![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
আমরা সবাই চাই সুখী হতে। সুখী হওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি কিন্তু মজার বিষয় কি জানেন আমরা জানিইনা সুখের ডেফিনেশন কি অথবা কীভাবে সুখী হওয়া যায়? না জানা সত্বেও আমরা সারাজীবন সুখের পিছনে দৌড়ে বেড়াই কিন্তু সুখের নাগাল কোনদিনও পাইনা। কাউকে যদি প্রশ্ন করি কে বেশী সুখী? কেউ বলবে যার অনেক টাকা, দামী বাড়ি, গাড়ী আছে, কেউ বলবে যার অনেক ক্ষমতা আছে, আবার অনেকে বলবে যারা বড় পদে চাকরি করে তারাই সুখী। উপরে যাদেরকে সুখী মনে করা হচ্ছে তাদেরকে প্রশ্ন করে দেখবেন উনারা কেউ বলবেনা যে উনারা সুখী। মোটকথা আমরা কেউ আমাদের নিজেদের অবস্থানে সন্তুষ্ট থাকতে পারিনা। তাই আমরা কখনো সুখীও হতে পারিনা। আমরা সবসময় আমাদের চেয়ে উপরতলার মানুষদের আমাদের চেয়ে বেশী সুখী মনে করি কিন্তু কখনো আমাদের নিচতলার দিকে তাকাইনা। ব্যবসায়ীরা মনে করেন চাকরিজীবীরা কত সুখী। তারা মাস পেরোলেই টাকা পায় আবার চাকরিজীবীরা মনে করে ব্যবসায়ীরা কত সুখী। তাদের কারো অধীনে চলতে হয়না। আমাদের দেশে ডাক্তারদের অনেক সুখী মনে করা হয়। ফেনী শহরের এক বড় ডাক্তারের সাথে কথা হয়েছিল যার রোগীর সংখ্যা অসংখ্য। আলোচনার এক পর্যায়ে বললাম স্যার আপনিতো অনেক সুখী।কত রোগী, কত টাকা! উনি আমাকে বললেন বাবারে বাইরে থেকে আমাকে দেখে সবাই এরকম ভাবে কিন্তু আমার এটা একটা জীবন হলো? ২৪ ঘন্টাই কাজ। এত টাকা দিয়ে কি হবে? পরিবারকে কোন সময় দিতে পারিনা, তাদের সাথে ঘুরতে পারিনা। এর চেয়ে যদি শিক্ষক হতাম কত ভালো হত। একজন শিক্ষককে প্রশ্ন করেন আপনি কি সুখী? শিক্ষক বলবে আমাদের কি সুখ কপালে আছে? আমাদের বেতন ও অন্যান্য সুবিধা কত কম! আমাদের চেয়ে ব্যাংকাররা কতোই সুখে আছে। ব্যাংকারদের প্রশ্ন করলে বলবে ভাই আমরা কিছু পরিমাণ আর্থিক সুবিধা অন্যদের চেয়ে বেশী পেলেও আমাদের যে মানসিক পরিশ্রম করতে হয় তাতে কি আমাদের সুখী বলা যায়? আমাদের চেয়ে পুলিশ বিভাগের লোকেরা বেশী সুখে আছে। পুলিশ ভাইদের একই প্রশ্ন করলে উত্তরে বলবে ভাইরে আমাদের যে কি পরিমান শারীরিক এবং মানসিক পরিশ্রম করতে হয় তা হিসেব করলে সুখের স টাও খুঁজে পাওয়া যাবেনা। ঈদের দিনও ডিউটি করতে হয় এর চেয়ে বড় বেদনা আর কি আছে? যে বিদেশে আছে সে ভাবে আহা দেশে থেকে আলু ভর্তা আর কাচা মরিচ দিয়ে যদি ভাত খাইতাম তাও সুখী হইতাম। আর যিনি দেশে আছেন তিনি বলছেন শালার দেশে থেকে জীবনটাই বরবাদ করলাম এর চেয়ে বিদেশে গেলে অনেক সুখে থাকতে পারতাম। তাহলে বোঝা গেলো কেউ আসলে আমরা নিজের পজিসনে সুখী নই। সুখ হচ্ছে একটি বিমূর্ত বিষয়। সুখ আপনার মানসিকতার উপর নির্ভর করে।আপনি যদি মনে করেন আপনি সুখী তাহলে আপনি সত্যি সুখী। তাই সুখী যদি হতে চান সবসময় অল্পে তুষ্ট থাকুন। উপরতলার দিকে না তাকিয়ে আপনার নিচতলার দিকে তাকান। তাহলেই বুঝতে পারবেন যে আসলে আপনি কতো সুখে আছেন। আর উপরতলার দিকে আপনি যত তাকাবেন এবং সে বিষয়ে যত চিন্তা করবেন আপনি ততো বেশী অসুখী হবেন কারন উপরতলার কোন শেষ নেই। আপনি যত উপরতলায় যাবেন তার আরো উপরতলা আছে এবং মরণ না হওয়া পর্যন্ত আপনার উপরের আকাঙ্খা প্রতিনিয়ত বাড়তেই থাকবে। পরিণামে সুখের যে মিষ্টি স্বাধ আছে তা আপনি কোনদিন ভোগ করতে পারবেন না। তাহলে আর দেরী কেন এক্ষুণি আপনি আপনার নিচের অবস্থানে যারা আছে তাদের কথা চিন্তা করে আল্লাহর কাছে শোকর করুন যে আল্লাহ আপনাকে অন্যদের চেয়ে কত সুখে রেখেছেন।
====0====
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪
নূর-ই-হাফসা বলেছেন: ভাই আপনার প্রফাইল দেখে অবাক হলাম । পুরো ঠিকানা দেয়া ।