নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আরিল্ড কিন্নরী জানা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৯



সুরান্না কিন্নরী করে আনন্দে আপন
সে কথা জানায় জানা মামনি যে তার
আসলে সন্তান ছাড়া জীবন অসার
ত্রিজন সদস্য নিয়ে তাদের নিলয়।
অারিল্ড কিন্নরী জানা তাদের আসন
হৃদয়ে সবার আছে গুনেতে উদার
লুকানো প্রতিভা তারা করেন উদ্ধার
সকলে প্রদর্শে তারা সুপথ নিশ্চয়।

নিতান্ত বয়স অল্প প্রচেষ্টা বিরাট
আমরা সকল মুগ্ধ কিন্নরী গুনেতে,
প্রার্থনা আল্লাহ পরে কাটিয়ে বিভ্রাট
কিন্নরী হবেন বড় মানব মনেতে।
আরিল্ড কিন্নরী জানা ব্লগের প্রদ্বীপ
সাজায় আলোয় স্নিগ্ধ এ বঙ্গ বদ্বীপ।


# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৪০ টি রেটিং +৩২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০

নতুন নকিব বলেছেন:



দারুন সনেট ফরিদ ভাই,

"আরিল কিন্নরী জানা তাদের আসন
হৃদয়ে সবার আছে গুনেতে উদার
লুকানো প্রতিভা তারা করেন উদ্ধার
সকলে প্রদর্শে তারা সুপথ নিশ্চয়।"

ভাল আছেন তো?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহর রহমতে ভাল আছি। আল্লাহ আপনার মঙ্গল করুন প্রিয় কবি।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২

নতুন নকিব বলেছেন:



দ্রুত উত্তর প্রদানের এই কৌশল আমারও একবার ট্রাই করতে হবে যে!

ফরিদ ভাই, ভাল থাকবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্য বেশী জমে থাকলে এটা করি। তবে এটা সব সময় করিনা।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩

নতুন নকিব বলেছেন:



ভাই, অনেক অনেক মজার মানুষ আপনি। মনখোলা প্রানখোলা। সব কথা অকপটে বলে দেন।

ভাল থাকবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি যে জানা আপুর কথা বলেছিলেন ইনি কি তবে সেই জানা আপু?

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪

নতুন নকিব বলেছেন:



দাদাভাই,
আমি আসলে মনে করতে পারছি না, কখন এবং কোথায় বলেছিলাম। ও! আচ্ছা, সামু নিয়ে যে পোস্ট দিয়েছিলাম সেখানের কথা বলছেন? আপনি কাদের কথা বলছেন তাহলে? তাদের নিয়েইতো!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি বলতে চাই ব্লগের মালিক বলতে যারা এরা তারাই কিনা? আমি কিন্তু তাই মনে করে কবিতাটা লিখলাম। কারণ যাদের প্রচেষ্টার ফসল হিসেবে আমি লেখালেখির সুযুগ পাচ্ছি তাদের নিয়ে কবিতা না লিখলে কেমন হয় সেই দায় বদ্ধতা থেকেই কবিতাটা লেখা হল। অবশ্য অন্য কেউ হলেও ক্ষতি নেই। কারণ এমনতো আমি এক ডজন কবিতা লিখেছি। আপনি জানা নাম বলেছেন। তো সেই নামে একজন ব্লগার পেয়ে আমি এ প্রচেষ্টা চালিয়েছি। এখন আমি জানতে চাচ্ছি আমার অনুমান সঠিক কিনা। এই জানা সেই জানা কিনা। আর ব্লগ মালিক সম্পর্কে আমার জানার একটু আগ্রহ তৈরী হয়েছে। জনাবা জানাকে নিয়েও একটা কবিতা লিখতে চাই। ভাল হোক মন্দ হোক লিখতে যখন পারি তবে চেষ্টা করতে দোষ কি? কি বলেন প্রিয় কবি?

