| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
জুলাই সনদ বিষয়ে গণভোটে জুলাই সনদ হেরেগেলে মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেকে তাঁর রেখে যাওয়া ক্ষমতা তাঁর হাতে ছেড়ে দেওয়া উচিত যেন তিনি জুলাই বিদ্রোহীদের বিচার করতে পারেন। জুলাই সনদ বিষয়ে গণভোটে জুলাই সনদ জিতে গেলে মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলকে জাতীয় নির্বাচনের বাইরে রাখা উচিত। কারণ এর দ্বারা বুঝা যাবে মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলকে জনগণ আর চায় না।
মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সোনাগাজী বলেছেন, আমেরিকা ও পাকিস্তান মিলে কিছু সংখ্যক ডাকাত দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতা ছিনতাই করা হয়েছে। সুষ্ঠ গণভোট হলে বুঝা যাবে এ বিষয়ে জনগণ কি ভাবছে। গণভোট সুষ্ঠ না হলে ক্ষমতা দখলকারীগণ ডাকাত সাব্যস্ত হবেন। সুষ্ঠভোটে জুলাই সনদ জিতে গেলে বুঝা যাবে মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সোনাগাজীর সাথে জনগণ একমত নন। তখন তাঁদের মতে জুলাই বিদ্রোহীগণ জুলাই যোদ্ধা সাব্যস্ত হবেন। এভোটটা জাতীয় নির্বাচনের আগে হয়ে জুলাই সনদ হেরেগেলে জুলাই বিদ্রোহীরা পালিয়ে যেতে চেষ্টা করবে, আর তখন জাতীয় নির্বাচনের আর দরকার হবে না, কারণ জাতীয় নির্বাচনের মাধ্যমেই মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা লাভ করে ছিলেন। সেজন্য তখন তাঁর ক্ষমতা তাঁর হাতে ছেড়ে দিলেই হয়ে যাবে। একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট হলে তাতে জুলাই সনদ হেরে গেলে তখন জাতীয় নির্বাচন বেদরকারি কাজ হবে।
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: গণভোটে জুলাই সনদ হেরে গেলে জাতীয় নির্বাজনের প্রয়োজন থাকে না। তখন আওয়ামী রীগকে ডেকে তাদের ক্ষমতা তাদেরকে দিয়ে দিলেই লেঠা চুকে যায়। জাতীয় নির্বাচনের দিন গণভোটে জুলাই সনদ হেরে গেলে জাতীয় নির্বাচর বাতিল করে আওয়ামী লীগের ক্ষমতা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে কি?
২|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৩
সৈয়দ কুতুব বলেছেন: ৩০০০ কোটি টাকা জামায়াতের থেকে নিলেই গণভোট করা যায়। হাদিয়া আর বায়তুল মাল জিন্দাবাদ !
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ হাসিনা জুলাই আন্দোলনের জন্য জামায়াতকে দায়ী করছেন। এ বিষয়ে করণীয় ঠিক করার সময় পেতে তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়।
৩|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: জুলাই সনদ ওলাদের একদিন ঝুলানো হবে।
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: এ বিষয় করণীয় ঠিক করতেই তারা জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট চায়।
৪|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:৪০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: জুলাই সনদকে আগে আইনে পরিনত করতে হবে না হলে উহার কোন মূল্য নেই।
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১০
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটাই আসল কথা।
৫|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
জুলাই'এর ক্যু ও জল্লাদদের দেশ দখল নিয়ে গণভোট হওয়ার দরকার; দেশকে জামাত-বিএনপি-এনসিপি জংগী রাষ্ট্র বানায়েছে; ভোটের রেজাল্ট কার হাতে?
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভোট সঠিক না হলে সেটা আয়োজকদের বিপক্ষে যাবে।
৬|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫২
কিরকুট বলেছেন: জুলাই সনদ, হাসাইলেন চাচা মিয়া।
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেরকমই একটা নাম শুনছি।
৭|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩০
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি ইসলামিক স্কলার, খৃষ্টান-নাসারাদের গণভোটের পক্ষে কেন?
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: রাসূল (সা) খ্রিস্টান নাজ্জাসির সহায়তা ও হিরাক্লিয়াসের উপহার গ্রহণ করেছেন।
৮|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬
পবন সরকার বলেছেন: বাংলাদেশ জাহান্নামে গেলেও সোনাগাজী ভাই জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামীলীগ হয়েই মারা যাবে।
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনাগাজী কোন দলের না।
৯|
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬
জেনারেশন একাত্তর বলেছেন:
@পবন সরকার,
পাকিস্তান হওয়ার পর, মুসলিম লীগের বিপরিতে বাংগালীদের ১টি দলের দরকার ছিলো; সেজন্য মওলানা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন; ইহাতে আপনারও স্হান আছে।
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু বাংলাদেশীদের সব কিছুতে বংলাদেশীরা সন্তুষ্ট হতে পারেনি। সেজন্য তাদের নেতৃত্বে বাংলাদেশীরা ঐক্যবদ্ধ থাকেনি।
১০|
০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৩ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ।
১১|
০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৯
কিরকুট বলেছেন: পবন @ গাজীসাব আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে জনগণের বিরুদ্ধে যায় নাই যতোটা না আপনি জামাত শিবিরের বিরুদ্ধে গিয়ে একটা রাস্ট্রিয় অপরাধীদের পক্ষে বগা মুরগির মতো গলা উঁচিয়ে কথা বলেন।
০৩ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আশাকরি পবন আপনার মন্তব্যের জবাব দিবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০২৫ সকাল ১১:০১
নতুন বলেছেন: এই হা না ভোটের টাকাটা যারা আগে ভোট চায় তাদের পকেট থেকে দিতে বলা হউক।
গনভোটের কোন দরকার হলে সেটা জাতীয়নিবাচনের দিনই হতে পারে। এর জন্য টাকা খরচ করতে হবে কেন?