নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক আলী দস্তি ও আল-ক্বোরআন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১০


নাস্তিক আলী দস্তি বল্ল, ক্বোরআনের সুরার অনুরূপ সূরা বানানোর চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ নাকি বাতুলতার পরিচয় দিয়েছেন, কারণ হিসেবে সে বলেছে, কারো রচনার অনুরূপ রচনা নাকি করা যায়না। তার বাংলাদেশী সাগরেদরা বল্ল, রবীন্দ্র নাথের অনুরূপ কবিতা নাকি বানানো যাবেনা । তো আমি কোন কবি নই তথাপি একটু খানি চেষ্টা করলাম রবীন্দ্রনাথের অনুরূপ কবিতা বানানো যায় কিনা। এখন আপনারা দেখেন পঁচা নাস্তিকের মুখে ঝামা ঘষা যায় কিনা।
রবীন্দ্র নাথের প্রার্থনা কবিতার অনুরূপ কবিতা –

কামনা
-ফরিদ আহমদ চৌধুরী

সম্পদে মোরে প্লাবিত করো
এহলো মোর কামনা
দারিদ্রে আমি না যেন পাই ভয়।
হাসি খুশি আনন্দ পেতে নাইবা হলো বঞ্চনা
সুখেই যেন থাকি চির অক্ষয়।
কষ্ট আমার না যেন জুটে
দেহের শক্তি না যেন টুটে
জীবনে সদা থাকবে গতি
হবেনা কভু বঞ্চনা
নিজের মনে থাক সুখ সঞ্চয়।
আমারে তুমি দিয়েছ প্রাণ
তাই এ আমার কামনা
তোমার কথা মনেতে যেন রয়।
রিপুর ভার লাঘব করি
দূর করো সব কল্পনা
মনে যেন না থাকে সংসয়।
সুখ নাহি চাই তোমায় বিনে
নম্রশীরে তোমায় চিনে,
যদিও দেয় নিখিল ধরা
আমায় অনেক লাঞ্চনা
তবু তোমার রইব হে বিস্ময়।

প্রার্থনা
-রবীন্দ্র নাথ ঠাকুর

বিপদে মোরে রক্ষা কর
এনহে মোর প্রার্থনা
বিপদে আমি নাযেন করি ভয়।
দুঃখ তাপে ব্যাথিত চিতে
নাইবা দিলে সান্ত্বনা
দুঃখে যেন করিতে পারি জয়।
সহায় মোর ন যদি জুটে
নিজের বল নাযেন টুটে
সংসারেতে ঘটিলে ক্ষতি
লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে নাযেন মানি ক্ষয়।
আমারে তুমি করিবে ত্রাণ
এ নহে মোর প্রার্থনা
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি
নাইবা দিলে সান্ত্বনা
বহিতে পারি এমন যেন হয়।
নম্রশীরে সুখের দিনে
তোমার মুখ লইব চিনে
দুঃখের রাতে নিখিল ধরা
যে দিন করে বঞ্চনা
তোমারে যেন নাকরি সংসয়।

বিঃদ্রঃ মানুষের অনুরূপ রচনা খুব সোজা ছাঁছে ফেলে বানিয়ে ফেল্লেই হলো। কিন্তু আল্লাহর অনুরূপ রচনা করা যায়না বলেই এ পর্যন্ত মানুষ তা করতে পারেনি।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

আশাবাদী অধম বলেছেন: কুরআন যে কবিতার বই না এটা আরবি ভাষা জানা ব্যক্তি মাত্রই স্বীকার করবে।

তাই তা রবি বাবুর কবিতা না, গল্প বা প্রবন্ধের সাথে তুলনা করে একটি প্রশ্ন করি-

সম্পূর্ণ কুরআন মুখস্থ আছে এরকম মানুষের সংখ্যা বর্তমান পৃথিবীতে কোটির উপরে (আনুমানিক)। এরকম মানুষ কি একজনও আছে যে রবি ঠাকুরের শুধু একখানি গল্প বা প্রবন্ধ হুবহু মুখস্থ বলে দিতে পারবে?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি করব রে ভাই বানরের বাচ্চারা বুঝেনা। খালি মহানবীর (সঃ) নামে উল্টা-পাল্টা কথা বলে। ওরা নাস্তিক হয়ে জাহান্নামে যায় যাক, তাতে আমার মোটেও আপস্তি নাই, কিন্তু মহানবীর (সঃ) নামে জঘণ্য কথা বল্লেতো আর সহ্য করা যায়না।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

অঞ্জন ঝনঝন বলেছেন: আপনি আসল বিষয়টা ধরতে পারেন নাই। আলী দস্তি বলেছেন কোন লেখা কোরআনের অনুরূপ কিনা এটি মাপার মানদন্ড কি? কোন জিনিসটা একইরকম থাকলে আপনি বলবেন যে এটি অনুরূপ আপনার মত একই রকম ছন্দ দিয়ে কোরআনের অনুকরণ কি আপনার কাছে অসম্ভব মনে হয়?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তিন পদ্যে - মাত্রাবৃত্তে, একই অন্তমিল ‘র’। অর্থ ও শানেনুজুলে কোন গড়বড় হবেনা এবং অর্থ এর ধারাবাহিকতা থাকবে এবং অর্থ হবে অর্থবহ - এ মান দন্ডে পারলেও হয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবচেয়ে ছোট সূরা আল-কাউছার এর অনুরূপ সূরা বানাতে বলছি।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আপনি কি উপরে এমনটা বুঝিয়েছেন যে আল্লাহর সূরার অনুরূপ সূরা বানানো যাবে ...?
বা আল্লাহর চ্যালেঞ্জ এর সাথে রবিন্দ্রনাথের কবিতা রচনা করার তুলনাই বা করলনা কিভাবে, একটু বুঝিয়ে দিবেন অনুগ্রহ করে.....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি বলছি আল্লাহর সুরার অনুরূপ সুরা বানানো যাবেনা। নাস্তিকরা বলছে কারো রচনার অনুরূপ রচনা নাকি করা যায়না। কাজেই ক্বোরআনের চ্যালেঞ্জটাই নাকি ভুয়া। ক্বোরআনের চ্যালেঞ্জের সঠিকতা প্রমাণের জন্য আমি রবীন্দ্র নাথের অনুরূপ কবিতা রচনা করে বুঝাতে চাচ্ছি, মানুষের রচনার অনুরূপ রচনা করা যায় কিন্তু ক্বোরআনের সুরার অনুরূপ সূরা বানানো যায়না।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