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

বিজন রয় বলেছেন: সুন্দর।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার উপস্থিতিতে অনেক খুশী হলাম প্রিয় কবি বিজন রয়।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

নাগরিক কবি বলেছেন: খুবই ভাল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নাগরিক কবির জন্য অনেক শুভেচ্ছা।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

জানা বলেছেন: কবিতার জন্যে ধন্যবাদ জনাব ফরিদ আহমদ চৌধুরী। আমাদের মনে করে একটি আস্ত কবিতা লিখে ফেলেছেন, এটা আমার সৌভাগ্য। কৃতজ্ঞতা জানবেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার তিনটা মেয়ে আর আপনার একটা। আমার ছোট্টটা সম্ভবত আপনার মেয়ের এক বছরের ছোট। আমাকে চা বানিয়ে খাওয়ায়। খুব চমৎকার হয়। এমন কি ওর মায়ের চেয়েও ভাল। আপনার মুখে আপনার সোনামনির কথা শুনে আমার মনে আমার টুনটুনির কথা জেগে উঠল ঠিক কাবুলিয়ালার মিনির মতো। কিন্নয়ীকে নিয়ে কবিতা লেখায় টুনটুনিও বায়না ধরল। আমি বল্লাম তুমি ওর মতো গুনবতী হও তারপর দেখা যাবে। নতুবা কবিতায় কি লিখব? আপনার ব্লগে গিয়ে আপনাদের সম্পের্কে জানার চেষ্টা করেছি। কিন্নয়ী মনির যে ছবীগুলো আপনি দিলেন তা’ দেখে বেশ মনে ধরল। ভাবলাম ওকে হাইলাইট করলে অন্যরাও হয়তো ওকে আদর্শ মেনে ওর মতো হওয়ার চেষ্টা করবে। অন্তত কাছের মানুষদের কাছ থেকে ওর কথা শুনে। নয় বছর বয়সে ও যেমন গুনের পরিচয় দিয়েছে তা’ কবিতা লেখার মতই বটে। মেয়েরা যতই উন্নত হয় মায়েদের নিকট তা’ যেন কম থেকে যায়। অনেক সময় অনেক মেয়ে তাই হাঁফিয়ে উঠে। পরের বাড়ি পরের বাড়ি কথাটা শুনতে শুনতে অনেক সময় কিশোরী মেয়েরাও হাঁফিয়ে উঠে। সে ক্ষেত্রে কিন্নয়ী মায়ের স্বীকৃতি পেল। এটা একটা বিশাল ব্যাপার। লক্ষ্মীমনিকে নিয়ে আমার আরো কবিতা লেখার ইচ্ছে আছে। কিন্তু সেটা আবার কবে নাগাদ হবে জানিনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যাদের জন্য কষ্ট করে লেখা তাদের ভাল লাগলে এর চেয়ে আর বড় খুশীর বিষয় হয়না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য এবং প্রেরণা আমার জন্য এক বিরাট প্রাপ্তি। শুভেচ্ছা জানানোর মতো যোগ্য শব্দ খুজে পাচ্ছি না। তারমানে আনন্দ অপরিসীম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এক বছর আগে একটা পোষ্ট দিয়ে ছিলেন। কষ্ট করে আরেকটা দিন। আপনার নতুন পোষ্ট পড়তে খুব ইচ্ছে করে। অন্তত আমার জন্য হলেও দিন।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

আহমেদ জী এস বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী ,




অবাক লাগলো "জানা কিন্নরী আরিল" নামে কবিতা লিখলেন আবার কিন্নরীও ছবিও দিলেন ঠিকঠিক অথচ আপনার প্রতিমন্তব্যে মনে হলো এদেরকে আপনি চেনেন না । ব্যাপারটা গোলমেলে ঠেকছে ।

যাই-ই হোক , স্বয়ং "জানা" এসে গেছেন যখন তখন আপনার মনের ধন্ধ কাটলো মনে হয় । হ্যা জানা আর অরিল-ই হলেন সামুর প্রতিষ্ঠাতা পরিচালক ।

