিয়া ছাড়া অন্য মুসলিম শিয়াদেরকে পছন্দ করে না। তথাপি তারা ইসরায়েল-ইরান যুদ্ধে ইরানের পক্ষে। কারণ শিয়া ও এন্টি শিয়া সবার ধর্ম ইসলাম। ইসরায়েল-ইরান যুদ্ধে সকল মুসলিম ইরানের জয় কামনা করে। মুসলিমদের মধ্যে যারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থ্যা মোসাদের চর তারা ইসরায়েলের জয় কামনা করে। তারা যার নুন খায় তার গুনগেয়ে তারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে। অমুসলিমদের মধ্যে ইরানের পক্ষের লোক খুব কম।

ইসরায়েল গাজা যুদ্ধই তিন বছরে শেষ করতে পারেনি। ইরানের যুদ্ধ ত্রিশ বছরে শেষ করতে পারে কিনা সন্দেহ আছে। ইরানের অস্র ইসরায়েলের আরন ডোম ভেদ করায় তাদের হারার সম্ভাবনাও আছে। আমেরিকা বিশ বছরে আফগান যুদ্ধ শেষ না করতে পেরে রনে ভঙ্গ দিয়েছে।কিন্তু ইরানকে তারা ইরাকের মত মনে করেছে। তবে ইরান মনে হয় ইরাকের মত সহজ প্রতিপক্ষ নয়। ইরাককে সাহায্য করার মত কোন রাষ্ট্র না থাকলেও ইরানকে সাহায্য করার মত রাষ্ট্র আছে। কাজেই আমেরিকা-ইসরায়েল ইরানে শান্তিতে থাকতে পারবে বলে মনে হয় না। হামাসের মত এরা হয়ত মাটি কামড়ে পড়ে থাকবে। অস্ত্রের সক্ষতায় ইসরায়েলের সাহস অনেক বেড়েছে। দেখা যাক এ সাহস নিয়ে তারা কতদূর যেতে পারে। তবে এখনই তাদের সাফল্য বেশী হলে মনে করতে হবে কেয়ামত আর বেশী দূরে নয়। কারণ তারা সৌদী আরব দখল করলেই ইমাম মাহদী (আ.) আসবেন। যিনি আমেরিকা-ইসরায়েলের মিলিত শক্তিকে পরাজিত করবেন। এমনকি তাঁর হাত থেকে আমেরিকা-ইসরায়েলের বন্ধুরাও রক্ষা পাবে না। এটা মুসলিদের বিশ্বাস। তাদের এবিশ্বাস কতটা সঠিক হয় সেটা সামনে দেখা যাবে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২৫ বিকাল ৫:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: শিয়ারা নবীজি (সা.)-কে মানে, কিন্তু তাদের মতে নবীপরবর্তী নেতৃত্ব ইমাম আলী (রা.) ও তাঁর বংশধরদের হাতে থাকার কথা ছিল। এটি মূলত ইতিহাস ও নেতৃত্বের বিরোধ, নবীজির প্রতি অবিশ্বাস নয়।

১৮ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: শিয়ারা রাসূলের (সা) প্রতি অবিশ্বাস করে না, তবে রাসূলের (সা) প্রিয় সাহাবায়ে কেরামের সাথে চরম বেয়াদবী করে। সেজন্য শিয়া ছাড়া অন্যরা শিয়াদেরকে চরম ঘৃণা করে। তবে ইহুদীর বিপক্ষে তারা শিয়াকেও সমর্থন করে।

২| ১৮ ই জুন, ২০২৫ বিকাল ৫:৫৯

জ্যাক স্মিথ বলেছেন: যুদ্ধটা মূলত খামোনি সরকারের বিরুদ্ধে, ইরানের জনগণের বিরুদ্ধে নয়। আর যেহেতু ইরানের ২০% জনগনও খামোনি সরকারকে পছন্দ করে না তাই তার পতন অনিবার্য।

ইসরায়েল ইরানের ভিতরে রীতিমত ড্রোন তৈরীর ফ্যাক্ট্রী খুলে বসে আছে- এখন বুঝন ইরানের জনগণের সহায়তা ছাড়া এটা সম্ভব কি না?

১৮ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: কতিপয়ের সহায়তা আর পুরা জনগুষ্ঠির সহায়তা এক নয়। খমিনির ২০% প্রতিুক্রয়াশীল, যারা তাঁকে অপছন্দ করে তারা নিরিহ। তালেবানের মত খমিনির দল টিকে থাকতে পারে। আর ইসরাইল-আরিকা সৌদি আরব দখল করলেই ইমাম মাহদীর (আ) আগমন ঘটবে। এটা মুসলিম বিশ্বাস।

৩| ১৯ শে জুন, ২০২৫ ভোর ৫:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বানু কোরায়জার ঠান্ডা মাথায় হত্যাকান্ড কোন বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না।
কি নির্মমভাবে মানুষ খুন!

১৯ শে জুন, ২০২৫ দুপুর ২:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: গাজার হত্যাকান্ডের বিষয়টা ঠিক কেমন?

৪| ১৯ শে জুন, ২০২৫ ভোর ৫:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ইরানকে সম্ভবত রাশিয়া আর পাকিস্তান সহযোগিতা করতে পারে।

১৯ শে জুন, ২০২৫ দুপুর ২:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে এ যুদ্ধ আমেরিকা সংক্ষেপে শেষ করতে পারবে না বলে মনে হয়।

৫| ১৯ শে জুন, ২০২৫ সকাল ১০:৫০

আমি নই বলেছেন: ইসরাইল সবাইকেই শত্রু মনে করে। মুর্তিপুজারিদেরতো ওরা মানুষই মনে করেনা। সে হিসেবে খৃষ্টান, হিন্দুতো আরো বড় শত্রু।তবে এখন যেহেতু মুসলিমদের সাথে লেগে আছে তাই খৃষ্টান, হিন্দু সবাইকে সাথে নিয়ে চলতেছে। যদি মুসলিম শেষ হয়ে যায় তখন ওরা নতুন টার্গেট ধরবে। বিভিন্ন সময় ওদের শীর্ষ রাবাইদের কথায় এটা স্পষ্ট ভাবেই প্রকাশ পায়।


১৯ শে জুন, ২০২৫ দুপুর ২:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মুসলিমদের পর অন্যদের সাথে ওদের যুদ্ধ করা লাগবে না। কারণ মুসলিমরাই ওদেরকে বিনাশ করবে -ইনশাআল্লাহ।

৬| ১৯ শে জুন, ২০২৫ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: মধ্যপ্রাচ্যের দেশ গুলো ভালো নেই, মূলত ধর্মের কারণে।

১৯ শে জুন, ২০২৫ দুপুর ২:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি গিয়ে তাদেরকে ধর্ম থেকে ফিরাতে একটা চেষ্টা করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.