নতুন বলেছেন: একটা গল্প:-

এক গ্রামের মাতুব্বর ঘোষনা দিলো .. যে আমাকে বোঝাতে পারবে যে ২ গুন ২ = ৪ আমি তাকে বড় গরুটা দেয়ে দেবো।

মাতুব্বরের চেলা বললো গুরু এটা তো সবাই জানে.... এটা আপনি কি ভাবে না বুঝতে পারবেন?

মাতুব্বর বললো... আমি না বুঝলে আমাকে বোঝাবে কে?

বিষয়টা সেই রকমের:-- যেই জিনিসের কোন স্টান্ডাড মান দন্ডনাই। সেটার সমান যাই কিছু আসুক না কেন... আপনি বলবেন যে এটা হয় নাই। তাই এই চ্যালেন্জটাই ঠিক না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বাস্তবে মতুব্বরের মতো চ্যালেঞ্জটা আপনারা বুজতে চাইছেননা। কারণ আপনারা জানেন এ চ্যালেঞ্জে আপনারা জিততে পারবেননা। তাই কায়দা করে বলছেন চ্যালেঞ্জ হয় নাই। আরে ভাই বিচারকতো সব মানুষ। মুসলমানরা হয় নাই বল্লে কি ক্ষতি। আর সব মানুষ আপনাদের দলে আসলেওতো আপনারা বিশ্বে সংখ্যা গরিষ্ঠ হবেন। এর সুবিধাও নিশ্চয়ই পাবেন। খামাখা চালাকি করলে কিন্তু মানুষ ঠিক বুঝতে পারে।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: দুঃখিত ভাই, জ্ঞানের সল্পতার কারণে বুঝতে একটু বাক পেতে হয়েছে ...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে কি বুঝতে পারলেন?

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: উপরের লিখাটা বুঝিনি, আপনার করা মন্তব্যটা বুঝেছি ..
ভাই কি ফেসবুকে আছেন ...?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হ্যাঁ

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৬

এস্ এম্ হাসান বলেছেন: আরে ভাই, ত্যানা পেচানোর কোন মানে নাই। তাদের অন্তরে মোহর, তারা বধির ও অন্ধ। অতএব তারা বুঝবে না।
কত বড় বড় আরবী কবি হার মেনে বলেছ, এটা কোন মানবের বয়ান নয় (লাইছা হাজা কালামুল বাশার)। তিন বাক্যের ক্ষুদ্রতম সূরার মত কিছু রচনা করতেই তাবৎ দুনিয়া কেঁদেকুটে ব্যর্থ হল- এটা হবারই ছিল। আরবী অনেক বিখ্যাত কবি কোরআনের কাছে হেরে গিয়ে মুসলমান হয়ে গিয়েছে, আর কতকতো জীবনের জন্য কবিতা রচনাই বন্ধ করে দিয়েছে।

আর এখানে রবি কবিতার যে নজির দিয়েছেন সেটাও ঠিক হল না। এখানে মত বলতে কিছু শব্দের অদল-বদল বুঝানো হয়নি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার মন্তব্য

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ফেসবুক লিঙ্ক দেয়া সম্ভব হলে দিতে পারেন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি সেটা জানিনা।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

মাকার মাহিতা বলেছেন: আলি দস্তির ঐ বই টা নতুন কেউ পড়লে নাস্তিক হতে বেশি সময় লাগবে না।

সাবধান...অলি দস্তির বই হতে...!!!

ধন্যবাদ রি-এক্ট একটা পোষ্ট দেবার জন্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন, ধোকাবজির জন্য বইটা চমৎকার।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৬

বিলুনী বলেছেন: বিষয়টিকে দারুন ভাবে তুলে ধরেছেন । আল্লার চ্যলেঞ্জের মোকাবেলা তখনো কেও পারে নাই এখনো কেও পারবেনা ইনফেকট কোন কালেই পারবেনা ।
পবিত্র কোরানের
ইন্না আতাইনা কাল কাওছার
এই আয়াতটির পরের সমকক্ষ আয়াত সেসময়কার বিখ্যাত আরবীয় কবিগন মিলাতে পারেনি
এখন তো পরের আয়াত টি জেনে গেছে সবাই
ফাসাল্লে লি রাব্বিকা ওয়ানহার
তার পরেও অনেকেই তা পারে নাই
এখনো কেও যদি মনে করে পারবে তাহলে চেস্টা করে দেখাতে পারে , দুনিয়ার অনেক বড় বড় কবিরা চেষ্টা করে দেখছে , পারে নাই ।
ধন্যবাদ সুন্দর বিষয় নিয়ে কথা বলার জন্য ।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাকে শুভেচ্ছা জানানোর ভাষা হরিয়ে ফেলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.