তিনজনের জন্যে লেখা এ সনেটখানি আপনার মহতী মনের-ই পরিচায়ক । ভালো লাগলো ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রথমত বলে নেই, আপনার উপস্থিতি আমার জন্য যথেষ্ট আনন্দ দায়ক। বিষয়টা নিয়ে মোটামোটি ধারণা থেকে আমি লিখেছি। তবে আপনি বিষয়টি ক্লিয়ার করলেন। তো তাঁরা একটি গাছ লাগালেন যা এখন বিশাল বৃক্ষ। এ বৃক্ষ ছায়ে সবার স্থান হয়। যা দেখে ভাল লাগে। এখারে আমি উপভোগ করার মতো অনেক লেখকের লেখা পাচ্ছি। কোন জাতির জনগন উন্নত হলে সে জাতি উন্নত হয়। জাতির মন মানসিকতার উন্নয়নে তাঁদের অবদান ক্রমাগত স্পষ্ট হচ্ছে।তবে আপনারা যারা এ প্রক্রিয়ায় অংশ নিলেন আপনাদের অবদানও খাট করে দেখার মতো নয়। আমি যেটা জানি তা’হলো জাতীয় উন্নয়নে জনতার উন্নয়নের বিকল্প নেই।আর তাই আপনাদের সকলের সমবেত এ প্রচেষ্টাকে আমি সম্মান জানাই। সেই সম্মান জানানোর জন্যই কবিতা লেখার এ ক্ষুদ্র প্রচেষ্টা। ফল সব গাছে ধরেনা, তথাপি ফলের গাছ না লাগালে ফলের আশা করা যায়না।আমার প্রচেষ্টায় ফল আসুক অথবা না আসুক, তবু চেষ্টা করলাম এটা আমার শান্তনার কারণ হতে পারে। শন্তব্যের জন্য শুভ কামনা রইল।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত সুন্দর সনেট লেখেন বলেই আপনি ব্লগে সবার প্রিয় তা কিন্তু না। আমি আপনাকে ব্লগে রসিক প্রাণবন্ত মিশুক উদার প্রকৃতিরই মনে করি। আপনি সত্যিই অসাধারণ একজন কবি। আপনার প্রতি সবসময় শ্রদ্ধা আর ভালোবাসা আছে, থাকবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে কবি এলেন এবং বল্লেন............................। সে যাক মন্তব্যে যথেষ্ট খুশী হতে পারলাম। এটা অবশ্যই আমার জন্য অনেক কিছু।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এত সুন্দর সনেট লেখেন বলেই আপনি ব্লগে সবার প্রিয় তা কিন্তু না। সেটা তাদের দোষ নয় বরং আমার অযোগ্যতা।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

কাবিল বলেছেন: সুন্দর কবিতা।
অনেক অনেক ভাল লাগলো।


আরও ভাল লাগলো যে স্বয়ং জানা আপু এসে হাজির
তার মানে এই যে, সামুর প্রতিষ্ঠাতা আমাদের সব সময় নজর রাখেন।
কিন্নরী প্রতি ভালোবাসা রইল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁর আগমন আমার পরিবারের সবাইকে আনন্দে ভাসিয়ে দিয়ে গেল। আসলে বিনয়ের কারনেই মানুষ বড় হয়। আর আপনার আগমনও আমার যথেষ্ট ভাল লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার মনে হচ্ছে তাঁহার জন্য (কিন্নরী) একটা কবিতায় কুলোচ্ছেনা। আরো কবিতা লাগবে। তবে তাঁর উপযুক্ত কথা মালা গুঁছিয়ে নেওয়াতো মুশকিল। তাঁকেতো আবার সস্তা কথায় মূল্যান করলে হবেনা।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে আজ সারাদিন খুব ব্যস্ত ছিলাম, ব্লগে ঢোকাতে রাত নটার বেশি বাজে। তাই দেরি করে ফেলেছিলাম।

আগেরবার লাইক ছিল, এবার প্রিয়তে গেল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক শুভেচ্ছা প্রিয় কবি।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি কিন্তু আপনাকে কোনোভাবেই অযোগ্য বলে যাই নি ?!!!!!

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: আমাদের সকলের সোনামনি কিন্নরী কে নিয়া রচিত সনেট খুবই সুন্দর হয়েছে ।
তার গুনের কথা বলা হয়েছে সুন্দর ভাবে । আপনার কবিতার মাধ্যমেই
তার প্রতি র্শইলভেচ্ছা, জীবন তার হোক সুরভিত, ভরুক সাফল্য গাথায়।

