| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ ফরিদুল ইসলাম
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
যদি স্বপ্নটা আপলোড করা যেত------
যদি ভালবাসাটা পোস্ট দেওয়া যেত-----
যদি ইচ্ছেটা শেয়ার করা যেত-----
যদি হাসিটা সেভ করা যেত---------
যদি কান্নাটা ডিলিট করা যেত---------
যদি চিন্তাটা ফরম্যাট দেওয়া যেত---------
যদি কষ্টটা ব্লক দেওয়া যেত-----------
হয়ত সেদিন জীবন টা অনেক
সুন্দর হতে পারত...........!!!!
কিন্তু এমনটা হয় না, হবেও না....
জীবন আমাদের অনেক কিছুই শিখায়...
কখনো কঁদায় কখনো হাসায়....!!!
তাই নিজেকে ছাড়া কারো উপর খুব বেশি নির্ভর করবে না......
আরে অন্ধকারে তো নিজের ছায়াও ছেড়ে চলে যায়....
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৫ রাত ১০:৫৮
মোঃ হাফিজুর রহমান বলেছেন: ভাই আপনার লেখাটি অনেক ভালো হয়ছে