নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আহমেদ জি এস ও দেবলীনা

১৪ ই জুন, ২০১৭ রাত ৮:২৬



স্যার, আমি দেবলীনা, আপনার লীনা
মনোযোগ দিয়ে পড়ি আপনার সব
কবিতার গুষ্ঠি-জ্ঞাতি। পড়ে থাকি আমি
আপনার কবিতায়, কি কারণ হলে?
‘হাতি উড়ে আকাশেতে’ মজাদার কথা!
মধুখেকো মাছি আসে কবিতার ঘ্রাণে!
কবিতার রাজ্য জয়ী বীর এক দেখে
ক্ষণে ক্ষণে নিত্য আমি বিমোহীত হই।

জিজ্ঞাসিত হয়ে আমি ভাবছি কি বলি?
অজানার কত কথা জেনে হই প্রীত
আপনার কবিতায় সজিবতা আছে!
আহমেদ জি এস হে কবিতায় প্রাণ
থাকে যার অফুরান, যাদু করে পাঠে,
দেবলীনা এটুকুই জানে সদা স্যার।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ৪৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৭ রাত ৮:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:



আপনার কবিতায় সজিবতা আছে!
এটা তাঁর জন্য যথা যতার্থই বটে
আহমেদ জি এস গুণের নাই সীমা
তাঁকে নিয়ে লিখা চাট্টিখানি কথা না :)

সুন্দর হয়েছে কবিতা
অভিনন্দন রইল ।

১৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁর পোষ্টগুলো দেখলাম, তাতে পাওয়ার মতো অনেক কিছুই রয়েছে।

২| ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ হয়েছে প্রিয় কবি, প্রিয় স্যারকে নিয়ে কবিতা! তাও আবার সনেট, চাট্টিখানি কথা না!!
অনেক মুগ্ধতা রেখে গেলাম। শ্রদ্ধা রেখে গেলাম দুজনের প্রতিই।


শুভকামনা জানবেন প্রিয় কবি।

১৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাবলাম এতে যদি তাঁর উৎসাহ আরো বাড়ে তবে ক্ষতি কি?

৩| ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:৪৯

শূন্যনীড় বলেছেন: অসাধারণ সনেট গুণ আপনার। শ্রদ্ধা জানবেন।

১৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একটু আধটু চেষ্টা করি আরকি!

৪| ১৫ ই জুন, ২০১৭ রাত ৩:৫৭

মিঃ আতিক বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দোয়া করবেন, পাঠকের সময় স্বার্থক হওয়ার মতো করে যেন লিখতে পারি।

৫| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এই আন্তরিক প্রচেষ্টায় আমার শ্রদ্ধা থাকে সবসময়।

স্যালুট আপনার মননে

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:০৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার চেষ্টা হলো অন্যদের চেষ্টাকে বেগবান করা। যদি তা’হয় তবেই আমি সফল। কবি নাঈম জাহাঙ্গীর নয়ন যদি সনেট লিখতে পারেন তবে আমার সাফল্যে আরেকটা পালক যোগ হবে।

৬| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:১১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবাই চায় তার কাজ সুন্দর হোক। তারপরো যেন তা’প্রত্যাশা পর্যন্ত পৌঁছেনা।

৭| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১

কানিজ রিনা বলেছেন: বেশ সুন্দর কবিতা ধন্যবাদ।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এর পিছনে আপনাদের অনেক অবদান রয়েছে।

৮| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চেষ্টা করবো ভাই আরেকবার। আপনার প্রেরণা আমাকে অনুপ্রাণিত করবে প্রিয় কবি।
দোআ করবেন চৌধুরী ভাই।

ভালোবাসা জানবেন সবসময়।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চৌদ্দ চৌদ্দ মিলাতে পারায় আমার মনে হয় উপস্থাপন ও উপসংহারে সমস্যা হবে না। আর তাতে অবশ্যই জীবনের এমন একটা খন্ড চিত্র আনতে হবে যাতে একাধীক চরিত্র থাকবে। আমার মনে হয় গভীরভাবে ভাবলে বিষয়টা হালকা হয়ে যাবে।

৯| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর নির্ভরশীল করে দিলেন ভাই। কৃতজ্ঞতা সুন্দর পরামর্শের জন্য। প্রেরণা হয়ে থাকুন প্রিয় কবি।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর আমি শুভ দিন দেখার অপেক্ষায় থাকলাম।

১০| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৪

প্রামানিক বলেছেন: দারুণ, খুব ভালো লাগল কবিতার কথা।

১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পাঠক পয়সা খরচ করে পড়ে, বাল না হলে পাঠকের পয়সা জলে যায়।

১১| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৯

সত্যের ছায়া বলেছেন: এবারের উপস্হাপন ভাল হয়েছে। দু'জনের প্রতি রইল শুভেচ্ছে।

১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি বল্লে মনে হয় নেহায়েত সত্য বলেছেন।

১২| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


আহমেদ জি এস'এর বড় গুণ হলো, উনি আমাদের আদর্শ ব্লগার: কবি, গল্পকার, প্রবন্ধকার; উনার সবচেয়ে বড় দিক হলো, সুচিন্তিত কমেন্ট; কমেন্টে উনার নিজস্ব বৈশিষ্ঠ্য আছে!

