| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
এসেছিলে তুমি আজ একটা সময়
অবাক বিস্ময়ে দেখি মোহনিয়া তুমি
কোন এক মহাকাব্য হীরম্ময় দামি
একে একে খুলে চল ছন্দের দুয়ার।
কথাকুচি ঝরে দেখি তাকিয়ে তন্ময়
হে রিদ্ধী এমন কেন হৃদয়ের জমি
সিক্ত হয় বার বার তথাপি না দমি
তোমাতে হারিয়ে পেতে সুখের সঞ্চার।
ছবি নয় আর কোন একান্ত বাস্তব
সম্মুখেই বসে ছিলে ভাবা যায় এটি?
বহু দিন পরে দেখা হয়েছে সম্ভব
মোমের প্রতিমা নয় এক্কেবারে খাঁটি।
আসবে আবার তুমি বলেছি সাহসে
অপেক্ষা প্রহর গণি আনন্দ-উচ্ছাসে।
# কবিতার মডেলের অনুমতি সাপেক্ষে তার ছবি পোষ্টে যুক্ত করা হলো। সে বলল আপনার মন্তব্যে আমি নিজেই নিজের প্রেমে পড়ি বার বার।
০৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
২|
০৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০
সৈয়দ কুতুব বলেছেন: বাহ বাহ বেশ লিখেছেন মওলানা সাহেব ।
০৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ।
৩|
০৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৮
শ্রাবণধারা বলেছেন: আপনার এই কবিতা পড়লে এবং পোস্টের ছবিটি দেখলে অনেকে হাসাহাসি করবে। অন্য হুজুর-শ্রেণির লোকেরা যেখানে এ ধরনের নারীকে হেয় করত বা বস্তাবন্দি করার ফতোয়া দিত, সেখানে আপনি উল্টো কবিতা লিখে ফেলেছেন! এজন্য ধন্যবাদ।
আমার মনে হয়, আপনার মনের ভিতরে একজন আধুনিক মানুষ আছে। আপনার ধর্মীয় পোস্টগুলো সেই আধুনিক মানুষের সাথে আপনার প্রাচীন পড়াশোনার একধরনের দ্বন্দ্ব।
০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:০৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি ধর্মীয় পোষ্টেই সাচ্ছন্দ বোধ করি। কবিতাও যে লিখতে পারি সেটা দেখানোর জন্য কবিতা লিখি। মেয়েটি ইংরেজী অনার্স শেষ বর্ষের ছাত্রী। সে আমার দুই মেয়ের ছোট। আমার স্ত্রী একদিন তার সাথে ঝগড়াও করেছে।আজ সে আমার অফিসে এসেছে। তাকে একটা সিদ্ধ ডিম দিয়ে আপ্যায়ন করেছি। তাকে সামনে বসিয়েই তাকে নিয়ে কবিতা বানাতে শুরু করেছিলাম। সে যাওয়ার পর কবিতা লেখে তাকে মেসিঞ্জারে দিয়েছি। তাকে বলেছি তোমাকে নিয়ে লেখা কবিতার পোষ্টে তোমার ছবি দেব কি? সে বলেছে সমস্যা নাই।
৪|
০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ২:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বেগানা মেয়েলোকের ছবি দেখা হারাম।
০৬ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি হালাল-হারাম কতটা মানেন?
৫|
০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০২
ডঃ এম এ আলী বলেছেন:
মোহনিয়া নিয়ে সুন্দর মোহনীয় সনেট কবিতা ।কবিতাটি পাঠে প্রথমেই মনে একটি পরিচিত মুখের ভেতরে লুকিয়ে
থাকা অচেনা গভীরতার বিস্ময় এর অনুভুতি জাগে। খুব সংযত ভাষায় এক মুহূর্তের দর্শনকে রূপ দিয়েছেন দীর্ঘ
অভিজ্ঞতার প্রতীকে। প্রিয় মানুষের চোখে চোখ রেখে হঠাৎ করে মহাকাব্য হীরন্ময় দাবি আবিষ্কার করা আসলে
সম্পর্কের সেই স্তরকে নির্দেশ করে, যেখানে ভালোবাসা আর কল্পনা মিলেমিশে অস্তিত্বের অর্থ খুঁজতে থাকে।
কবিতার মধ্যভাগে বারবার ফিরে আসে হারিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ,তবে তা বেদনাময় নয়, বরং স্বেচ্ছায় বিলীন
হওয়ার আনন্দে ভরা। কবিতা পাঠে অনুভবে আসে এখানে হারানো মানে শূন্যতা নয়; বরং নিজের সত্তাকে অন্যের
মধ্যে বিস্তার করে দেওয়ার এক গভীর সুখ। সনেটের শেষ অংশে এসে আপনি স্মৃতি ও বাস্তবের সীমারেখা
ঝাপসা করে দিয়েছেন ,যেখানে ছবি আর কল্পনা আলাদা করা কঠিন হয়ে পড়ে। বহুদিন পরে যে সত্যটি ধরা দেয়,
তা কোনো প্রতিমা নয়, একেবারে খাঁটি উপস্থিতি।
সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
০৬ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: মেয়েটা আসলেই সুন্দরী। সে নিজেও সেটা জানে। আমার মন্তব্যে নিজের বিষয়ে তার জানার গভীরতা বাড়ে। তখন নিজেকে নিয়ে সে আনন্দে থাকে। কোন কিছুর স্বীকৃতি সবার জন্য দরকার। মেয়েটি সেটা আমার থেকে পায়। তাও আবার সনেট কবিতায়। আমি চাই সে জীবনে সুখী হোক। আপনি একটা দারুণ মন্তব্য করেছেন। একে বারে লাইন ধরে ধরে মন্তব্য করা অসাধারণ লেগেছে। কেউ কিছু মনে করে কিনা সেটা নিয়ে আমি চিন্তিত হই। তথাপি সাহস করে তাকে নিয়ে কবিতা লিখি। আগে পোষ্টে তার ছবি যুক্ত করতাম না। এখন সে পোষ্টে তার ছবি যুক্ত করতে বলেছে। তাকে নিয়ে আমার লেখা কবিতা তার জন্য সুখময় স্মৃতি হতে পারে।
৬|
০৬ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর।
০৬ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ফটোগ্রফারের মুখে ছবি সুন্দর হওয়ার কথা শুনা গুরুত্বপূর্ণ। তবে বাস্তবে মেয়েটি ছবি থেকেও সুন্দরী।
৭|
০৬ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: খুব সুন্দর উপমা সমৃদ্ধ সনেট তথা অনবদ্য রোমান্টিক উপস্থাপনা আপনার। বেশ ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭
সনজিত বলেছেন: খুব সুন্দর লেখনি.।.।.।
শতত শুভ কামনা রইলো কবি।