কবির ইচ্ছাই কবিতায় সার্ভভৌম ,তার পরেও মনে কবিতাটির প্রতিটি চরণে দেখতে পাওয়া যায় রয়েছে পাঁচটি শব্দ । কিন্তু দ্বিতীয় লাইনে দেখা যায় একটি ছোট্ট ব্যতিক্রম , এখানে দেখা যায় রয়েছে ৭ টি শব্দ , ভালই লেগেছে । তবে মনে হল একটু ঘুরিয়ে লিখলে ৫টি শব্দেই তা প্রকাশ করা যাবে । যা আপরার কবিতার নীচেই দেখানো হল । এটা জাষ্ট পাঠক হিসাবে অআমার চিন্তা ভুল অআমার হলে সহজভাবে নিলে খুশী হব ।

সুরান্না কিন্নরী করে আনন্দে আপন
সে কথা জানায় জানা মামনি যে তার
আসলে সন্তান ছাড়া জীবন অসার
ত্রিজন সদস্য নিয়ে তাদের নিলয়।


সুরান্না কিন্নরী করে আনন্দে আপন
জানা মামনি তার সেকথা জানান
আসলে সন্তান ছাড়া জীবন অসার
ত্রি-জন সদস্য নিয়ে নিলয় তাঁর ।

আরজ আলী মাতুব্বর নিয়ে আপনার অনুরোধটা মনে আছে । আপনার অন্য কোন একটি ধর্মীয় বিষয় নিয়ে দেয়া পোষ্টে তাকে নিয়ে আলোচনা করলে প্রাসংগীক হবে বলে মনে করি । তাই খুঁজে নিয়ে সেরকম একটি পোষ্টেই সময় করে আসব।
অনেক অনেক শুভ কামনা রইল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জানা মামনি তার সেকথা জানান এ পরামর্শ ঠিক আছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ত্রি-জন সদস্য নিয়ে নিলয় তাঁর । এ পরামর্শ অনুযায়ী কাজ করলে একটি অক্ষর কম পড়ে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আরজ আলী মাতুব্বর নিয়ে আপনার অনুরোধটা মনে আছে । আপনার অন্য কোন একটি ধর্মীয় বিষয় নিয়ে দেয়া পোষ্টে তাকে নিয়ে আলোচনা করলে প্রাসংগীক হবে বলে মনে করি । তাই খুঁজে নিয়ে সেরকম একটি পোষ্টেই সময় করে আসব। অপেক্ষায় থাকলাম।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৬

নতুন নকিব বলেছেন:




''আপনি জানা নাম বলেছেন। তো সেই নামে একজন ব্লগার পেয়ে আমি এ প্রচেষ্টা চালিয়েছি। এখন আমি জানতে চাচ্ছি আমার অনুমান সঠিক কিনা। এই জানা সেই জানা কিনা। আর ব্লগ মালিক সম্পর্কে আমার জানার একটু আগ্রহ তৈরী হয়েছে। জনাবা জানাকে নিয়েও একটা কবিতা লিখতে চাই। ভাল হোক মন্দ হোক লিখতে যখন পারি তবে চেষ্টা করতে দোষ কি? কি বলেন প্রিয় কবি?''

-প্রিয় ফরিদ ভাই, উইক এন্ডে দু'দিন একটু পারিবারিক কাজে নেটের বাইরে থাকতে হয়েছিল। আপনার মজার সনেট নিয়ে তাই কথোপকথনে ছেদ পরে।

যাই হোক, ফিরে এসে তো হতভম্ভ!

বাহ! জানা আপু নিজেই এখানে হাজির!

চমৎকার!! আসলে সত্যি কথা বলতে কি, ফরিদ ভাই, এই ব্লগের কর্নধার উদ্যোক্তা কিংবা মালিক বলে বলছি না, তার অনেকগুলো লেখার ভেতরে যে সামান্য কয়েকটি আমার পড়ার সুযোগ হয়েছে, তার উপরে ভিত্তি করে তাকে নির্দ্ধিধায় অনন্য মনে হয়েছে। অসম্ভব মেধাবী এবং মননশীল মনে হয়েছে।

আর হ্যাঁ, ফরিদ ভাই, আমি এই জানা আপুকে স্মরন করেই দু'কথা বলেছিলাম "'সামহোয়্যার ইন ব্লগ'- মায়ের ভাষায় একটি ব্লগ, একটি প্লাট ফর্ম, একটি বিপ্লব!" পোস্টটিতে। যাই হোক, সে পোস্ট হয়তো আপুর দৃষ্টির ফাঁক দিয়েই চলে গেছে। হাজারো গুরুত্বপূর্ন পোস্টের ভেতরে কয়টিই বা পড়া সম্ভব!

