নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের স্বাধীণতা

২৫ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৬



২ মার্চ ১৯৭১ খ্রিঃ আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ৭ মার্চ ১৯৭১ খ্রিঃ বঙ্গবন্ধু স্বাধীণতার কথা বলেন। ২৬ মার্চ ১৯৭১ খ্রিঃ জিয়াউর রহমান স্বাধীণতার ঘোষণা প্রদান করেন। অবশ্য আরো অনেকে স্বাধীণতার ঘোষণা প্রদান করে বলে জানা যায়, যদিও জিয়ার ঘোষণা বেশী প্রচার পায়। ১৭ এপ্রিল ১৯৭১ খ্রিঃ বঙ্গ বন্ধুর দল আওয়ামী লীগ বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করে মুক্তিযুদ্ধের সংগঠকের দায়িত্ব পালন করে। ভারত সব সময় সাথে থেকে মুক্তি যুদ্ধে সহায়তা প্রদান করে। কিন্তু যুদ্ধ করে মুক্তি যুদ্ধারা ও ভারতীয় মিত্র বাহিনী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাতিস্তান পরাজিত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭১ খ্রিঃ পরাজয় স্বীকার করে আত্ম সমর্পণ করে। তখন থেকে আমরা স্বাধীণ। আমাদের স্বাধীণতার সেই দিন আজ । সবাইকে স্বাধীণতার শুভেচ্ছা।

বিঃদ্রঃ গতকালের পোষ্ট আজ আপডেট করা হয়েছে।

আজকের দিন নিয়ে কবি ‘কি করি আজ ভেবে না পাই’এর কবিতা-

সেই কালো রাত

নিথর গুমোট রাত
কি হয় কি জানি!
নেতা নেই,কেউ নেই
একি পেরেশানি!!

দিশেহারা পুরো জাতি
চাপা উৎকন্ঠা;
কালরাতে বেজে উঠে
প্রলয়ের ঘন্টা।

অবিরাম গুলাগুলি
মরে স্রেফ বাঙ্গালী;
পিলখানা,রাজপথ
খুনে তোরা রাঙ্গালি!!

খুন চাস আর কতো
কিসে হবি তুষ্ট?
কে পাকি?কে বাঙ্গালী?
সে ব্যবধান পষ্ট।

এমনি ছিলো সে রাত
নরকের যাত্রা;
বুঝানো যায় কি লিখে
সে বিভীষিকা মাত্রা?

দিকহীন দিশেহীন
অনিশ্চিত গল্প;
স্বাধীনতা ভাবনা যে
অলীক এক কল্প।

বীর এক দেয় ডাক
'স্বাধীনতা' দমকায়;
থমকিত জাতি ফের
সেই ডাকে চমকায়।

ত্বরিৎ তাড়িত জাতি
শুনে সেই জাগানিয়া;
ইথারে ভেসেছে যে-ই
আয়্যাম মেজর জিয়া।

উক্ত কবিতায় আমার মন্তব্য-

সাত আনে ছাব্বিশে
কি যে করে ভুল টা
আমাদের কিছু লোক
চিরকাল উল্টা।

স্বাধীনতা গিলে খেতে
মুড় মুড়ে চিবিয়ে
সত্যের আলোটারে
দেয় তারা নিবিয়ে।

আঁধারেতে খেতে গিলে
স্বজাতির স্বপ্ন
বিকৃত ইতিহাসে
এরা করে যত্ন।

কিন্তু এ কবি কয়
ইতিহাস সত্য
এখানেই দেখি তার
গুন জ্ঞান মহত্ব।

আমার মন্তব্যে কবির উত্তর-

অল্প ক'দিনে তোমা
যেটুকুন পেলাম;
শ্রদ্ধায় নুয়ে যাই
ভায়া তোমায় সেলাম।

কন্ঠ দাবিয়ে আজ
গেলানোর চেষ্টা;
জোর করে ইতিহাস
করছে প্রতিষ্ঠা।

সময়টা প্রতিকূল
কথা কয়া মানা;
বেশি ক'লে নেবে
রাজ মোহাফেজখানা।

করুক না রাঙা তারা
মিথ্যারে আঁকিতে;
কে কবে পেরেছে কও
সত্যরে ঢাকিতে।

মিশমিশে আঁধারেই
রাত যে পেরিয়ে যায়;
ভোরে বেশি বাকি নেই
সুব্‌হে সাদিক প্রায়।

পরিশেষে বলব, আমরা সাধারণ জনগন সঠিক ইতিহাস চাই। যা হবে নিরপেক্ষ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫

কলিমুদ্দি দফাদার বলেছেন: সবাইকে স্বাধীণতার দিবসের অগ্রিম শুভেচ্ছা। ভাল থাকুক দেশ ও দেশের জনগন।

