![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেখ ফরিদ আলম। অনেক ব্লগে লিখি ফৈরা দার্শনিক নামে। বাড়ি পশ্চিমবঙ্গের ইসলামপুরে। আমি স্পেশাল কিছুনা। খুবই সাধারণ একজন মানুষ। যার পৃথিবীতে থাকা না থাকাতে কিছুই যায় আসে না কারো। লেখা লেখি করি বলা যাবে না। কারণ ভালো কিছু কখনোই লিখতে পারিনা। তবে আমি কিছু লিখতে চাই। আমি চাই সবাই আমার লেখা পড়ুক আমার ভাবনা গুলোকে জানুক। কিন্তু দুখের বিষয় হল আমি কখনোই এব্যাপারে চেষ্টা-প্রচেষ্টা করিনা। তাই ঘুরে ফিরে সেই একই জায়গায় দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে আছি, হয়ত দাঁড়িয়ে থাকব আরো অনেক দিন। দেশকে ভালোবাসী। দেশের জন্য কিছু করতে চাই। এর বদলে আমি দেশের কাছে কিছুই চাইনা। কারণে আমি ভারতীয় হিসেবে গর্বিত। এটাই আমার বড় প্রাপ্তি। আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ ব্লগিং।
জিহাদ মানে কি নিরিহ মানুষকে হত্যা করা?
জিহাদ মানে কি চারিদিকে সন্ত্রাস সৃষ্টি করা?
জিহাদ মানে কি বাজারে বোমাবাজী করা?
জিহাদ মানে কি নিজের শরীরে বোমা বেঁধে আত্মহত্যা করা?
জিহাদ মানে কি মন্দির গীর্জা ভাঙ্গা?
জিহাদ মানে কি নারী, বৃদ্ধ, শিশুদের হত্যা করা?
জিহাদ মানে কি সুখী দেশকে খিলাফাহ প্রতিষ্ঠার নামে অসুখী করা?
জিহাদ মানে কি শরীয়াহ আইন লাগুর নামে হরতাল করে দেশের সম্পত্তি নষ্ট করা?
জিহাদ মানে কি ইসলামের দুশমন বৃদ্ধি করা?
জিহাদ মানে কি মুসলিম জাতিকে অপমান এবং লজ্জায় ফেলা?
জিহাদ মানে কি ইসলামের শত্রুদের ইসলামের ক্ষতি করার সুযোগ করে দেওয়া?
জিহাদ মানে কি মুসলিম শাসকের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা?
উত্তর গুলো নিশ্চয় না হবে। এখন প্রশ্ন হল তথাকথিত জিহাদী দল গুলো কেমন জিহাদ করছে? তারা কি উপরের কাজ গুলো করছে না? আরো জানতে ইচ্ছা করে এই পনেরো কুড়ি বছরে তারা ইসলাম ও মুসলিমদের কি উন্নতি করালো? কি লাভ করালো? কত লোকের কাছে ইসলাম পৌছালো এবং কত লোকের মনে ইসলামের প্রতি বিতৃষ্ণা জন্মালো? তারা যে উদ্দেশ্যে জিহাদ করছে তাতে কি সাফল্য পেয়েছে?
আলেমগণ বলেন, ‘জিহাদ বিশ্বশান্তি প্রতিষ্ঠাকল্পে ফরয করা হয়েছে ইসলামে। জিহাদের জন্য মুসলিম আমীর (নেতা) জরুরী। আমীর ছাড়া ব্যক্তিগত পর্যায়ের কোন লড়াই লড়া জিহাদ নয়। জিহাদ জিহাদের ময়দানেই সীমাবদ্ধ থাকবে। বেসামরিক লোকেদের হত্যা করা যাবেনা জিহাদে। কোন দূত হত্যা করা যাবেনা তাতে। বৃদ্ধ, নারী ও শিশু হত্যা করা যাবেনা। শত্রু পক্ষের ফসল নষ্ট করা যাবেনা। অপ্রয়োজনে বাড়ি ঘর জ্বালানো যাবেনা এবং উপাসনালয় নষ্ট করা যাবেনা। সুতরাং যে লড়াইতে ইসলামী উদারনীতির লংঘন হয় তা জিহাদ নয়। [যুব সমস্যা ও শরয়ী সমাধান/১৯৬ পৃষ্ঠা]
[এব্যাপারে কারও কোন আপত্তি থাকলে জানান। কোন ভুল দেখলে ধরিয়ে দিন। জিহাদের ব্যাপারে সঠিক তথ্য শেয়ার করুন। আমি গোঁড়া নয় তাই আপনার ব্যাখ্যা সঠিক হলে আমি অবশ্যই তা মেনে নেব। আর মুমিনদের গুন হল এটা যে তারা সহীহ শুনলে বলবে, ‘শুনলাম এবং মানলাম’]
২| ০৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
শিক্ষানবিস বলেছেন: না না, জিহাদ হল অত্যাচারীর বিরুদ্ধে সর্বাত্নক প্রতিরোধ গড়ে তোলা।
৩| ১৯ শে মে, ২০১৮ রাত ৩:৪৫
প্রশানত বলেছেন: খুবি যুক্তিপূর্ণ কথা লিখেছেন ভাই। সালা্ম
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৬
এম আর ইকবাল বলেছেন:
গদির স্বপ্ন সবার ।
সেই খায়েশ মেটেতে বিভিন্ন নামে, বিভিন্ন ভাবে
ক্ষেমতা র প্রকাশ ইচ্ছা ।
আছে বেহস্হতের টিকেটের আশায় হতভাগার দল ।