![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই মুসলিম জাহানের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) থেকে শুরু করে প্রথম নবী হযরত আদম(আ.) পর্যন্ত পূর্বপুরুষদের নামের তালিকা জানা উচিত। যারা জানেন না তাদের জন্য সেই তালিকা নিচে তুলে ধরা হলো।
হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)
তাঁহার পিতা আব্দুল্লাহ,
তাঁহার পিতা আব্দুল মোত্তালিব,
তাঁহার পিতা হাসিম,
তাঁহার পিতা আব্দ মানাফ,
তাঁহার পিতা কুছাই,
তাঁহার পিতা কিলাব,
তাঁহার পিতা মুরাহ,
তাঁহার পিতা কা'ব
তাঁহার পিতা লুই,
তাঁহার পিতা গালিব,
তাঁহার পিতা ফাহর,
তাঁহার পিতা মালিক,
তাঁহার পিতা আননাদর,
তাঁহার পিতা কিনান,
তাঁহার পিতা খুজাইমা,
তাঁহার পিতা মুদরাইকা,
তাঁহার পিতা ইলাস,
তাঁহার পিতা মুদার,
তাঁহার পিতা নিজার,
তাঁহার পিতা মা'দ,
তাঁহার পিতা আদনান,
তাঁহার পিতা আওয়াদ,
তাঁহার পিতা হুমাইসা,
তাঁহার পিতা সালামান,
তাঁহার পিতা আওয,
তাঁহার পিতা বুয,
তাঁহার পিতা কামওয়াল,
তাঁহার পিতা ওবাই,
তাঁহার পিতা আওয়ান,
তাঁহার পিতা নাসিদ,
তাঁহার পিতা হিযা,
তাঁহার পিতা বালদাস,
তাঁহার পিতা ইয়াদলাফ,
তাঁহার পিতা তাবিখ,
তাঁহার পিতা জাহিম,
তাঁহার পিতা নাহিস,
তাঁহার পিতা মাখি,
তাঁহার পিতা আ"য়েফ
তাঁহার পিতা আবকার,
তাঁহার পিতা উবাইদ,
তাঁহার পিতা আদ দাহা,
তাঁহার পিতা হামদান,
তাঁহার পিতা সানবার,
তাঁহার পিতা ইয়াসরিবি,
তাঁহার পিতা ইয়াহজিন,
তাঁহার পিতা ইয়ালহান,
তাঁহার পিতা ইরাওয়া,
তাঁহার পিতা আইযি,
তাঁহার পিতা যিশান,
তাঁহার পিতা আইছার,
তাঁহার পিতা আফনাদ,
তাঁহার পিতা আইহাম,
তাঁহার পিতা মুকাসির,
তাঁহার পিতা নাহিস,
তাঁহার পিতা যারিহ,
তাঁহার পিতা সামি,
তাঁহার পিতা মায্যি,
তাঁহার পিতা ইওয়াদ,
তাঁহার পিতা ইরাম,
তাঁহার পিতা হিদার,
তাঁহার পিতা হযরত ইসমাইল (আঃ),
তাঁহার পিতা হযরত ইবরাহিম (আঃ),
তাঁহার পিতা তারক
তাঁহার পিতা নাহুর,
তাঁহার পিতা সারুয,
তাঁহার পিতা রা'উ,
তাঁহার পিতা ফাহিয,
তাঁহার পিতা আবীর,
তাঁহার পিতা আফরাহশাদ,
তাঁহার পিতা সা'ম,
তাঁহার পিতা হযরত নূহ (আঃ),
তাঁহার পিতা লামিক,
তাঁহার পিতা মাতু সালিখ,
তাঁহার পিতা হযরত ঈদ্রীস (আঃ),
তাঁহার পিতা ইয়ারিদ,
তাঁহার পিতা মালহালিল,
তাঁহার পিতা কিনান,
তাঁহার পিতা আনস,
তাঁহার পিতা হযরত শীস (আঃ),
তাঁহার পিতা হযরত আদম (আঃ)
[সংগৃহীত]
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৮
চাঁদগাজী বলেছেন:
এখানে মোটামুটি ৮০ জেনারেশনের তালিকা আছে; প্রতি জেনারশনে ১ জন করে নবী/রসুল এসে থাকলে ৮০/৯০ জন নবী আসার কথা; ২ লাখ ৪০ হাজার আসার জন্য কত জেনারেশন মানুষের দরকার?