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

২| ২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


মানুষ এক ধরণের স্বাধীনতা চেয়েছেন, শেখ সাহেব অন্য ধরণের স্বাধীনতা চেয়েছেন, জিয়া ও বেংগল রেজিমেন্ট অন্য আরেক ধরণের স্বাধিনতা চেয়েছেন; ফলে, আমরা পেয়েছি ফালু, বসুন্ধরা, সৌদী শ্রমিক, গার্মেন্টেস শ্রমিক, পানিহীন পদ্মা

বছরে দেশে ১০ হাজার ডাক্তার বের হয়: শেখ হাসিনা চিকিৎসা করান আমেরিকায়, বেগম জিয়া সৌদীতে, প্রেসিডেন্ট সিংগাপুরে; উনাদের ৩ জনকে স্বাধীনতার শুভেচ্ছা।

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বছরে দেশে ১০ হাজার ডাক্তার বের হয়: শেখ হাসিনা চিকিৎসা করান আমেরিকায়, বেগম জিয়া সৌদীতে, প্রেসিডেন্ট সিংগাপুরে; উনাদের ৩ জনকে স্বাধীনতার শুভেচ্ছা। সামু ব্লগে ঢুঁ মারলে ওনারা আপনার শুভেচ্ছা পেলেও পেতে পারেন। কারণ দেখলাম পোষ্ট আলোচীত পাতায় উঠেছে।

৩| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: টেলিগ্রামের মতই পুরোটা বর্ননা করলেন কি??

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি জেনারেল মানুষ। নিজে পড়ে শান্তি পাওয়ার জন্য একটুখানি লিখেছি। বেশী লিখে আবার কোন ক্যাচালে পড়ি সেটাও এক ভয়।

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

৪| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৯

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল। ১৭ এপ্রিল আনুষ্ঠানিক শপথ।

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন। তবে আনুষ্ঠানিক যাত্রাশুরু ১৭ এপ্রিল ১৯৭১ খ্রিঃ।

৫| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ২:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সামান্য অমত রয়ে গেল প্রিয় কবি। শ্রদ্ধেয় লেখক, জিয়াউর রহমাস স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্র পাঠ করা আর আর ঘোষণা দুটি অর্থ বহন করবে নিশ্চয়।

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তারমানে আওয়ামীলীগের প্রস্তুত করা ঘোষণা পত্র জিয়াউর রহমান পাঠ করেছিলেন। তবে আওয়ামীলীগের ২১ বছর ক্ষমতার বাইরে থাকায় এ গড়বড় তৈরী হওয়ার সুযুগ পেয়েছে। তথাপি আল্লাহর ক্বোরআন, ইমাম সাহেব তেলাওয়াত করেন, আমরা তাঁকে সম্মান করিতো! আর তখনতো জিয়াউর রহমানও আওয়ামীলীগেরই একজন ছিলেন। তখনতো বি এন পি ছিল না। এগুলো আসলে আমাদের বোধের বিষয়!

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবি বঙ্গবন্ধু একদা মুসলীম লীগ ছিলেন। তারপর আওয়ামী মুসলীম লীগ ছিলেন। তারপর আওয়ামীলীগ হয়েছিলেন। জিয়াউর রহমান একদা আওয়ামী লীগ ছিলেন। তারপর বি এন পি করেছেন। তিনি মুক্তিযোদ্ধা অবশ্যই ছিলেন। কিছু ভুলত্রুটি করেননি আমি সেটা বলছিনা।

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনগন চায় সুখ এবং সমৃদ্ধি, এটা যে দিতে পারবে জনগন তারগান গাইবে; যে দিতে পারবেনা তাদের গান জনগন গাইবেনা।

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

৬| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩১

ধ্রুবক আলো বলেছেন: চাঁদগাজী বলেছেন:


মানুষ এক ধরণের স্বাধীনতা চেয়েছেন, শেখ সাহেব অন্য ধরণের স্বাধীনতা চেয়েছেন, জিয়া ও বেংগল রেজিমেন্ট অন্য আরেক ধরণের স্বাধিনতা চেয়েছেন; ফলে, আমরা পেয়েছি ফালু, বসুন্ধরা, সৌদী শ্রমিক, গার্মেন্টেস শ্রমিক, পানিহীন পদ্মা

বছরে দেশে ১০ হাজার ডাক্তার বের হয়: শেখ হাসিনা চিকিৎসা করান আমেরিকায়, বেগম জিয়া সৌদীতে, প্রেসিডেন্ট সিংগাপুরে; উনাদের ৩ জনকে স্বাধীনতার শুভেচ্ছা।
- এই কমেন্ট অনেক ভালো লাগলো। চাঁদগাজী ভাই মাঝে মাঝে খুব ভালো কথা লেখেন।

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন।

৭| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩

ধ্রুবক আলো বলেছেন: স্বাধীনতার সার্বভৌমত্ব সব সময় অটুট থাকুক।
শহীদদের রুহের মাগফিরাত কামনা করি।

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.