নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবি নাঈম জাহাঙ্গীর নয়ন

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭



অনবদ্য কাব্য গাঁথা দেখেছি যে এক
ছুটে চলে অবিরত না হয়ে মন্থর
ছুঁয়ে যায় সে কবিতা পাঠক অন্তর
যে কাব্যিক মুগ্ধতায় হৃদয় আপ্লুত।
হে নাঈম জাহাঙ্গীর নয়ন কি এক
মোহজালে বেঁধেছেন পাঠকে বিস্তর
অবরুদ্ধ যারা সব না পেয়ে নিস্তার
আপনার বশচ্ছায়ে হয়েছে আবৃত।

কেন জানি কবি পানে আকুল এমন
জনে জনে জনগনে নিরন্ত আত্মায়,
হয়তবা তাই হয় আমার এ মন
কবি ভক্ত অফুরান অন্তর যা চায়।
কেটেকুটে অকাব্যের কন্টক জঙ্গল
নয়নেরা হোক তবে সাহিত্য সম্বল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবি বানাইয়া দিলেন ভাই!!!!! এই আনন্দ আমি কোথায় রাখবো!!! আমার অন্তরে থাকবেন ভালোবাসা হয়ে।

দোআ করবেন প্রিয় কবি চৌধুরী ভাই, আপনার এই আশীর্বাদ আমি যেন সফল করতে পারি। যেন মানুষের মন জয় করতে পারি শুধু ভালোবাসা দিয়ে।

আপনার সনেট এর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা রাখছি ভাই। কৃতজ্ঞতা তো অবশ্যই জানাই।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

২| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এই আন্তরিক ভালোবাসা আমাকে প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে আগামীর পথে।

সনেট এর প্রশংসা নয় শুধু, ভালোবাসা রেখে গেলাম হে প্রিয় কবি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর আপনার মন্তব্য আমার জন্য অনু প্রেরণা।

৩| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:১০

জীবন সাগর বলেছেন: প্রিয় কবিকে নিয়ে প্রিয় কবির লেখা সনেট সফল হোক।
লেগে থাকুক ভালবাসা সবসময় সামুতে।

সনেট এ +++++

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণীত হলাম।

৪| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫

শূন্যনীড় বলেছেন: প্রিয় কবিকে নিয়ে সনেট প্রিয়তে থাকবে
ভালো লিখেছেন +++++

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যে অনুপ্রাণীত হলাম।

৫| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: টমাটো খান ভাইয়ের ৫ নং মন্তব্যে কৃতজ্ঞতা রইল। দোআ করবেন খান ভাই, আপনাদের এই ভালোবাসা যেন ধরে রাখতে পারি ভালোবাসা দিয়ে। সকলের প্রতি ভালোবাসা রইল। শুভকামনা সবসময়।

ভালো থাকুন প্রিয় কবি চৌধুরী ভাই।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

৬| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনার সনেট ক্রমেই গতি পাচ্ছে; ভালো, সহ-ব্লগারেরা একটা স্হান পেয়েছে!