আপনি উনার উপর আলোক ফেলেছেন, ব্লগারদের কাছে উনাকে তুলে ধরেছেন, ভালো; উনি ভালো অনুভব করবেন, আমাদের কাছে ভালো লাগছে!

১৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু বিষয়টা এখনো তাঁর নজরে এল কিনা বুঝতে পারছিনা।

১৩| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

আহমেদ জী এস বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী ,




হৃদয়ের গভীর থেকে এই মূহুর্তে উৎসরিত সকল ভালোবাসা আপনার ও আপনার অনুপম সনেটটির জন্যে ।
যে দেবলীনা নিরবে আমার কবিতার গুষ্ঠি-জ্ঞাতির কথা শুনতো , সে দেবলীনা এখন হারিয়ে গেছে । তাকে আবার তুলে এনেছেন দেখে তার স্মৃতি মনে পড়ে গেলো ।
তবে আমার মতো একজন নগন্যকে এই যে এতো ভালোবাসায় কাছে টেনে নিলেন তার যোগ্য প্রতিদান আমার কাছে নেই ।
আপনাকে আর আমার সকল সহব্লগারবৃন্দ আর সকল শুভানুধ্যায়ীদের এই মন্তব্যের ভিতর দিয়ে শুধু জানাতে পারি অফুরান শুভেচ্ছা । আমি তা-ই জানালুম ।

প্রিয়তে । স্মৃতি হয়ে থাকুক । মনে পড়বে , একদিন আমিও ছিলুম আপনাদের মাঝে বেশতো.................

১৫ ই জুন, ২০১৭ রাত ৮:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:




নিঃসঙ্গী শ্লোক ......

শূন্যতাই যদি না থাকবে
তবে তো থাকো নাকো তুমি,
তুমি আছো বলেই তো আছে
চিরকাল -
ভরে দেয়ার পালা; শূন্যতার ভুমি ।

হাতে হাত ছুঁইয়ে দেবে বলে
কতোকাল বাড়িয়ে রেখেছি হাত ,
সেই হাতে কড়া পড়ে গেছে
ধরো নাই -
তবুও সয়ে গেছি বয়সের ধাত ।

বারান্দার ওপারে সন্ধ্যের ট্রেন
ছিঁড়ে খুঁড়ে যায় বিশ্বাসের ভিত,
ঐ সব সন্ধ্যায় ছিলো শুধু মোহ
ভেবে ছিলে -
এটাই সুকুমার প্রেম-পিরিত ।

বারেবারে হেচকা টানে ভাঙো
গড়ে তোলা ঘর, আলোর বিবর,
শুধু দেখ নাই শূন্যের ওপার
কড়া নাড়ে –
কারো কারো হৃদয়ের ঝড় ।

সুগন্ধা নদীর ছবি ভাঙো নিশিদিন
অপ্রেমের ঘৃনায় বিপুল বিদ্বেষে,
স্বভাব রোষে শুধু ভেঙে যাও পার
ভাবো নাই –
অপরাধী করি তারে কি দোষে !

এই হোক এক নিঃসঙ্গী শ্লোক
সকালের ছবি হয়ে বন্দি ফ্রেমে,
মুছে গেছে যে দিন অবেলায়
দেখো নাই –
কি করে সাজায় তারে প্রেমে
-আপনার এ কবিতা তুলে আনলাম, অসাধারণ সুন্দর। আপনার প্রতি আমার আগ্রহ আরো বেড়ে গেল।

১৪| ১৫ ই জুন, ২০১৭ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: ফরিদ আহমদ চৌধুরী ,




এ সম্মানের আমি যোগ্য কিনা জানিনে তবে আপনার দেয়া এ সম্মানের অমর্যাদা করবোনা কখনও ।
রাতের শুভেচ্ছা ।

১৫ ই জুন, ২০১৭ রাত ১০:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জনগন আপনাকে সম্মানের যোগ্য মনে করেলে আর কি করা! জনগনের ইচ্ছারতো অমর্যাদা করা যায়না। সম্ভবত আপনি আপনার প্রেজেন্টেশন দ্বারা জনমনে সম্মানের আসন লাভে সক্ষম হয়েছেন। অন্তত তাতের অভিব্যক্তি তেমনটাই প্রকাশ করে।

১৫| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:৩৮

ধ্রুবক আলো বলেছেন: আহমেদ জি এস হে কবিতায় প্রাণ
থাকে যার অফুরান, যাদু করে পাঠে,

সত্যি ভাইয়ের কবিতায় শ্রুতি মধুরতা দারুন, আহমেদ কি এস ভাই একজন অসাধারণ মানুষ, উনাকে নিয়ে আপনার এই সনেট স্বার্থক অন্তঃমিল থাকুক আর নাই থাকুক।

