নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

পিআর ছাড়া আপার রেখে যাওয়া ক্ষমতা তিনি ফিরে পাবেন

৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:৩২



পিআর ছাড়া নির্বাচন হলে এবং সে নির্বাচনে আওয়ামী লীগ- জাতীয়পার্টি না থাকলে তারা নির্বাচন বানচালে মাঠে নামবে।এতে প্রতিকেন্দ্রে গন্ডগোল হবে। ভোটার পালিয়ে যাবে। পুলিশ-প্রশাসন গন্ডোগোলে জয়ী পক্ষের পক্ষে থাকবে।ব্যালট বাক্স নিয়ে আওয়ামী লীগ- জাতীয়পার্টির সাথে জামায়াতের ধস্তা-ধস্তি হবে। তাতে জামায়াত জয়ী হবে। কারণ ছাত্ররা যে তাদের পক্ষে সেটা ডাকসু, জাকসু, চাকসু ওু রাকসু নির্বাচনে দেখা গেছে। দু’শ আসনে জামায়াত ফলাফল করাতে পারলে তারা ক্ষমতা পাবে। পরে স্থগিত কেন্দ্রের ফলাফলও তাদের পক্ষে যাবে। এ নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি মানবে না। তাদের আন্দোলনে জামায়াত ক্ষমতা ছাড়বে।তারপর নতুন সরকারের অধীনে নির্বাচন হবে। সে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকবে। তাতে আওয়ামী লীগ জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করবে এবং জাতীয় পার্টি থাকবে বিরোধী দল।পিআর ছাড়া নির্বাচনে ক্ষমতা পেয়ে সে ক্ষমতা ধরে রাখতে পারবে না জেনেই জামায়াত পিআর চায়।পিআরে জামায়াত ক্ষমতা না পেলেও ক্ষমতার ভাগ পাবে। পিআর ছাড়া বিএনপি একক ক্ষতা পেতে চাইলে তারা আসলে ক্ষমতার নাগাল পাবে না। কারণ তাদের পক্ষে পুলিশ, প্রশাসন ও ছাত্র নাই।তারা যে ভোটারের ভরসা করছে তারাতো ভোট কেন্দ্র ছেড়ে পালাবে।তাহলে বিএনপির পিআর ছাড়া ক্ষমতা পাওয়ার হিসাবটা কি? কোন হিসাবে পিআর ছাড়া তাদের ক্ষমতার অংক মিলে না। সেকালে আমি অংকে একশতে একশ পেতাম। আমি পিআর ছাড়া বিএনপির ক্ষমতার অংক মিলাতে গিয়ে কোনভাবে তাদের ক্ষমতার অংক মিলাতে পারলাম না। পিআর ছাড়া আপার রেখে যাওয়া ক্ষমতা তিনি ফিরে পাবেন।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৪১

সৈয়দ কুতুব বলেছেন: পি-আর হবে না তবে জাতীয় সরকার হতে পারে। সারজিন , নাহিদের কথায় সেটা বুঝা যায়। সবাই মিলে লিগ কে ঠেকাবে । বিএনপি একা পারবে না ।

আমার কাছে জুলাই সনদ নাটক মনে হয় । দেশে পলিটিক্স আছে , পলিটিকাল দল আছে এস দেখানোর নাটক । সব কিছু আগে থেকেই সেট করা । ২৫০-৫০-৫০

৩০ শে অক্টোবর, ২০২৫ সকাল ১১:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাশিকে বাদ দিয়ে লীগ ঠেকানো যাবে না। কারণ লীগ বিরোধী অধিকাংশ ছাত্র জাশি।

২| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০০

আদিত্য ০১ বলেছেন: কাক্কু, কিছুই করতে হবে না। আওয়ামীলীগকে জনগনেই ক্ষমতা দিবে শীগ্রই ইনশা-আল্লাহ। অপেক্ষা করেন, দেখতে পাবেন

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগতো ক্ষমতা হারাবার কথা ছিল না। সেইটা তবে কেন হলো?