কবিতা লেখার কিসব নিয়মাবলী আছে, সেটা নিয়ে একটা পোস্ট দেন। আপনি সব সনেটের নীচে কিসব ফর্মুলা লেখেন, সেটা ব্যাখ্যা করেন, কমপক্ষে আমি তা বুঝি না।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অমিত্রাক্ষর মানে অক্ষরের অন্তমিলের মধ্যে মিত্রতা থাকবেনা। একরকম অন্তমিল হবেনা বরং বিবিভিন্ন রকম অন্তমিল হবে। যেমন,
অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ এর মানে হলো ১ম পদ্য এবং ৫ম পদ্যের অন্তমিল এক রকম হবে। ২য়, ৩য়, ৬ষ্ঠ ও ৭ম পদ্যের অন্তমিল এক রকম হবে। ৪র্থ ও ৮ম পদ্যের অন্তমিল এক রকম হবে। ৯ম ও ১১ শ অন্তমিল এক রকম হবে। ১০ম ও ১২ শ পদ্যের অন্তমিল এক রকম হবে। ১৩শ ও ১৪শ পদ্যের অন্তমিল এক রকম হবে। এ সূত্রে এখানে মোট ৬টি অন্তমিল আছে এবং তা’ ৬টি ভিন্ন ভিন্ন অক্ষরের অন্তমিল। তবে অন্য সূত্রে ৫টি অন্তমিল হতে পারে।
মাত্রা বলতে এক সঙ্গে যতটুকু উচ্চারন হয়। কোন কোন সময় এক শব্দে যেমন এক মাত্রা হয় তেমনি দুই, তিন শব্দেও এক মাত্রা হয়। দুই শব্দে একমাত্রা হলে এর এক শব্দকে অর্ধমাত্রা বলে। যেমনঃ আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এখানে আমাদের ১, ছোট নদী ১ চলে আধা বাঁবে বাঁকে ১ মোট সাড়ে তিন মাত্রা হলো। মাত্রা ছন্দের নিয়ম হলো অন্তমিলে মাত্রা সমান থাকতে হবে। এ ক্ষেত্রে জোড়ের সাথে জোড়ের মিল থাকতে হবে আর বিজোড়ের সাথে বিজোড়ের মিল থাকতে হবে। যেমনঃ আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে + বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এখানে সাড়ে তিন মাত্রার মিল।
আমার ইদানিং সনেটে আমি অমিত্রাক্ষর ও মাত্রা দু’টোই হাজির করেছি। আবার পুরো কবিতার উপর থেকে নীচ মাত্রা অক্ষর সংখ্যা সমান রেখেছি। এতো নিয়ম মেনে কবিতার মান ভালো করা কঠিন বটে।
বাস্তবে আমি ইসলামী লেখক। অপশনাল হিসেবে কবিতা লিখি। সে জন্যই সহ ব্লগারদের নিয়ে লিখি। এ ক্ষেত্রে আমি প্রফেশনাল হতে চাই না। কিন্তু দেখতেই পাচ্ছেন ব্লগে আমার মূল লেখার পাঠক কম। কারণ একটাই মুসলমানেরা পিছিয়ে পড়া জাতিতে পরিণত হয়েছে। এ জন্য ইসলাম নিয়ে লেখায় পাঠকের আগ্রহ কম থাকে।
এ নিয়ে আলাদা পোষ্টের কথা বলেছেন, কিন্তু সেটার পাঠক হবে কি?

৭| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:২২

উম্মে সায়মা বলেছেন: খুব ভালো হয়েছে ফরিদ ভাই। সহব্লগারদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা।
আপনার আরো কয়েকটা সনেট দেখলাম। খুব সুন্দর মেলাতে পারেন। শব্দভাণ্ডারও ভালো। আমি ছন্দ ই মেলাতে পারিনা সনেট তো দূরে থাক।
অন্যান্য বিষয় নিয়েও লিখতে পারেন। শুভ কামনা।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যে অনুপ্রাণীত হলাম। আপনার জন্যও অনেক শুভ কামনা।

৮| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অাবারও

সুন্দর হয়েছে

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার কাব্য প্রচেষ্টা দেখেছি। ভাল লেগেছে। মন্তব্যের জন্য শুভ কামনা।

৯| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ; আশাকরি, কবিতার বুনন কিছুটা বুঝতে পারবো।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার প্রতিটি মন্তব্য আমার জন্য অনেক কিছূ। আপনার মন্তব্য আমার যাত্রা পথের পাথেয়। আপনার জন্য অনেক শুভেচ্ছা।

১০| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ১৪ নং মন্তব্যে গাজী ভাইয়ের সাথে আমি একমত। আমার বহুদিনে কাঙ্ক্ষিত কবিতা সম্পর্কিত একটা বিস্তারিত পোষ্ট। কিন্তু এখনো পর্যন্ত পাইনি। যে পোষ্ট আমার মতো অনেকেরই উপকারে আসবে। গাজী ভাইকে দেওয়া প্রতি উত্তর পড়েছি। সেখানে পাঠক পাবেন কিনা শঙ্কা করেছেন। দেখুন, আমি আমার প্রয়োজনেই বড় ভাইদের অনেক পোষ্ট মনোযোগ সহকারেই পড়ি, কারণ, সেইসব পোষ্টে কিছু শিখার থাকে। কবিতা আমার প্রিয়, তাই কবিতা সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ সবসময় রাখি।

আশা করি একটা পোষ্ট পাবো আপনার কাছেই।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি আপনি যখন বলেছেন তবে হয়ত চেষ্টা করব। তবে মন্তব্যে বলা আর পোষ্টে বলা একটু আলাদা হয়। যথাপি দেখি পারি কিনা।

১১| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৯:৫২

ইউনিয়ন বলেছেন: নয়ন ভাই এবং ফরিদ ভাই আপনাদের জন্য শুভ কামনা রইল।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনাব ইউনিয়নের জন্য অনেক শুভ কামনা।

১২| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০১

নয়ন বিন বাহার বলেছেন: ফরিদ ভাই দারুন এক খেল দেখালেন। খেলটা ভাল কবিতা হয়েছে তার জন্য নয়। সহব্লগারকে উৎসাহিত করে এমন ভাবে কাব্য করলেন তার জন্য। আপনার জন্য শুভকামনা।
ইসলামী লেখা বলতে আসলে কি বুঝায় তা আমার নিকট বোধগম্য নয়। ইসলামী না হলে কি তা বর্জনীয়?

