নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

ইসলামের সঠিকতার অকাট্য প্রমাণ

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪২



একটা চক্র ইসলামকে বেঠিক প্রমাণের দূর্বার প্রচেষ্টা শুরু করায় ইসলামকে সঠিক প্রমাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।এ সংক্রান্ত একটি পুস্তক প্রণয়নের জন্য আমি এ যাবৎ ২৬ টি পোষ্ট প্রদান করেছি। এ পুস্তকে আর কি অধ্যায় যুক্ত হতে পারে সে ক্ষেত্রে আমি বিজ্ঞ ব্লগারগণের পরামর্শ কামনা করছি। আর পুস্তকের মান বৃদ্ধির জন্য কারো কোন পরামর্শ থাকলে সেটাও সাদরে গৃহিত হবে। ব্লগারগণের বাছাই করা মন্তব্য ও আমার জবাব পুস্তকে যুক্ত করার ইচ্ছা আছে। সম্পাদনা শুরু করলে সেটা করব আশা করছি। যারা এ যাবৎ আমার সাথে ছিলেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। নিম্নে এ যাবৎ পোষ্টকরা অধ্যায় সমূহের লিংক প্রদান করা হলো।

১।প্রাথমিক কথা
২।ভিন্ন চিন্তা
৩।নাস্তিক্যবাদ
৪।আস্তিক্যবাদ
৫।কোরআন অবশ্যই আল্লাহর বাণী
৬।হজরত মোহাম্মদ (সা.) অবশ্যই আল্লাহর নবি
৭।সব নবি কেন এক এলাকার?
৮।নাস্তিক কেন উন্নত হয়?
৯।মানুষকে পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ কেন তাদেরকে কষ্ট দিচ্ছেন?
১০।ইসলাম থেকে আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করেন
১১।ইসলামের সঠিকতার বিপক্ষে উপস্থাপন যোগ্য কোন যুক্তি ও প্রমাণ নেই
১২।জন্মসূত্রে সৌভাগ্য ও আল্লাহর দায়মুক্তি
১৩।সফটওয়্যার ও প্রাণ এবং আল্লাহর উপাসনা
১৪।স্মৃতি ও ইসলাম
১৫। মানুষ কেন সেরা?
১৬।উপাস্য ও মোনাফেক
১৭। ইসলাম ও বিজ্ঞান
১৮। আল্লাহ কেন পথভ্রষ্ট করেন?
১৯। প্রশ্নের পিঠে প্রশ্ন - মুসলিম কেন এত দল?
২০। মুসলমানের পরকাল বিশ্বাস কতটা সঠিক?
২১। আল্লাহর নিদর্শন
২২। বিবর্তন নয় প্রবর্তন সঠিক
২৩। আল্লাহর কাজের নমুনা
২৪। ইসলাম ও ইচ্ছার স্বাধীনতা
২৫। ধর্মহীনতা
২৬।ধর্ম ও মত
২৭।মহাশূণ্য থেকে মহান আল্লাহ - (পর্ব-১)
২৮।বেকুবের ঈশ্বর/আল্লাহ দর্শন
২৯।ইসলামের সঠিকতা নির্ণয়ে হাদিস এবং হাদিসের মান্যতা ও অমান্যতা
৩০।জীব্রাঈলের (আ.) ডানা ও সহজ ধর্মীয় জ্ঞান
৩১।বিশ্বাস, প্রমাণ ও ইসলাম
৩২।বিজ্ঞান কি নাস্তিকতার প্রমাণ?
৩৩।পানির মত ঈমান
৩৪। জান্নাতের হুর সমাচার – (পর্ব-১)
৩৫।ইসলামে বহুগামীতা - (পর্ব-১)
৩৬। ইসলামে বহুগামীতা – (পর্ব-২)
৩৭। জান্নাতের হুর সমাচার – (পর্ব-২)
৩৮। মহাশূণ্য থেকে মহান আল্লাহ – (পর্ব-২)

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ফিরে আসুক ইসলামের শক্তি ফিরে আসুক ইসলামের জয়। আমরা অন্ধ বলেই ইসামের সত্যটা নিয়ে আমাদের মাঝে আজ প্রশ্ন জাগে । না হলে কোরআন হাজার হাজার বছর আগে নাজীল হয়েছে আর যত বানী সব কিছুর প্রমান আমরা মানুষেরা কম বেশি পেয়েছি তার পরেও ইসলাম নিয়ে আমাদের এত বিভ্রান্তী।।

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইসলাম সম্পর্কে না জানার কারণে অনেকেই মনে করে আর সব ধর্ম বা মতের মত ইসলামেরও বুঝি কোন প্রমাণ নেই। কিন্তু এটা যে আর সব ধর্ম বা মতের চেয়ে আলাদা এটা যখন তারা বুঝতে চেষ্টা করে তখন তারা বুঝে ইসলাম সম্পর্কে তারা কতটা ভুলের মধ্যে ছিল। আমার এখন মনেহয় ইসলাম সম্পর্কে যত প্রশ্নই করা হোক সময় নিয়ে হলেও ইনশা আল্লাহ আমি এর জবাব দিতে পারব। আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ ফরিদ আহমদ চৌধুরী - জনাব , ইদানিং মুসলিমরা ইসলাম ধর্ম নিয়ে এতটা দুশ্চিন্তাগ্রন্থ, এতটা উৎকন্ঠিত যে সামান্য সমালোচনা শুনলেই তাদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। সাথে সাথে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র খুঁজে পায়, বিধর্মীদের চক্রান্ত খুঁজে পায় !

