![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরুণের প্রখরতা রোদেলা দুপুর
অনুজীব বিনাশের অনন্য সময়,
হে অরুনি মায়া অনু এমন তো হয়
আপনার কবিতায়, আপদ নির্মূল।
জ্ঞান প্রভা বিকিরণে পঙ্কিল পুকুর
পাপজল শূণ্য করে কাব্যিক ছোঁয়ায়,
অবিবেকে ঢেকে রাখা আচ্ছন্ন ধোঁয়ায়
মানুষেরা পাড়ি দেয় সাগর অকুল।
হে অরুনি লিখে যান সুমনে এমন
অপরাধ মুক্ত হোক মানব সভ্যতা
অসতের বিতাড়নে সময় এখন
অপরাধ সাথে বাদ সমস্ত সখ্যতা।
মায়াময়ী মহীয়সী কাব্যের ও দন্ডে
লন্ডভন্ড করে দিন কূ-লোক ও ভন্ডে।
# ছন্দঃ অমৃতাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# কবিতা প্রকৃতিঃ সনেট
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বড় কবিদের কাতারে আমি বড় বেমানান। তথাপি লেখি কবিদের নিয়ে। হয়তো এতে কিছু সময় কাটে এই যা।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৫০
বাবুল বাদশা বলেছেন: "সনেট" আমার জীবনে দুইটা সনেট পড়েছি, একটি মাইকেলের আর একটি এই।খুবই ভাল লগল।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লাগার জন্য বাদশাকে শাহী শুভেচ্ছা। কিন্তু বাদশাকেতো আরো সূঠাম হওয়া দরকার। শরীরের প্রতি আরো বেশী নজর থাকা বাঞ্চনীয়।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
সামু কবিদের ভুবনে পরিণত হয়েছে; আমরা যারা ক্যাচাল করি, তাদের কি হবে?
আপনি কি সাহিত্যের ছাত্র? কবিতার গঠন, স্ট্রাকচার দিয়ে দিচ্ছেন, দেখালাম।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি সনেট লেখার এমন নিয়ম সনেটের নিয়মে পেয়েছিলাম। তবে সেখানে অন্তমিলের আরো কয়েকটা ধারা পেয়েছিলাম। যদিও আমি একটা অন্তমিল ধারা মনে রেখে সেটাতেই চালিয়ে যাচ্ছি। এক কবি আমাকে মাত্রা বৃত্ত শিখিয়েছিলেন। যেমন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, এখানে সাড়ে তিন মাত্রা। ‘চলে’ হলো অর্ধ মাত্রা। কিন্তু বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এখানে ‘থাকে’ অর্ধ মাত্রা। অর্ধ মাত্রা দুই লাইনে দুই জায়গায় দেখে আমি বিরক্ত হয়ে ছিলাম। আমি সনেটে মাত্রাও মিল করার চেষ্ট করি। এতো রকম মিলাতে গিয়ে শেষে ভাষাটাই গরমিল হয়ে যায়। যা সাধারণ ধরতে পারে না। তবে সনেটের যে অন্তমিলের কথা বলা হয় সে অনুযায়ী মাইকেলের সনেটেও ত্রুটি আছে। অবশ্য তা’ সামান্য। ভাষায় সেটা কেটে যায়। এজন্যই মাইকেল গুরু।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
অরুনি মায়া অনু ওনি খুব ভালো লেখেন ।
আপনিও ভালো লিখেছেন।
ভালো থাকুন।ভাই।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা আপনার জন্য। অবশ্য আমার লেখা আমার ও সামুর ভালো লাগেনা।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
@ভ্রমরের ডানা বলেছেনঃ
খুব সুন্দর সনেট।অরুনি মায়া মুছে দিক সব ভন্ডে তার কবিতা দিয়ে।
বোল্ট লেখাটা বুঝলাম না ?