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনাব নয়ন বাহার, কথা হলো ইসলাম এখন সব দিক থেকে পিছিয়ে। আর মতভেদে মৃতপ্রায় দশা। তাই আমি এ বিষয় একটু বেশী গুরুত্ব দিয়ে থাকি। অন্য বিষয় নিয়ে লিখার মতো অনেক লোকতো রয়েছে।

১৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই নয়ন ভাইকে নিয়ে এবারের আপনার সুপাঠেয় সনেটটি লিখার জন্য। সনেটটি অনেক ভাল লেগেছে। যাযাকাল্লাহ খায়রান।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্য অনেক ভাল লেগেছে। আল্লাহ আপনার মঙ্গল করুন।

১৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:০৬

ধ্রুবক আলো বলেছেন: বাহ চমৎকার লেখনি

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:২৫

আবু ছােলহ বলেছেন:



ফরিদ ভাই,

কেমন আছেন? আপনি পারেনও! তা, আমার কি কোন সিরিয়াল আছে?

অনিশেষ ভালবাসা, এ সময়ের জনপ্রিয় 'অমিত্রাক্ষর কবি'র জন্য।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১০:১৭

নাগরিক কবি বলেছেন: আপনার কবিতার তীব্র প্রতিবাদ করছি আমি। আপনি শুধু কবিতা লিখে যান কেন???? তারাতো জানে কবিতা কী। কিন্তু আমরাতো কি আর কী এর মধ্যে তফাৎ টাও বুঝি না। তাদের নিয়ে শুধু কবিতা লিখবেন নাকি আমাদের কিছু হাতে কলমে শিখাবেন। আমরা শিখতে চাই, আমরা বলতে চাই। আমরা কিছু জবাব কাব্যের ভাষায় দিতে চাই। মোরাতী নজরুল নই, তাই নজরুলের ভাষায় বলে যাই:-

দিল খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর।
হাসি গান শ্যাম উচ্ছল
বৃষ্টির জল বনফল খাই-
শয্যা শ্যামল বনতল।।
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
মোরা ঝর্ণার মত চঞ্চল,
মোরা বিধাতার মত নির্ভয়
মোরা প্রকৃতির মত স্বচ্ছল।।
:((

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবি যখন বলেছেন দেখি কি করা যায়।

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:০১

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাইয়ের জন্য আমাদের সবার শুভ কামনা রইল।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি নয়নএবং আপনি দু জনের জন্যই শুভ কামনা।

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

ওমেরা বলেছেন: দুই কবি ভাইয়াকেই আন্তরিক ধন্যবাদ ।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপুনি আপনার জন্য শুভেচ্ছা।

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২

নতুন নকিব বলেছেন:



''নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এই আন্তরিক ভালোবাসা আমাকে প্রেরণা হয়ে অনুপ্রাণিত করবে আগামীর পথে।

সনেট এর প্রশংসা নয় শুধু, ভালোবাসা রেখে গেলাম হে প্রিয় কবি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।''

-আমরাও তাই কামনা করি।
এ অনুপ্রেরনার পথ ধরে নয়নের দুই নয়ন আলোকোচ্ছটায় উদ্ভাসিত হোক।

ভাল থাকবেন প্রিয় কবি ফরিদ ভাই।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আমিন।

২০| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুধু ফরিদ ভাই একা নন, এখানে মন্তব্যকারী সকলেই আমার প্রেরণা। সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সবসময়। এই আন্তরিকতা বেঁচে থাকুক সামু পাতা জুড়ে সবসময়।

প্রিয় কবি'র প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার জন্য ফুলের শুভেচ্ছা, প্রিয় কবি।

২১| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৪

গেম চেঞ্জার বলেছেন: আপনার পোস্ট মানেই ভরপুর জিনিস! চলুক!! :)

কবি নয়ন'কে শুভকামনা!!!

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহ ব্লগারদের নিয়ে পরের কবিতা গেমু না হয় গিয়াস, দেখি কাকে নিয়ে কবিতার ভাব আসে!