৩| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৫

আদিত্য ০১ বলেছেন: জাশি কাক্কু, আপনাদের জাশিরা আবার গর্তে ঢুকবে, এবার গর্তে ঢুকে লাভ নাই। গর্তে পানি দিয়ে যেভাবে ইদুর নিধন হয়, বাংলাদেশকে সেভাবে পাকি শাবকমুক্ত করা হবে। পাকিদের পা চেটে বাংলাদেশে স্বাধিনতাকে অস্বিকার করা বাদ দেন, যদি বাংলাদেশ মানেন

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: এত্তগুলো বছর তবে তারা কি করে ছিল? কিভাবে বিশ্বাস করি তারা বিশাল কিছু একটা করে ফেলবে? বাজে কথা বাদ দিয়ে আজের কথায় আসেন।

৪| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:২৫

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আওয়ামী লীগতো ক্ষমতা হারাবার কথা ছিল না। সেইটা তবে কেন হলো?
২০০১-২০০৬ জাশি বোমা মেরে আওয়ামীলীগকে নিশ্চিন্ন করার কত চেষ্টা করেছিলো, তাহলে কেন আওয়ামীলীগ ক্ষমতায় এলো??? কাক্কু বুড়ো হইয়ে কি গোল্ডফিসে মাথা হইয়ে গেছে

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগের কেউ কিছু করতে পারে নাই। আর লীগ জাশি উৎখাতের পর তারা নিজেরাই জাশি দ্বারা উৎখাত হলো। কথাটা কিন্তু তারাই বলেছে। অবশেষে দেখা গেল বিশ্ববিদ্যালয় সমূহ শিবিরের দখলে। কি বুঝলেন?

৫| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩০

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: এত্তগুলো বছর তবে তারা কি করে ছিল? কিভাবে বিশ্বাস করি তারা বিশাল কিছু একটা করে ফেলবে? বাজে কথা বাদ দিয়ে আজের কথায় আসেন।

কয়দিন আগে গাট্টি বুচকা নিয়ে চিকেন নেক দখলে নেওয়ার যে যুদ্ধের প্রস্তুতি নিছিলেন, সেটা কি খুব আজের কথা। বুড়ো ভয়সে ভীমরতি এভাবেই ধরে? যাইহোক আপনি বরং কবিতা আর তাত্তিয় লেখা শুরু করুন। পলিটিক্স নিয়ে গুজববাজ কথা ভরা ব্লগ লিখলে খুব হালকা লাগে। আপনি চিকেন নেক দখলে নেওয়ার জন্য ব্লগ লেখা শুরু করেছেন তখন থেকে আপনি হাসি খোরাক হইয়েছেন।

আপনিও এসব বস্তা পচা সস্তা ব্লগ না লিখে আজে কথা লিখুন, মান সম্মত হবে। নয়ত তাত্তিয় বা কবিতা লিখুন

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি কি লিখব সেটা ঠিক করার দায়িত্ব আপনার নয়। আপনি কি লিখবেন সেটাও আমি ঠিক করছি না। ভারত পক্ষিয় কেউ কেউ বাংলাদেশকে হজম করা যতটা সহজ মনে করছে বিষয়টা আসলে সেরকম সহজ না। বাংলাদেশ নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করবে এটা তাদের জন্য সংগত। আমরা ভারতের বন্ধুত্ব কামনা করি তাদের কর্তৃত্ব নয়।

৬| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৭

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আওয়ামী লীগের কেউ কিছু করতে পারে নাই। আর লীগ জাশি উৎখাতের পর তারা নিজেরাই জাশি দ্বারা উৎখাত হলো। কথাটা কিন্তু তারাই বলেছে। অবশেষে দেখা গেল বিশ্ববিদ্যালয় সমূহ শিবিরের দখলে। কি বুঝলেন?

বুড়ো বয়সে আপনার মাথা গোল্ড ফিসে মত হইয়েছে। আপনি আমার অনেক বড় বয়সে, আমার বয়স ৩৩। আমি ২০০১-২০০৬ দেখেছে স্কুলে পড়ি। আপনি তখন ৪০ মনে হয়। আপনারা জাশি ইনিয়ে বিনিয়ে মিথ্যা না বলে সরাসরি বলেন যে ২০০১-২০০৬ আওয়ামীলীগের ওপর বোমা মারা হয় নি, বরং গোলাপ ফুল ছোড়া হইয়েছে।

আপনি বরং গোল্ড ফিসে মাথা নিয়ে জাশি পা চেটে কবিতা লিখুন

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ২০০১-২০০৬ আওয়ামী বিরোধী কিছু হয়নি সেটা আমি কোন সময় বলি নাই। জয় বলেছেন, বিএনপি-জামায়াত নামক দল থাকবে না, তাঁর এমন কথা সঠিক পাওয়া যায় নাই।