চৌদ্দশ বছরের পুরোনো একটি ধর্ম , একশো আশি কোটি জনসংখ্যা , তারপরও এত আত্মবিশ্বাসহীনতা , এত আস্হাহীনতা কেন ?

অথচ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখরা নিজ ধর্ম নিয়ে এতটা উৎকন্ঠিত নয়, এতটা দুশ্চিন্তাগ্রস্ত নয় যতটা মুসলিমরা ইসলাম ধর্ম নিয়ে। কেন ?

২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যার ঘরে ডাকাত পড়ে সে পুলিশ ডাকে এটাই নিয়ম।এখন অন্যরা সমস্যা তৈরী করছে ইসলাম নিয়ে এখন সমাধানটাওতো হতে হবে ইসলামকে ঘিরে। আপনার হিসেবে একজনের অসুখ হলে ঔষধ খাওয়াতে হবে অন্যজনকে। আবুলের ঘরে চোর পড়লো কেন সে প্রশ্ন আবুলকে না করে বরং চোরকে করা সংগত।
ইসলাম ছাড়া আর কারো সঠিকতার প্রমাণ কেউ চায় না। কারণ এমনিতেই সেগুলো অপূর্ণাঙ্গ। ইসলাম পূর্ণাঙ্গ এজন্যই লোকেরা এরপর জানতে চায় এটা সঠিক কি না। অন্যদেরকে যদি জিজ্ঞাস কারা হয় তোমরা সঠিক কি না সেটা জান না তবে এসব মান কেন তখন তারা বলে, আমাদের বাপ-দাদা এসব মেনেছে সে জন্য আমরা এসব মানি। ইমলাম তেমন বলে না। ইসলাম বলে ইসলাম সঠিক বলে এটাই মানতে হবে। তখন লোকেরা বলে ইসলাম কিভাবে সঠিক? আর তখনই লোকদের সম্মুখে ইসলামের প্রমাণ ও অকাট্য প্রমাণ ইত্যাদি পেশ করতে হয়। আমরাও যদি বলি ইসলাম সঠিক কি না আমরা জানি না। সঠিক হোক বা বেঠিক হোক আমরা ইসলামই মানব। তাহলে হয়ত কেউ আমাদের সঠিকতার প্রমাণ চাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে।চমৎকার প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

মৃত্যু হবে একদিন বলেছেন: কিছু কিছু মানুষ ইসলাম কে অন্য সব ধর্মের ন্যায় ভাবে তাই ইসলামের সত্যতা তাদের কাছে উপস্থিত হয় না। আবার গ্রামের কিছু প্রথা ব্যবস্থ্যা কে অনেকে ইসলাম মনে করেন তাই তারা ইসলাম কে সঠিক ভাবে চিনতে পাড়ে না।
আবার কিছু কিছু রাজনীতিক দল আছে যারা ইসলামের নামে নানা সমস্যা তৈরী করছে।
কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা ইসলামের নাম দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালু রেখেছে কিন্তু ইসলামের সঠিক জ্ঞান তাদের দেওয়া হয় না ।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সমস্যা বিভিন্নভাবে জট পাকায়। আবার কিছু সমস্যার সমাধান হয়। আবার কিছু সমস্যার সমাধান হয় না। আর এভাবেই আমরা বেঁচে থেকে অতঃপর একদিন চলে যাই।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আলোচনা প্রমাণসাপেক্ষ


আমি প্রমাণ ছাড়াই বিশ্বস্ত যে আল্লাহ এক অদ্বিতীয়

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিন্তু বেঈমানরা প্রমাণ না দিলে ধর্মান্ধ বলে। প্রমাণ পেলে ওরা একটু চুপ থাকে।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: এত লিখেছেন!!!!
চমৎকার।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বই লিখতে গেলেতো লিখতেই হবে।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩২

কাওছার আজাদ বলেছেন: যারাই এই প্ল্যাটফর্মে (নাস্তিক/আস্তিক) লেখালেখি করে কিংবা বই লেখার জন্য নিজেকে নিয়োজিত করে, তাদের জন্য আমি প্রাণপণে মনখুলে দোয়া করি। আপনার জন্যও দোয়া করছি। আল্লাহ্ আপনাকে এ কাজের জন্য সাহায্য করুক।

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার উদ্দেশ্য সিদ্ধ হোক - উপর ওয়ালার কাছে সেটাই কামনা করি।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: 'ইসলামের দৃষ্টিতে প্রাচ্য এবং পাশ্চাতের সংস্কৃতি' এবং 'মুসলমানদের কিরুপ গান-বাজনা জায়েজ আছে'- এ বিষয়ে একটু আলোচনা করা যেতে পারে কি, চৌধুরী ভাই?

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.