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি অরুনি মায়া অনু যারা ভালোবেসে ভুলে যায়, কবিতায় তাদের প্রতিবাদ করেছেন। আমি কবির সাথে একমত হয়ে তাদের ভন্ড বলেছি। কারণ তারা এটা বুঝতে চায়না যাকে তারা সহজেই ভুলে গেল তারা তাকে ভুলতে পারল কিনা। তার ভন্ডামির কারণে তার ভালোবাসার মানুষ কতটা কষ্ট পায় এটা তারা বুঝতে চায় না। আমার কথা হলো ভালোবেসে যে ভুলে যায় তার ভালোবাসার দরকার কি? এখানেই এদের ভন্ডামি। এ ক্ষেত্রে আমি শক্ত অবস্থান নিয়ে ছিলাম। আমি আমার পিতাকে বলেছিলাম, সংসার করব আমি, তবে আপনার পছন্দ গুরত্বপূর্ণ হবে কেন? আপনি যাকে পছন্দ করলেন তাকে যদি আমি ভালো বাসতে না পারলাম, তবে একটা মেয়েকে শুধু শুধু কষ্ট দিয়ে লাভ কি? অবশেষে আমার কথা আমার পিতা বুঝেছিলেন। আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২২
শাহরিয়ার কবীর বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ জানবেন ভাই।
আল্লাহ পাক আপনার পিতাকে জান্নাত দান করুন।
আপনার ও ভাবীর জন্য রইল শুভকামনা।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য গুলো উপভোগ করছি। সেই জন্য অনেক শুভেচ্ছা।
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩২
শাহরিয়ার কবীর বলেছেন:
অবশ্য আমার লেখা আমার ও সামুর ভালো লাগেনা।
ভাই, কষ্ট পেলাম আপনার কথা শুনে ।মানুষ লেখতে লেখতে লেখক হয় ।লিখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। এখন থেকে আপনি অবশ্যই বেশি বেশি করে লিখবেন,লেখা শেষে তা পোষ্ট দিবেন, কেউ পড়ুক আর না পড়ুক, কথা দিয়ে গেলাম আমি পড়বো । পোষ্ট দেওয়ার পরে, আপনি একটু কষ্ট করে আমার ব্লগে শুধু ঘুরে আসবেন। তাহলে আমি বুঝবো আপনি পোষ্ট দিয়েছেন । তখন আমি পড়বো। অনেক ব্লগারের সাথে পরিচয় সুবাধে সবার কথা মনে রাখা একটু কষ্ট হয়ে যায়।
ভালো থাকুন।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সামু নাকি আমার লেখা বুঝেনা। অনেক ভালো বলেছেন। কেউ না পড়ুক, নিজেতো অন্তত পড়তে পারি। এটা একটা শান্তনা হতে পারে। নিজের লেখা, ভালো না লাগলেও ভালো, কারণ সেটা নিজের লেখা। আমি বোকা মানুষ, সে জন্য অনেকে আমাকে ভালোবাসে। কারণ হয়তো বোকাদের তাদের একটু কম ভয় করে। যদিও বোকারা আবার অনেক সময় ভিষণ গোল বাঁধিয়ে বসে।
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কষ্ট নিয়েন ভাই, আমিও আছি আপনার দলে । কর্মের মাধ্যমে প্রমাণ করে দেন, তখন অবশ্যই বুঝবে ।
০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার অনু প্রেরণায় অনুপ্রাণীত হলাম।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
নিয়ম, কানুন, ব্যাকরণ শিখে কি কবিতা লিখা সম্ভব? আমি কিছু কিছু বিষয়কে কবিতায় প্রকাশ করতে চেয়েছিলাম।
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ব্যায়াকরণ আমিও জানতামনা, কবিদেরকে কবিতা লিখে দেখাতে গেলে তারাই আমাকে ব্যায়াকরণ ধরিয়ে দিল।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
অরুনি মায়া অনু বলেছেন: সেকি আমায় নিয়ে কবিতা পোস্ট দিয়েছেন আর তা আমি এতক্ষণ দেখতেই পেলাম না! খুব লজ্জা লাগছে কিন্তু। আমি কোন কবি নই। শুধু মাঝে মাঝে মনের ভাব প্রকাশ করি ছন্দ মিলিয়ে। এই আরকি। তবে আপনি লিখেছেন চমৎকার। কবিতার বিষয়বস্তুতে যেই থাকনা কেন কবিতা আপনার খুব সুন্দর। ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য। কৃতজ্ঞতা অফুরান।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার মনে হয় অনেক কম লেখা হলো। চৌদ্দ পদ্যে আর কত লেখা যায়?
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৬
অরুনি মায়া অনু বলেছেন: প্রিয়তে নিলাম কবিতাটি
০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনুপ্রাণীত হলাম।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৪
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ
০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হে কবি ফুলের জলশায় আপনাকে স্বাগতম এবং শুবেচ্ছা।
১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮
খায়রুল আহসান বলেছেন: শক্ত বুনটে সনেট- ভাল লেগেছে।
একজন সহব্লগারের অনুপ্রেরণার স্বীকৃতি দিয়ে লেখা কবিতা, এজন্য আরো ভাল লাগলো।
১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যে আমি অনেক খুশী হলাম, একটু চা
একটু বিস্কুট
আপ্যায়ন সাদরে গৃহীত হলে খুশী হব।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
খুব সুন্দর সনেট।অরুনি মায়া মুছে দিক সব ভন্ডে তার কবিতা দিয়ে।আপনার সনেটে কিছু বানানে
মহিয়সি< মহীয়সী
আচ্ছহ্ন < আচ্ছন্ন
সংশোধন দরকার বলে মনে করছি। আশা করি ভুলত্রুটি মার্জনা করবেন।