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬
নূর আলম হিরণ বলেছেন: এটা কোথায় থেকে সংগৃহীত? এমন ইতিহাসবিদের নোবেল পাওয়ার কথা। অনেক নথিপত্র ঘাটতে হয়েছে। বিশাল জ্ঞানের ব্যাপার! এক জেনারেশনে একই সাথে সর্বোচ্চ কয়জন করে নবী এসেছিল এটা জানতে পারলে চাঁদগাজী সাহেবের উত্তর কিছুটা পাওয়া যেতো।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩
রাজীব নুর বলেছেন: এই তালিকা দিয়ে আমি কি করবো? আমার কি কাজে লাগবে?? কি উপকারে আসবে?
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুবহানআল্লাহ !!
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫১
নীল আকাশ বলেছেন: আন্দাজে এটা কোথা থেকে লিখেছেন? এটার রেফারেন্স কই?
এই ধরনের লিখা দেবার আগে অবশ্যই সূত্র এবং কোথা থেকে লিখেছেন উল্লেখ করবেন।
এটা ব্লগ, ফেসবুক নয়।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এখানে ৮১ জনের নাম আছে। এভারেজ একজন থেকে অন্যজন জন্মের ডিসটেঞ্ছ ২৫ বছর করে ধরলে হযরত আদম (আঃ) টু হযরত মুহাম্মদ (সাঃ) আসতে মাত্র ২০২৫ বছর লাগার কথা। এ লজিকেই তো দেখা যায় এই লিস্ট কতটা সঠিক।
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৪
সুপারডুপার বলেছেন:
বাইবেল Genesis পড়তে গিয়ে চোখ পড়ল এই পোস্টের পূর্বপুরুষগণের তালিকার আদম (আঃ) থেকে ইবরাহিম (আঃ) পর্যন্ত বাইবেল থেকে নেওয়া। আর হুজুররা যে ওয়াজ - মাহফিলে বিভিন্ন নবীর জীবন কাল বলেন এটাও বাইবেল এর সাথে মিলে যায়। (উপরের চিত্রটি দেখুন )
তথ্য সূত্র লিংক : Genesis Chapter 5 - Bengali, Timeline of Genesis patriarchs, Patriarchs (Bible)
আর ইসমাইল (আঃ) থেকে মুহাম্মদ (সাঃ) পর্যন্ত এটা কোথায় থেকে নেওয়া সেটা আমার চোখে এখন ও পরে নি।
বাইবেল নিজেই গোঁজামিল। আর গোঁজামিল থেকে আংশিক বা হুবহু কপি করলে সেটাও হবে গোঁজামিল।
।
৯| ০১ লা এপ্রিল, ২০২০ রাত ১০:৫২
সোনালি কাবিন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
এখানে মোটামুটি ৮০ জেনারেশনের তালিকা আছে; প্রতি জেনারশনে ১ জন করে নবী/রসুল এসে থাকলে ৮০/৯০ জন নবী আসার কথা; ২ লাখ ৪০ হাজার আসার জন্য কত জেনারেশন মানুষের দরকার
, ২০১৯ রাত ১০:১৬ ০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: এখানে ৮১ জনের নাম আছে। এভারেজ একজন থেকে অন্যজন জন্মের ডিসটেঞ্ছ ২৫ বছর করে ধরলে হযরত আদম (আঃ) টু হযরত মুহাম্মদ আসতে মাত্র ২০২৫ বছর লাগার কথা। এ লজিকেই তো দেখা যায় এই লিস্ট কতটা সঠিক।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
বিজন রয় বলেছেন: বিশাল ব্যাপার!!!!