শুভ কামনা রইলো নিরন্তর।

১৫ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি আর করব কবি কেউ বলে অন্তমিল হলে ভাল, কেই বলে অন্তমিল না হলে ভাল। কেউ বলে ভাব সম্প্রসারিত হতেহবে চরনের পরেও, যাকে তারা প্রবাহ বলে। আমি ভাবছি সব রকম লেখার চেষ্টা করব, আর প্রত্যেককে নিয়ে অন্তত তিনটি করে সনেট লিখব, যদি আল্লাহ তাওফিক দেন। আর কবিতায় আমি দলমতের বিভেদ হিসেব করব না। এ ক্ষেত্রে সবার সমান অধিকার সমান থাকবে। সাহিত্যিকের নিজস্বমত থাকতেই পারে, তবে মূলত সাহিত্যিক সবদল ও মতের পাঠেকের হওয়া উচিৎ বলে অন্তত আমি মনে করি।

১৬| ১৫ ই জুন, ২০১৭ রাত ১১:০৬

পারভেজ রশীদ বলেছেন: ‘হাতি উড়ে আকাশেতে’ মজাদার কথা!
মধুখেকো মাছি আসে কবিতার ঘ্রাণে
সাবাশ।

১৫ ই জুন, ২০১৭ রাত ১১:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সাবাশ যে কাকে বল্লেন, বুঝাগেলনা। কারণ এখানে অংশিদারিত্ব আছে!

১৭| ১৬ ই জুন, ২০১৭ রাত ২:৪২

উম্মে সায়মা বলেছেন: আহমেদ জী এস ভাইকে নিয়ে সনেট! খুব ভালো লাগল ফরিদ ভাই। আহমেদ জী এস ভাইয়ের লেখার হাত অসাধারণ।
উনার একেকটা মন্তব্যই কাব্য হয়ে যায়। আর যেভাবে সহব্লগারদের উৎসাহিত করেন তা সত্যিই প্রশংসনীয়। দুজনের জন্য অনেক অনেক শুভ কামনা।

১৬ ই জুন, ২০১৭ রাত ৩:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: একজন সত্যিকার গুনীর সম্মাননা জানাতে পেরে আমারো বেশ ভাল লাগছে।

১৮| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জানিনা কি হইছে, তবুও গুরু দরশনে রেখে গেলাম



মনের মানুষ আসবে ফিরে

কি আশায় উদাস দুচোখ, ভরা গাঙ্গে
কার প্রতীক্ষা, ঢেউ গুনিয়া মন ভাঙে-
রৌদ্র দুপুর শান্ত বিকেল সন্ধ্যা সাজে?
গোধূলি রাঙা হৃদয় কোণে সুর বাজে-
যার মায়ায়, নৃত্যে হিয়া কোন'সে গানে
ক্লান্ত বদন, ভাসো সদা'য় প্রেমো-বানে?
শ্রাবণ ভারী নয়ন ঝরে নদী-পাঁড়ে,
বাঁধবে নাকি ভালোবাসা'য়, স্বপ্ন বাড়ে?
আকাশ জোড়া চন্দ্রসূর্য নিয়ম করে-
জোছনা রোদে মুগ্ধ মানুষ প্রয়োজনে।
গোলাপ বকুল গন্ধে সদা মুগ্ধ করে;
কাষ্ঠ দেখো পরোপকার করছে পুড়ে।
ভালোবাসা রইবে না কভু অবিশ্বাসে,
বিশ্বাসে মনের মানুষ আসবে ফিরে।

আমি শুধু চৌদ্দ মিলানোর তালে ছিলাম, কিছুই জানিনা অন্তমিল ছন্দরীতি।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রত্যেক চরণকে দু’ভাগে ভাগ করে প্রথম ভাগে ৮ অক্ষর আর দ্বিতীয় ভাগে ৬ অক্ষর দিবেন। এরপর প্রথম ৮ চরনে বক্তব্য উপস্থাপন করে পরের ৬ চরনে উপসংহার টানবেন। অন্তমিল না থাকলে হবে অমিত্রাক্ষর মিল থাকলে হবে পয়ার।

১৯| ১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

শূন্যনীড় বলেছেন: একটু আধটো নয় ভাই, আপনার সনেটগুচ্ছ আপনার পারদর্শিতা জানান দেয়।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: স্বীকৃতি না মিল্লে এর বেশী আর কি বলা যায়?

২০| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দোআ করবেন, এর পর সেরকম চেষ্টা করবো।
অনেক জানলাম আপনার কাছে। কৃতজ্ঞতা রাখি শ্রদ্ধায়।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আশা করি আপনি সফল হবেন- ইনশাআল্লাহ।

২১| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালই হয়েছে।

১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনাদের স্বীকৃতি মনে শান্তি আনে।

২২| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২০

বিজন রয় বলেছেন: এখানে করা আমার মন্তব্যটি কোথায় গেল?

আমার সেই মন্তব্যে আমি দেবলীনা কে জানতে চেয়েছিলাম।

১৯ শে জুন, ২০১৭ রাত ১১:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাইতো! আপনার মন্তব্য কোথায় গেল? দেবলীনা কবির কবিতার মনোযোগী পাঠিকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.