৭| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪০

আদিত্য ০১ বলেছেন: তা কাক্কু চিকেন নেক দখলে যাওয়ার জন্য যুদ্ধে প্রস্তুতি কি শেষ হল? নাকি সেই প্রস্তুতিও গোল্ড ফিসের মত ভুলে গেছেন। আপনারা জাশি পারেনও। পিনিক আপনাদের পীর যা বলে তাই হুক্কা হুয়া করে ছুটেন। আপনাদে জ্ঞানের সীমা দেখে ছাগলও কাঠাল পাতা খাওয়া ভুলে যায়

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত বাংলাদেশ আক্রমণ করলে বাংলাদেশ নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না। তারা আমাদেরকে না ঘাটালে আমাদেরকে তাদেরকে ঘাটানোর দরকার কি? আমরা ছোট হলেও আমাদের নিজ অস্তিত্ব রক্ষার অধিকার আছে। আর আত্মরক্ষার প্রস্ততি সব দেশের থাকে। ভারত তো পাকিস্তানকে গুতো দিয়ে দেখলো কেমন লাগে! এসব বাদ দিয়ে শান্তিতে থাকার চেষ্টা করা ভালো। লীগ বিরোধী ঐক্যে লীগ চিরকাল ধরাশায়ী হয়েছে। এটাও কি অস্বীকার করবেন?

৮| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৪৩

আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: আমি কি লিখব সেটা ঠিক করার দায়িত্ব আপনার নয়। আপনি কি লিখবেন সেটাও আমি ঠিক করছি না। ভারত পক্ষিয় কেউ কেউ বাংলাদেশকে হজম করা যতটা সহজ মনে করছে বিষয়টা আসলে সেরকম সহজ না। বাংলাদেশ নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করবে এটা তাদের জন্য সংগত। আমরা ভারতের বন্ধুত্ব কামনা করি তাদের কর্তৃত্ব নয়।

এত চেইতেন না, সুগার লেভেল বেড়ে যাবে। আমি ভেবেছিলাম, চিকেন নেক দখলে আপনি যুদ্ধে জয়ী, ইউনুস কাক্কু আপনকাকে বরণ করার জন্য সবকটা এয়ারপোর্ট ফুল দিয়ে ঢেকে দিইয়েছে। টিভি চ্যানেলে আপনাকে মাল্যভূষিত অনুষ্ঠান প্রচার করছে। ইসশ...।

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা আমাদেরকে আস্ত গিলে খেতে চাইলে আমরা তাদের নেক ধরে টানাটানি করলে কি অন্যায় হবে? আপনি কি বলেন? ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ করবে না। তারা যুদ্ধ করলে জবাব দেবে। আর আক্রান্ত হলে জান বাঁচানোর চেষ্টা সবাই করে।

৯| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৬

আদিত্য ০১ বলেছেন: হা হা, আপনি বড্ড যুক্তি ছাড়া কথা বলেন। জাশিদের এই এক সমস্যা।

৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার কোন কথা আপনার অযৌক্তিক মনে হলো? ইদানিং জাশির সমস্যা দেখছি না। সমস্যা তো জাশির থেকে লীগের বেশী।

১০| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: আপা আসবে, বাংলাদেশ হাসবে।

১১| ৩০ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫১

আমি নই বলেছেন: লীগের সময় কোথায় জানি পড়েছিলাম জামাতের সমর্থক নাকি ১ কোটির আসে-পাসে। এখন নিশ্চই সমর্থন আরো বেড়েছে। আদিত্য ০১ যেভাবে নিধনের কথা বললেন তাতে তারা ক্ষমতায় আসলে ১ কোটি+ নাগরিককে হত্যা বা গুম করার কথা বলতেছেন।

জানিনা এটাই তাদের দলীয় মনভাব কিনা, কিন্তু শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমন নির্মম পরিকল্পনা যারা করে তাদের নৈতিকতা ও রাজনৈতিক লক্ষ্য গভীরভাবে সন্দেহজনক এবং তারা পাকিদের চাইতেও বড় মাপের বেজন্মা।

১২| ৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৩

জেনারেশন একাত্তর বলেছেন:


জামাত-শিবিরকে বিশ্ব জংগী হিসেবে চিনে; তারা যেভাবে আমেরিকা, পাকিস্তান ও ইউনুসকে ক্যু'তে সাহায্য করেছে সেটা বিশ্ব জানে; জামাত-শিবিরের রাজনীতির স্হান আজকের বাংলাদেশে থাকবে না।

১৩| ৩০ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৩

বাকপ্রবাস বলেছেন: কী হবে না হবে বুঝাতে পারছিনা...............বিএনপির চরিত্র হতাশাজনক, জামাতকেও বিশ্বাস করতে পারছিনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.