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দু’জনের নামই ‘গ’ দিয়ে। দেখি কারটা গড় গড়ে হয়ে পড়ে। কাকে বেশী, কাকে কম ভালবাসি বুঝতে পাছিনা। দু’জনই সুপার ডুপার। বাস্তব সামু তারায় ভরা আকাশ। যা আমাকে শুধুই মুগ্ধ করে।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গেমুর আগমন আমার চিরকাল ভাললাগে। বিশেষ করে ঐ চশমা।

২২| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯

নাগরিক কবি বলেছেন: নয়ন ভাই আমি কিন্তু বিদ্রোহ করেছি =p~

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ এক সুমধুর বিদ্রোহ। ভাল লাগল।

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ভাই ।
শুভ কামনা রইলো দুই কবির জন্য।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা।

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হিংসে হয় বুঝি নাগরিক ভাই হা হা হা। আপনার মন্তব্য পড়েছি আমি তাতেও মুগ্ধ হয়েছি, আমিও কিছু শিখতে পারবো।

শুধু আমার নামে লিখছে বলেই বলছি না, চৌধুরী ভাই সত্যিই চমৎকার সনেট লেখেন। তাঁর যে কি পরিশ্রম হয় তা কেবল যারা সনেট লেখার চেষ্টা করেছেন তারাই বোঝবেন। এমনে কবিতার মধ্যে ভাব জাগিয়ে লেখা আর চৌদ্দ অক্ষর চৌদ্দ লাইন আবার কবিতার ভাবের সাথে শব্দ সংযোজনা বড়ই কঠিন কাজ। আমি একটা চেষ্টা করেছিলাম, হয়নি, গীতি কবিতা হয়েছে মাত্র।

তাই প্রিয় কবি চৌধুরী ভাইকে শ্রদ্ধা আর ভালোবাসার আসনেই আমি রেখেছি অনেকদিন ধরেই। তাছাড়া ব্লগের মধ্যে সবাইকে সুন্দর ও রসিকতা ভরা মন্তব্য দিয়েও সবাই উজ্জীবিত রাখতে চৌধুরী ভাইয়ের জুড়ি নেই।

তিনি আমাকে নিয়ে এত কষ্ট করে একটা সনেট লিখে ফেলেছেন এযে আমার কাছে খুবই আনন্দের, ভালোবাসার। এই ভালোবাসা আমি হারাতে চাই না, ধরে রাখতে চাই আগামী জীবনের পথে সবসময়।

নাগরিক ভাই, আমি কিন্তু আপনার প্রতি মন খারাপ করিনি। সহব্লাগারদের নিয়ে এমন ভালোবাসার প্রকাশ কিন্তু মন্দ না।

আমি সবার ভালোবাসা পেয়েছি। সবাই আমার শুভাকাঙ্ক্ষী এটা জেনেছি। আমি উৎসাহিত আনন্দিত অনুপ্রাণিত আপনাদের আন্তরিক ভালোবাসা পেয়ে।

পরিশেষে- এমন আন্তরিক ভালোবাসায় ভরে থাকুক সামু পাতা এমনটাই প্রত্যাশা।
সবার জন্যই শুভকামনা সবসময়।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার জীবন সুফলা হোক।

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্মরণে এনেছেন বলে কৃতার্থ!!!

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
এসব না মেনে যে কবিতা লিখা হয় সেটাকে কি কবিতা বলা যাবে?

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সতত হে নদ তুমি পড় মোর মনে
সতত তোমারী কথা ভাবি এ বিরলে
এখানে প্রথম লাইনঃ- তিন তিন দুই চার দুই
দ্বিতীয় লাইনঃ তিন তিন দুই চার
মাত্রা বর্ণধারা ঠিক আছে তবে কিছুটা আগে পরে হয়েছে।
আমি সবটা এক রকম করি সেটা আমার নিজস্ব রীতি।
অন্তমিল ধারা দুটি দেখা যায়ঃ- ১) কখখক কখখক ঘঙঘঙচচ। ২) কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# তবে চৌদ্দ অক্ষর চৌদ্দ লাইন আর অষ্টক ষষ্টক বিধি সনেটে লংঘিত হতে দেখা যায় না।
# যে ছন্দই হোক কবিতায় ছন্দ থাকা দরকার নতুবা আবৃতি ভাল হয়না।

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৪৫

নিষ বলেছেন: কখখগ কখখগ ঘঙঘঙ চচ

এই অক্ষরগুলোর মানে কি?

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ এর মানে হলো ১ম পদ্য এবং ৫ম পদ্যের অন্তমিল এক রকম হবে। ২য়, ৩য়, ৬ষ্ঠ ও ৭ম পদ্যের অন্তমিল এক রকম হবে। ৪র্থ ও ৮ম পদ্যের অন্তমিল এক রকম হবে। ৯ম ও ১১ শ অন্তমিল এক রকম হবে। ১০ম ও ১২ শ পদ্যের অন্তমিল এক রকম হবে। ১৩শ ও ১৪শ পদ্যের অন্তমিল এক রকম হবে। এ সূত্রে এখানে মোট ৬টি অন্তমিল আছে এবং তা’ ৬টি ভিন্ন ভিন্ন অক্ষরের অন্তমিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.