আবারো তার এবং সামুর আলোকিত উজ্জ্বল ফিউচার প্রত্যাশা করছি।

ভাল থাকুন প্রিয় কবি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর হ্যাঁ, ফরিদ ভাই, আমি এই জানা আপুকে স্মরন করেই দু'কথা বলেছিলাম "'সামহোয়্যার ইন ব্লগ'- মায়ের ভাষায় একটি ব্লগ, একটি প্লাট ফর্ম, একটি বিপ্লব!" পোস্টটিতে। যাই হোক, সে পোস্ট হয়তো আপুর দৃষ্টির ফাঁক দিয়েই চলে গেছে। হাজারো গুরুত্বপূর্ন পোস্টের ভেতরে কয়টিই বা পড়া সম্ভব! আমি কিন্তু তাঁকে জেনেছি এ থেকেই। আপনার জন্য অনেক শুভেচ্ছা।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১১

নতুন নকিব বলেছেন:



প্রতিমন্তব্যে অনেক আপ্লুত! ফরিদ ভাই, You are trying to write now a days, with power of an ambidextrous and tremendous knowledge.

দু'টি শব্দ নিয়ে দু'কথা:
১. Ambidextrous এর ইংলিশ সমার্থক শব্দ হতে পারে equipoised কিংবা two-handed। মানে- সব্যসাচীর গুনবিশিষ্ট। আর বাংলাভাষার শব্দ 'সব্যসাচী' অর্থ- যিনি দু'হাত একই সাথে চালাতে সক্ষম।
২. Tremendous এর ইংরেজি সমার্থক শব্দ- excellent, splendid, wonderful, marvelous, magnificent, superb, sublime, lovely, delightful ইত্যাদি। মানে- বিস্ময়কর, প্রচন্ড ইত্যাদি।

শব্দ দু'টি গুরুত্বপূর্ন। ফরিদ ভাই আমাদের উপহার দিয়ে চলেছেন প্রতিনিয়ত তার চেয়েও অনেক গুরুত্বপূর্ন কিছু।

ভাল থাকবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনুপ্রাণীত করলেন প্রিয় কবি। কিন্তু আমি চেয়ে আছি আপনার পানে। হয়তো হতাশ হবনা। অপেক্ষায় থাকলাম।

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩২

নতুন নকিব বলেছেন:



''লেখক বলেছেন: অনুপ্রাণীত করলেন প্রিয় কবি। কিন্তু আমি চেয়ে আছি আপনার পানে। হয়তো হতাশ হবনা। অপেক্ষায় থাকলাম।''

-ফরিদ ভাই, দয়া করে যদি একটু খোলাসা করতেন কিসের অপেক্ষা তাহলে ধন্য হতাম।

ভাল থাকবেন।

০১ লা মার্চ, ২০১৭ রাত ৯:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অপেক্ষাটা হলো আপনার ইসলামী রেনেসাঁর কবি হয়ে উঠার অপেক্ষা। এ ক্ষেত্রে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে।

১৭| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:১৩

নতুন নকিব বলেছেন:



'ইসলামী রেনেসাঁর কবি হয়ে উঠার অপেক্ষা'- আল্লাহ রব্বুল আলামীন আপনার মনোবাঞ্চা পূরন করুন। আপনি তো অনেক বড় মনের মানুষ। আপনার স্বপ্নগুলোও স্বভাবতই সেই মানের উঁচু উচ্চ। এই ক্ষুদ্রকে নিয়ে আপনার মনের কোনে স্থান দেয়া শুভস্বপ্ন শাখা প্রশাখা ছড়িয়ে দিক দিগন্তপানে।

ইসলামের হারানো সোনালী দিনের বর্নাঢ্য ঐতিহ্য, বিশ্ব আলোকিত করা সার্বজনীন মানবতা-ভ্রাতৃত্ববোধের দ্যুতি, অমিততেজ গৌরব আর সৌর্যগাঁথা আমাদের সামনে ফুটে উঠুক নতুন ছন্দের আবহে। আমাদের আঙিনা ভরে উঠুক আলো ঝলমলে নতুন প্রভাতের দীপ্ত প্রতিভায়।

ভাল থাকবেন, প্রিয় কবি।

২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.